A different kind of arrangement with students on rainy days

in blurt-188398 •  3 months ago 

IMG20241003101523.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well today I am here with you again with another post. Since I am a teacher, I sometimes share posts with you about various topics in our school. I noticed that you all like my school stuff and that's why I'm motivated to share more and more of our school posts with you. There is another important reason for sharing our school posts with you, that is that every time I share school posts with you, it becomes an opportunity to share with you the words hidden in my mind. The words that I don't get a chance or time to share with anyone else, those words get a chance to be shared with you and you and I can get a very good idea about those things by looking at these sharing posts of mine. And for this reason, I like the subject a little more, so without delay, I try to share the various things of our school with you every day so that you can know the words hidden in my mind, on the one hand, and on the other hand, the things of our school. You can know about. Already I have shared with you many things happening in our school in the form of posts which you have read and got to know what kind of activities we take up in school and what is happening in our school regularly. Similarly, today I have appeared to share with you a post that happened in our school and the incident that happened in that school is again today I appeared to share with you in the form of a post.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা পোস্ট নিয়ে আপনাদের হয়ে গেলাম। যেহেতু আমি একজন শিক্ষক তাই আমি মাঝে মাঝেই আপনাদের মাঝে আমাদের স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করে থাকি। আমি লক্ষ্য করে দেখেছি আমার স্কুলের বিষয়গুলো আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগে আর সেই জন্য আমি অনুপ্রাণিত হয়ে বেশি বেশি পরিমাণে আমাদের স্কুলের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের স্কুলের পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা হচ্ছে স্কুলের পোস্টগুলো যখনই আমি আপনাদের মাঝে শেয়ার করি তখনই আমার মনের মাঝে লুকিয়ে থাকা কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করার মত সুযোগ হয়ে যায়। যে কথাগুলো আমি অন্য কাউকে বা অন্য কারো সাথে শেয়ার করার মত সুযোগ বা সময়ই পায় না সেই কথাগুলোই আপনাদের মাঝে শেয়ার করার সুযোগ পায় এবং আপনারা ও আমার এই শেয়ার করার পোস্টগুলো দেখে সেই বিষয়গুলো সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করতে পারেন। আর এই কারণে বিষয়টা আমার কাছে আরো একটু বেশি পরিমাণে ভালো লাগে তাই তো আর দেরি না করে আপনাদের মাঝে প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করে আমাদের স্কুলের বিভিন্ন বিষয় শেয়ার করতে যেন আপনারা আমার মনের মাঝে লুকিয়ে থাকা সেই কথাগুলো একদিকে জানতে পারবেন অন্য দিক সব থেকে আমাদের স্কুলের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।ইতিমধ্যেই আমি আমাদের স্কুলে ঘটে যাওয়া অনেকগুলো বিষয় আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করেছি যেগুলো আপনারা পড়েছেন এবং জানতে পেরেছেন আমরা স্কুলে কি ধরনের কার্যক্রম গ্রহণ করি এবং কি কি কাজ আমাদের স্কুলে প্রতিনিয়ত হয়ে থাকে। তেমনি একটা পোস্ট আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়েছে যেগুলো ঘটেছিল আমাদের স্কুলে আর সেই স্কুলের ঘটে যাওয়া ঘটনাটাই আজকে আবারো আমি আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করার জন্য হাজির হলাম।

IMG20241003101322.jpg

IMG20241003101339.jpg

The post I am sharing with you today happened last Thursday. I have noticed that the attendance of students in this school is less on Thursdays than on other days and the attendance of students on that day was even less. The main reason for the low attendance of students of this school last Thursday is that the rains actually started at the time when the students would be leaving for school or coming to school. Total attendance of our school students was 26 on Thursday and out of these 26 students ten students came from my private batch. Since I teach early in the morning, they reached school before the rain so their attendance was similar to other days, but since it started raining just in time for school, other students didn't get a chance to come to school even if they wanted to. So imagine if these ten of my privates had not come to school that day, then the presence of school students would not have been noticed at all. And you can understand how much it rained that day by looking at our school playground. It probably started raining around seven in the morning and it continued until about ten in the morning with these three hours of continuous rain making everyone's presence a mess from the rest of the day. What to say about the students, the presence of the teachers in our school was not done properly that day.This rain was the biggest reason why all the other teachers except me and the headmaster of our school failed to come to school on time. As the amount of rain was relatively heavy due to which everyone was stuck in the road and they could not leave for school anyway they waited for a long time for the rain to stop and for them to reach the school. Finally they reached the school much after the scheduled time and we started all our school activities. After the end of the first class, when the teachers returned from the class room to the office room, I came to know from them that the number of students present in our school today is only 26 students.This rain was the biggest reason why all the other teachers except me and the headmaster of our school failed to come to school on time. As the amount of rain was relatively heavy due to which everyone was stuck in the road and they could not leave for school anyway they waited for a long time for the rain to stop and for them to reach the school. Finally they reached the school much after the scheduled time and we started all our school activities. After the end of the first class, when the teachers returned from the class room to the office room, I came to know from them that the number of students present in our school today is only 26 students.The

আজকে আমি আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করছি সেই পোস্টের ঘটনাটা ঘটেছিল গত বৃহস্পতিবারে। আমি লক্ষ্য করে দেখেছি এমনিতেই বৃহস্পতিবার এ স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির পরিমাণটা অন্যান্য দিনের থেকে তুলনামূলক কম থাকে আর ওই দিনে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির পরিমাণটা আরো কম ছিল। গত বৃহস্পতিবার এই স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতির পরিমাণ কম থাকার সবথেকে বড় কারণ হচ্ছে বৃষ্টি আসলে যে সময়ে ছাত্রছাত্রীরা স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে বা স্কুলে আসবে ঠিক সেই সময় এই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার এ সর্বমোট আমাদের স্কুলের ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল ২৬ জন আর এই ২৬ জন ছাত্রছাত্রী যে উপস্থিত হয়েছিল তার মধ্যে দশজন ছাত্র-ছাত্রী এসেছিল আমার প্রাইভেট ব্যাচ থেকে। যেহেতু আমি খুব সকালের দিকে প্রাইভেট পড়ায় তাই তারা বৃষ্টির আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল যার কারণে তাদের উপস্থিতিটা অন্যান্য দিনের মতোই ছিল কিন্তু যেহেতু স্কুলের আসার ঠিক সময়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই অন্যান্য ছাত্র-ছাত্রীরা চাইলেও স্কুলে আসার সুযোগ পায়নি। তাহলে ভাবুন আমার প্রাইভেটের এই দশজন যদি ওই দিনে স্কুলে না আসতো তাহলে তো স্কুলের ছাত্র-ছাত্রীর উপস্থিতি একেবারেই লক্ষ্য করা যেত না। আর আপনারা আমাদের স্কুলের খেলার মাঠ দেখেই হয়তোবা বুঝতে পারছেন যে সেদিন কি পরিমাণে বৃষ্টি হয়েছিল। সম্ভবত সকাল সাতটার দিকে বৃষ্টি শুরু হয়েছিল আর সেই বৃষ্টি চলেছিল প্রায় সকাল দশটা পর্যন্ত টানা এই তিন ঘন্টার বৃষ্টিতে সকলের উপস্থিতির অন্যান্য দিনের থেকে এলোমেলো হয়ে গিয়েছিল। ছাত্র-ছাত্রীদের কথা কি বলবো আমাদের স্কুলে ওই দিনে তো শিক্ষকদের উপস্থিতিটাও ঠিকভাবে হয়েছিল না। আমি এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক ব্যতীত অন্যান্য সকল শিক্ষকেরাই নির্দিষ্ট সময়ে স্কুলে আসতে ব্যর্থ হয়েছিল তার সবথেকে বড় কারণ ছিল এই বৃষ্টি। যেহেতু বৃষ্টির পরিমাণটা তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে ছিল যার কারণে সকলেই রাস্তার মধ্যে আটকে ছিল এবং তারা কোনভাবেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে পারছিল না এর জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করছিল কখন বৃষ্টি থেমে যাবে আর কখন তারা স্কুলে পৌঁছাবে। অবশেষে তারা নির্দিষ্ট সময়ের অনেক পরে স্কুলে পৌঁছে গেল এবং আমরা আমাদের স্কুলের সকল ধরনের কার্যক্রম শুরু করলাম। প্রথম ক্লাস শেষ হয়ে যাবার পরে যখন শিক্ষকেরা ক্লাস রুম থেকে অফিস রুমে ফিরে আসলো তখন তাদের কাছ থেকে জানতে পারলাম যে আজকে আমাদের স্কুলে ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২৬ জন।

IMG20241003101314.jpg

IMG20241003101523.jpg

As the number of students was very low on that day, the teachers told me that today would be a bit of an exception so they suggested me to organize a cultural program today so that the students could pass the work time. But I noticed that the attendance of students is very low and if we organize cultural events then we can't complete it in any way well. It has become less and if the program is organized with only these few students then it will not be very good to see. That's why I said to the teachers that sir today there is no need to hold the program in our hall, you can organize a small program with the students in the class room so that the worries in their minds will go away because whenever they see that the attendance of the students is not good today. Then they feel bad in their hearts.
I personally organized a cultural program with the first class students in a class and got all of them participating in it. Already in our school students are very good at cultural events and they can easily bring any topic to them so I sometimes give them ideas about different topics so that they can be well informed about that topic. Since the attendance of the students was less, I organized a cultural program with them and instead of reading it as a program, I organized it in the class room. I noticed that Sat was very happy to do this event besides studying because it was already raining that day and it feels good to be able to do such an event on a rainy day. You must tell me how you feel about this initiative taken by me due to less number of students on rainy days. I am not sharing much with you today. As of today, I will appear with you later with a new post.

ছাত্র-ছাত্রী সংখ্যার ওই দিনে প্রচুর পরিমাণে কম থাকার কারণে শিক্ষকেরা আমাকে বলল যে আজকের দিনটা একটু ব্যতিক্রম হবে অতিবাহিত করা যেতে পারে এই জন্য তারা আমাকে প্রস্তাব দিল যে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হোক যেন ছাত্রছাত্রীরা সেই কাজের সময় অতিবাহিত করতে পারে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ছাত্র-ছাত্রীর উপস্থিতি এতটাই কম আর তাতে করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যদি আমরা করি তাহলে সেটা কোনোভাবেই ভালোভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো না এক কথায় আমরা যদি ক্লাস না নেই তাহলে ছাত্র-ছাত্রীদের বিষয়টা আরো খারাপ লাগবে কেননা এমনিতেই ছাত্র-ছাত্রীর সংখ্যা কম হয়েছে আর যদি মাত্র এই কয়টা ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলে সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এজন্য আমি শিক্ষকদেরকে বললাম যে স্যার আজকে আর আমাদের হলরুমে চেয়ে অনুষ্ঠানের করার প্রয়োজন নেই আপনারা চাইলে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে ক্লাস রুমেই সামান্য পরিমাণে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন যেন তাদের মনের মাঝে থাকা খুবগুলো কিছুটা দূর হয়ে যায় কারণ তারা যখনই দেখতে পেল যে আজকে ছাত্রছাত্রীদের উপস্থিতি ভালো নেই তখন তাদের মনের মাঝে খারাপ লাগে।

আমি ব্যক্তিগতভাবে প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কে নিয়ে একটা ক্লাসের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলাম এবং সেখানে তাদের সকলকে অংশগ্রহণ করালাম। এমনিতেই আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোর দিক থেকে অনেকটাই পারদর্শী এবং তাদের সেখানে তারা খুব সহজেই যে কোন বিষয় নিয়ে আসতে পারে তাইতো আমি মাঝে মাঝে তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা প্রদান করাই যেন সেই বিষয় সম্পর্কে তারা ভালোভাবে অবগত হতে পারে। যেহেতু ছাত্রছাত্রীদের উপস্থিতি কম ছিল তাই আমি তাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলাম আর সেটা অনুষ্ঠানের মত করে না পড়ে ক্লাস রুমের মধ্যেই আয়োজনটা করে ফেললাম। আমি লক্ষ্য করে দেখলাম লেখাপড়ার পাশাপাশি এই আয়োজনটা করতে পেরে সাত অনেক খুশি হলো কারণ সেই দিনে এমনিতেই বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনে এমন আয়োজন করতে পারলে ভালই লাগে। বৃষ্টির দিনে ছাত্রছাত্রী কম হওয়ার কারণে আমার গ্রহণ করা এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমি আপনাদের মাঝে খুব একটা বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!