Cadet Examination Form Filling

in blurt-188398 •  9 hours ago 

Screenshot_2024-12-22-11-26-31-82_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f.jpg

IMG_20241222_183711.jpg

IMG20241116113726.jpg

I hope you all are well and I am also well. Today I am back with another new post. I try to post new posts every day so that you can be inspired by my posts. As the month of November and December continues at present, there is a lot of busy time especially around school work. There is a matter of admission of new year students and it is about this admission that all our teachers are working very hard these few months. In these few months we are all trying to enroll new students in our school so that the number of students in the school increases a lot. We are all trying to increase the number of students in the school and that is why we are spending a little more time to find students. At present our country has five days of school and two days off. What happens if we have two days off? Since last few weeks our vacation amount has been reduced to one day. Every Saturday we are going out to different villages to find students. And that's why we can't find any extra time to spend well among you. Still I am trying my best to share the posts with you in different ways so that you can be inspired by my posts.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি প্রত্যেকদিনই আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট করার চেষ্টা করে থাকি যেন আপনারা আমার পোস্টগুলো দেখে অনুপ্রাণিত হন। বর্তমান সময়ে নভেম্বর ডিসেম্বর মাস চলার কারণে প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বিশেষ করে স্কুলের কাজকে কেন্দ্র করে। নতুন বছরের ছাত্র-ছাত্রীদের ভর্তির একটা বিষয় রয়েছে আর এই ভর্তির বিষয়েই আমাদের সকল শিক্ষকদের কে খুবই বেশি পরিমাণে পরিশ্রম করা লাগছে এই কয়েক মাস। এই কয়েক মাসে আমরা সকলেই চেষ্টা করছি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের নতুন নতুন ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি করানোর জন্য যেন স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে থাকে। স্কুলে ছাত্রছাত্রী বৃদ্ধি করার জন্য আমরা সকলেই অনেক বেশি পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এই কারণেই আমাদেরকে একটু বেশি পরিমাণে সময় অতিবাহিত করা লাগছে ছাত্র-ছাত্রীদের খুঁজে আনার জন্য। বর্তমান সময়ে আমাদের দেশে পাঁচ দিন স্কুল চলে আর দুই দিন ছুটি থাকে। দুইদিন ছুটি থাকলে কি হবে এই গত কয়েক সপ্তাহ থেকে আমাদের ছুটির পরিমাণটা যেন একদিন হয়ে গিয়েছে। প্রত্যেক সপ্তাহের শনিবারগুলোতে আমরা ছাত্রছাত্রী খোঁজার জন্য বের হয়ে যাচ্ছি বিভিন্ন গ্রামে। আর এই কারণেই আমরা কোনভাবেই বাড়তি সময় খুঁজে পাচ্ছি না যে আপনাদের মাঝে ভালোভাবে সময় অতিবাহিত করব। তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছে যতটা ভালোভাবে সম্ভব আপনাদের মাঝে বিভিন্নভাবে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে যেন আপনারা আমার পোস্টগুলো দেখে অনুপ্রাণিত হন।

IMG20241116113732.jpg

IMG20241116113736.jpg

As it was Saturday, we went to visit a village today so that we could enroll some students from there. After going there we roamed around a lot. We went there early in the morning so that we could reach our home early. That's why we reached the school around 9 am according to the pre-announced time, all the teachers. And then we went to the village like every day to participate in the admission of students to our school. After going there we started visiting different houses and suddenly after going to a house we noticed that two very beautiful pigeons were left in the house. Nowadays pigeons are found in large numbers in different parts of our country and due to this reason pigeons are found everywhere. Especially those who live in rural areas have become very familiar with this issue. They can easily see that pigeons have now built their nests anywhere in the house. Along with the nests, they have also started laying eggs and chicks there. They don't think it's as difficult as before. In earlier days it could be observed that pigeons used to nest on the branches of big trees, but nowadays it can be seen that they have started nesting anywhere around the house, in fact now they have become like a domesticated bird. I like this thing like being a domesticated bird because the more the bird grows in the environment, the more the beauty in the environment will increase. And if you look closely, you will see that pigeons play a very important role in enhancing the beauty of the environment.

শনিবার হবার কারণে আমরা আজকে আমরা একটা গ্রামে ঘুরতে গিয়েছিলাম যেন আমরা সেখান থেকে বেশ কিছু ছাত্র-ছাত্রীদের স্কুলে ভর্তি করাতে পারি। সেখানে যাবার পরে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। আমরা সকালের দিকে সেখানে গিয়েছিলাম যেন আমরা সেখান থেকে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আমাদের বাড়িতে। এজন্য আমরা পূর্ব ঘোষিত সময় অনুসারে সকাল ৯ টার দিকে স্কুলে পৌঁছে গিয়েছিলাম সকল শিক্ষকরা। আর এরপরে আমরা প্রত্যেকদিনের মত গ্রামের দিকে চলে গেলাম যেন ছাত্র-ছাত্রীদেরকে আমাদের স্কুলে ভর্তি করানোর কাজে অংশগ্রহণ করতে পারি। সেখানে যাবার পরে আমরা বিভিন্ন বাড়ি ঘুরতে শুরু করলাম হঠাৎ করে একটা বাড়িতে যাবার পরে লক্ষ্য করে দেখলাম যে বাড়িতে খুবই সুন্দর দুইটা ঘুঘু পাখি রেখে দেয়া হয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে ঘুঘু পাখি দেখতে পাওয়া যায় আর এই কারণে ঘুঘু পাখি সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা এই বিষয়টার সাথে খুবই ভালোভাবে সম্পর্কিত হয়ে গিয়েছেন তারা খুব সহজে দেখতে পারছেন বাড়ির যে কোন জায়গায় ঘুঘু পাখি এখন তাদের বাসা তৈরি করে নিয়ে এসেছে।বাসা তৈরি করার সাথে সাথে তারারা সেখানে ডিম এবং বাচ্চা করতেও শুরু করে দিয়েছে এই বিষয়টা তারা আগের মত আর কঠিন বিষয় মনে করে না। পূর্বের দিনের লক্ষ্য করা যেত অনেক বড় বড় গাছের ডালে ঘুঘু পাখি বাসা করত কিন্তু এখনকার দিনে দেখা যায় বাড়ির আশেপাশের যে কোন জায়গাতেই তারা বাসা করতে শুরু করে দিয়েছে আসলে এখন যেন তারা একটা গৃহপালিত পাখির মত হয়ে গিয়েছে। গৃহপালিত পাখি হবার মতো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে কেন না পাখির পরিমাণ যত পরিবেশে বৃদ্ধ পাবে ততই পরিবেশে সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে। আর আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ঘুঘু পাখি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

IMG20241116113738.jpg

IMG20241116113747.jpg

I then spoke to the boy of the house and learned from him that he had picked it up on the street. In fact a few days ago there was a huge storm in our area which caused a variety of birds to fall from many trees. On this stormy day many people had picked up those birds and maybe they all ate them but I learned from this boy that he had picked up these birds since then and started nurturing them just to raise them well. They are always trying to take good care of these birds so that they can return to that beautiful environment again. I noticed that their bird has become very beautiful in these few days. Birding is a hobby that many hobbyists don't do this way, so I think it takes a lot of patience to do it. Keeping the birds especially when they are young becomes very difficult as they need to be hand fed. Heading is a very difficult task. This kind of hand feeding requires a lot of skill and if a mistake is made, the chances of bird death are very high. I have noticed that they have been hand feeding very nicely which is why the rest have slowly started to grow much larger and have grown to a size that I personally like very much. At the same time, I noticed that the birds have become very beautiful. Where many catch birds and eat them, this little one has taken care of the bird he picked up as his own pet and kept it beautifully cared for.

আমি তারপরে সেই বাড়ির ছেলের সাথে কথা বললাম সে তার কাছ থেকে জানতে পারলাম যে সে এটাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। আসলে কিছুদিন আগে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল যার কারণে অনেক গাছ থেকে বিভিন্ন ধরনের পাখি পড়ে গিয়েছিল। ঝড়ের এই দিনে সেই পাখি অনেকেই কুড়িয়ে পেয়েছিল আর হয়তোবা তারা সকলেই সেটা খেয়ে ফেলেছিল কিন্তু আমি এই ছেলেটার কাছ থেকে জানতে পারলাম যে তখনই সে এই পাখি কুড়িয়ে পেয়েছিল তখন থেকে সেটাকে লালন পালন করতে শুরু করে দিয়েছে শুধুমাত্র তাদেরকে ভালোভাবে বড় করার জন্য। তারা সব সময় চেষ্টা করছে এই পাখিগুলোকে ভালোভাবে লালন পালন করতে যেন তারা আবারও সেই সুন্দর পরিবেশে ফিরে যেতে পারে। আমি লক্ষ্য করে দেখলাম এই কয়েকদিনে তাদের পাখিটা দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছে। এই ধরনের পাখি পালন করা অনেক শখের একটা বিষয়ে যাত্রা দ্বারা এই ধরনের কাজ হয় না তাই আমি মনে করি এমন কাজ করার জন্য অনেক বেশি পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয়। বিশেষ করে যখন পাখি ছোট থাকে তখন তাদেরকে লালন পালন করার বিষয়টা অনেক কঠিন হয়ে যায় কারণ সেই সময় তাদেরকে হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন হয়। হেডিং কাজটা অনেকটাই কঠিন একটা কাজ।এই ধরনের হ্যান্ড ফিডিং করানোর জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় যদি একটু ভুল হয়ে যায় তাহলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থেকেই যায়। আমি লক্ষ্য করে দেখেছি তারা খুবই সুন্দরভাবে হ্যান্ড ফিডিং করিয়েছে যার কারণে বাকিগুলো আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে বড় হতে শুরু করেছে আর এমনটাই বড় হয়েছে যা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। একই সাথে লক্ষ্য করে দেখলাম পাখিগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে বিষয়টা সত্যি ভালো লাগার মত। যেখানে অনেকেই পাখি ধরে ধরে খেয়ে ফেলে সেখানে এই ছোট্ট বাচ্চাটা কুড়িয়ে পাওয়া পাখিকে নিজের বাড়ির পাখির মত করেই লালন পালন করতে শুরু করেছে এবং সেটাকে সুন্দরভাবে যত্ন সহকারেও রেখে দিয়েছে।

IMG20241116113751.jpg

IMG20241116113758.jpg

ছোট্ট এই ছেলেটার পাখি পালন করার বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি তাকে একটু পরিমাণে উৎসাহ দিয়ে আসলাম কেন আমার বাড়িতে অনেকগুলো পাখি রয়েছে তাই আমি সেই পাখিগুলো কিভাবে লালন পালন করি সেটাকে তাকে আমি খুব ভালোভাবে শিখিয়ে দিয়ে এসেছি। একই সাথে আমাদের এলাকাতেও দেখেছি অনেক ছেলে মেয়ে পক্ষী পালন করতে শুরু করেছে বিষয়টা আসলেই অনেক ভালো লাগার মত। কিন্তু সত্য কথা বলতে এই ধরনের পাখি পালন করলেও কিন্তু এগুলোকে পরিবেশের সাথে রাখা উচিত কেননা এই পাখিগুলো বাজারে কিনতে পাওয়া পাখি নয় যার কারণে এগুলোকে লালন পালন করা এবং বাড়িতে খাসা বন্দি করে রেখে দেওয়া অনেকটাই অবৈধ কাজ। তারপরও গ্রাম অঞ্চলে এই ধরনের জিনিসগুলো এতটা কাজে আসে না তারা চাইলে নিজেদের বাড়িতে যে কোন জিনিস রেখে দিতে পারে। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা একটু আমাদের দেশের আইনের দিকে লক্ষ্য করি তাহলেই এই ধরনের দেশি পাখি পালন করা কতটা শাস্তিসম্মত একটা কাজ। তারপরও এখন বর্তমান সময়ে এ ধরনের পাখি সকলে পালন করছে এবং সকলে লালন পালন করার সাথে সাথে সেগুলো অনেক সময় খেয়ে ফেলছে। আপনারা যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে লক্ষ্য করে দেখবেন যে বর্তমান সময়ে দেশে প্রচুর পরিমাণে ঘুঘু পাখি সংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছে।আমাদের এলাকাতে পূর্বে খুব একটা বেশি পরিমাণে ঘুঘু পাখি দেখতে পাওয়া যায় না কিন্তু এখন এত বেশি পরিমাণে ঘুঘু পাখি দেখতে পাওয়া যায় তা দেখে তো আমি রীতিমত মুগ্ধ হয়ে যাই। আমাদের এলাকার মত আপনাদের এলাকাতেও কি একই ধরনের ঘুঘু পাখি সংখ্যার বৃদ্ধি পেয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির নতুন করে একটা পোস্টের মধ্যে দিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

I really like this little boy to keep birds so I encouraged him a little bit because I have many birds in my house so I taught him very well how to take care of those birds. At the same time, I have seen that many boys and girls have started to keep birds in our area, which is really interesting. But to tell the truth, even if you keep such birds, you should keep them with the environment because these birds are not available in the market, because of which keeping them and keeping them in cages at home is very illegal. Still such things are not so useful in rural areas they can keep any thing they want in their house. But if we look at the laws of our country at present, how punishable it is to keep such native birds. However, nowadays such birds are being kept by everyone and they are often eaten as they are kept by everyone. If you are living in the village then you will notice that the number of doves has increased in the country nowadays. In our area we used to not see many pigeons but now we see so many pigeons. I was really impressed. Let me know by comment whether there is a similar increase in the number of pigeons in your area as in our area. I am not sharing much with you today, as of today, I will come to you later with a new post. Until then, stay well, stay healthy, thank you.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!