Trying to bring back the old school system

in blurt-188398 •  10 days ago 

IMG20240929085718.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well. Today I am back with another new post. You all know that I am a teacher by profession and being a teacher, I sometimes share with you various topics of our school in the form of posts. I mainly share these posts with you to give you a better idea about our school. We conduct it completely differently from the way other educational institutions conduct their educational programs. We have noticed very well that the education system of our country is under threat and one of the biggest reasons for this threat is the government's decision making at different times. We have noticed that every year students are being introduced to a new curriculum and that education cannot be considered as the worst curriculum. Every year when the education minister changes and that education minister comes up with a new curriculum like dung on their head. The people of Bangladesh understand very well that they have left the education system under such threat. Now, instead of education, Bangladeshi cooking is taught how to reach home, then think if these things are not learned from family, then what is the need to come to school. And for all these reasons, people have a lot of trust in the education system of our country. got up Especially if we look closely at the government schools today, we will see many famous teachers staying there, many paid teachers staying there but they have no interest in education. Now they sit thinking that if we have benches in school then we will get salary then just think if a teacher thinks like that how they can improve students.

IMG20240929085712.jpg

At a time when the people of Bangladesh are fed up with all these things, we have established a school with a slightly different way of thinking. We are always trying to use the old school system to make the students brilliant. Because we know that if a student wants to do well, he or she must be talented, there is no need to learn to cook rice and study in school. They can learn this rice cooking from family. We still hold on to the education system of 50 years ago because we know how strong and strict the education system was then. But what all the education ministers who are coming in these days are bringing in their mind is not coming to mind. Their way of thinking has become so bad that how to destroy the lives of students is being noticed in them. Anyway, we leave these things of the country aside, there is no use in saying these things, our aim now is to improve the students of our school. And for the betterment of the students in our school, we are always doing good work so that our students can excel in many subjects besides studies. You may or may have already understood from my posts that our school education system is a bit different. Along with education, we give students an idea of many subjects and try to master many subjects so that there is no problem in his path in later life.

IMG20240929085800.jpg

In earlier days we used to notice that assembly was conducted in every school but nowadays students don't know what assembly is in government school or private school. In fact, they will not know these things or how they are not taught anymore, their importance can't be seen in the school anymore. Since the students do not come to the assembly, they do not see the face of the sun, so the students of the city are becoming like chickens in the boiler. If they are allowed to do any work, they disappear in a very short time. In fact, boiler chickens are also known as farm chickens by many people. These farm chickens eat and sleep all day, so they can't do anything, just like the students in the urban areas of Bangladesh have become like this. They eat and sleep when they eat, so they become like chickens in the boiler, they cannot do any work properly. I think village students are a bit ahead in this regard because village boys and girls do and involve themselves in many kinds of sports.

IMG20240929085800_01.jpg

As our aim is to bring back all the lost things, we always try to introduce the students to the old things. And in this assembly class our head teacher Shamsul Alam plays a significant role in introducing the students to the system of reading education. But he is a physical education teacher so he has very good skills in these subjects. She always observes and tries to teach the students how to follow the rules in a nice and civil manner. As I am also preparing to become a physical education teacher, I am also learning these things very well from sir so that I can become a good physical education teacher in the future. Although I am taking science classes during this time. I am a science student from the beginning so I like taking science classes the most but now I am doing a different kind of course so that next time I can make myself known as a physical education teacher.

IMG20240929085802.jpg

All in all we want to say that we want students to make themselves a strong student in future. We want the students to acquire expertise in many other subjects besides studies so that their future path becomes more beautiful. How do you feel about these initiatives taken by us, you must tell me by commenting, like today, through a post that will appear among you later.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে আমি মাঝে মাঝেই আপনাদের মাঝে আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলো পোস্ট আকারে শেয়ার করে থাকি। আমাদের স্কুলের বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে ধারণা দেবার জন্যই আমি মূলত এই পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আমরা তার পুরোটাই ভিন্নভাবে পরিচালনা করে থাকি। আমরা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি বর্তমান সময়ে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা অনেকটাই হুমকির মুখে পড়ে গিয়েছে আর এই হুমকির মুখে পড়ে যাবে সব থেকে বড় একটা কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহন করা। আমরা লক্ষ করে দেখেছি প্রত্যেক বছরে ছাত্রছাত্রীদের নতুন নতুন শিক্ষা ক্রমের সাথে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে আর সেই শিক্ষা কোন এতটাই জঘন্যতম শিক্ষাক্রমতা বলে বোঝানো সম্ভব হবে না। প্রত্যেক বছর যখন শিক্ষা মন্ত্রী পরিবর্তন হয় আর সেই শিক্ষা মন্ত্রী তাদের মাথার গোবরের মতো নতুন নতুন শিক্ষাক্রম নিয়ে হাজির হয়ে যায়। তারা শিক্ষা ব্যবস্থাকে এমনটাই হুমকির মুখে ছেড়ে দিয়েছে তা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে। এখন বর্তমান সময়ে শিক্ষার পরিবর্তে বাংলাদেশের রান্না শেখানো হয় কিভাবে ঘর পৌঁছাতে হয় সেগুলো সেখানে হয় তাহলে ভাবুন একবার যদি এই জিনিসগুলো পরিবার থেকে না শিখে স্কুলে শিখতে হয় তাহলে স্কুলে আসার কি দরকার।আর এই সকল কারণে জন্যই বর্তমান সময়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের ভরসা অনেকটাই উঠে গিয়েছে। বিশেষ করে সরকারি স্কুল গুলোর দিকে আজ যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো অনেক নামিদামি শিক্ষক সেখানে অবস্থান করে অনেক বেতন পাওয়া শিক্ষক সেখানে অবস্থান করে কিন্তু তাদের লেখাপড়ার দিকে কোন আগ্রহ নেই। তারা এখন এমন চিন্তা নিয়ে বসে থাকে যে আমাদের যদি স্কুলে বেঞ্চ থাকে তাহলে আমাদের বেতন হবে তাহলে একবার ভেবে দেখুন একটা শিক্ষক যদি এমন চিন্তা করে তাহলে তারা কিভাবে ছাত্র-ছাত্রীদের উন্নতি করাবে।

এই সকল বিষয়গুলোর জন্য যখন বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে ঠিক সেই সময়টাতে আমরা একটু ভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। আমরা সবসময় চেষ্টা করছি সেই পুরনো দিনের শিক্ষাব্যবস্থাকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদেরকে মেধাবী করে করে তুলতে। কারন আমরা জানি যদি একজন ছাত্র বা ছাত্রীকে ভালো কিছু করতে হয় তাকে অবশ্যই মেধাবী হতে হবে তাকে ভাত রান্না শিখে স্কুলে পড়াশোনা করার কোন দরকার নেই। এই ভাত রান্নার বিষয়গুলো তারা পরিবার থেকেই শিখে ফেলতে পারবে। আমরা সেই ৫০ বছর আগেকার শিক্ষা ব্যবস্থাকে এখনো ধরে রেখেছি কেননা আমরা জানি সেই সময় শিক্ষা ব্যবস্থাটা কতটা শক্তিশালী এবং কঠোর ছিল। কিন্তু এই এখনকার সময়ে যে সকল শিক্ষা মন্ত্রী আসছে তারা যে কি মাথায় নিয়ে আসছে সেটা আবার মাথায় আসেনা। তাদের চিন্তাধারাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে কিভাবে ছাত্র-ছাত্রীদের জীবনটাকে ধ্বংস করে দিতে হয় সেটাই তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক দেশের এসব কথা বাদ দেই এসব কথা বলে আর লাভ নেই আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে ভালো করা। আর আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের ভালো করার জন্যই আমরা সব সময়ই ভালো ভালো কাজ করে যাচ্ছি যেন আমাদের ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি অনেক বিষয়ে পারদর্শিতা অর্জন করতে পারে। আপনারা হয়তো বা ইতিমধ্যেই আমার পোস্টগুলো দেখে বুঝতে পেরে গিয়েছে যে আমাদের স্কুলের শিক্ষাব্যবস্থাটা একটু অন্য ধরনের। আমরা শিক্ষার সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে অনেক বিষয়ের ধারণা দেই এবং অনেক বিষয়ে পারদর্শিতা করার চেষ্টা করি যেন পরবর্তী জীবনে তার পথ চলার ক্ষেত্রে কোন সমস্যা না হয়।

পূর্বে দিনগুলোতে আমরা লক্ষ্য করে দেখতাম যে প্রত্যেকটা স্কুলেতে এসেম্বলি করানো হতো কিন্তু বর্তমান সময়ে এই এসেম্বলি যে কি জিনিস সেটা সরকারি স্কুল অথবা বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীরা জানেই না। আসলে এই বিষয়গুলো তারা জানবেই বা কিভাবে এখন তো আর এগুলো করানো হয় না এগুলোর গুরুত্ব তো এখন আর স্কুলের দিকে লক্ষ্যই করা যায় না। যেহেতু ছাত্রছাত্রীরা এসেম্বলির দিকে আসে না তাই তারা রোদের মুখ দেখেনা এই জন্যই তো শহরের ছাত্রছাত্রী গুলা বয়লার মুরগির মত হয়ে যাচ্ছে। তাদেরকে যদি কোন কাজ করতে দেয়া যায় তাহলে তারা খুব কম সময়ের মধ্যেই হারিয়ে যাচ্ছে আমরা একটু ভালোভাবে যদি লক্ষ্য করে দেখি তাহলে বয়লার মুরগী গুলো তেমনটাই হয়ে থাকে। আসলে বয়লার মুরগিকে অনেকে ফার্মের মুরগি বলেও চিনে থাকে এই ফার্মের মুরগি সারাদিন খাই আর ঘুমাই তাইতো এরা কোন কিছুই করতে পারে না ঠিক তেমনি ভাবে বাংলাদেশের শহর অঞ্চলের ছাত্রছাত্রীরা এমনটাই হয়ে গিয়েছে। তারা খাওয়ার সময় খায় আর ঘুমাই এই জন্যই তারা বয়লার মুরগির মত হয়ে গিয়েছে কোন কাজ তারা করতে পারে না ঠিকভাবে। এই ক্ষেত্রে গ্রামের ছাত্রছাত্রীরা একটু এগিয়ে রয়েছে বলে আমি মনে করি কেননা গ্রামের ছেলে মেয়েরা করে এবং অনেক ধরনের খেলার সাথে নিজেকে যুক্ত রাখে।

যেহেতু সকল হারিয়ে যাওয়া জিনিস গুলোকে আবারও ফিরিয়ে আনা আমাদের উদ্দেশ্য তাই আমরা সবসময়ই চেষ্টা চালিয়ে যাচ্ছি ছাত্র-ছাত্রীদেরকে পূর্বের জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে। আর এই অ্যাসেম্বলি ক্লাসে ছাত্রছাত্রীদেরকে পড়বে শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য আমাদের প্রধান শিক্ষক শামসুল আলম যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু তিনি একজন শারীরিক শিক্ষা শিক্ষক তাই এই বিষয়গুলোতে তার খুবই ভালো দক্ষতা রয়েছে। তিনি ছাত্র ছাত্রীদের কে সবসময়ই সুন্দরভাবে এবং সুশীল ভাবে কিভাবে নিয়ম-কানুন অনুসরণ করতে হয় সেগুলো দেখছে এবং তা ছাত্রছাত্রীদেরকে শেখানোর চেষ্টা করেছে। যেহেতু আমিও শারীরিক শিক্ষা শিক্ষক হবার জন্য প্রস্তুতি গ্রহণ করছি তাই আমিও স্যারের কাছ থেকে এই বিষয়গুলো খুবই ভালোভাবে শিখে নিচ্ছে যেন পরবর্তী সময়ে আমিও একজন ভালো শারীরিক শিক্ষা শিক্ষক হতে পারি। যদিও আমি এই সময়টাতে বিজ্ঞানের ক্লাস নিয়েই থাকি। প্রথম থেকে বিজ্ঞানের ছাত্র তাই আমার বিজ্ঞানের ক্লাস গুলো নিতেই সব থেকে বেশি ভালো লাগে তারপরও এখন একটা ভিন্ন ধরনের কোর্স করছি যেন পরবর্তী সময় আমি শারীরিক শিক্ষা শিক্ষক হিসেবেও নিজেকে পরিচিতি লাভ করাতে পারি।

সব মিলিয়ে আমরা একটা কথাই বলতে চাই যে আমরা এমনটাই চাই যে তাদের দ্বারা ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ সময়ে নিজেদেরকে একজন শক্তপোক্ত ছাত্র-ছাত্রী হিসেবে পরিণত করতে পারে। আমরা চাই ছাত্রছাত্রীরা যেন লেখাপড়ার পাশাপাশি আরো অনেক বিষয়ে পারদর্শিতা অর্জন করে যেন তাদের ভবিষ্যৎ পথ চলাটা আরো সুন্দর হয়ে যায়। আমাদের গ্রহণ করা এই উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির একটা পোষ্টের মধ্য দিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!