প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করতে আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য আমি প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করি এবং সেইগুলো আমি আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করার চেষ্টা করি আজকে আমি বিকেলের দিকে যখন প্রাইভেট পড়ে ছিলাম তখন আকাশের দিকে লক্ষ্য করতে খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম আন্টি ধারণ করার কথা চিন্তা করেছিলাম না । একজন ছাত্র আমাকে বলল দেখুন স্যার আকাশের এই সূর্যের দৃশ্যটা দেখতে কতটা সুন্দর লাগছে তখন আমিও তাকালাম এবং সৌন্দর্যটা উপভোগ করলাম দেখে সব মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই তো ফটোগ্রাফি ধারন করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
I love to spend time in the midst of natural beauty so I constantly spend time in the midst of natural beauty and I try to share it with you in the form of posts. I didn't think about having an aunt. A student said to me sir look how beautiful this sun scene in the sky is looking then I also looked and enjoyed the beauty and all in all I liked it a lot so I took the photography to share with you.
প্রথমের দিকে আমি যে ফটোগ্রাফি টা ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে অরজিনাল ফটোগ্রাফি কিন্তু এটা হচ্ছে একটা এডিট করা ফটোগ্রাফি আমি প্রমোট ব্যবহার করে এই ফটোগ্রাফিটার উদাহরণ করেছে যাতে এটাকে আপনাদের মাঝে আরও সুন্দরভাবে কোথায় আসলে যদি ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে কিছুটা দক্ষতা অর্জন করা যায় তাহলে ফটোগ্রাফির সৌন্দর্যটা খুব সহজে বৃদ্ধি করা সম্ভব।
In the beginning the photography that I captured and shared with you is the original photography but this is an edited photography that I have sampled this photography using Promote to make it look better to you if you have some skill in capturing the photography. The beauty of photography can be enhanced very easily.