Fishing in my pond

in blurt-188398 •  last month 

IMG20241019140800.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well. Today I am back with another new post. Been thinking for a long time to start catching fish in my pond but could not do it waiting for time and opportunity. You may all know that I am a teacher by profession and being a teacher I spend most of my time with school students. As most of the time I am in school and because of that it becomes very difficult for me to participate in various activities at home. Still, I always try to participate in the various household chores as much as I get time, so that if I participate in the various household chores now, it will be much better for me in the future. Currently I am involved in several jobs besides teaching profession to make my future better. Currently I have created a colorful fish farm and a cute bird farm in my home. At the same time I have several ponds where I constantly cultivate fishes and I have to spend a lot of time to cultivate these fishes. Every day I go to school early in the morning and it is four in the afternoon when I come back from school. Every day after my afternoon bath I go to my pond to feed the fishes. And since then after evening I try to share different posts with you. So think that even during this busy time, I share posts with you all the time, so I like to share posts only with you. It seems to me that if someone else spends their busy time the way I spend their busy time, then maybe I wouldn't share this post with you all the time, it is very difficult for them to share this post.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে আমার পুকুরের মাছগুলো ধরতে শুরু করব কিন্তু সময় এবং সুযোগের অপেক্ষায় সেটা করতে পারছিলাম না। আপনারা হয়তোবা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে আমি বেশিরভাগ সময় স্কুল ছাত্র ছাত্রীদেরকে নিয়েই অতিবাহিত করি। যেহেতু বেশিরভাগ সময় আমি স্কুলে থাকি এবং তার কারণে বাড়ির বিভিন্ন কাজে অংশগ্রহণ করাটা আমার জন্য অনেক কষ্টের হয়ে যায়। তারপরও আমি প্রতিনিয়ত চেষ্টা করে যতটুকু সময় পাই বাড়ির বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে যেন না এখন যদি বাড়ির বিভিন্ন কাজে অংশগ্রহণ করে তাহলে ভবিষ্যতে সেটা আমার জন্যই অনেক বেশি ভালো হবে। বর্তমান সময়ে আমি শিক্ষকতা পেশার পাশাপাশি বেশ কয়েকটা কাজের সাথে যুক্ত রয়েছি যেন আমার ভবিষ্যতে আরো সুন্দর করতে পারি সেজন্য। বর্তমানে আমি আমার বাড়িতে একটি রঙিন মাছের খামার তৈরি করেছি একটি সৌখিন পাখির খামার তৈরি করেছি। একই সাথে আমার বেশ কয়েকটা পুকুর রয়েছে যেখানে আমি প্রতিনিয়ত মাছের চাষ করি আর এই মাছের চাষ করার জন্য আমাকে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। প্রতিদিন সকালের দিকেই স্কুলে চলে যাই আর স্কুল থেকে আসতে আসতে বিকেল চারটা হয়ে যায়। বিকেলে গোসল করার পরেই প্রতিদিন আমি চলে যাই আমার পুকুরে মাছগুলোকে খাবার দেবার জন্য। আর তারপর থেকেই সন্ধ্যা হয়ে যাবার পরে আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন পোস্ট শেয়ার করতে। তাহলে ভাবুন আমি এই ব্যস্ত সময়ের মধ্যেও প্রতিনিয়ত আপনাদের মাঝে পোস্ট শেয়ার করে শুধুমাত্র আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে ভালো লাগে তাই। আমার কাছে মনে হয় আমি যেভাবে ব্যস্ত সময় পার করি সেভাবে যদি অন্য কেউ ব্যস্ত সময় পার করতে তাহলে হয়তবা এভাবে প্রতিনিয়ত আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতাম না তাদের জন্য এই পোস্ট শেয়ার করা হয়েছে তো অনেকটাই কঠিন বিষয়।

IMG20241019140758.jpg

For several days I have thought about looking at the fish in the pond but selling some fish so that I can find out what kind of fish I currently have in my pond. Since I have to be busy with various works and have not caught fish for a long time, it was becoming very difficult for me to know what kind of fish there is. And since you have to feed constantly, you need to have an idea about what kind of fish there are and how much to feed them. In fact, without an idea, no work can be done properly, and whenever a work is done without an idea, there is no benefit in that work. It is not possible. So although the idea is for nipa, I thought that some fish could be sold so that I would know what kind of fish I currently have in my pond and how much I would have to spend at least to feed them. That's why I chose the holiday to sell a few buses on this holiday and get a good idea of what the months are like. Friday is busy with various activities so I skipped this day and chose Saturday for fishing. Since schools in Bangladesh are closed on Fridays and Saturdays at present, teachers are somewhat better off as they can complete all other household chores on these two days. And most of the teachers are working in different schools around the house so it is not too difficult for them to participate in the family although I have to spend a little more time for private teaching and because of this I have very little opportunity to participate in various family activities.For several days I have thought about looking at the fish in the pond but selling some fish so that I can find out what kind of fish I currently have in my pond. Since I have to be busy with various works and have not caught fish for a long time, it was becoming very difficult for me to know what kind of fish there is. And since you have to feed constantly, you need to have an idea about what kind of fish there are and how much to feed them. In fact, without an idea, no work can be done properly, and whenever a work is done without an idea, there is no benefit in that work. It is not possible. So although the idea is for nipa, I thought that some fish could be sold so that I would know what kind of fish I currently have in my pond and how much I would have to spend at least to feed them. That's why I chose the holiday to sell a few buses on this holiday and get a good idea of what the months are like. Friday is busy with various activities so I skipped this day and chose Saturday for fishing. Since schools in Bangladesh are closed on Fridays and Saturdays at present, teachers are somewhat better off as they can complete all other household chores on these two days. And most of the teachers are working in different schools around the house so it is not too difficult for them to participate in the family although I have to spend a little more time for private teaching and because of this I have very little opportunity to participate in various family activities.

বেশ কয়েকদিন যাবত আমি চিন্তা করেছিলাম পুকুরের মাছ দেখার জন্য হলেও কিছু মাছ বিক্রি করতে হবে যেন আমি জানতে পারি যে বর্তমান সময়ে আমার পুকুরে কি ধরনের মাছ রয়েছে। যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আর দীর্ঘ কিছুদিন যাবৎ মাছ ধরা হয়নি তাই কেমন মাছ রয়েছে সেটা জানাটা আমার জন্য অনেক কষ্টের হয়ে যাচ্ছিল। আর যেহেতু প্রতিনিয়ত খাবার দিতে হয় তাই কেমন মাছ রয়েছে এবং তাদেরকে কতটা বেশি পরিমাণে খাবার দিতে হবে সেই বিষয়েও নিজের একটা আইডিয়া থাকা প্রয়োজন আসলে আইডিয়া না থাকলে কোন কাজ সঠিকভাবে করা যায় না আর যখনই আইডিয়া না থেকে কোন কাজ করা হয় তখন সেই কাজে কোন ভাবে লাভবান হওয়া সম্ভব হয় না। এইজন্য আইডিয়া নিপার জন্য হলেও আমি চিন্তা করলাম যে কিছুটা মাছ বিক্রি করা যেতে পারে যেন আমি জানতে পারি আমার পুকুরে বর্তমানে সময়ে কেমন মাছ রয়েছে এবং তাদেরকে খাবার খাওয়ানোর জন্য আমাকে অন্তত কত টাকা ব্যয় করতে হতে পারে। এইজন্যই ছুটির দিনকে বেছে নিয়েছিলাম যেন এই ছুটির দিনে কয়েকটা বাস বিক্রয় করা যেতে পারে এবং কেমন মাস রয়েছে সেগুলো খুবই ভালো সম্পর্কে ধারণা লাভ করা যেতে পারে। শুক্রবারে বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় তাই এই দিনটাকে আমি বাদ দিয়েছিলাম এবং শনিবারটাকেই বেছে নিয়েছিলাম মাছ ধরার জন্য। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের শুক্রবার এবং শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে তাই শিক্ষকদের কিছুটা ভালো হয়েছে কেননা তারা চাইলেই এই দুইটা দিনে পরিবারের অন্যান্য সকল কাজগুলো সম্পন্ন করে নিতে পারে। আর বেশিরভাগ শিক্ষক এরাই বাড়ির আশেপাশের বিভিন্ন স্কুলে চাকরি করে তাই তাদের জন্য পরিবারের কাছে অংশগ্রহণ করাটা খুব একটা কঠিন হয় না যদিও আমাকে প্রাইভেট পড়ানোর জন্য একটু বেশি সময় ব্যয় করতে হয় আর এই জন্যই আমি পরিবারের বিভিন্ন কাজে অংশগ্রহণ করার মত সুযোগ খুবই কম পায়।

IMG20241019140801.jpg

IMG20241019140802.jpg

Since I was just starting to fish to see fish, I didn't invite too many boys, I invited only a few fishermen to fish. Because if more fishermen are invited then most of the fish will be taken and since the fish are not very big yet, if the fish can be sold now then the block profit will be less for me. I invited a small number of boys for this fishing so as not to reduce the profit in comparison. Since I knew in advance that only a small number of invitations would be offered, a small number of fish would be lost through this sale. If I had invited more fishermen, more fish would have been lost to do this work and that's why I did it wisely. At present, I have noticed that the price of fish in our country is very high, so many people are trying to get involved in fish farming, but what if the price of fish is high, the price of food is very high. Due to increase in food prices. First of all, for fish farming, you have to feed food and this food has to be fed with your own pocket money, then think once if you need to feed food with your own pocket money, then how much money will be required. Since no one has that much money in the beginning, no one wants to participate in this type of work easily and those who want to participate do so with great difficulty. As much as it is a matter of profit, there is also a lot of potential for loss. I have noticed that especially during winters farmers suffer more in this fish farming because during this time large number of fishes are seen dying in the ponds. And that is why most of the farmers in our country sell their fish before the winter of every year so that they can not be damaged during the winter.

যেহেতু শুধুমাত্র আমি মাছ দেখার জন্য মাছ ধরতে শুরু করছি তাই খুব একটা বেশি ছেলেকে আমন্ত্রণ জানিয়েছিলাম না আমি মাত্র কয়েকজন জেলে কে আমন্ত্রণ জানিয়েছিলাম মাছ ধরার জন্য। কারণ যদি বেশি জেলের আমন্ত্রণ জানানো হয় তাহলে বেশিরভাগ মাছ তারা ধরে নিয়ে চলে যাবে আর যেহেতু মাছ এখনো খুব একটা বেশি বড় হয়নি তাই এখন যদি মাছগুলোকে বিক্রয় করে দেয়া যায় তাহলে ব্লকভাবে লাভের পরিমাণটা আমার কম হবে। তুলনামূলকভাবে লাভের পরিমাণ কম না করার জন্যই আমি কম সংখ্যক ছেলেকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই মাছ ধরার জন্য। যেহেতু আমি আগে থেকে জানতাম যে অল্প সংখ্যক আমন্ত্রণ জানাচ্ছি তাই অল্প সংখ্যক মাছ নষ্ট হবে এই বিক্রয়ের মধ্য দিয়ে। যদি বেশি সংখ্যক জেলে আমন্ত্রণ জানাতাম তাহলে বেশি সংখ্যক মাছ নষ্ট হয়ে যেত এই কাজ করার জন্য আর এই জন্যই আমি বুদ্ধি করে এমনটা করেছিলাম। বর্তমান সময়ে আমি লক্ষ্য করে দেখেছি আমাদের দেশে মাছের দামের পরিমাণটা অনেক বেশি এই জন্য অনেকেই মাছ চাষের সাথে যুক্ত হবার চেষ্টা করছে কিন্তু মাছের দাম বেশি হলে কি হবে খাবারের দামের পরিমাণটা অনেক বেশি এজন্য কৃষকেরা যাইলেই মাছ চাষের লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও এখানে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র খাবারের দাম বৃদ্ধি পাবার কারণে। প্রথমত যাই হত মাছ চাষ করার জন্য খাবার খাওয়াতে হবে আর এই খাবার খাওয়াতে হয় নিজের পকেটের টাকা দিয়ে তাহলে একবার ভেবে দেখুন নিজের পকেটে টাকা দিয়ে যদি প্রথমের দিকে খাবার খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে কতটা বেশি পরিমাণ টাকার প্রয়োজন হবে। যেহেতু প্রথম সময়ে এত বেশি পরিমাণে টাকা কারো কাছে থাকে না তাই এই ধরনের কাজে সহজেই সহ কেউ অংশগ্রহণ করতে চায় না আর যারা অংশগ্রহণ করতে চায় তারাও অনেক কষ্টের সাথে এই কাজটা করে থাকে। এটা যেমনি একটা লাভমান বিষয় তেমনি ক্ষতির সম্ভাবনাও এখানে থাকে প্রচুর পরিমাণ। আমি লক্ষ্য করে দেখেছি বিশেষ করে শীতের দিনে কৃষকেরা এই মাছ চাষে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় কেননা এই সময়ে প্রচুর পরিমাণে মাছ মারা যেতে দেখতে পাওয়া যায় পুকুরগুলোতে। আর এজন্যই প্রত্যেক বছরের শীতকাল আসার আগেই আমাদের দেশের বেশিরভাগ চাষিরা তাদের মাছগুলো বিক্রয় করে দেয় যেন শীতের সময় তারা ক্ষতির মুখে মুখে না হয়ে যেতে পারে।

IMG20241019140804.jpg

Since I captured the photographs from above, I couldn't show you the fish very well. Over the next few days I will try to capture underwater photography to show you the shapes of the moon and the faces of the fish. Today, I am not sharing much with you, as of today, I will appear with you later with a new post. Until then, I wish you all good health.

যেহেতু আমি উপর থেকে ফটোগ্রাফি গুলো ধারণ করেছিলাম তাই আমি মাছগুলোকে আপনাদের মাঝে খুব একটা ভালোভাবে প্রদর্শন করতে পারলাম না। পরবর্তী দিনে আমি চেষ্টা করব পানির মাঝে যে ফটোগ্রাফি ধারণ করতে যেন আপনাদেরকে মাসের আকৃতি গুলো এবং মাছের চেহারাগুলো ভালোভাবে দেখাতে পারি। আজকে আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!