Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well. Today I am back with another new post. Who does not like to spend as much time as possible in the midst of natural beauty, every person is fascinated by natural beauty. Personally, I like to spend time in the midst of natural beauty, so I try to spend most of my time in the midst of natural beauty. Being a village boy, I get great time and opportunities to spend time amidst such natural beauty. Being in a rural area, I get to spend most of my time amidst this beautiful countryside environment. I personally love to spend time in this lush green and golden nature. Those of you who have seen this beautiful nature in the countryside may know how much it feels good to spend time in this beautiful environment. It refreshes our mind and if such times can be spent with some loved ones it becomes even better. Today I have shared with you some photographs of natural beauty. These photographs were taken by me today in the evening. I noticed that in the evening the natural beauty became a little different i.e. the color of the sky changed and this beauty was more beautiful to see, so I thought today's topic can be shared with you in the form of a post. That's why I didn't delay to share this post with you very soon.
They live in urban areas and do not get the opportunity to spend time in such an environment, so they always like to visit different parks. Even though the parks are made with artificial trees or other equipment, they spend time there only for lack of good places. At present, if we look at the parks of Bangladesh, we will see that artificial things are used in most places and some parks are currently being built where natural beauty is being created. In fact, everyone has now realized the magnificence of natural beauty and its features, so everyone is now encouraging more and more to spend time in such environments. And that's why park owners are now trying to make the most of the area with a bit of natural beauty. They now plant different types of trees to enhance the beauty of the park so that the beauty of the trees enhances the beauty of the park. Actually what do city people do you don't like to live in brick and stone city so they always try to spend some time in such environment to calm their mind and remove the fatigue. Always try to spend time in this kind of atmosphere during holidays to remove the fatigue of the holiday.
As I said I live in the village so I always get a chance to see the beautiful and green environment here. But this opportunity is not available to the people of the city like the people of the village because most of the places are made up of brick and stone buildings and the roads that are there are heavily trafficked. All these black washes of vehicles spoil the environment very easily and therefore their quality of life is reduced a lot. A very harmful thing for every human being. This type of black smoke emitted by vehicles spoils the air and due to this air we can now notice various types of diseases including respiratory in humans very quickly. And the only way to escape such diseases seems to me to be to spend time in beautiful surroundings where one can enjoy free air and free climate.
We village boys go to the road every afternoon in the afternoon so that we can enjoy the beauty of this natural beauty better. We have many guys with us who all work on this platform and all come together to have a great time. At the same time we do different kinds of discussions on all these classes due to which they get to know a lot about it. Since I know relatively more about this platform than them, I always try to help them in various ways. I am keeping a close eye on how they can do better in the future. I have noticed that at present they have come in contact with me and have started doing very well and are constantly trying to do well. I have also noticed that the interest of newbies is greatly increased by seeing their work. Where now many people in our village are trying to join this platform and believe that I will help them as best as I can. In fact I consider it a responsibility if we all can work together here and if we all support each other very well. If we can help and cooperate, it will be much easier to make the future path beautiful for everyone. And the admin moderators of this platform are very beautiful and continue to help us to improve our community, so let's try to explain them well in the midst of this natural beauty.
However, I personally enjoy spending time in such a beautiful environment. And we get a chance to enjoy this time very well. Let me know in the comments how you feel about spending time in such a beautiful environment. And don't forget to comment if you have any opinion about this kind of environment. Don't forget to mention what kind of work you like to do in the environment. In fact, the characteristics of this type of environment are different, maybe you can understand by looking at these photographs that I have shared. Through this photography in some places you can see the green beautiful environment and in some places you can see the beauty of the sky. In fact, the beauty of the sky increases during twilight. I have noticed that sometimes the sky in our village becomes so beautiful in the afternoon. I don't want to miss those moments and that's why I always capture them on camera and try to share them with you later. And I believe that I will continue this good work all the time. Through this post of mine, you may have come to know many things or will come to know in the future and I will share such a beautiful environment post with you. And don't forget to comment if you have any opinion about this platform. And if you have anything to know or want to know about our community, please comment and I will definitely try to answer your questions correctly. We have created this community of yours very nicely so that we can make the whole platform representative through this community. Today I am not sharing much with you, as of today, I will appear with you later with a new post.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সম্ভব অতিবাহিত করতে কার না ভালো লাগে প্রত্যেকটি মানুষকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। ব্যক্তিগতভাবে আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করতে খুবই ভালো লাগে এজন্য আমি বেশিরভাগ সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অতিবাহিত করার চেষ্টা করি। যেহেতু আমি গ্রামের ছেলে তাই এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করার জন্য খুবই ভালো সময় এবং সুযোগ পাই। গ্রাম অঞ্চলে থাকার কারণে বেশিরভাগ সময়ই আমাকে গ্রামাঞ্চলের এই সুন্দর পরিবেশের মাঝে সময় অতিবাহিত করতে হয়। সবুজ শ্যামলী সোনালী এই প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যারা গ্রাম অঞ্চলের এই সুন্দর প্রকৃতি দেখেছেন তারা হয়তোবা জানেন যে এই সুন্দর পরিবেশের সময় বাহিত করতে কতটা বেশি ভালো লাগে। এটা আমাদের মনকে ফ্রেশ করে দেয় আর এই ধরনের সময়ে যদি কিছু প্রিয় মানুষদের সাথে অতিবাহিত করা যায় তাহলে সেই বিষয়টা আরো ভালো হয়ে যায়। আমি আজকে আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য কিছু ফটোগ্রাফি ও শেয়ার করেছি এই ফটোগ্রাফি গুলো আমি আজকে সন্ধ্যার দিকে ধারণ করেছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম সন্ধ্যার দিকে প্রাকৃতিক সৌন্দর্যটা একটু অন্য রকমের হয়ে গিয়েছে অর্থাৎ আকাশের রং পরিবর্তন হওয়ার কারণে এই সৌন্দর্যটা দেখতে আরো বেশি ভালো লাগছিল এজন্য আমি চিন্তা করলাম আজকের এই বিষয়টা আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করা যেতে পারে। এজন্য আমি আর দেরি করলাম না আপনাদের মাঝে এই পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম খুব তাড়াতাড়ি।
এরা শহর অঞ্চলে বসবাস করে তারা এ ধরনের পরিবেশে সময় অতিবাহিত করার সুযোগ পায় না এজন্য তারা সব সময়ই বিভিন্ন পার্কে ভ্রমন করতে পছন্দ করে। যদিও পার্ক গুলো তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল গাছ বা অন্যান্য সরঞ্জাম দিয়ে তারপরও সেখানে তারা সময় অতিবাহিত করে শুধুমাত্র ভালো জায়গার অভাবে। বর্তমান সময়ে যদি আমরা বাংলাদেশের পার্ক গুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বেশিরভাগ জায়গায় আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করা আর কিছু কিছু পার্ক বর্তমানে তৈরি হচ্ছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহক সৃষ্টি করা হচ্ছে। আসলে সকলেই এখন বুঝতে পেরে গিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মহিমা এবং এর বৈশিষ্ট্য কথাটা বেশি তাই সকলেই এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করার জন্য এখন বেশি পরিমাণে উৎসাহ প্রদান করছে। আর এই জন্যই পার্ক মালিকেরা এখন বেশিরভাগ জায়গা তৈরি করার চেষ্টা করছে একটু প্রাকৃতিক সৌন্দর্যের সাথে করে। তারা এখন পার্কে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের গাছ লাগাতে যেন সেই গাছের সৌন্দর্য পার্কের সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করে দেয়। আসলে শহরের মানুষেরা কি করবে ইট পাথরের শহরে থাকতে তোমাদের ভালো লাগেনা তাই তো তারা সব সময় চেষ্টা করে নিজেদের মনের প্রশান্তি করার জন্য এবং মনের ক্লান্তি দূর করার জন্য এই ধরনের পরিবেশে কিছু সময় অতিবাহিত করতে।যদিও তাদের হাতে খুব একটা বেশি সময় বা থাকে না তারপরও তারা সব সময় চেষ্টা করে ছুটির দিনগুলোতে এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করতে যেন ছুটির দিনটাকে মনের ক্লান্তিটা দূর করা যায়।
এই যে আমি বললাম আমি গ্রামে বসবাস করি তাই এখানে সবসময়ই সুন্দর এবং সবুজ পরিবেশ দেখার সুযোগ পাই। কিন্তু এই সুযোগটা গ্রামের মানুষের মতো শহরের মানুষেরা বায় না কেননা সেখানে বেশিরভাগ জায়গা ইট পাথরের বিল্ডিংয়ের সাহায্যে তৈরি করা হয়েছে আর যে রাস্তাগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করতে থাকে। যানবাহনের এই সকল কালো ধোয়া পরিবেশটাকে খুব সহজে নষ্ট করে দেয় এজন্য তাদের জীবন ধারণের মান ও অনেকটাই কমে যায়। প্রত্যেকটি মানুষের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়। যানবাহনের এ ধরনের কালো ধোঁয়া নির্গত হয়ে বাতাস নষ্ট হয় আর এই বাতাসের কারণে এখন মানুষের শ্বাস-প্রসার সহ বিভিন্ন ধরনের রোগ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে লক্ষ্য করতে পারি। আর এই ধরনের রোগ থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সুন্দর পরিবেশের সময় অতিবাহিত করা যেখান থেকে মুক্ত বাতাস এবং মুক্ত আবহাওয়া উপভোগ করা যায়।
আমরা গ্রামের ছেলেরা প্রত্যেকদিন বিকেলের দিকে রাস্তার দিকে ঘুরতে যায় যেন সেখান থেকে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারি। আমাদের সাথে অনেকগুলো ছেলে রয়েছে যারা সবাই এই প্লাটফর্মে কাজ করে আর সকলে একত্রিত হই এই সুন্দর সময় অতিবাহিত করার জন্য। একই সাথে আমরা এই ক্লাস সব নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করি যার কারণে এটা সম্পর্কে তারা অনেক ভালো কিছু জানতে পারে। যেহেতু আমি এই প্লাটফর্ম সম্পর্কে ওদের থেকে তুলনামূলকভাবে বেশি জানে তাই আমি সব সময় চেষ্টা করতে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে। তারা যেন ভবিষ্যৎ সময়ে আরো ভালোভাবে কাজ করতে পারে সেই দিকটা আমি খুব ভালোভাবে লক্ষ্য রেখেছি। আমি লক্ষ্য করে দেখেছি বর্তমান সময়ে তারা আমার সংস্পর্শে এসে খুবই ভালো কাজ শুরু করে দিয়েছে আর প্রতিনিয়ত ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এমনটাও লক্ষ্য করে দেখেছি নতুনদের আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে তাদের কাজ দেখে। কোথায় এখন আমাদের গ্রামের অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্লাটফর্মে যুক্ত হবার জন্য আর আমি তাদেরকে যতটা ভালোভাবে সম্ভব সাহায্য করবো বলে বিশ্বাস করে।আসলে এটাকে আমি একটা দায়িত্ব বলে মনে করে নিয়েছি যদি আমরা সকলে এখানে একত্রিতভাবে কাজ করতে পারি এবং আমরা সকলে যদি একে অন্যকে খুবই সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে সকলের জন্যই ভবিষ্যতের পথ চলাটা সুন্দর করাটা অনেক সহজ হয়ে যাবে। আর এই প্লাটফর্মের এডমিন মডারেটর গুলো অনেক সুন্দর এবং ভালোভাবে আমাদের কে সাহায্য চালিয়ে যাচ্ছেন আমাদের এই কমিউনিটি টাকে উন্নত করার জন্য তাই এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তাদেরকে সেই বিষয়গুলোকে কই ভালোভাবে বোঝানোর চেষ্টা চালিয়ে যাই।
যাইহোক এমন সুন্দর পরিবেশে সময় অতিবাহিত করতে আমার ব্যক্তিগত ভাবে অনেক ভালো লাগে। আর এই সময়টা আমরা খুবই ভালোভাবে উপভোগ করারও সুযোগ পেয়ে থাকি। এই ধরনের সুন্দর পরিবেশের সময় অতিবাহিত করতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের পরিবেশ সম্পর্কে যদি আপনাদের কোন মতামত থেকে থাকে সেটা ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধরে পরিবেশে আপনারা কোন কোন কাজ করতে ভালোবাস েন সেটাও জানাতে ভুলবেন না। আসলে এই ধরনের পরিবেশের বৈশিষ্ট্য এই থাকে অন্য রকমের সেটা হয়তোবা আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখেই আপনারা বুঝতে পারছেন। এই ফটোগ্রাফির মাধ্যমে কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সুন্দর পরিবেশ আবার কিছু জায়গায় দেখতে পাচ্ছেন আকাশের সৌন্দর্য। আসলে গোধূলি লগ্নে আকাশে সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। আমি লক্ষ্য করে দেখেছি মাঝে মাঝেই আমাদের গ্রামের আকাশ বিকেলের দিকে এমন সুন্দর হয়ে যায়। সেই সময়টা কোনভাবেই মিস করতে চায়না আর সেই জন্য আমি প্রতিনিয়ত সেগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দেই এবং পরবর্তী সময়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর এই ভালো কাজটা আমি সব সময় চালিয়ে যাব বলে বিশ্বাস করি।আমার এই পোষ্টের মাধ্যমে আপনারা অনেক কিছুই হয়তোবা জানতে পেরেছেন বা জানতে পারবেন পরবর্তী সময়ে ও আপনাদের মাঝে এমনই সুন্দর পরিবেশের পোস্ট হয়তোবা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই প্লাটফর্ম সম্পর্কে যদি আপনাদের কোন মতামত থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের কমিউনিটি সম্পর্কে আপনাদের তেমন কোন কিছু জানার থাকে বা জানতে ইচ্ছা করে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেবার চেষ্টা করব। আপনাদের এই কমিউনিটি টা আমরা খুবই সুন্দর ভাবে তৈরি করেছি যেন এই কমিউনিটির মাধ্যমে পুরো প্ল্যাটফর্মটাকে আমরা রিপেজেনটিভ করতে পারি। আজকের আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
https://x.com/fizzvai/status/1837868687648608345?t=P3-dzAEMM1WHzA93YbV2-g&s=19
Moments spent in nature are truly beautiful .