Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well. Today I am back with another new post. The post I came to share with you today never thought that I would share this post with you today. That's why it is difficult to explain when something comes to fate. Today I went to our district town Meherpur for a work of our school. After going there, I suddenly found that a tree fair was organized at the place I visited. The tree fair was organized and my heart was filled with happiness after seeing this. I didn't delay at all and decided right then and there that after I was done I would have a good look around this tree fair. Tree fair is really a very beautiful place for tree lovers because there are many different types of trees of different species at the same time.
First I completed the work that I had gone to the district town. Because the government has to face a lot of suffering to do such work. And those who have worked in various government jobs know very well how much this suffering is. Although I didn't have to suffer too much today. Today, after I arrived there, I got the person I went to and started working with him. Even though the person already had some work in hand, he started doing our work without leaving the work in hand. Personally, I am very pleased to see that he cares about us. We were done within two to three hours.
After coming out of there, without any delay, I went directly to display the tree fair. I took the head of our school with me and went to the tree fair. During childhood we saw different types of trees and got to know many new trees to match the trees of today. I noticed that the head teacher of our school asked the sellers about the price of different types of trees. It was noticed by me that the price of trees for tree matching is comparatively a little higher than the nursery. The trees have to be purchased at twice the price of the trees available in the nursery to match the trees. In fact, if a tree fair is organized in the middle of a big city, it is natural that the price of the tree will be a bit higher. But the fact that there will be an absolute double increase did not enter my mind very well. That's why we didn't buy any kind of trees from there, we only saw different kinds of trees there and got acquainted with new ones.
I could not imagine that such a big tree fair would be organized in the middle of the city. At first I thought that maybe the size of the tree fair area would be a bit small but when I entered the fair and started looking around, I saw that it was built with a lot of space. As it is built on a very large area, various types of trees are brought here from various reputed nurseries. Since the people of the city are somewhat nice, the number of nice species of trees here is comparatively little. There are also plants that can be planted in tubs. It seems that people in the city do not have much space to plant trees, so they think that planting trees in the tub is the best. As a result, they can easily plant trees on the roof of the house. Keeping this in mind, the number of such trees has been relatively increased here. Also there we saw different types of flowers, fruits, herbs and different types of plants.
I took some beautiful photographs from that tree fair, two of them I am sharing with you now. Don't forget to comment and let me know how these photographs turned out.
However, being able to travel to the tree fair after a long time made me feel very happy. How do you feel about visiting the tree fair and what is your opinion about the tree? Today, I am not sharing much with you, as of today, I will appear with you later with a new post.
বাঙ্গালীদের জন্য
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি ভাবতেই পারিনি যে এই পোস্ট আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এজন্যই তো বলে কখন ভাগ্যে কোন জিনিস চলে আসে সেটা বলে বোঝানো মুশকিল। আজকে আমাদের স্কুলের একটা কাজে আমি আমাদের জেলা শহর মেহেরপুরে গিয়েছিলাম। সেখানে যাবার পরে হঠাৎ দেখতে পেলাম আমি যে জায়গাটিতে গিয়েছি সেখানেই একটা বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। বৃক্ষ মেলার আয়োজন করেছে আর এই বিষয়টা দেখে তো আমার মন খুশিতে ভরে উঠলো। কোন রকমে দেরি করলাম না আর তখনই সিদ্ধান্ত নিলাম যে আমার কাজ শেষ হয়ে যাবার পরে আমি এই বৃক্ষ মেলাটা খুবই ভালোভাবে ঘুরে ঘুরে দেখব। গাছপ্রেমী মানুষের জন্য বৃক্ষ মেলা আসলেই খুবই সুন্দর একটা জায়গা কেননা সেই জায়গাটাতে একই সাথে বিভিন্ন প্রজাতির ছোট বড় অনেক ধরনের গাছ দেখতে পাওয়া যায়।
প্রথমে আমি যে কাজে জেলা শহরে গিয়েছিলাম সেই কাজটা সম্পূর্ণ করে নিলাম। কেননা সরকারি এ ধরনের কাজ করতে অনেক বেশি ভোগান্তির সম্মুখীন হতে হয়। আর এই ভোগান্তির পরিমাণটা কতটা বেশি যারা বিভিন্ন ধরনের সরকারি কাজ করেছেন তারা খুব ভালোভাবেই জানেন। যদিও আমাকে খুব একটা বেশি পরিমাণে ভোগান্তির শিকার হতে হয়নি আজকের এই দিনে। আজকের এই দিনে আমি সেখানে উপস্থিত হয়ে যাবার পরেই যার কাছে গিয়েছিলাম তাকে পেয়ে গেলাম আর তার কাছেই কাজ শুরু করে দিলাম। যদিও সেই ব্যক্তির হাতে ইতিমধ্যেই কিছু কাজ ছিল তারপরও খেয়ে হাতে থাকা কাজগুলো বাদ দিয়ে আমাদের কাজটা করতে শুরু করল। আমাদের বিষয়ে তার গুরুত্ব দেবার এই ব্যাপারটা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে গেল।
পরে সেখান থেকে বের হয়ে আসার পরে কোনরকম দেরি করলাম না সরাসরি চলে গেলাম বৃক্ষ মেলা প্রদর্শন করার জন্য। আমার সাথে আমাদের স্কুলের হেড যা ছিল আমি তাকে সাথে করে নিয়ে চলে গেলাম বৃক্ষ মেলার মধ্যে। ছোটবেলার মধ্যে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পেলাম এবং অনেক নতুন নতুন গাছের সাথে পরিচিত হতে পেরেছি আজকের এই বৃক্ষ মেলাতে। লক্ষ্য করে দেখলাম আমাদের স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন ধরনের গাছের দাম জানতে চাইলে বিক্রেতাদের কাছে। এটা আমি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে বৃক্ষ মেলাতে গাছের দাম তুলনামূলকভাবে নার্সারি থেকে একটু বেশি। নার্সারিতে যে দামে গাছ পাওয়া যায় বৃক্ষ মেলাতে সেই গাছগুলো দ্বিগুণ দামে ক্রয় করতে হচ্ছে। আসলে একটা বড় শহরের মাঝখানে একটা বৃক্ষ মেলার আয়োজন করেছে সেখানে গাছের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু একেবারে দ্বিগুণ বৃদ্ধি পাবে এই বিষয়টা আমার খুব একটা ভালোভাবে মাথায় ঢুকলো না। এজন্য আমরা সেখান থেকে কোন ধরনের গাছ ক্রয় করলাম না আমরা শুধুমাত্র সেখানে বিভিন্ন ধরনের গাছ দেখলাম এবং নতুন নতুন গাছের সাথে পরিচিত হলাম।
শহরের মাঝখানে যে এত বড় একটা বৃক্ষ মেলার আয়োজন করবে এটা আমি ভাবতেই পেরেছিলাম না। প্রথমে আমি চিন্তা করেছিলাম যে হয়তো বা বৃক্ষ মেলার এই জায়গাটার আয়তন হয় তোমরা কিছুটা কম হবে কিন্তু যখন আমি মেলার মধ্যে প্রবেশ করলাম তখন ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম ঠিক সেই মুহূর্তে দেখতে পেলাম এটা অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু এটা অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে তাই এখানে বিভিন্ন নামিদামি নার্সারি থেকে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসা হয়েছে। যেহেতু শহরের মানুষ কিছুটা সৌখিন তাই এখানে সৌখিন প্রজাতির গাছের সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি। এছাড়াও এখানে এমন কিছু গাছ রয়েছে যেগুলো টবে রোপন করা যায়। দেখতো শহরের মানুষের বাড়িতে গাছ লাগানোর মত তেমন জায়গা থাকে না তাই টব এ গাছ লাগানোর বিষয়টা সব থেকে ভালো হয় বলে তারা মনে করে। এর ফলে তারা খুব সহজে বাড়ির ছাদে গাছ লাগাতে পারে। এই বিষয়টা চিন্তা করে এখানে এই ধরনের গাছের সংখ্যা তুলনামূলকভাবে একটু বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সেখানে আমরা নানা ধরনের ফুল ফল ঔষধি বিভিন্ন ধরনের গাছ দেখতে পেয়েছি।
সেই বৃক্ষ মেলা থেকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করেছিলাম তার মধ্য থেকে দুইটা ফটোগ্রাফি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি এই ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
যাইহোক দীর্ঘদিন পরে বৃক্ষ মেলা ভ্রমণ করতে পেরেছি এই কারণে আমার মনের মাঝে খুবই ভালো লাগা কাজ করেছিল। বৃক্ষ মেলা ভ্রমন করার এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে এবং বৃক্ষ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে খুব একটা বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
বৃক্ষ মেলাতে আপনি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন এটা দেখতে পেরে খুবই ভালো লাগছে।
You shared some impressions of the trip to the tree fair. Actually tree fair is very rare in our area. Thanks for sharing such a nice post.
Really awesome. Great to see you shared a nice post with us today.