I hope you all are well and I am also well. Today I am back with another new post. You all know that I am a teacher by profession and being a teacher I always try to share various things about our school with you in the form of posts. At present two days of holidays are fixed in our country, Friday and Saturday. But I have noticed one thing that most of the Saturdays our school has different kinds of meetings and that's why I can't take vacation even though Saturday is a holiday and on the days when we don't have school meetings I have private and that's why Saturday vacation is very much for me. Difficulty becomes manageable.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর শিক্ষক হওয়ার কারণে আমি সব সময়ই চেষ্টা করি আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করতে। বর্তমান সময়ে আমাদের দেশে শুক্র এবং শনিবার দুই দিন ছুটির দিন ধার্য করা হয়েছে। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করে দেখেছি বেশিরভাগ শনিবারে আমাদের স্কুলে বিভিন্ন ধরনের মিটিং থাকে আর এই জন্য শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আমি ছুটি কাটাতে পারি না আর যে দিনগুলোতে আমাদের স্কুলে মিটিং থাকে না সে দিনগুলোতে আমার প্রাইভেট থাকে আর এই জন্যই শনিবার ছুটি কাটানোটা আমার জন্য অনেকটাই কষ্ট সাধ্য করা হয়ে যায়।
যদিও এবারে শনিবারে কোন মিটিং ছিল না তাই আমি প্রথমেই আমার প্রাইভেটে ছাত্র-ছাত্রীদেরকে প্রাইভেট পড়তে আসতে বলে দিয়েছিলাম কিন্তু প্রাইভেট পড়াতে আসার কথা বলার পরে আমি জানতে পারলাম যে আজকের এই দিনে স্কুলের বাৎসরিক হিসাব করা হবে আর এই ছোট্ট আমি তাড়াতাড়ি করে ছাত্রছাত্রীদেরকে ফোন দিয়ে বলে দিল যে আজকে আর প্রাইভেট পড়ানো সম্ভব হবে না। এরপরে আমি স্কুলে চলে আসলাম হিসাব নিকাশের কাজ শেষ করার জন্য। যেহেতু এক বছরের হিসাব করতে হয়েছে তাই আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়েছে। জয় হোক অবশেষে হিসাব শেষ করে বাড়িতে চলে আসতে পেরেছি এর জন্য অনেক বেশি ভালো লাগছে।
Although this time there was no meeting on Saturday so I first asked my private students to come for private tuition but after talking about coming for private tuition I found out that today is the day of school annual accounts and this little me hurriedly called the students and told them. That today it will not be possible to teach privately. After that I came to school to finish the accounting work. Since we have to calculate a year, we have to work a lot. Jai Hok, I finally finished the calculations and came home. It feels so much better.