lucky to see rainbows

in blurt-188398 •  9 days ago 

IMG20240909174648.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well. Today I am back with another new post. I always try to bring you something new so that you can enjoy my posts more and like the posts. Most of the time I share educational posts with you, but if I share only educational posts, there will be some ongoing events and I have to share them with you constantly. That's why today I thought to stop the episode of educational post and share a different kind of post with you today. That's why I started writing this post today. I hope if you read this post carefully, you will like it very much.

IMG20240909174654.jpg

IMG20240909174659.jpg

Today I have come to share a post with you about this topic, it is a topic that everyone likes, but what happens when you like it, you don't always have the luck to see it. In fact, it is such a thing that one does not want to do anything but it is not seen if there is no luck. Again many times it is seen that we are waiting to see it all the time but we cannot see it but suddenly it comes in front of our eyes. The other day I went to my pond to feed the fish and suddenly looked up at the sky and noticed that there was a rainbow in the sky. I knew this rainbow would not last long so I quickly took out my mobile phone from my pocket and started to capture the photography of this rainbow. In fact, I was very happy to see a rainbow in the sky at that time and the rainbow was also very beautiful to look at. A few days ago, I was lucky enough to see a rainbow after a long time. In fact, it is a likeable thing that everyone likes to see. You may not be able to see the rainbow very well in the picture, but if you look closely, you can easily spot the rainbow in the photographs.

IMG20240909174703.jpg

The world of creation is always present to us in its full variety which we can see only if we observe with a little attention. The other day when I was delighted to see a rainbow in the sky I looked to the opposite side to see that the sky had gathered clouds. The clouds were starting to get so high that I could tell it was going to start raining in no time. And looking at the way it started to accumulate in the sky, it is not left to understand how much rain can be if it starts raining from this cloud. For this I quickly gave fish food to get out of there. Around the time I took this photograph, I saw a large number of doves flying in the sky. Actually there was a lot of wind due to clouds and at that time all the birds in the tree started flying to other trees. I looked up at the sky and saw a large number of doves flying. Pigeons were not so much found in our environment in the past but nowadays the number of these birds has increased and the only reason is that now the number of bird hunters has decreased from the environment. As the amount of bird hunting has decreased from the environment, the environment is now much more abundant.

My request to the team @offgridlife @saboin @blurtpower @blurtstep @beblurt @shadflyfilms @curationcoconut @primeradue @blurtbooster If you help me I can play an important role in eliminating unemployment and at the same time bring many investors to this platform. Due to which this platform will become more popular among people.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুনত্ব নিয়ে আসতে যেন আমার পোস্টগুলো দেখে আপনারা অনেক বেশি মজা পান এবং পোস্টগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমি বেশিরভাগ সময় আপনাদের মাঝে শিক্ষনীয় পোস্ট শেয়ার করে থাকে কিন্তু শুধুমাত্র শিক্ষনীয় পোস্ট শেয়ার করলেই তো আর হবে না চলমান কিছু ঘটনা ও আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করতে হবে। এজন্য আজকে আমি চিন্তা করলাম শিক্ষামূলক পোস্ট এর পর্ব বিরত রেখে আজকে আপনাদের মাঝে অন্য রকমের একটা পোস্ট শেয়ার করা যেতে পারে। এজন্য আজকে আমি এই পোস্টটি লিখতে শুরু করলাম আশা করি আমার এই পোস্টটি যদি আপনারা একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি এটা সকলেরই পছন্দের একটা বিষয় কিন্তু পছন্দের হলে কি হবে সব সময় এটা দেখার মত সৌভাগ্য থাকে না। আসলে এটা এমনই একটা জিনিস পছন্দের হলেও কিছু করার থাকে না সৌভাগ্য না থাকলে এটা দেখা যায় না। আবার অনেক সময় দেখা যায় যে এটা দেখার জন্য সব সময় আমরা অপেক্ষা করছি কিন্তু দেখতে পারছি না কিন্তু হঠাৎ করে চোখের সামনে চলে আসে। গত দিনে আমি আমার পুকুরে গিয়েছিলাম মাছের খাবার দেবার জন্য হঠাৎ আকাশের দিকে তাকাতে লক্ষ্য করলাম যে আকাশের রংধনু উঠেছে। আমি জানতাম এই রংধনু খুব একটা বেশি সময় থাকবে না তাই তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং এই রংধনুর ফটোগ্রাফি ধারণ করতে শুরু করে দিলাম। আসলে আকাশে সেই সময় রংধনু দেখতে পেলে আমার কাছে অনেক ভালো লাগছিল এবং রংধনুটা ও দেখতে অনেক সুন্দর ছিল। আজ থেকে বেশ কিছুদিন আগে আমি রংধনু দেখো সৌভাগ্য পেয়েছিলাম অনেকদিন পরে রংধনু দেখতে পেরে মনের মাঝে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করছিল। আসলে এটা ভালো লাগার মতই একটা জিনিস যা দেখে প্রত্যেকটা মানুষের কাছেই ভালো লাগে। ছবিতে হয়তোবা খুব একটা ভালোভাবে রংধনু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা ও খুব সহজে ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে রংধনু খুঁজে বের করে নিতে পারবেন।

সৃষ্টি জগৎ সব সময়ই তার বৈচিত্র পূর্ণরূপ নিয়ে আমাদের মাঝে হাজির হয় যা আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলেই দেখতে পাই। গত দিনে আমি যখন আকাশের রংধনু দেখে আনন্দিত হয়েছিলাম ঠিক তার বিপরীত পাশে তাকাতে দেখতে পেলাম যে আকাশে মেঘ জমা হয়ে গিয়েছে। মেঘের পরিমাণটা এতটাই বেশি হতে শুরু করেছিল যা দেখেই আমি বলতে পারছিলাম যে কিছু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হবে। আর যেভাবে মেয়ের আকাশে জমা হতে শুরু করেছিল তা দেখে বোঝার বাকি থাকে না যে এই মেঘ থেকে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেই বৃষ্টির পরিমাণটা কতটা বেশি হতে পারে। এর জন্য আমি তাড়াতাড়ি মাছের খাবার দিলাম সেখান থেকে চলে আসার জন্য। যে সময়টাতে আমি এই ফটোগ্রাফি ধারণ করেছিলাম সেই সময়টাতে দেখতে পেলাম আকাশে প্রচুর পরিমাণে ঘুঘু পাখি উড়তে শুরু করে দিয়েছে। আসলে মেঘ হবার কারণে প্রচুর পরিমাণে বাতাসও ছিল আর সেই সময়টাতে গাছে থাকা সকল পাখিগুলো উড়ে অন্য গাছে যেতে শুরু করেছিল। আমি আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম প্রচুর পরিমাণে ঘুঘু উড়তে আছে আছে। আমাদের পরিবেশে বিগত সময়ে এত বেশি পরিমাণে ঘুঘু পাখি দেখতে পাওয়া যেত না কিন্তু বর্তমান সময়ে এই পাখির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে আর একমাত্র কারণ হচ্ছে এখন পাখি শিকারির সংখ্যা পরিবেশ থেকে অনেক কমে গিয়েছে। যেহেতু পাখি শিকারির পরিমাণ পরিবেশ থেকে কমে গিয়েছে তাই পরিবেশে এখন অনেক বেশি পরিমাণে পাখি দেখতে পাওয়া যায়।

Join Our Community blurt space

IMG-20240903-WA0007.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  9 days ago  ·  

FYI. I am just a regular independent Blurt and Steemit Blogger … not part of the Blurt Team.

  ·  9 days ago  ·  

You are absolutely right.

  ·  8 days ago  ·  

It was nice to see that you captured the scenes so beautifully at the moment of feeding the fish.

  ·  8 days ago  ·  

Beautiful photography.