Friends of my blurt space Community
I'm @gulshanpupry from Bangladesh
একদিন ছোট বোনের সাথে ওর ইউনিভার্সিটি গেছিলাম। আমার ছোট বোন গ্রীন ইউনিভার্সিটিতে পড়ে। ওদের ইউনিভার্সিটি ক্যাম্পাস পূর্বাচলে। আমরা যেদইন বোনের ক্যাম্পাসে যাই সেদিন ছবি ডিসেম্বর মাসের রৌদ্রজ্বল একটা দিন।
আমারা মিরপুর থেকে গিয়েছি। আমরা মিরপুর ১০ নাম্বার গোলচক্কর থেকে বাসে উঠে কুড়িল বিশ্বরোড নেমেছিলাম তারপর ওভারব্রিজ দিয়ে রাস্তা পাড় হয়ে বি আর টি সি বাস স্টান্ড যাই। অনেক গুলো বাস সারি সারি লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরা বি আর টি সি বাসের কাউন্টারে গিয়ে টিকেট কেটে সামনে দাঁড়ানো বাসে গিয়ে উঠি। কিছুক্ষণ পড়ে বাস ছেড়ে দেয়।
আমরা বাস থেকে নেমে ইউনিভার্সিটির ভেতরে যাই। অনেক বড়ো এড়িয়া। অনেক সুন্দর ক্যাম্পাস ভাষায় প্রকাশ করা যাবে না। চারদিকে সবুজ মাঠ, গাছগাছালি। পরিপাটি করে সাজানো পুরো ক্যাম্পাস। একাডেমিক ভবন গুলো অনেক সুন্দর। আমরা প্রথমে আমার বোনের ডিপার্টমেন্টে যাই। ক্লাসরুম, ল্যাব ঘুরে ঘুরে দেখি। বোনের ডিপার্টমেন্টে একটু কাজ ছিলো, বোন কাজ সেড়ে নেয়। বোন তার বন্ধুদের সাথে পরিচয় করায় দেয়। আমরা ক্যাম্পাসের ক্যান্টিনে যাই, অনেক পরিচ্ছন্ন ক্যান্টিন। অনেক গুলো টেবিল। আমরা যখন ক্যান্টিনে গেলাম তখন লাঞ্চ টাইম তাই সব টেবিলেই স্টুডেন্ট দিয়ে ভর্তি ছিলো। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর খালি টেবিল পেয়ে বসে পড়লাম, হালকা কিছু খাবার খেয়ে আমরা ক্যান্টিন থেকে বের হয়ে আসলাম।
এরপর পুরো ক্যাম্পাস ঘুড়ে দেখলাম। ভবন গুলোতে গেলাম অন্যান্য ডিপার্টমেন্টের ক্লাসরুম, ল্যাব সব ঘুরে ঘুরে দেখলাম। তারপর আমরা মাঠে আসলাম, চারিদিকটা অনেক সুন্দর। ক্যাম্পাসের দারুণ লোকেশন গুলোতে বোন আমার বেশ কিছু ছবি তুলে দিলো। তারপর আমারা ক্যম্পাসের গাড়িতে করে কুড়িল বিশ্বরোড পর্যন্ত আসি। তারপর সেখান থেকে মিরপুরের বাস ধরে বাসায় চলে আসি।
To join our community of platforms. Thank you very much. You will make a short post about your introduction. I hope everyone will recognize you in this. I hope you will do well here.
Thanks for support me