Colorful fish in my farm

in blurt-188398 •  5 days ago 

IMG_20240913_220852.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh


I hope you all are well and I am also well. Today I came to you with another new post. Those of you who read my first post carefully know that I do a variety of jobs in addition to teaching. One of my many different jobs is creating colorful fish farms. Since I have a fish farm I spend part of the day there to ensure that my colorful fish live a good life. About two years ago today I made this colorful fish farm. At present, although the number of fish in my colorful fish farm is relatively small, I think it will increase in the future. When I first built this colorful fish farm, I brought a lot of fish. I'm not sad that I don't have those fish anymore because I got a lot of babies from those fish and made a lot of money selling them. I have noticed that the culture of colorful fishes is much easier than other fishes and the profit margin here is much higher than other places. Since these months are sold in numbers, it is possible to make a lot of money in just a few. Where the price of one kg of fish is between 100 to 200 taka in our country, if 1 kg of colored fish can be sold, then undoubtedly it will be possible to earn more than 10 to 20 thousand taka. That is why it is said that colorful fish farming is a very profitable profession.Initially I started it by watching various videos on youtube and later I visited a few farms so that I could get a good education about this thing. Applying my learning, I have set up a colorful fish farm in my home and have profited from it in the past. All in all, I think creating my colorful fish farm is very worthwhile. Now the most important thing for me is to look into my future to produce more and more beautiful fish from this colorful fish food. I know that if I spend a little more time here, I can fulfill those desires very easily. Because I have acquired good knowledge about this subject and have practical experience of two years. All in all, this does not seem to be too difficult for me.

IMG20240913093616.jpg

For several days I was not able to give my time very well to this colorful fish farm, so the water in one of my colorful fish farms was almost destroyed. And due to the monsoon, now there is enough water in the tanks where my colorful fish are. Since the water was spoiled, I decided after seeing this that the water must be cleaned somehow or the colorful fish I have will die very quickly. That's why I chose my day off. Today is a weekend in our country i.e. Friday so I used this weekend to clean my colorful fish farm. You can clearly see how dirty the waters have become.

IMG20240913093633.jpg

IMG20240913093746.jpg

IMG20240913093755.jpg

Since my colorful fish farm is located inside my house, draining the water here is a bit difficult. Because it is inside the house, the water goes into the yard when draining the water, so I spread some sacks there so that the water can flow over these sacks and go outside. Although the sack won't do much good I know it's still as good as it gets for me. Since it is inside the house, if the house gets muddy then it will be very difficult for us to move there. So I first put some sacks in there and then remove the lid from the tank mouth to drain it. After that you can see how the water starts coming out.

IMG20240913095143.jpg

As the water receded, I dived into the tank to get a good hold of the fish. If I had drained any more water these fish would have died so I wore it beforehand. Although the shape of these fish is not very big but they are very expensive species of fish. That's why I first stored them separately so they wouldn't die. Because of this I had to work long hours and very hard, so I could not take any more photographs later and therefore I could not show them to you. Finally when the fishing was done I put the fishes in another container.

My request to the team @offgridlife @saboin @blurtpower @blurtstep @beblurt @shadflyfilms @curationcoconut @primeradue @blurtbooster If you help me I can play an important role in eliminating unemployment and at the same time bring many investors to this platform. Due to which this platform will become more popular among people.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যারা আমার প্রথম পোস্ট একটু মনোযোগ সহকারে পড়েছেন তারা জানেন যে আমি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আমার সেই বিভিন্ন ধরনের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে রঙিন মাছের খামার তৈরি করা। যেহেতু আমার একটা মাছের খামার রয়েছে আমি সেখানে দিনের কিছুটা সময় অতিবাহিত করি যেন আমার সেই রঙিন মাছগুলো ভালোভাবে জীবন যাপন করতে পারে। আজ থেকে প্রায় দুই বছর আগে আমি আমার এই রঙিন মাছের খামার তৈরি করেছিলাম বর্তমান সময়ে যদিও আমার রঙিন মাছের খামারে মাছের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে কিন্তু ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আমার কাছে মনে হয়। প্রথমের দিকে আমি যখন এই রঙিন মাছের খামারটি তৈরি করেছিলাম সেখানে প্রচুর পরিমানে মাছ নিয়ে এসেছিলাম। সে মাছগুলো যে এখন আমার কাছে নেই সেজন্য আমার দুঃখ নেই কেননা আমি সেই মাছগুলো থেকে প্রচুর পরিমাণে বাচ্চা পেয়েছি এবং সেগুলো বিক্রয় করে অনেক অর্থ উপার্জনও করেছি। আমি লক্ষ্য করে দেখেছি অন্যান্য মাছের তুলনায় রঙিন মাছ চাষ পদ্ধতিটা অনেক সহজ এবং এখানে লাভের পরিমাণটা অন্য জায়গার তুলনায় অনেক বেশি পাওয়া যায়। যেহেতু এই মাসগুলো সংখ্যাতে বিক্রয় হয় তাই অল্প কয়েকটাতেই অনেক টাকা উপার্জন করা সম্ভব হয়। যেখানে এক কেজি মাছের দাম আমাদের দেশে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে হয় সেখানে যদি ১ কেজি রঙিন মাছ বিক্রি করা যায় তাহলে নিঃসন্দেহে ১০ থেকে ২০ হাজার টাকার উপরে উপার্জন করা সম্ভব হবে বলে আমি। এজন্যই তো বলা হয় রঙিন মাছ চাষ করাটা খুবই লাভজনক একটা পেশা।প্রথমের দিকে আমি এটা শুরু করেছিলাম youtube এ বিভিন্ন ভিডিও দেখে পরবর্তীতে আমি কয়েকটা খামার ভ্রমণ করেছিলাম যেন আমি এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে শিক্ষা লাভ করতে পারি। আমার সেই শিক্ষাটাকে কাজে লাগিয়েই আমি আমার বাড়িতে রঙিন মাছের খামার তৈরি করেছি এবং সেই খামার থেকে বিগত সময়ে লাভবান ও হয়েছি। সব মিলিয়ে আমার রঙিন মাছের খামার তৈরি করার বিষয়টা অনেকটাই সার্থক বলে আমি মনে করি। এখন আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার ভবিষ্যতে যেন এই রঙিন মাছের খাবার থেকে আরও বেশি পরিমাণে সুন্দর সুন্দর মাছ উৎপাদন করতে তাহলে সেদিকে ভালোভাবে নজর দেওয়া। আমি জানি আমি যদি এখানে একটু ভালোভাবে সময় দেই তাহলে আমার সেই ইচ্ছাগুলো খুব সহজে পূরণ করতে পারব। কারণ এই বিষয়টা সম্পর্কে আমি যথেষ্ট ভালো জ্ঞান অর্জন করেছি এবং বাস্তব অভিজ্ঞতা ও রয়েছে আমার দুই বছরের মত। সব মিলিয়ে এই বিষয়টা আমার জন্য খুব একটা কঠিন হবে না বলে মনে হয়।

বেশ কয়েকদিন আমি আমার এই রঙিন মাছের খামারে খুব একটা ভালোভাবে সময় দিতে পারছিলাম না তাই আমার রঙিন মাছের এক খামারের পানি গুলোর প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। আর বর্ষার কারণে এখন আমার রঙিন মাছের যে ট্যাংক গুলো রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে পানি রয়েছে। যেহেতু পানি গুলো নষ্ট হয়ে গেছে তাই আমি এটা দেখার পরেই সিদ্ধান্ত নিলাম এই পানি গুলো যে কোন ভাবে পরিষ্কার করতে হবে না হলে আমার যে রঙিন মাছগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি মারা যাবে। এজন্য আমি আমার ছুটির দিনকেই বেছে নিয়েছিলাম। আজকে যেহেতু আমাদের দেশে সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্রবার ছিল তাই আমি এই সাপ্তাহিক ছুটিকে কাজে লাগালাম আমার রঙিন মাছের খামার টাকে পরিষ্কার করার জন্য। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করতে পারছেন যে পানিগুলো কতটা নোংরা হয়ে গিয়েছে।

যেহেতু আমার রঙিন মাছের এই খামাটা আমার বাড়ির মধ্যে অবস্থিত তাই এখানে পানি নিষ্কাশন করাটা একটু কঠিন কাজ। বাড়ির মধ্যে হবার কারণে পানি বের করার সময় বাড়ির উঠানে পানি চলে যায় তাইতো আমি কয়েকটা বস্তা সেখানে মেলে দিয়েছি যেন এই বস্তার উপর দিয়ে পানি বয়ে বাইরের দিকে চলে যেতে পারে। যদিও বস্তাতে খুব একটা ভালো কাজ হবে না আমি জানি তারপরও যতটা হয় ততটাই আমার জন্য ভালো। যেহেতু বাড়ির মধ্যে এটা তাই বাড়ির মধ্যে যদি কাদা হয়ে যায় তাহলে আমাদের সেখানে চলাচল করাটা অনেক কষ্টের হয়ে যাবে। এজন্য আমি প্রথমেই কিছু বস্তা সেখানে মেনে দিলাম আর তারপরেই বানিয়ে নিষ্কাশন করার জন্য ট্যাংক এর মুখ থেকে ঢাকনাটা সরিয়ে দিলাম। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পানি বের হতে শুরু করে দিয়েছে।

পানি কমে যাবার সাথে সাথে আমি ট্যাঙ্কের মধ্যে নেমে পড়লাম মাছগুলোকে ভালোভাবে ধরার জন্য। যদি আমি আরো বেশি কিছু পানি নিষ্কাশন করে ফেলতাম তাহলে এই মাছগুলো মারা যাবে তাইতো আমি আগে থেকেই সেটা পরে নিলাম। যদিও এই মাছের আকৃতি খুব একটা বড় নয় কিন্তু এগুলো অনেক দামি প্রজাতির মাছ। এজন্য আমি প্রথমেই সেগুলোকে আলাদাভাবে সংরক্ষণ করে নিলাম যেন সেগুলো মারা না যায়। এজন্য আমাকে দীর্ঘ সময় এবং খুবই কঠোর পরিশ্রম করতে হয়েছে তাই তো আমি পরবর্তী সময়ে আর কোন ফটোগ্রাফি ধারণ করতে পারেনি আর সেই জন্যই আমি সেগুলো আপনাদের মাঝে দেখাতে পারলাম না। সবশেষে যখন মাছ ধরার কাজ শেষ হয়ে গেল তখন আমি সেই মাছগুলোকে অন্য একটা পাত্রে রেখে দিয়েছিলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  5 days ago  ·  

Anyone make post in blurt-pakistan community's for exclusive votes and support

Dont forget to vote @nabeeel as witness thank-you

  ·  5 days ago  ·  

Bah has very well explained to us the method of aquarium fish farming.

  ·  5 days ago  ·  

Just wow. It was very nice to see different colored fish through your post today. Really fascinating.