Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well. Today I am back with another new post. You may all know that I am a teacher by profession and being a teacher by profession I sometimes share posts with you about various topics in my school. Today I am here to share a new post with you, if you read my post carefully then I think you will like this post very much. Every year we organize a big event in our school and around that big event we spend a very busy time towards the end of the year. As the time of big events often comes, we came up with a little different kind of activities so that we can enhance the beauty of the event. Other years we used to conduct the program only through cultural programs but this time we have thought of conducting the program in a little different way than all the other years. Although every year we take different steps on this day of the function but this time we try to bring some difference. A few of us continue. In previous years we did not have any sports part in this program but this time we thought to have some part of sports along with our cultural program so that students are attracted towards that sport and love to participate in that sport. Actually little boys and girls are always more attracted towards sports so we thought of taking such an initiative.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর পেশাগতভাবে একজন শিক্ষক হবার কারণে আমি মাঝে মাঝে আপনাদের মাঝে আমার স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করে থাকি। আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি যদি আপনারা আমার এই পোস্টটি একটু মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনাদের কাছেও এই পোস্টটা খুবই ভালো লাগবে বলে আমার কাছে মনে হয়। প্রত্যেক বছর আমাদের স্কুলে আমরা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে থাকি আর সেই বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা বছরে শেষের দিকে খুবই ব্যস্ত সময় পার করে থাকি। যেহেতু বড় অনুষ্ঠানের সময় প্রায়ই এসে গিয়েছে তাই আমরা একটু ভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে হাজির হয়ে গেলাম যেন আমরা সেই অনুষ্ঠানের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিতে পারি। অন্যান্য বছরে শুধুমাত্র আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বা কালচারাল প্রোগ্রামের মাধ্যমেই অনুষ্ঠানটা পরিচালনা করতাম কিন্তু এবার আমরা চিন্তা করেছি অন্যান্য সকল বছরে তুলনায় একটু ভিন্নভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করতে।অনুষ্ঠানের এই দিনটাকে কেন্দ্র করে আমরা যদিও প্রত্যেক বছর বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিন্তু এবারের পদক্ষেপ কিছুটা ভিন্নতা নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কয়েকজন। অন্যান্য বছরে খেলাধুলার কোন অংশ আমাদের এই অনুষ্ঠানে থাকত না কিন্তু এবার আমরা চিন্তা করেছি আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলার কিছু অংশ রাখবো যেন ছাত্র-ছাত্রীরা সেই খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় এবং সেই খেলাধুলায় অংশগ্রহণ করতে ভালোবাসে। আসলে ছোট ছেলে মেয়েরা খেলাধুলার প্রতি সবসময়ই একটু বেশি পরিমাণে আকৃষ্ট হয় তাই আমরা এমন উদ্যোগ গ্রহণ করার চিন্তা করেছি।
It would also be wrong to say that we have only thought about it because we have already started taking various activities around this event so that we can present our event to people in a more well organized manner. Like every year, this year we intend to hold our event in the month of November. In other years, we hold this event on any Saturday in November. This year we will do the same. Like other years, we will choose a Saturday in the month of November to conduct our event. to do Since we have all kinds of prominent officers of our area including our district participating in this event, we have to choose the holiday because on these holidays the officers can easily give us time for this event. The program we are going to organize is probably most likely to have our district super i.e. DC as an invited guest. So imagine if a senior officer of the district is with the organization of such a program, how much preparation do we have to do to make the students happy by giving a performance to them. to show
বিষয়টা নিয়ে যে আমরা শুধুমাত্র চিন্তা করেছি তা বলার তাও অনেকটাই ভুল হবে কেননা আমরা ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতে শুরু করেছি যেন আমাদের সেই অনুষ্ঠানটাকে আমরা আরো সুন্দরভাবে সাজানো গোছানোভাবে মানুষের মাঝে উপস্থাপন করতে পারি। প্রত্যেক বছরের মতো এবারও আমরা নভেম্বর মাসেই আমাদের ওই অনুষ্ঠানটা করার ইচ্ছা পোষণ করেছি অন্যান্য বছরে আমরা নভেম্বর মাসের যে কোন একটা শনিবারে এই অনুষ্ঠান করে থাকি ঠিক এবারও আমরা তেমনটাই করবো যে অন্যান্য বছরের মতো এবারও আমরা নভেম্বর মাসের কোন একটা শনিবারকে বেছে নেব আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য। যেহেতু আমাদের এই অনুষ্ঠানে আমাদের এলাকার সহ আমাদের জেলার সকল ধরনের নামিদামি অফিসারেরা অংশগ্রহণ করে তাই আমাদেরকে ছুটির দিনটাকেই বেছে নিতে হয় কারণ এই ছুটির দিনগুলোতে অফিসারগুলো খুব সহজেই আমাদের এই অনুষ্ঠানের সময় দেবার সুযোগ পাই। এবার আমরা যে অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি সম্ভবত সেই অনুষ্ঠানে আমাদের জেলা সুপার অর্থাৎ ডিসি আমন্ত্রিত অতিথি হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে।তাহলে ভাবুন জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি এমন অনুষ্ঠানে আয়োজনের সাথে থাকে তাহলে আমাদেরকে কতটা প্রস্তুতি গ্রহণ করতে হবে তাকে খুশি করার মতো পারফরম্যান্স ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেখানোর জন্য।
Cycling is loved by many people but I think it is very difficult for many people who are not very good at cycling. I have noticed since childhood that cycling is good. That is why it is very important to get a very good understanding of these tasks from childhood. But after growing up they are afraid to ride the bike and that's why we have created a game based on the bike which we think we will conduct in this event. I have noticed that many students of our school come to school by bicycle so I don't think it will be too difficult for them to participate in this game. They can easily participate in this sport with their own bicycles, so instead of a bicycle race, we have organized Cycles Lores as the focus of our event. The size of the playground in our school is a bit less so we are organizing cycle races instead of cycle races.Cycling is loved by many people but I think it is very difficult for many people who are not very good at cycling. I have noticed since childhood that cycling is good. That is why it is very important to get a very good understanding of these tasks from childhood. But after growing up they are afraid to ride the bike and that's why we have created a game based on the bike which we think we will conduct in this event. I have noticed that many students of our school come to school by bicycle so I don't think it will be too difficult for them to participate in this game. They can easily participate in this sport with their own bicycles, so instead of a bicycle race, we have organized Cycles Lores as the focus of our event. The size of the playground in our school is a bit less so we are organizing cycle races instead of cycle races.
সাইকেল চালানোর বিষয়টা অনেকেই পছন্দ করে থাকে কিন্তু অনেকেই আছে যারা সাইকেল খুব একটা ভালোভাবে চালাতে পারে না তাদের জন্য এই বিষয়টা অনেকটাই কঠিন বলে আমার কাছে মনে হয়। লক্ষ করে দেখেছি ছোটবেলা থেকে যদি সাইকেল চালানো ভালোভাবে। এজন্য ছোটবেলা থেকেই এই কাজগুলোর সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করা এজন্য ছোটবেলা থেকেই এই কাজগুলোর সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করাটা অত্যন্ত জরুরী। কিন্তু বড় হয়ে যাবার পরে তারা সাইকেল চালাতে ভয় পাই আর এই জন্যই আমরা সাইকেল কে কেন্দ্র করে একটা খেলা তৈরি করেছি যেটা আমাদের এই অনুষ্ঠানে আমরা পরিচালনা করব বলে মনে করছি। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের স্কুলের অনেক ছাত্র-ছাত্রী সাইকেল নিয়ে স্কুলে আসে তাই তাদের জন্য এই খেলাতে অংশগ্রহণ করাটা খুব একটা কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। তারা খুব সহজেই এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে তাদের নিজেদের সাইকেল দিয়ে তাই আমরা সাইকেল রেস এর পরিবর্তে সাইকেলস লোরেস এর ব্যবস্থা করেছি আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমাদের ইস্কুলে খেলার মাঠের আয়তন টা কিছুটা কম তাই আমরা সাইকেল রেস এর পরিবর্তে সাইকেল ফ্লোরেস এর আয়োজন করছি।
And to show the students about this bicycle slowness, today we did a preparatory practice with the students. First we did this arrangement with boys then we did this arrangement with girls. I also have the photographs of the arrangements made with the boys. I am not sharing those photographs in today's post. I will share them with you tomorrow in the form of a post. Today I am here to share this bicycle girl games with you, I hope you like this post that you read today. All of us in our school life when we were studying in school we could very well observe such games when the annual sports competition was held in school. Since I have passed the education life and now entered the educational life, now I miss those days a lot and to bring those missed days back to the students, we have taken such initiatives. Now seeing their joy in this sport reminds us of those old days and remembers how happy we used to be. Just like us, we have organized such a different kind of arrangement so that they also remember these old days. Please comment me how you like this shared post. As of today, I will come to you later with a new post.
আর এই সাইকেল স্লোরেস এর বিষয়টা ছাত্রছাত্রীদেরকে দেখানোর জন্য আজকে আমরা ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এর প্রস্তুতিমূলক একটা প্র্যাকটিস করেছিলাম। প্রথমে আমরা ছেলেদেরকে নিয়ে এই আয়োজনটা করেছিলাম পরে আমরা মেয়েদেরকে নিয়ে এই আয়োজনটা করেছি। ছেলেদেরকে নিয়ে যে আয়োজনটা করেছে সেটার ফটোগ্রাফিও আমার কাছে রয়েছে সেই ফটোগ্রাফি গুলো আজকের পোষ্টের মধ্যে শেয়ার করছি না সেই বিষয়গুলো আমি আগামীকাল আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করব। আজকে আমি সাইকেল নিয়ে মেয়েদের খেলার এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়েছি আশা করি এই যে পোস্ট আপনারা আজকে আমার পড়লেন তা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা সকলেই স্কুল লাইফে যখন স্কুলে পড়াশোনা করতাম ঠিক সেই সময়ে স্কুলে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো তখন এই ধরনের খেলা গুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারতাম। যেহেতু শিক্ষাজীবন পার করে এখন শিক্ষাগত জীবনে পদার্পণ করেছি তাই এখন সেই দিনগুলোকে অনেক বেশি পরিমাণে মিস করি আর সেই মিস করার দিনগুলো ছাত্র-ছাত্রীদের মাঝে ফিরিয়ে আনার জন্যই মূলত আমাদের এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে। এখন তাদের এই খেলাধুলার আনন্দ দেখেই আমাদের সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় আর মনে পড়ে যায় তখন আমরা কতটা আনন্দ করতাম।ঠিক আমাদের মতই তাদেরও যেন এই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় এমনটা চিন্তা করেই আমরা এমন ভিন্ন ধরনের আয়োজন করেছি। শেয়ার করা এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
https://x.com/fizzvai/status/1843650436534038686?t=WLDZQB1Id6mEAjJmiCm-wg&s=19