How To Delegation Your Blurt || কিভাবে আপনার blurt ডেলিগেশন করবেন

in blurt-188398 •  18 days ago  (edited)

Brown Modern Travel Facebook Cover_20240901_205143_0000.png

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well. I am here again with another post. We all need to build our capacity to survive on this platform in the long term. It is not just about capacity building. To work here, we have to work together. And I created a community to work together. We all aim to delegate to this community's @blurt-188398 account. We will all delegate to this account and convert it to a larger account so that later all members of the community can vote from this account. And with this purpose we will continue to move forward.

Purpose of delegation:

The main objective of our delegation is to build a large account. So that we can give all users the amount of votes from this account. The more delegation we can do in this account, the more votes we can get later.

I am sharing the steps step by step to show you how to do delegation:

IMG_20240901_201656.jpg

IMG_20240901_201714.jpg

IMG_20240901_201731.jpg

IMG_20240901_201745.jpg

I have shown the process of delegation to you through the screenshot above, so you can delegate to our community account. If we all work together then good things await us all in the future.

বাঙ্গালীদের ভালোভাবে বোঝার জন্য এই ব্লগটি আমি বাংলাতেও শেয়ার করলাম

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসবে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এই প্লাটফর্মে ভূমিয়াদিভাবে টিকে থাকার জন্য আমাদের সকলের উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। শুধুমাত্র যে সক্ষমতা বৃদ্ধি করলেই হবে সেটা কিন্তু নয়। এখানে কাজ করতে হলে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে। আর সে সংঘবদ্ধ ভাবে কাজ করার জন্য আমি একটা কমিউনিটি তৈরি করেছি। আমাদের সকলের উদ্দেশ্য হবে এই কমিউনিটির @blurt-188398 একাউন্ট এ ডেলিগেশন করা। আমরা সকলে এই একাউন্টে ডেলিগেশন করে এটাকে একটা বড় একাউন্টে রূপান্তরিত করব যেন পরবর্তী সময়ে কমিউনিটির সকল সদস্যকে এই একাউন্ট থেকে ভোট দেওয়া যায়। আর এই উদ্দেশ্য নিয়েই আমরা প্রতিনিয়ত এগিয়ে যাব।

ডেলিগেশন এর উদ্দেশ্য:

আমাদের ডেলিগেশন এর প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা বড় অ্যাকাউন্ট তৈরি করা। যেন আমরা সকল ইউজারদেরকে এই একাউন্ট থেকে পরিমাণমতো ভোট প্রদান করতে পারি। এই একাউন্টে যত বেশি ডেলিগেশন করা সম্ভব হবে পরবর্তীতে আমরা ততটাই বেশি ভোট পেতে পারবো।

ডেলিগেশন কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখানোর জন্য আমি ধাপগুলো পর্যায়ক্রমে শেয়ার করছি:

IMG_20240901_201656.jpg

IMG_20240901_201714.jpg

IMG_20240901_201731.jpg

IMG_20240901_201745.jpg

ডেলিগেশন করার প্রসেস আমি আপনাদের মাঝে উপরে স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনারা এভাবেই আমাদের কমিউনিটির একাউন্টে ডেলিগেশন করে দিবেন। আমরা সকলে যদি সঙ্ঘবদ্ধভাবে কাজ করি তাহলে ভবিষ্যতে আমাদের সকলের জন্যই ভালো কিছু অপেক্ষা করছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  18 days ago  ·  

You showed us today the blurt delivery process very well. You have converted the text in Bengali to facilitate the understanding of Bengali users.

  ·  18 days ago  ·  

Thank you so much

  ·  18 days ago  ·  
  ·  17 days ago  ·  

Nice to see you wrote and shared a very nice post today. Moreover, through this post, I noticed a beautiful thing about Blurt delegation. thank you so much.