Random photography of the beauty of the sky

in blurt-188398 •  last month 

IMG20241121173754.jpg

I hope you all are well and I am also well. Today I am back with another new post. I like to share new posts with you every day because everyone likes something new. Yesterday, when I was at the pond, I noticed that there were beautiful clouds in the sky and I was very happy to see that. There were two of us present, I and Heart present with me. We both saw this beautiful cloud and started competing to capture the photography. Both of them had two mobiles so we both thought of testing who can capture the best photography. As soon as we both thought, the work started and we started competing with each other on how best to capture the photography. I noticed that Hridoy's mobile camera is very good due to which he is able to capture very beautiful photography. But I also noticed that although her mobile camera is comparatively better than my mobile camera, she is not able to capture photography very well because her photography capture skills are very low. Since his photography skills are very low, he cannot take good photographs at all. And since I have long practice and very good skills in this subject, I could compete with him and achieve good results. I captured some very beautiful photographs, in fact, if photography can be captured with a normal camera, then it is not possible to capture such beautiful photography. That's why I changed the settings of the mobile camera and turned it on.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেকদিন আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ নতুনত্ব ছোঁয়া পেলে সবার কাছেই ভালো লাগে। গতকালকে যখন পুকুরে অবস্থান করেছিলাম ঠিক সেই সময়তে লক্ষ্য করলাম আকাশে সুন্দর মেঘ জমা হয়েছে আর সেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আমরা সেখানে দুইজন উপস্থিত ছিলাম আমি ছিলাম এবং আমার সাথে হৃদয় উপস্থিত ছিল। আমরা দুজনে এই সুন্দর মেঘ দেখে ফটোগ্রাফি ধারণ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিলাম। দুজনের কাছে দুইটা মোবাইল ছিল তাই আমরা দুইজনে চিন্তা করলাম যে কে কতটা সুন্দরভাবে ফটোগ্রাফি ধারণ করতে পারে সেটা পরীক্ষা করে নেয়া যাক। আমরা দুজনে যেমন চিন্তা করলাম ঠিক তেমনি কাজ শুরু হয়ে গেল আমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা শুরু করে দিলাম কত সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারণ করা যায়। আমি লক্ষ্য করে দেখলাম হৃদয় এর মোবাইলের ক্যামেরা অনেক সুন্দর যার কারণে সে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করতে পারছে। কিন্তু আমি এটাও লক্ষ্য করে দেখলাম যে তার মোবাইলের ক্যামেরা আমার মোবাইলের ক্যামেরা থেকে তুলনামূলকভাবে সুন্দর হলেও সে খুব একটা ভালোভাবে ফটোগ্রাফি ধারণ করতে পারছে না কারণ তার ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে দক্ষতার পরিমাণটা রয়েছে অনেকটাই কম। যেহেতু ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে তার দক্ষতা অনেক কম রয়েছে তাই সে কোনভাবেই ভালো ফটোগ্রাফি ধারণ করতে পারছেনা। আর আমার যেহেতু দীর্ঘদিনের অভ্যাস রয়েছে এবং এই বিষয়ে খুব একটা ভালো দক্ষতা রয়েছে তাই আমি তার সাথে প্রতিযোগিতা দিয়ে ভালই ফলাফল অর্জন করতে পারলাম। আমি খুবই সুন্দরভাবে কয়েকটা ফটোগ্রাফি ধারণ করলাম আসলে সাধারণ ক্যামেরাতে যদি ফটোগ্রাফি ধারণ করা যায় তাহলে এতটা সুন্দরভাবে ফটোগ্রাফি ধারণ করা সম্ভব নয়। এজন্য আমি মোবাইলের ক্যামেরার সেটিংস একটু পরিবর্তন করে নিয়ে প্রমুড অন করে নিলাম।

IMG20241121173800.jpg

IMG20241121173807.jpg

There are many things to keep in mind when taking a photograph, if those things are not kept in mind then it is not possible to take a good photograph. We have noticed many times that many famous mobiles or many good cameras are not able to take good photography because they are not very good at capturing the photography but again we notice at another place if a person has the skills to take good photography. He can take a lot of beautiful photography by using a mobile phone or a camera, but it depends on the skill. If the skill is good, it is possible to achieve something beautiful with anything, and if there is no skill, no good result can be expected from it, no matter how good it is. One thing I realized yesterday is that even though my mobile camera is worse than my heart's mobile camera, I captured some very good photographs from it and I am sharing them with you today. In fact, it is a different kind of capturing natural beauty scenes. Likes work because when you see such a beautiful scene, it's really like it. Since I captured it from my pond, the scenes of the sky in the pond came out beautifully. It is a matter of luck to see such a beautiful scene in two places at the same time. It really takes a lot of luck to enjoy such a sight because these sightings don't happen every day like this anymore.For a few days in a month one can enjoy such a sight which is hard to tell when it happens. I have noticed that especially in the evening such beautiful scenery can be seen the most.

ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে অনেক ধরনের বিষয়গুলোকে ভালোভাবে লক্ষ্য রাখতে হয় যদি সেই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখা না যায় তাহলে কোন ভাবেই ভালো ফটোগ্রাফি ধারণ করা সম্ভব নয়। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখেছি অনেক নামিদামি মোবাইল দিয়ে অথবা অনেকে ভালো ভালো ক্যামেরা দিয়ে ভালো ফটোগ্রাফি করা সম্ভব হয় না কারণ তাদের ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে তেমন একটা দক্ষতা নেই কিন্তু আবারো আমরা আর একটা জায়গাতে লক্ষ্য করি যদি কোন একটা মানুষের দক্ষতা থাকে ভালো ফটোগ্রাফি করার জন্য সে অনেক কমা মোবাইল অথবা ক্যামেরা ব্যবহার করেও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণা করতে পারে আসলে এই বিষয়টা হচ্ছে দক্ষতার উপর নির্ভরশীল। দক্ষতা ভালো থাকলে যেকোনো জিনিস দিয়েই অনেক সুন্দর কিছু ধারণ করা সম্ভব হয় আর যদি দক্ষতা না থাকে যতই ভালো কিছু থাকুক না কেন সেটা দিয়ে কোন ভাল ফলাফল আশা করা যায় না। তেমনি একটা বিষয় গতকালকে আমি উপলব্ধি করতে পারলাম আমার মোবাইলের ক্যামেরা হৃদয়ের মোবাইলের ক্যামেরা থেকে তুলনামূলকভাবে খারাপ হওয়া সত্ত্বেও আমি তার থেকে অনেক ভালো ভালো কিছু ফটোগ্রাফি ধারণ করে নিলাম এবং আপনাদের মাঝে সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।আসলে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো ধারণ করার মধ্যে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে কারণ যখন এমন সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় তখন সেটা সত্যি ভালো লাগার মত। আমি যেহেতু এটা আমার পুকুর থেকে ধারণ করেছিলাম তাই পুকুরের মাঝে আকাশের দৃশ্য গুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছিল। এমন সুন্দর দৃশ্য একই সাথে দুইটা জায়গাতে দেখতে পাওয়াটা অনেকটাই ভাগ্যের বিষয় চাইলেও এমন দৃশ্য উপভোগ করা যায় না। এমন দৃশ্য উপভোগ করার জন্য সত্যিই অনেক বড় ভাগ্যের প্রয়োজন হয় কেননা এই দৃশ্যগুলো তো আর প্রতিদিন এইভাবে তৈরি হতে থাকে না মাসের মধ্যে কয়েকটা দিন এমন দৃশ্য উপভোগ করা যায় যা কোন সময় হয় সেটা বোঝা মুশকিল। আমি লক্ষ্য করে দেখেছি বিশেষ করে সন্ধ্যার দিকে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়।

IMG20241121173814.jpg

IMG20241121173820.jpg

As both of us were present there at the same time, we were able to enjoy these beautiful scenes very well and also since the competition was going on between the two, we got a chance to enjoy the scene better. Other days also enjoy such beautiful scenery sometimes but they are not so much fun because there you have to enjoy the scenery alone and here as two people are enjoying a beautiful scenery at the same time and trying to capture their photography so it is more about other days. More fun than ever and these are the kind of fun we always try to enjoy with ourselves. Just being able to spend time with such a beautiful environment really does a lot of good and this good is very important for all of us. How many people reach far and wide in search of this urgent moment but never get the opportunity to enjoy such a scene.

আমরা দুজনে সেখানে একই সাথে উপস্থিত থাকার কারণে আমরা এই সুন্দর দৃশ্য গুলো খুবই ভালোভাবে উপভোগ করতে পেরেছি আর সাথে যেহেতু দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছিল তাই দৃশ্যটা বেশি ভালোভাবে উপভোগ করার সুযোগ হয়েছে। অন্যান্য দিনেও এমন সুন্দর দৃশ্য উপভোগ করা হয় মাঝে মাঝে কিন্তু সেগুলোতে এতটা বেশি পরিমাণে মজা হয় না কারণ সেখানে তো একা একা দৃশ্য উপভোগ করতে হয় আর এখানে যেহেতু দুইজন একই সাথে একটি সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম এবং সেগুলোর ফটোগ্রাফি ধারণ করার চেষ্টা করছিলাম তাই বিষয়টাতে অনেকটাই অন্যান্য দিনের থেকে বেশি মজা হয়েছে আর এই ধরনের মজাগুলোই তো আমরা সকল সময়ই আমাদের নিজেদের সাথে উপভোগ করার জন্য চেষ্টা চালিয়ে যাই। এই ধরনের সুন্দর পরিবেশের সাথে শুধু সময় অতিবাহিত করতে পারা যায় আসলেই অনেক বেশি ভালো লাগা কাজ করে আর এই ভালো লাগাটা আমাদের সকলের জন্য খুবই জরুরী একটা বিষয়। এই জরুরী মুহূর্তের খোঁজে কত মানুষ দূর দূরান্তে পৌঁছে যায় কিন্তু এমন দৃশ্য উপভোগ করার মত সুযোগ হয় না।

IMG20241121173823.jpg

IMG20241121173855.jpg

সৌন্দর্যের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কত কয়েক দিনের মধ্যে আপনারা যদি এমন সুন্দর দৃশ্য উপভোগ করে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবর নতুন করে একটা পোস্ট এর মধ্য দিয়ে।

Please tell me how you like these beauty photographs by commenting. Don't forget to comment and let me know if you have enjoyed such a beautiful scene in a few days. I am not sharing much with you today, as of today, I will come to you later with a new post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!