Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you are all well and I am well too. Like every day, today I appeared among you with a new post. I always try to post and share the various things of our school with you to maintain the continuity, today I have appeared to share a school post with you. In tomorrow's post I told you that our school is going to organize a big event and for that we are all busy with various activities. I was practicing a dance with the students on the second floor of the school when I suddenly noticed that the head teacher had started practicing the dance with the students in the playground. Since students and teachers are very much interested in all these aspects of the program, we feel that we can conduct this program very well. In the last two years, we have conducted this event very well and the people of our area were really impressed by the performance we showed in that event. They were just wondering how we managed the students in our school so well in such a short period of time.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি । প্রত্যেক দিনের মত আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সবসময়ই আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে পোস্ট করে শেয়ার করার চেষ্টা করে থাকি সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও আমি আপনাদের মাঝে একটা স্কুলের পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আপনারা যদি আমার এই পোস্টটি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি খুবই ভালো লাগবে। আগামীকালের পোষ্টের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের স্কুলে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে আর সেই জন্য আমরা সকলেই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত সময় পার করছি। আমি স্কুলের দুই তলাতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা নাচের প্র্যাকটিস করছিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম খেলার মাঠে প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কে নিয়ে খেলার প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। যেহেতু অনুষ্ঠানের এই সকল বিষয় নিয়ে ছাত্রছাত্রী শিক্ষকসহ সকলেই অনেক বেশি আগ্রহী তাই এই অনুষ্ঠানটা অনেক সুন্দর ভাবে আমরা পরিচালিত করতে পারব বলে আমাদের কাছে মনে হয়। বিগত দুইটা বছরে আমরা খুবই সুন্দর ভাবে এই অনুষ্ঠান পরিচালনা করেছিলাম এবং সেই অনুষ্ঠানে আমরা যে পারফরম্যান্স দেখিয়েছিলাম তা দেখে আমাদের এলাকার মানুষ রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছিল। তারা খালি চিন্তা করছিল যে এত কম সময়ের মধ্যে আমরা কিভাবে আমাদের স্কুলে ছাত্রছাত্রীদেরকে এত ভালোভাবে ম্যানেজ করে দিতে পারলাম।
Although it is very difficult to manage everything well, we always try to manage everything well. If the management can demonstrate this well in front of the people, then they will be easily attracted and ultimately they will give good opinion about everything. will do I have noticed that the teachers along with the students of our school are very much interested in this big event of ours and for this reason we can conduct this event well with the students in our school. Since the year when we first held this program, our program has continued and along with that continuity, our activities are also growing day by day. In the first year we conducted the event as a workshop where only the speech was given. Later we noticed that the speech was causing boredom among the students and thus they were not able to enjoy the program well with themselves. We have to bring some variation in between and bring participation of the students then one time it will be seen that they are very interested in this program and keeping that continuity and that thought in mind in the second year we took a small part of the students in our program. In the second year, whenever we saw our school's student participation increase, we increased student participation and reduced the amount of speech in the third year. The performance of our students in the third year made our entire community very happy and so we decided in the fourth year to reduce our speech phase and to include the participation of our school students more strongly. Last year the program was conducted only through cultural programs but this time we have added games at the same time.Although it is very difficult to manage everything well, we always try to manage everything well. If the management can demonstrate this well in front of the people, then they will be easily attracted and ultimately they will give good opinion about everything. will do I have noticed that the teachers along with the students of our school are very much interested in this big event of ours and for this reason we can conduct this event well with the students in our school. Since the year when we first held this program, our program has continued and along with that continuity, our activities are also growing day by day. In the first year we conducted the event as a workshop where only the speech was given. Later we noticed that the speech was causing boredom among the students and thus they were not able to enjoy the program well with themselves. We have to bring some variation in between and bring participation of the students then one time it will be seen that they are very interested in this program and keeping that continuity and that thought in mind in the second year we took a small part of the students in our program. In the second year, whenever we saw our school's student participation increase, we increased student participation and reduced the amount of speech in the third year. The performance of our students in the third year made our entire community very happy and so we decided in the fourth year to reduce our speech phase and to include the participation of our school students more strongly. Last year the program was conducted only through cultural programs but this time we have added games at the same time.
সকল বিষয়ে ভালোভাবে ম্যানেজ করা যদিও অনেক কঠিন একটা ব্যাপার তারপরও আমরাও সব সময় চেষ্টা করি ভালোভাবেই সকল বিষয়গুলোকে ম্যানেজ করতে পারো না এই ভালোভাবে যদি ম্যানেজমেন্ট মানুষের সামনে প্রদর্শন করতে পারে তাহলে তারা খুব সহজেই আকৃষ্ট হয়ে যাবে এবং সকল বিষয়গুলো সম্পর্কে শেষ পর্যন্ত তারা ভালো ভালো মত প্রদান করবে। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকেরা আমাদের এই বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক বেশি আগ্রহী হয়ে থাকে আর এই কারণটাতেই আমরা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অনুষ্ঠানটাকে ভালোভাবে পরিচালিত করতে পারি। আমরা যে বছরে প্রথমবারের মতো এই অনুষ্ঠান করেছিলাম সেই বছর থেকেই আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রয়েছে আর সেই ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি আমাদের কার্যক্রম ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথম বছরে আমরা শুধুমাত্র একটা কর্মশালের মত করে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছিলাম যেখানে শুধুমাত্র বক্তব্য ছিল পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করে দেখলাম এই বক্তব্যের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একঘেয়েমি চলে আসছে ফলে তারা কোনভাবেই সেই অনুষ্ঠানটা ভালোভাবে মজাদার করে নিতে পারছে না নিজেদের সাথে।পরবর্তী সময়ে চিন্তা করলাম যে অনুষ্ঠানের মধ্যে কিছু ভিন্নতা নিয়ে আসতে হবে আর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিয়ে আসতে হবে তাহলে একটা সময় দেখা যাবে তারা এই অনুষ্ঠানের বিষয়ে অনেক আগ্রহী আছে এবং সেই ধারাবাহিকতা এবং সেই চিন্তাধারা মাথায় রেখে দ্বিতীয় বছরে আমরা ছাত্রছাত্রীদের সামান্য কিছু অংশ নিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে। দ্বিতীয় বছরে যখনই আমরা দেখলাম আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ দেখার মত হচ্ছে ঠিক সেই সময় আমরা তৃতীয় বছরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের পরিমাণটা আরো বৃদ্ধি করলাম এবং বক্তব্যের পরিমাণটা কমিয়ে দিলাম। তৃতীয় বছরে আমাদের ছাত্র-ছাত্রীদের সেই পারফরম্যান্স দেখে আমাদের পুরো এলাকার মানুষ অত্যন্ত খুশি হয়ে গেল আর তাই আমরা চতুর্থ বছরে সিদ্ধান্ত গ্রহণ করলাম আমাদের বক্তব্যের পর্বটি আরো কমিয়ে দিতে এবং আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি আরো দৃঢ়ভাবে যুক্ত করতে। অন্য বছরই শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালিত হতো কিন্তু এবার আমরা একই সাথে খেলা ও যুক্ত করেছি।
Although we have to work hard to manage these things, we thought that we will manage this event as well as possible so that everyone will be very happy to see our event and appreciate the work of our students. Since there is about a month left, we have already decided what to do and how to do it. Especially I started working on cultural issues and our school principal started working on sports issues of school students. Although I am also participating in sports, I will play a major role in the cultural arena. But it is true that if I am only involved in the cultural arena then the Headmaster cannot handle the sports matters alone. Because there are two sports teachers in our school, one of them is the head teacher of our school and the other one is myself. Since we both are sports teachers, we can handle these issues very well. Therefore, even if no other teacher helps us, we will be able to present the issues well to people.
যদিও এই বিষয়গুলো পরিচালনা করতে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে তারপরও আমরা চিন্তা করেছি আমরা যতটা ভালোভাবে সম্ভব এই অনুষ্ঠান পরিচালনা করবো যেন প্রত্যেকেই আমাদের এই অনুষ্ঠান দেখে অত্যন্ত খুশি হয়ে যায় এবং আমাদের ছাত্র-ছাত্রীদের কাজের বাহবা দেয়। যেহেতু আর এক মাসের মত বাকি রয়েছে তাই আমরা এখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করেছি কি কি করব এবং কিভাবে কাজগুলো করতে হবে। বিশেষ করে আমি সাংস্কৃতিক বিষয়গুলোর তে কাজ করতে শুরু করেছি আর আমাদের স্কুলের প্রধান শিক্ষক কাজ করতে শুরু করেছে স্কুলের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার বিষয়গুলো নিয়ে। যদিও আমি খেলাধুলার বিষয়েও অংশগ্রহণ করছি তারপরও আমি প্রধান ভূমিকা পালন করব সাংস্কৃতিক অঙ্গনে। কিন্তু এটা সত্য কথা যে আমি যদি শুধুমাত্র সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থাকি তাহলে প্রধান শিক্ষক কোনভাবেই খেলাধুলার বিষয়গুলো একা সামলে নিতে পারবে না। কেননা আমাদের স্কুলে দুইজন ক্রীড়া শিক্ষক রয়েছে তার মধ্যে একজন আমাদের স্কুলের প্রধান শিক্ষক আরেকজন হচ্ছে আমি নিজেই। আমরা দুজনে ক্রীড়া শিক্ষক হবার কারণে অনেক সুন্দর ভাবে এই বিষয়গুলো সামলে নিতে পারি।এজন্য অন্য কোন শিক্ষক যদি আমাদেরকে সাহায্য না ও করে তা ওর পরেও আমরা বিষয়গুলো ভালোভাবেই মানুষের মাঝে উপস্থাপন করতে পারব।
I noticed from above that today the head teacher of our school was practicing the race with the students. Since the size of your playground has some support, we have organized this race on a small scale and ensured the participation of small students in this race. Because we know one thing very well that in order to make adults participate in running competitions, a lot of space is needed and since we don't have that thing, we have decided the games that can be done on a small scale and used such students in those games.
আমি উপর থেকে লক্ষ্য করে দেখলাম আজকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কে নিয়ে দৌড় প্রতিযোগিতার প্র্যাকটিস করছিল। যেহেতু আপনাদের খেলার মাঠের আয়তন কিছুটা সাপোর্টও রয়েছে তাই আমরা ছোট পরিসরে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি আর এই দৌড় প্রতিযোগিতাতে ছোট ছোট ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। কেননা আমরা একটা বিষয় ভালোভাবেই জানি যে বড়দেরকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে হলে অনেক বড় জায়গার প্রয়োজন হবে আর যেহেতু সেই জিনিসটা আমাদের নেই তাই আমরা ছোট পরিসরেই করতে পারা যাবে এমন খেলা গুলো নির্ধারণ করেছি এবং এমন ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহার করেছি সেই খেলা গুলোতে।
As the students of our school have never had the opportunity to participate in such sports including running competitions before, they are very happy and their participation has come out beautifully. If you look carefully at the above photographs, you will see those things. Let us know how you feel about these events. Until then, the next time Haji Rahman among you through a new post.
যেহেতু আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা দৌড় প্রতিযোগিতায় সহ এই ধরনের খেলাতে এর আগে কোন সময় অংশগ্রহণ করার সুযোগ পায়নি তাই তারা অনেক খুশি হয়েছে এবং খুবই সুন্দর ভাবে তাদের অংশগ্রহণ ফুটে উঠেছে। আপনারা যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে উপরের ফটোগ্রাফি গুলো লক্ষ্য করে থাকে তাহলে দেখতে পাবেন সেই বিষয়গুলো। আয়োজিত এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজীর হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
https://x.com/fizzvai/status/1844014884973142340?t=MIodSJ-Swcjb30OcWrdfMA&s=19