Study tour

in blurt-188398 •  4 days ago  (edited)

IMG-20250217-WA0005.jpg
I hope you are all well and I am also well. Today I am back with another new post. At this time of the year, every educational institution organizes educational tours, not only during this time, but also people of all ages go out for pleasure trips. In fact, this time of the year is a perfect time for people who love to travel because the weather is so good during this time, due to which everyone tries to make the most of their travels and get some peace of mind.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বছরের এই সময়টাতে প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে শুধুমাত্র যে এই সময়টাতে শিক্ষা সফরের আয়োজন করা হয় তা কিন্তু নয় অন্যান্য সকল বয়সের মানুষেরাই এই সময়টাতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আসলে বছরের এই সময়টা ভ্রমণ কৃপাসু মানুষের জন্য খুবই পারফেক্ট একটা সময় কেননা এই সময়টাতে আবহাওয়া এতটাই দারুন থাকে যার পরিপ্রেক্ষিতে সকলেই চেষ্টা করে ভালোভাবে নিজেদের ভ্রমণের বিষয়টাকে কাজে লাগাতে এবং কিছু সময় নিজের মনের প্রশান্তি করে আসতে।

IMG_20250217_110742.jpg

IMG_20250217_111006.jpg

IMG_20250217_110648.jpg

প্রত্যেক বছরে আমরা আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে একটা শিক্ষা সফরের আয়োজন করে থাকি সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই বছরেও আমরা এত শিক্ষা সফরের আয়োজন করেছি যে শিক্ষা সকলের স্থান আমরা নির্ধারণ করেছি যশোর। যশোরের এই শিক্ষা সফরে আয়োজনের ফলে আমাদের একটা ব্যানার তৈরি করার প্রয়োজন ছিল সেই ব্যানার তৈরি করার জন্য আজকে উপজেলা শহরে আমি অবস্থান করেছিলাম আর সেই ব্যানারটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের দেখার সুবিধার্থে। আর সেই ব্যানার তৈরি করার জন্য আমাদের স্কুলের কয়েকটা ছবি ও ব্যবহার করেছি সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি ইতিমধ্যেই।

Every year we organize an educational tour with the students of our school to maintain the continuity, this year too we have organized so many educational tours that we have decided to organize all the educational tours in Jessore. As a result of organizing this educational tour in Jessore, we needed to make a banner. Today I was in the upazila city to make that banner and I have shared that banner with you today for your viewing convenience. And I have already shared with you some pictures of our school that I have used to make that banner.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!