Horned fish fry

in blurt-188398 •  10 hours ago 

IMG20241120155244.jpg

I hope you all are well and I am also well. Today I am back with another new post. I believe you all will enjoy the post I am going to share with you today. Like every day today and I was coming home from school in the afternoon and just as I was about to take a shower in the afternoon I saw something that I was totally not meant to see. After going there, I found several small fish fry. At first I thought that they might be the fry of foreign species of hornfish, but after going there, I found that they are native species of hornfish. These old ones were brought in this morning although they looked much nicer than the younger ones. I noticed that some horn fish fry died and then I thought that if these dead fry are left together then the other fry will start dying very quickly so I thought that this death is more. It will be good because if the dead stay here, then slowly the water will start to smell from the dead and if the water smells, you can tell very well what will happen to those who are still alive.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি সেই পোস্ট দেখে আপনাদের সকলের কাছে ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। প্রত্যেক দিনের মত আজকে ও স্কুল থেকে বাড়িতে আসতে আসতে আমার বিকেল হয়ে গিয়েছিল আর বিকেলে যখন আমি গোসল করতে যাব ঠিক সেই সময় একটা জিনিস দেখতে পেলাম যে এটা দেখার জন্য আমি একেবারে ছিলাম না। সেখানে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে বেশ কিছু ছোট আকৃতির মাছের পোনা। প্রথমে আমি ভেবেছিলাম যে এগুলো হয়তোবা বিদেশি প্রজাতির শিং মাছের পোনা কিন্তু সেখানে যাবার পরে দেখতে পেলাম যে এগুলো হচ্ছে দেশি প্রজাতির শিং মাছের মনা। এই বুড়াগুলো আজকে সকালের দিকে ধরে নিয়ে আসা হয়েছে যদিও এগুলোর আকৃতি অনেক ছোটদের পরে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি লক্ষ্য করে দেখলাম কয়েকটা শিং মাছের পোনা মারা গিয়েছে আর তখন আমি চিন্তা করলাম যে এই মারা যাওয়া পোনা গুলো যদি এর মধ্যে একত্রিত ভাবে রেখে দেওয়া যায় তাহলে অন্যান্য পোনা গুলো ও খুব তাড়াতাড়ি মারা যেতে শুরু করবে এজন্য আমি চিন্তা করলাম যে এই মারা যাওয়া টা বেশি ভালো হবে কারণ এখানে যদি মারা যাওয়া থেকে যায় তাহলে আস্তে আস্তে সেই মারা যাওয়া থেকে পানি গন্ধ হতে শুরু করবে আর পানি গন্ধ হলে যে এখনো বেঁচে আছে তাদের অবস্থা কি হবে সেটা আপনারা খুব ভালোভাবে বলতে পারছেন।

IMG20241120154737.jpg

IMG20241120154739.jpg

For this reason, I did not waste any time after arriving there and started my work without any delay. I started separating the dying hornfish fry from the tank to keep the hornfish that were still alive because keeping the fish this way would definitely show at some point that every hornfish had started to die. We only have the opportunity to see such small horn fish in foreign species, but such a small shape of the native horn fish is almost impossible to see. As the size of this month is much smaller than other months, these fish are not usually seen, although they become somewhat visible as they get older. Those of you who are familiar with hornfish may know that large hornfish are not found in water and mud.

এই কারণে আমি সেখানে উপস্থিত হবার পরেই কোনরকম সময় নষ্ট করলাম না কোনদিনই না করেই শুরু করে দিলাম আমার কাজ। আমি সেই পাত্র থেকে মারা যাওয়ার শিং মাছের পোনা গুলোকে আলাদা করতে শুরু করে দিলাম যেন যে শিং মাছগুলো এখনো জীবিত আছে তাদেরকে জীবিত রাখা যায় কারণ এইভাবে মাছ রাখলে অবশ্যই একটা সময় দেখা যাবে প্রত্যেকটা শিং মাছ মারা যেতে শুরু করে দিয়েছে। এত ছোট ছোট শিং মাছ শুধুমাত্র আমরা বিদেশি প্রজাতির শিং মাছ দেখার সুযোগ হয় কিন্তু দেশি বৌদির এত ছোট আকৃতি শিং মাছ সাধারণত দেখতে পাওয়া যায় না বললেই চলে। যেহেতু এই মাসের আকৃতি অন্যান্য মাসের থেকে অনেক ছোট হয়ে থাকে তাই এই মাছ সচরাচর এমনিতেই দেখতে পাওয়া যায় না যদিও বড় হয়ে যাওয়ার পরে তারা কিছুটা দেখার মত হয়ে যায়। আপনারা যারা শিং মাছ একটু ভালোভাবে চিনে থাকেন তারা হয়তো বা জানেন যে বড় আকৃতির শিং মাছ পানি এবং কাঁদার মধ্যে খুজে পাওয়া যায় না সেই থেকে।

IMG20241120154744.jpg

IMG20241120154746.jpg

Anyway, it was nice to see these things when I got home. It's been a long time since I saw this kind of thing, in fact it's very difficult to see this kind of thing, why do you need to have a hatchery to see them, but we don't have one here in our area, but what I saw was very nice. And one of the biggest reasons for not seeing this thing is its shape. The shape of this object was so small that it was really difficult to get out of it. Still, it makes me a little better to see that they pulled this thing out of so much trouble.

যাই হোক বাড়িতে আসার পরে যখন এই জিনিসগুলো দেখতে পেলাম খুবই ভালো লাগলো। অনেকদিন হয়ে গিয়েছিল এই ধরনের জিনিস দেখা হয়েছিল না আসলে এই ধরনের জিনিস দেখতে পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার কেন না এগুলো দেখার জন্য হ্যাচারি থাকার প্রয়োজন হয় কিন্তু আমাদের এলাকাতে তো এখানে নেই তারপরও যেটা দেখতে পেলাম এজন্য খুবই ভালো লাগছিল। আর এই জিনিস দেখতে না পাওয়ার সব থেকে বড় একটা কারণ হচ্ছে এর আকৃতি। এই জিনিসের আকৃতি এতটাই ছোট ছিল যে কাদের মধ্যে থেকে বের করে নিয়ে আসে সত্যিই অনেক কঠিন একটা ব্যাপার ছিল। তারপরেও যে তারা এত কষ্ট করে কাঁদার মধ্যে থেকে এই জিনিস বের করে নিয়ে এসেছে এটা দেখে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।

IMG20241120154753.jpg

IMG20241120154759.jpg

I think it would be much better if the horn fish fry can be kept in ponds for cultivation. These horn fish photos have been left at home and later we will decide whether to breed them in the pond or elsewhere. As they are still very small in size, eating them will not do much good and if they can be cultivated and grown in size then that would be ideal for us.

শিং মাছের পোনা যদি চাষের জন্য পুকুরে দেওয়া যায় তাহলে অনেক ভালো হবে বলে আমার কাছে মনে হয়। এই শিং মাছের ফটোগুলো বাড়িতে রেখে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্ত নিব পুকুরে চাষ করবো নাকি অন্য কোথাও। যেহেতু এগুলোর আকৃতি এখনো অনেক ছোট রয়েছে তাই এগুলো খেয়ে ফেললে খুব একটা ভালো ফলাফল হবে না আর যদি এগুলোকে চাষ করে আকৃতি বড় করা যায় তাহলে সেটা হবে আমাদের জন্য আদর্শ একটা বিষয়।

IMG20241120154816.jpg

IMG20241120154933.jpg

IMG20241120155417.jpg

হঠাৎ করে শিং মাছ আবার এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন।আমার কাছে তো ব্যক্তিগতভাবে এই বিষয়টা অনেক ভালো লেগেছে। আজকে আমি আর আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই। পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

All of a sudden, Shing fish, please comment and let me know how you like this topic. Personally, I like this topic very much. Today, I am not sharing much with you like today. I will come back to you later with a new post. Until then, stay well and stay healthy. Thank you.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!