School holiday hours

in blurt-188398 •  13 hours ago  (edited)

IMG20241218123220.jpg

I hope you all are well and I am also well. Today I am back with another new post. Those of you who have gone through the school life know very well how happy the school vacation hours are. When the end-of-school vacation bell starts ringing, a different kind of joy is noticed in the minds of the students. We ourselves could have enjoyed such happy moments with ourselves when we were studying in school as children. Since we have crossed the school boundary and now become teachers, we are getting a chance to enjoy this moment.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। স্কুলের ছুটির ঘন্টা কতটা যে আনন্দের একটা ঘন্টা সেটা হয়তোবা আপনারা যারা স্কুল লাইফের জীবন গুলো অতিক্রম করে এসেছেন তারা খুব ভালোভাবে জানেন। যখন স্কুলের শেষের ছুটির ঘন্টা বাজতে শুরু করে সেই সময় ছাত্রছাত্রীদের মনের মাঝে অন্য রকমের একটা আনন্দ অনুভূতি লক্ষ্য করা যায়। আমরা ছোটবেলায় যখন স্কুলে লেখাপড়া করতাম ঠিক সেই সময় আমরা নিজেরাও আমাদের সাথে এমন আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারতাম। যেহেতু স্কুলের গন্ডি পেরিয়ে এখন আমরা শিক্ষক হয়ে গিয়েছি তাই এই মুহূর্তটা উপভোগ করার মত সুযোগ পেয়ে যাচ্ছি।

IMG20241218123222.jpg

When I was studying I used to enjoy this blissful moment but I didn't realize how much joy there is in it but now that I am a teacher myself and that moment is constantly happening before my eyes I am able to understand it very well and I understand how what is happening.

যখন লেখাপড়া করতাম সেই সময়টাতে এই আনন্দঘন মুহূর্তটা যদি উপভোগ করতাম কিন্তু বুঝতে পারতাম না যে এটার মধ্যে কতটা বেশি পরিমাণে আনন্দ রয়েছে কিন্তু এখন যখন আমি নিজে একজন শিক্ষক হয়েছি আর সেই মুহূর্তটা আমার চোখের সামনে প্রতিনিয়ত হচ্ছে তাই আমি এটা সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করতে পারছি এবং বুঝতে পারছি কিভাবে কি হচ্ছে।

IMG20241218123224.jpg

হয়তোবা আপনাদের সকলেরই এই ছুটির ঘণ্টাকে কেন্দ্র করে অনেক সুন্দর অনুভূতি রয়েছে যদি আপনারা সেই অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করেন তাহলে আমরা আপনাদের সেই অনুভূতি সম্পর্কে জানতে পারবো এবং বুঝতে পারব আপনারা কেমন মজা করেছিলেন সেই দিনগুলো।

Maybe you all have a lot of good feelings about this holiday bell if you share those feelings with us then we can know about your feelings and understand how fun you had those days.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!