Farmers of Bangladesh fell in the face of loss

in blurt-188398 •  3 months ago 

IMG20240924124754.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well today I am here again with another new post. Bangladesh is an agricultural major country most people are related to agriculture in Bangladesh. Probably 80% of the people of Bangladesh are directly involved in agriculture and those people who are not involved in agriculture are also involved in agriculture in one way or another. Few people can be found who are not directly involved in agriculture what they could not be involved with in a slightly urban way. But if we observe a little better, it will be seen that their family members may live in villages and they are involved in agriculture. To sum up, most of the people who live in Bangladesh are involved in agriculture, even it can be said that 100% of the people are involved in agriculture, so it is very important to learn and move forward. And to take this thing forward, various steps need to be taken by the government, but we do not see that thing in our country, that is why the farmers are so much neglected in our country. And the most unfortunate thing is that the farmers never get their fair price, in other words they don't get paid for the amount of work they do. There are some people who are not involved in agriculture i.e. not farmers but they sell those things and those people earn thousands of crores of rupees of course they use only the products produced by the farmers but the farmers who are working hard all day in the sun and rain are producing crops. Not getting any value.

IMG20240924124507.jpg

IMG20240924124515.jpg

Time, if we look at some products carefully, we will know that this product is in great demand in our country. They could not even think. For the last few years we have noticed that the price of chillies in Bangladesh has increased a lot. At one time, we noticed that the price of pepper was between Tk 80 and Tk 100 per kg and the pepper went up to Tk 1000. Even this year we have noticed that in one place of our country called Chittagong the price of chillies has gone up to 1000 taka so imagine how much trouble common people who buy and eat chillies have gone through. However, when it is a daily necessity, everyone has to buy it and this is a very natural thing. Even so, it becomes very difficult for people to buy and eat such expensive things, only the amount of its production is very low in our country.
IMG20240924124517.jpg

IMG20240924124522.jpg

In fact, most of the places in Bangladesh are located in low-lying areas, and due to the low-lying areas in these places, a lot of water accumulates. And those of us who are at least somewhat associated with pepper cultivation or have some knowledge of pepper cultivation know that Morris never grows in low lying areas because water accumulates in those areas. Chilli plants die due to water logging and because of this the production of chillies is reduced. Chilli is grown only on high land with sandy soil.

IMG20240924124643.jpg

A few days ago, due to low pressure in Bangladesh, it rained continuously for a few days and due to this rain, water froze in most of the low places. Due to this continuous rain, water has accumulated in high places and it is very normal that water will accumulate in low places. I noticed that there was a lot of water in the high places too, which seemed like a flood. But it is true that floods are not usually observed due to lack of rivers in our area but still we observed such pictures that one would think that maybe our area has been flooded. And due to this continuous rain, the farmers have suffered the most. Those who grow paddy have not suffered much, but chilli farmers have suffered the most. As I told you earlier that pepper cannot be produced due to water accumulation in low places and when water has accumulated in high places then the production of pepper is disrupted i.e. it is normal that the pepper plants will be destroyed. I noticed such a picture in a pepper field near our school. After a lot of trouble and hard work, this farmer was producing pepper. The production was going well, but suddenly due to the accumulation of water in the rain caused by this low pressure, the production of pepper has been disrupted, that is, all the plants in this field have been disrupted. The pepper plants are starting to die. The price of this thing is already so high in our country and when these trees start dying again i.e. the production will decrease then have you ever thought about where the price will reach I am scared.

IMG20240924124737.jpg

Common people might have been able to buy some pepper at this price in other years, but this time as the pepper plants died and all the pepper plants were destroyed, it was almost impossible to get pepper this year. And whenever this type of pepper is no longer available for purchase, its price will start to double in the market. I don't know if the price of one kg of pepper exceeds 2 thousand rupees. What is your opinion about this matter, you must tell me by commenting, like today, I will appear among you in the next time through a new post.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ বেশিরভাগ মানুষ বাংলাদেশের কৃষির সাথে সম্পর্কিত। সম্ভবত বাংলাদেশের ৮০% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত আর যে সকল মানুষগুলো কৃষির সাথে জড়িত না তারাও কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত থেকেছে। অল্প কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কৃষির সাথে সরাসরি যুক্ত নয় তারা একটু শহরমুখী বিধায় কিসের সাথে জড়িত হতে পারেনি। কিন্তু একটু ভালোভাবে যদি লক্ষ্য করা যায় দেখা যাবে যে তাদের পরিবারের সদস্যরা হয়তো বা গ্রামে থাকে আর তারা কৃষির সাথে জড়িত। মিলিয়ে বলতে গেলে বাংলাদেশের যে সকল মানুষ বসবাস করে তাদের বেশিরভাগ অংশই কৃষির সাথে জড়িত এমনকি এটাও বলা যেতে পারে যে 100% মানুষই কৃষির সাথে জড়িত তাই কি শিখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরী। আর এই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার কিন্তু সেই জিনিসটা আমরা আমাদের দেশের লক্ষ্য করি না এজন্য আমাদের দেশে কৃষকেরা এত বেশি পরিমাণে অবহেলিত। আর সব থেকে বেশি একটা খারাপ লাগার বিষয় হচ্ছে কৃষকেরা কোন সময় তাদের সঠিক মূল্য পায়না এক কথায় তারা যে পরিমাণে পরিশ্রম করে তারা সেই পরিমাণে পরিশ্রমের মজুরী পায় না। এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কৃষির সাথে জড়িত নয় অর্থাৎ কৃষক নয় কিন্তু তারা ওই সকল জিনিস বিক্রয় করে ওই সকল ব্যক্তি হাজার হাজার কোটি টাকা উপার্জন করে নিশ্চয়ই শুধুমাত্র কৃষকের উৎপাদিত এই পণ্য ব্যবহার করে কিন্তু কৃষক যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সারাদিন পরিশ্রম করে ফসল উৎপাদন করছে তারা কোন মূল্যই পাচ্ছে না।

সময় যদি আমরা একটা কিছু পণ্যের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি তাহলে জানতে পারবো যে এই পণ্যটা আমাদের দেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এক কথায় এই পণ্য যারা উৎপাদন করে তারা বেশিরভাগ সময়ই ভালো মূল্য পেয়ে থাকে কিন্তু এই বছরে যে তারা এতটা ক্ষতির মুখে পড়ে যাবে সেটা তারা নিজেরাও ভাবতে পারেনি। গত কয়েক বছর যাবত আমরা লক্ষ্য করে দেখছি বাংলাদেশে মরিচের দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছে। একটা সময় তো আমরা লক্ষ্য করে দেখেছিলাম যে মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা কেজির মধ্যে অবস্থান করে সেই মরিচ ১০০০ টাকার উপরেও চলে গিয়েছিল। এমনকি এই বছরেও আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের একটা জায়গা যেটার নাম চট্টগ্রাম সেখানে মরিচের মূল্য এক হাজার টাকা পর্যন্ত চলে গিয়েছে তাহলে ভেবে দেখুন সাধারণ মানুষ যারা মরিচ কিনে খায় তারা কতটা কষ্টের মধ্যে পড়ে গিয়েছে। যাইহোক এটা যখন নিত্য প্রয়োজনীয় একটা জিনিস তাই এটাকে সকলকেই কিনে খেতে হবে আর এই বিষয়টা খুবই স্বাভাবিক বিষয়। তারপরও এত দামের একটা জিনিস কিনে খাওয়াটা মানুষের জন্য খুবই কষ্টের হয়ে যায় শুধুমাত্র এর উৎপাদনের পরিমাণটা আমাদের দেশে খুবই কম তাই।

আসলে বাংলাদেশের বেশিরভাগ জায়গার নিচু অঞ্চলে অবস্থিত আর এই জায়গাগুলোতে নিচু অঞ্চল হবার কারণে প্রচুর পরিমাণে পানি জমে থাকে। আর যারা আমরা মরিচ চাষের সাথে কিছুটা হলেও যুক্ত রয়েছে বা মরিচ চাষ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছে তারা জানি যে মরিস কোন সময় নিচু জায়গাতে হয় না কেননা সেই জায়গাতে পানি জমে যায়। পানি জমে যাবার কারণে মরিচের গাছগুলো মারা যায় আর এই জন্য মরিচের উৎপাদন কমে যায় এই কারণটার জন্যই বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে মরিচের উৎপাদন করা সম্ভব হয় না। শুধুমাত্র উঁচু জমি যেখানে বেলে মাটি রয়েছে সেই জায়গাতেই মরিচের উৎপাদন করা হয়ে থাকে।

এইতো কয়েকদিন আগের কথা বাংলাদেশে নিম্নচাপের কারণে কয়েকদিন যাবত টানা বৃষ্টি হলো আর এই বৃষ্টির কারণে বেশিরভাগ নিচু জায়গা গুলোতে পানি জমে গিয়েছিল। এই টানা বৃষ্টির কারণে উঁচু জায়গা গুলোতেও পানি জমে গিয়েছিল আর নিচু জায়গা গুলোতে তো পানি জমে যাবে বিষয়টা খুবই স্বাভাবিক। আমি লক্ষ্য করে দেখেছিলাম উঁচু জায়গা গুলোতেও প্রচুর পরিমাণে পানি তা দেখে হয়তোবা মনে হচ্ছিল যে বন্যা হয়ে গিয়েছে। কিন্তু এটা সত্য যে আমাদের এলাকাতে নদীর না থাকার কারণে সচরাচর বন্যা লক্ষ্য করা যায় না কিন্তু তারপরেও আমরা এমনটাই চিত্র লক্ষ্য করেছিলাম যা দেখে যে কেউ ভেবে বসতে পারে যে হয়তো বা আমাদের এলাকাতে বন্যা হয়ে গিয়েছে। আর এই টানা বৃষ্টির কারণে সবথেকে ক্ষতির মুখে পড়ে গিয়েছে কৃষকেরা। যারা ধান চাষ করে তাদের তেমন ক্ষতি না হলেও সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে মরিচ চাষিরা। ওই যে আগেই আমি আপনাদেরকে বললাম নিচু জায়গাতে পানি জমে যাওয়ার কারণে মরিচের উৎপাদন করা যায় না আর যখন উঁচু জায়গাতেও পানি জমে গিয়েছে তাহলে তো মরিচের উৎপাদন ব্যাহত হচ্ছে অর্থাৎ মরিচ গাছ গুলো নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক। তেমনটাই একটা চিত্র লক্ষ্য করে দেখলাম আমাদের স্কুলের পাশে থাকা একটা মরিচের জমিতে।অনেক কষ্ট এবং পরিশ্রম করে এই কৃষক মরিচের উৎপাদন করেছিল উৎপাদন ভালই হচ্ছিল কিন্তু হঠাৎ করে এই নিম্নচাপের ফলে সৃষ্ট বৃষ্টিতে প্রচুর পরিমাণে পানি জমে থাকার কারণে মরিচের উৎপাদন ব্যাহত হয়ে গিয়েছে অর্থাৎ এই জমির সকল মরিচ গাছ মারা যেতে শুরু করেছে। এমনিতেই এই জিনিসটার দাম আমাদের দেশে এত বেশি পরিমাণে আর যখনই এগুলোর আবার গাছ মারা যেতে শুরু করবে অর্থাৎ উৎপাদন কমে যাবে তাহলে এটার দাম কোথায় গিয়ে পৌঁছাবে সেটা কি আপনারা একবারও ভেবে দেখেছেন আমার তো ভেবেই ভয় লাগছে।

এই দামের মরিচ অন্যান্য বছরে সাধারণ মানুষেরা হয়তোবা কিছুটা কিনে খেতে পারতো কিন্তু এবার যেভাবে মরিচের গাছ মারা গেল আর সকল মরিচ গাছ নষ্ট হয়ে গেল তখন এই বছরে মরিচ পাওয়া যাবে না বললেই চলে। আর যখনই এই ধরনের মরিচ আর কিনতে পাওয়া যাবে না তখনই এটার দাম বাজারে আরও দ্বিগুণ হারে বাড়তে শুরু করে দেবে। না জানি এবার এক কেজি মরিচের দাম 2 হাজার টাকা অতিক্রম করে যায় কিনা। এই বিষয়টা সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 months ago  ·  

Nice post. Thanks a lot bro for sharing.