Married vs Single Football Match part-1

in blurt-188398 •  2 months ago 

IMG20241018171857.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well. Today I am back with more new posts. I may not have written a post before about the topic that I am here to share with you today. Since this topic has never been shared with you before, today's post is going to be very big. In fact, to get a good idea about something, it is necessary to present it in a very large format, because if such things can be presented in a small format, then Nothing good comes from that. If necessary, I can share this post with you in a few episodes so that you can get a proper and beautiful understanding of the issues. You may have seen the picture above and understand that I am here to share with you today about games and the first thing that caught your eye in this post about games is probably a large sized playground. Or many people may think it is a stadium, but actually it is not a stadium, it is the playground of our village, which looks very similar to the stadium. As the shape of the playground is much bigger than other fields, its beauty is much more than other fields, seeing that a person can mistake it in an instant, they always support it as a stadium.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছে সেই বিষয়টা সম্পর্কে এর আগে কোন দিন আমি হয়তো বা আপনাদের মাঝে পোস্ট লিখিনি। যেহেতু এই বিষয় নিয়ে এর আগে কোনদিন আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা হয়নি তাই আজকের এই পোস্টটি অনেকটাই বড় হতে চলেছে আসলে যে কোন একটা জিনিস সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়ার জন্য বিষয়টাকে খুবই বড় আকৃতিতে উপস্থাপন করার প্রয়োজন হয় কেননা এই ধরনের জিনিসগুলো ছোট আকৃতিতে যদি উপস্থাপন করা যায় তাহলে সেটা থেকে ভালো কিছু পাওয়া যায় না। যদি প্রয়োজন হয় আমার এই পোস্ট কয়েকটা পর্বের মাধ্যমেও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি যেন বিষয়গুলো সম্পর্কে আপনাদের মাঝে সঠিক এবং সুন্দরভাবে ধারণা লাভ করানো সম্ভব হয়। আপনারা হয়তোবা উপরের ছবিটা দেখে বুঝতে পারছেন যে আমি আপনাদের মাঝে আজকে খেলার বিষয়ে শেয়ার করার জন্য হাজির হয়েছি আর এই খেলার বিষয়ের পোস্ট এর প্রথমেই আপনাদের নজর কেড়েছে হয়তোবা একটা বড় আকৃতির খেলার মাঠ। অথবা এটা দেখে অনেকেই কোন একটা স্টেডিয়াম মনে করতে পারেন কিন্তু আসলে এটা কোন স্টেডিয়াম নয় এটা হচ্ছে আমাদের গ্রামের খেলার মাঠ যার আকৃতি দেখতে অনেকটাই স্টেডিয়ামের মাঠের মতোই। খেলার মাঠের আকৃতি যেমন অন্যান্য মাঠে তুলনায় অনেক বড় ঠিক দেখতেও এটার সৌন্দর্যটা অন্যান্য মাঠে তুলনায় অনেক বেশি এটাকে দেখে যে কোন মানুষ এক নিমেষে ভুল করে ফেলতে পারে এটাকে তারা স্টেডিয়াম বলেই সমর্থন করে থাকে সবসময়।

IMG20241018171859.jpg

IMG20241018171900.jpg

What I am sharing with you today may sound like a made-up story to you, but it is not a made-up story, it is an eternal truth that I have noticed whenever a videographer or photographer captures our village playground. It is shared through communication that many people mistake the shape and beauty of this playground and mistakenly call it as a stadium all the time. Especially those who have a little knowledge about sports are surprised to see that it is impossible to imagine that a village playground can be so big and so beautiful. If we look closely at present, we can see that there is a huge shortage of playgrounds in every village, although earlier there were playgrounds in various villages, but now these playgrounds are slowly disappearing, in a word, these playgrounds are easily destroyed to make various structures. is being done especially to create a variety of schools. This is a very painful issue for every human being. We may think that our life is over. What is the point of building a building here now. But we must understand one thing very well that our future generations will need sports but they Where will they play? If we destroy their playgrounds like this and don't save them, then we have to have a place like ours. There will be no place for us to play sports in the future. And whenever we can take this matter very easily then we can make a beautiful and pleasant decision on this matter which can make our future thinking more beautiful.What I am sharing with you today may sound like a made-up story to you, but it is not a made-up story, it is an eternal truth that I have noticed whenever a videographer or photographer captures our village playground. It is shared through communication that many people mistake the shape and beauty of this playground and mistakenly call it as a stadium all the time. Especially those who have a little knowledge about sports are surprised to see that it is impossible to imagine that a village playground can be so big and so beautiful. If we look closely at present, we can see that there is a huge shortage of playgrounds in every village, although earlier there were playgrounds in various villages, but now these playgrounds are slowly disappearing, in a word, these playgrounds are easily destroyed to make various structures. is being done especially to create a variety of schools. This is a very painful issue for every human being. We may think that our life is over. What is the point of building a building here now. But we must understand one thing very well that our future generations will need sports but they Where will they play? If we destroy their playgrounds like this and don't save them, then we have to have a place like ours. There will be no place for us to play sports in the future. And whenever we can take this matter very easily then we can make a beautiful and pleasant decision on this matter which can make our future thinking more beautiful.

আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করছি এটা হয়তোবা আপনাদের কাছে মন গড়া একটা কাহিনী মনে হতে পারে কিন্তু আসলে এটা কোন মনগড়া কাহিনী নয় এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা আমি লক্ষ্য করে দেখেছি যখনই আমাদের গ্রামের খেলার মাঠের কোন ভিডিওগ্রাফিতে ধারণ করে অথবা ফটোগ্রাফার ধারণ করে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় ঠিক সেই সময়ই এই খেলার মাঠের আকৃতি এবং সৌন্দর্য দেখে অনেকেই ভুল করে এবং ভুল করে তারা এটাকে স্টেডিয়াম হিসাবে আখ্যায়িত করে থাকে সব সময়। বিশেষ করে যারা খেলাধুলা সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখে তারা তো দেখে অবাক হয়ে যায় যে একটা গ্রামের খেলার মাঠে এতটা বড় এবং এতটা সুন্দর হতে পারে সেটা তো কোনভাবেই ভাবতে পারা যায় না। বর্তমান সময়ে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে প্রত্যেকটা গ্রামেই খেলার মাঠের প্রচুর পরিমাণে সংকট রয়েছে যদিও পূর্বে খেলার মাঠ ছিল বিভিন্ন গ্রামে কিন্তু এখন এই খেলার মাঠগুলো আছে আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করেছে এক কথায় বিভিন্ন স্থাপনা তৈরি করার জন্য এই খেলার মাঠগুলোকে খুব সহজেই নষ্ট করা হচ্ছে বিশেষ করে স্কুলের বিভিন্ন তৈরি করার জন্য। এই বিষয়টা প্রত্যেকটি মানুষের জন্যই অনেকটা ক্ষতের বিষয় আমরা হয়তোবা মনে করছি আমাদের তো জীবন শেষ হয়ে গিয়েছে আমরা এখন এখানে একটা বিল্ডিং তৈরি করে ফেললে আর কি আসে যায় কিন্তু আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে আসবে তাদের খেলাধুলার প্রয়োজন হবে কিন্তু তারা কোথায় খেলবে আমরা যদি এভাবে তাদের খেলার জায়গা গুলোকে নষ্ট করে ফেলি সংরক্ষণ না করে তাহলে আমাদের মতো কোনো জায়গা রাখতে হবে।আমাদের ভবিষ্যৎ জন্য কোনভাবেই খেলাধুলা করার জন্য জায়গা পাবে না আর এই জায়গা না পাওয়ার বিষয়টা যে আমাদের সকলের জন্য কতটা ক্ষতিকর সেই বিষয়টাকে আমাদের মাথায় নিতে হবে আর যখনই আমরা এই বিষয়টাকে খুব সহজেই নিতে পারবো তখনই এই বিষয়ে সুন্দর এবং মনোরম একটা সিদ্ধান্ত নিতে পারব যা আমাদের ভবিষ্যতের চিন্তাভাবনাকে আরো সুন্দর করে দিতে পারবে।

IMG20241018171901.jpg

IMG20241018171902.jpg

I always look at this issue of our village very well because people of our village always take various initiatives to preserve the playground of our village. The school did not allow the building of the institution in the middle or middle of the field because the people of our village love to play, that's why we noticed that different types of tournaments are organized in our village from time to time and we not only organize tournaments ourselves but we also try our Participating in various outdoor tournaments with village teams so that we can make an impact to take us there also is actually a very good thing if we can perform well in the outdoor field and present our proper display among them then we gain a good reputation from outside. can do In fact, this reputation has remained in our village for a long time because I noticed from the time I was born that the boys and girls of our village are very good at sports, especially the boys' football team of our village is much better than the football teams of all the surrounding villages. Whenever we talk about playing with all the teams around our village, we get to know from them how our village football team plays and what kind of performance they are constantly showing.I always look at this issue of our village very well because people of our village always take various initiatives to preserve the playground of our village. The school did not allow the building of the institution in the middle or middle of the field because the people of our village love to play, that's why we noticed that different types of tournaments are organized in our village from time to time and we not only organize tournaments ourselves but we also try our Participating in various outdoor tournaments with village teams so that we can make an impact to take us there also is actually a very good thing if we can perform well in the outdoor field and present our proper display among them then we gain a good reputation from outside. can do In fact, this reputation has remained in our village for a long time because I noticed from the time I was born that the boys and girls of our village are very good at sports, especially the boys' football team of our village is much better than the football teams of all the surrounding villages. Whenever we talk about playing with all the teams around our village, we get to know from them how our village football team plays and what kind of performance they are constantly showing.

আমাদের গ্রামের এই বিষয়টাকে আমি সব সময় অনেক ভালো চোখে দেখে কারন আমাদের গ্রামের মানুষেরা সব সময় আমাদের গ্রামের খেলার মাঠের সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে আমি এমনটা লক্ষ্য করে দেখেছি স্কুল ইচ্ছাপূর শুরু করছে এখানে বিল্ডিং তৈরি করার জন্য কিন্তু কোন ভাবেই আমাদের গ্রামের মানুষেরা খেলার মাঠের মাঝখানে বা মাঝে ইস্কুল প্রতিষ্ঠানের বিল্ডিং তৈরি করতে দেয়নি কেননা আমাদের গ্রামের মানুষেরা খেলা পছন্দ করে থাকে এজন্য আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের গ্রামে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট এর আয়োজন করা হয়ে থাকে এবং আমরা যে শুধুমাত্র নিজেরাই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন তো নয় আমরাও চেষ্টা করি আমাদের গ্রামের দল নিয়ে বিভিন্ন বাইরের টুর্নামেন্টের অংশগ্রহণ করে যেন আমরা সেখানেও আমাদের নিতে প্রভাব বিস্তার করতে পারি আসলে এই বিষয়টা খুবই ভালো একটা বিষয় যদি আমরা বাইরের মাঠে গিয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারি এবং আমাদের সঠিক প্রদর্শন তাদের মাঝে উপস্থাপন করতে পারে তাহলে বাইরে থেকেই আমরা ভালো একটা সুনাম অর্জন করতে পারব। আসলে এই সুনামটা আমাদের গ্রামের অনেকদিন আগে থেকেই রয়ে গিয়েছে কেননা আমি ছোটবেলায় জন্মগ্রহণ করার পর থেকেই লক্ষ্য করে দেখেছি আমাদের গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলার ক্ষেত্রে খুবই পারদর্শী বিশেষ করে আমাদের গ্রামের ছেলেদের ফুটবল দল আমাদের আশেপাশের সকল গ্রামের ফুটবল দল থেকে অনেকটাই ভালো। আমরা যখনই আমাদের গ্রামের আশেপাশে সকল দলের সাথে খেলার বিষয়ে কথা বলে তখনই তাদের কাছ থেকে বুঝতে পারি আমাদের গ্রামের ফুটবল দল কেমন খেলে এবং কেমন পারফরম্যান্স তারা প্রতিনিয়ত দেখিয়ে আসছে।

IMG20241018171903.jpg

I have been thinking of organizing a new tournament for a long time but waiting for time and opportunity it has been delayed for so long. Finally we managed to organize a football match between married vs unmarried players and noticed a different interest in this game among people in our village. To keep this interest we have divided this game into three matches. Today I came to share with you some photographs and events of the first match but such a big post has been written but I could not share anything about this game. That's why I'm thinking that this post is so big that I couldn't share anything after writing it, so I must divide it into several parts so that I can present everything to you very nicely. I am keeping the topics of the first part limited till now, I will share the next part with you tomorrow.

অনেকদিন থেকে চিন্তা করছিলাম একটা নতুন টুর্নামেন্টের আয়োজন করব কিন্তু সময় এবং সুযোগের অপেক্ষায় সেটা এতদিন পিছিয়ে গেল। অবশেষে আমরা বিবাহিত বনাম অবিবাহিত খেলোয়াড়দের মধ্যে একটা ফুটবল ম্যাচের আয়োজন করতে পেরেছি আর এই খেলার বিষয়টা নিয়ে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে অন্যরকমের একটা আগ্রহ লক্ষ্য করে দেখেছি। এই আগ্রহ ধরে রাখার জন্য আমরা এই খেলাটাকে তিনটা ম্যাচে বিভক্ত করে দিয়েছি আজকে আমি আপনাদের মাঝে প্রথম ম্যাচের কিছু ফটোগ্রাফি এবং ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছিলাম কিন্তু এত বড় পোস্ট লেখা হয়ে গিয়েছে কিন্তু এই খেলা সম্পর্কে কিছু শেয়ার করতে পারলাম না। এজন্য আমি চিন্তা করছি এই পোস্ট যখন আমি এত বড় লেখার পরেও কিছুই শেয়ার করতে পারলাম না তাই আমাকে অবশ্যই কয়েকটা পর্বে বিভক্ত করতে হবে যেন সকল বিষয়গুলোকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। প্রথম পর্বের বিষয়গুলো আজকে এই পর্যন্তই সীমাবদ্ধতা রেখে দিচ্ছি পরবর্তী পর্ব আমি আগামীকাল আপনাদের মাঝে শেয়ার করব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

আমাদের গ্রামেও খেলার আয়োজন করা হয়েছে। কিন্তু কিছুদিন যাবত ধরে বৃষ্টির কারণে। এই খেলাটি স্থগিত রাখা হয়েছে। এই খেলাটি অনেক বড় বিজয়ী দল দুটি খাসি এবং যারা হারিয়ে যাবে তাদের একটি খাসি দেও হবে। খেলাটি অবশ্যই পরবর্তীতে শুরু করা হবে। সময় ব্যাপার অনেক সুন্দর পোস্ট।