Beautiful moment with Abu-rayhan

in blurt-188398 •  2 months ago  (edited)

IMG-20250110-WA0003.jpg
You all know that Abu Rayhan is my child and I spend a lot of time with Abu Rayhan and I personally love to spend time with him. Abu Rayhan is over a year old now and Abu Rayhan has learned a lot of mischief. He is slowly growing up and he is getting a very good idea of how to interact with people. How many days when I was sitting with Abu Rayhan, Abu Rayhan started playing mischief with me.

আপনারা সকলেই জানেন যে আবু রায়হান আমার সন্তান আর আবু রায়হান কে সাথে নিয়ে আমি অনেক সময় অতিবাহিত করি তার সাথে সময় অতিবাহিত করতে আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে দেখতে দেখতে আবু রায়হানের বয়স এক বছর অতিক্রম করেছে আর আবু রায়হান এখন অনেকটাই দুষ্টুমি করা শিখে গিয়েছে সে আস্তে আস্তে বড় হচ্ছে আর সে মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হয় সব বিষয়গুলো সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করছে কত দিনে আমি যখন আবু রায়হানকে নিয়ে বসেছিলাম ঠিক সেই মুহূর্তে আবু রায়হান আমার সাথে দুষ্টুমি করতে শুরু করি।

IMG-20250110-WA0004.jpg

IMG-20250110-WA0005.jpg

IMG_20250109_101138_HDR.jpg

বাবা এবং সন্তানের সময় অতিবাহিত করার মুহূর্তগুলো আসলেই অনেক মধুর হয়ে থাকে কেননা দুজনেই দুজনকে নতুনভাবে চিনতে থাকে আর তাদের সাথে যে সময় অতিবাহিত করা হয় সেই সুন্দর মুহূর্তগুলো শুধুমাত্র বাবা সন্তানই বুঝতে পারে। আপনারা যারা এ পর্যন্ত বাবা হয়েছেন তারা জানেন যে সন্তানের সাথে অতিবাহিত করা মুহূর্তগুলো কতটা মধুর হয়ে থাকে। আজকে আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন করে একটা পোস্টের মধ্যে।

The moments spent between father and son are really sweet as both get to know each other anew and the beautiful moments spent with them are something only father and son can understand. Those of you who have ever become fathers know how sweet the moments spent with children are. Today, I am not sharing much with you, as of today, I will appear with you next time in a new post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord