Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well. Today I am here again with another new post. Every day I share post with you in the evening but today it is morning to share the post with the main reason being tired. I thought I would share this post in the evening but I can't tell when I fell asleep to write the post. In fact yesterday I was very busy and because of being busy I didn't get any time to take a rest. That's why I don't remember when I fell asleep when I sat down to write the post after coming home. And for this reason I could not share this post with you yesterday evening. However, I could not share it in the evening, but now I can share it.
As I am a teacher by profession, sometimes I share various posts of our school with you. A couple of days ago I went to school for private lessons and suddenly noticed a lot of rain. The amount of rain was so heavy that it was getting dark all around. I did not realize when the surroundings were covered with dark clouds. Within a few minutes the atmosphere became such that it became a little difficult for me to understand.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেকদিন আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করি সন্ধ্যার দিকে কিন্তু আজকে পোস্ট শেয়ার করতে করতে সকাল হয়ে গেল তার সাথে কে বড় কারণ হচ্ছে ক্লান্ত। আমি চিন্তা করেছিলাম এই পোস্ট আমি আপনাদের বলছি সন্ধ্যার দিকে শেয়ার করব কিন্তু পোস্ট লিখতে লিখতে যে কখন ঘুমিয়ে গিয়েছে সেটা বলে বোঝাতে পারছি না। আসলে গতকালকে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম আর ব্যস্ত থাকার কারণে রেস্ট নেবার মত কোন সময় পাইনি। এজন্য বাড়িতে আসার পরে যখন আমি পোস্ট লেখার জন্য বসেছিলাম কখন ঘুমিয়ে গিয়েছে নিজের কাছে মনে নাই। আর এই কারণটার জন্যই আমি গতকালকে সন্ধ্যার দিকে আপনাদের মাঝে এই পোস্টটি শেয়ার করতে পারেনি। যাইহোক সন্ধ্যায় শেয়ার করতে পারেনি তাতে কি হয়েছে এখন তো শেয়ার করতেই পারি।
আমি পেশাগতভাবে শিক্ষক হবার কারণে মাঝে মাঝে আমাদের স্কুলের বিভিন্ন পোস্ট আপনাদের মাঝে শেয়ার করে থাকি আজকেও আমি আপনাদের মাঝে আমাদের স্কুলের একটা বিষয় শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। এইতো দু একদিন আগের কথা প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে আমি স্কুলে গিয়েছিলাম হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করলাম। বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি ছিল যে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল। কখন যে চারিদিক কালো মেঘে ছেয়ে গিয়েছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম না। অল্প কয়েকটা মিনিটের মধ্যেই এমন হয়ে গিয়েছিল পরিবেশ তাইতো বুঝে ওঠাটা আমার জন্য একটু কষ্টের হয়ে গিয়েছিল।
In no time it was dark and rain water was entering the room so I stopped to inform the students to protect them from the rain water. Whenever I closed the window it started getting dark all around I couldn't think how to teach them. Suddenly it came to my mind that we have some bulbs in our school and I will teach them privately today by using those bulbs. After that I went to open the bulbs and exposed them to the light and started the private lessons. On those days if I had taught private at the same place where I taught private then the condition of all of us would have been much worse because the place where I got divet sometimes got rain water. And since there was no kind of light system there, the work of private teaching in the dark would have become very difficult for me to see that I had to study privately with the light of the mobile phone. However, I felt good about myself because I had come to school earlier that day with the students. Even though it was raining heavily outside, I had them come to school for private tutoring very comfortably. If you look closely, you will see how the entire form became dark at the moment of rain.In no time it was dark and rain water was entering the room so I stopped to inform the students to protect them from the rain water. Whenever I closed the window it started getting dark all around I couldn't think how to teach them. Suddenly it came to my mind that we have some bulbs in our school and I will teach them privately today by using those bulbs. After that I went to open the bulbs and exposed them to the light and started the private lessons. On those days if I had taught private at the same place where I taught private then the condition of all of us would have been much worse because the place where I got divet sometimes got rain water. And since there was no kind of light system there, the work of private teaching in the dark would have become very difficult for me to see that I had to study privately with the light of the mobile phone. However, I felt good about myself because I had come to school earlier that day with the students. Even though it was raining heavily outside, I had them come to school for private tutoring very comfortably. If you look closely, you will see how the entire form became dark at the moment of rain.
অল্প সময়ের মধ্যে অন্ধকার হয়ে গিয়েছিল আর বৃষ্টির পানি রুমের মধ্যে প্রবেশ করছিল তাই আমি ছাত্র-ছাত্রীদেরকে বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য জানানো বন্ধ করে দিলাম। যখনই জানালা বন্ধ করে দিলাম চারিদিকে যেন অন্ধকার হয়ে উঠতে শুরু করলো কিভাবে তাদেরকে পড়াবো ভাবতে পারছিলাম না। হঠাৎ আমার মাথায় আসলো যে আমাদের স্কুলে তো কয়েকটা বাল্ব আছে সে বাল্ব গুলো ব্যবহার করেই আমি আজকে তাদেরকে প্রাইভেট পড়াবো। এরপরে আমি চলে গেলাম সেই বাল্ব মুখে গুলো খুলে আনার জন্য তারপরে সেগুলো খুলে এনেই তাদেরকে আলোর সম্মুখীন করলাম এবং প্রাইভেট পড়ানোর কাজ শুরু করে দিলাম। ওই দিনে যদি আমি যে জায়গাতেই প্রাইভেট পড়াই সেখানে প্রাইভেট পড়াতাম তাহলে আমাদের সকলের অবস্থা অনেক খারাপ হয়ে যেত কেননা আমি যে জায়গাটিতে ডাইভেট পাই সেখানে মাঝে মাঝে বৃষ্টির পানি চলে আসে। আর সেখানে যেহেতু আলোর কোনো ধরনের ব্যবস্থা ছিল না তাই অন্ধকারের মধ্যে প্রাইভেট পড়ানোর কাজটা ও আমার জন্য অনেকটাই কষ্টের হয়ে যেত একটা সময় দেখা যেতে যে মোবাইলের আলো দিয়ে আমাকে প্রাইভেট পড়তে হচ্ছে। যাইহোক বুদ্ধি করে যে ঐদিন আমি আগে থেকে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে স্কুলে চলে এসেছিলাম এর জন্য নিজের কাছে তখন ভালো লাগছিল। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও আমি তাদেরকে খুবই স্বাচ্ছন্দের সাথে প্রাইভেট পড়াতে দিয়েছি স্কুলে এসে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বৃষ্টির মুহূর্তে কিভাবে অন্ধকার হয়ে গিয়েছিল পুরো রূপটা।
As it rained heavily that day and it rained at a time when students would be leaving home to head towards school. So imagine how the students will leave home for school if there is a moment when it starts raining heavily. Due to this reason the attendance of students in our school was very low on that day where 110 to 115 students attend every day only 26 students attended on this rainy day. It seems to me that if I was required to have private reading that day in school then many of these students would not have attended school because the time I had private reading was not rainy at first but after private started it was sweet. And if I wasn't private then these students would have tried to come to school at the specified time of the school and never they could come to school because of rain. Again there were 10 students in private and these 10 students will not come to school on that day then think once we had to run our school with only 16 students on this rainy day.
যেহেতু ওই দিনের প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি এমন সময় হয়েছিল যে সময়ে ছাত্রছাত্রীরা স্কুলের দিকে আসার জন্য বাড়ি থেকে বের হবে। তাহলে ভাবুন এমন একটা মুহূর্ত যদি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে ছাত্র-ছাত্রীরা কিভাবে বাড়ি থেকে রওনা দিবে স্কুলের উদ্দেশ্যে। এই কারণটির জন্য ওই দিনে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম যেখানে প্রত্যেকদিন ১১০ থেকে ১১৫ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়ে থাকে সেখানে মাত্র ২৬ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল এই বৃষ্টির দিনে। আমার কাছে মনে হচ্ছে যদি আমি স্কুলে ওইদিনের প্রাইভেট পড়ার দরকার তাহলে এই কয়টা ছাত্রছাত্রী ও স্কুলে উপস্থিত হতে পারতো না কেননা আমি যে সময়টাতে প্রাইভেট পড়াই সেই সময়টাকে প্রথমে বৃষ্টি ছিল না প্রাইভেট শুরু করার পরে মিষ্টি শুরু হয়েছিল। আর যদি আমি প্রাইভেট না হতাম তাহলে এই ছাত্রছাত্রী গুলা ও স্কুলের নির্দিষ্ট সময়ে স্কুলে আসার চেষ্টা করতো আর কখনোই তারা বৃষ্টির কারণে স্কুলে আসতে পারতো না। আবার প্রাইভেটে ১০ জন ছাত্র-ছাত্রী ছিল আর এই ১০ জন ছাত্রছাত্রী যাবে স্কুলে ওই দিনে না আসতে তাহলে একবার ভেবে দেখুন মাত্র 16 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের স্কুল পরিচালনা করা লাগতো এই বৃষ্টির দিনে।
On a rainy day, the attendance of students was less so we spent a few moments with the students as well as studying. I made them finish their studies first and then started the cultural program in the class. I myself organized this cultural event with the participation of the students of our school i.e. the students of the class in which I took the class. I don't know what other teachers did but I did it to make fun of the same students. Due to low numbers, students did not want to study, so I took such an initiative. The students were very happy to see my answer and participated in the event with fun. How do you like this initiative taken by me, you must tell me by commenting, like today, until next time, I will appear to you through a new post.
বৃষ্টির দিনে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে কম ছিল তাই আমরা লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আন্দোলন কোন কিছু মুহূর্ত অতিবাহিত করেছিলাম। তাদেরকে প্রথমত পড়াশোনার কাজটা শেষ করে নিলাম তারপরেই শুরু করে দিলাম ক্লাসের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করেছিল অর্থাৎ আমি যে শ্রেণীতে ক্লাস নিছিলাম সেই শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে নিয়েই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমি নিজে নিজে। অন্যান্য শিক্ষকেরা কি করেছিল সেটা আমি জানিনা কিন্তু আমি একই ছাত্রের সাথেদেরকে নিয়ে মজা করার জন্য এমন আয়োজন করেছিলাম। সংখ্যা কম হওয়ার কারণে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে চাচ্ছিল না তাইতো আমি এমন ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমার উত্তর দেখে ছাত্র ছাত্রীরা অনেক খুশি হয়েছিল এবং মজা করে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আমার গ্রহণ করা এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মত এ পর্যন্ত পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
https://x.com/fizzvai/status/1843063532860162482?t=vs2feDDc1_Z7e3B6uwQsjw&s=19
আপনি একজন শিক্ষক এটা জেনে আমার অনেক ভালো লাগছে। যার কারণে যেগুলো বাচ্চা রয়েছে। আপনার জন্যই ভবিষ্যতে আরো ভালো পড়াশোনা করতে পারবে। আর আপনি অনেক ভাল ভাবে তাদের পড়াশোনা করান এটাও অনেক ভালো। কারণ বাচ্চাদের সব সময় ভালোভাবে ব্যবহার করে তাদেরকে পড়াশোনা করাতে হবে। তাহলে তারা ভালো কিছু শিখতে পারবে।