Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well. Today I am here again with another new post. Today I am here to share with you a very interesting post which you all might enjoy a lot by watching or reading. A couple of days ago, I was reading privately to my school students when suddenly a cat came there. The cat was very cute but since I have small children in private school, they were a bit scared at first seeing the cat. The cat was trying to approach them very nicely but the more it came closer the more the student's fear increased. Seeing this, many people were probably having a little fun or trying to be a little mischievous. Actually, those students who are a bit brave were trying to scare others by seeing the cat, that is, actually their purpose is not to scare, their main purpose is to have a little fun. Other times it is observed that such animals are afraid of humans but this cat was the complete opposite. Seeing that he was trying more and more to reach more people. He was not trying to say anything, he was coming directly to them. And seeing this among the students, especially the girls were getting a little more scared.
Although they were a bit scared, they were having a lot of fun with this little kitten. Cat was more than happy to see the students having fun and was going to spend time with them. It seemed to me as if the cat had forgotten its owner by having these students in my privates. He had been there for a long time and still had no name to go to. And in the meantime the students were making fun of the cat and throwing it on each other. I have shared a scary moment with you through the above picture, if you look closely you will see that they were having fun and having fun on the one hand as well as being scared on the other.
I am very fond of keeping animals and birds, so this was not too bad for me. Personally I keep few animals in my house and even have a cute cat in my house. That cat has become so predatory that it is always around us and does not gather its food from around us. But the sad fact is that most of the time he stays hoping to take food from us rather than catching mice. Today I noticed that a mouse had fallen into a machine and my younger brother put the mouse in front of the cat and he played with it. But he seems to have forgotten that a cat's job is to catch mice. It was great to see these two cats. If you look closely at the two photos above, you can see how much fun he had coming here. Chaya kept coming back and forth from one place to another for fun as if he was getting attached to a new environment. In fact when connected to a new environment it is like once back once gone once back once gone it goes on and on. In fact, it can be said that the cat was amused on one side and shy on the other.
Some of the students who participated in my private sessions were so bold that they were trying to intimidate others most of the time. I noticed that among my students there was a student who loved cats so much that she wanted to take this cat to her house. He saw the cat to take to his home and took out some food from his tiffin house and started feeding the cat. Maybe the cat was a bit hungry at that time. I noticed that the cat ate the food given by the student very comfortably. After eating the food well, the girl became more interested to bring the cat to her home.
All in all, I noticed that the cat was much braver than the students. After taking the food, he began to sit very gracefully on a student's bag. I was very happy to see the moment when it was sitting on the bag so I took several photographs and shared them with you above. . He seems to feel that this is his own home and that the people he is spending time with are all familiar to him. Make sure to comment and let me know how you feel about these moments shared by me. Like today, I will appear among you later with a new post.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি যা দেখে বা পড়ে হয়তোবা আপনারা সকলে অনেক বেশি পরিমাণে মজা পেতে পারেন। এইতো আজ থেকে দু এক দিন আগের কথা আমি আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়ছিলাম হঠাৎ করে একটা বিড়াল সেখানে চলে আসলো। বিড়ালটা দেখতে অনেক কিউট ছিল কিন্তু যেহেতু আমার কাছে ছোট ছোট ছেলেমেয়েরা প্রাইভেট পড়ে তাই তারা বিড়াল দেখে প্রথমত কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। বিড়ালটা অনেক সুন্দর ভাবে তাদের কাছে আসার চেষ্টা করছিল কিন্তু কাছে আসার যত বৃদ্ধি বা ছিল ছাত্রছাত্রীদের ভায়ের পরিমাণটা ততটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। বিষয়টা দেখে অনেকেই হয়তোবা একটু মজা করছিল বা একটু দুষ্টুমি করার চেষ্টা করছিল। আসলে যে সকল ছাত্র-ছাত্রী একটু সাহসী তারা অন্যদেরকে বিড়াল দেখে ভয় দেখানোর চেষ্টা করছিল অর্থাৎ আসলে তাদের উদ্দেশ্যটা ভয় দেখানোর মত নয় তাদের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে একটু মজা করা। অন্যান্য সময় লক্ষ্য করা যায় যে এই ধরনের প্রাণী মানুষ দেখে ভয় পায় কিন্তু এই বিড়ালটা ছিল তার পুরোটাই বিপরীত। দেখে সে আরো মানুষের কাছে আসার জন্য বেশি পরিমাণে চেষ্টা করছিল। কি বলবো চেষ্টা তো করছিলই না সে সরাসরি তাদের কাছেই চলে আসছিল। আর এই দেখে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে মেয়েরা একটু বেশি পরিমাণে ভয় পেয়ে যাচ্ছিল।
যদিও তারা কিছুটা ভয় পাচ্ছিল তারপরেও তারা এই ছোট্ট বিড়াল ছানাটা নিয়ে অনেক মজা করছিল। ছাত্র-ছাত্রীদের মজা করা দেখে বিড়াল তো আরো বেশি খুশি হয়ে গিয়েছিল এবং সে যাচ্ছিল তাদের সাথে সময় অতিবাহিত করতে। আমার কাছে মনে হচ্ছিল যেন বিড়াল তার মালিকের কথা ভুলে গিয়েছে আমার প্রাইভেটের এই ছাত্র-ছাত্রীদের কে পেয়ে। সে অনেকক্ষণ সেখানে এসেছে তারপরও যাওয়ার কোন নাম ছিল না। আর এর মধ্যেই ছাত্রছাত্রীরা ও বিড়ালটা নিয়ে মজা করছিল একজন আরেকজনের গায়ের উপর ফেলে দিচ্ছিল। আমি উপরে ছবির মাধ্যমে একটা ভয় দেখানোর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা যদি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বিষয়টা দেখতে পাবেন তারা একদিকে যেমন ভয় পাচ্ছিল অন্য দিকে মজা ও পাছিল।
পশু পাখি পালন করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই এই বিষয়টা আমার কাছে খুব একটা খারাপ লাগছিল না। ব্যক্তিগতভাবে আমি আমার বাড়িতে কয়েকটা পশুপাখির লালন পালন করি এমনকি আমার বাড়িতে একটা সুন্দর বিড়াল রয়েছে। সেই বিড়ালটা এতটাই শিকারি হয়ে গিয়েছে যে সে সবসময়ই আমাদের আশেপাশে থাকে এবং আমাদের আশেপাশে থেকেই সে তার খাবার সংগ্রহ করে নাই। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে সে বেশিরভাগ সময় ইঁদুর না ধরে আমাদের কাছ থেকে খাবার গ্রহণ করার আশায় থেকে যায়। আজকে লক্ষ্য করলাম একটা যন্ত্রে একটা ইঁদুর পড়েছিল তখন আমার ছোট ভাই সেই ইদুরটাকে বিড়ালের সামনে দিয়ে দিল আর তখন সে সেটাকে খেলো। কিন্তু একটা বিড়ালের কাজ যে ইঁদুর ধরা সেটা যেন সে ভুলেই গিয়েছে। এসব টু বিড়ালটাকে দেখে খুবই ভালো লাগলো আপনারা একটু যদি ভালোভাবে উপরের ফটোগ্রাফি দুইটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সে এখানে আসতে পেরে কতটা বেশি পরিমাণে মজা পেয়েছে। চেয়ে মজা পাবার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার ফিরে আসছিল আর চলে যাচ্ছিল যেন মনে হচ্ছে সে একটা নতুন পরিবেশের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আসলে নতুন পরিবেশের সাথে যুক্ত হলে এমনটাই হয় একবার ফিরে আসা একবার চলে যাওয়া একবার ফিরে আসা একবার চলে যাওয়া এমনটাই চলতে থাকে। প্রকৃতপক্ষে যদি বলা যায় তাহলে বলা যাবে যে বিড়ালটা ছাত্রছাত্রীদেরকে দেখে যেমন একদিক থেকে মজা পাচ্ছিল অন্য দিক থেকে লজ্জা পাচ্ছিল।
আমার প্রাইভেটের এই সময়টাতে যে সকল ছাত্র-ছাত্রীর গুলো অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কয়েকজন ছিল খুবই সাহসী তাই তারা অন্যদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল বেশিরভাগ সময়। আমি লক্ষ্য করে দেখলাম আমার এই ছাত্রছাত্রীদের মধ্যে একটা ছাত্রী ছিল যে বিড়াল খুবই পছন্দ করে তাই সে ইচ্ছা করছিল এই বিড়ালটাকে নিজের বাড়িতে নিয়ে যাবে। সে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য বিড়ালটাকে দেখে তার টিফিন বাড়ি থেকে কিছু খাবার বের করে বিড়ালটাকে খাওয়াতে শুরু করে দিল। হয়তোবা বিড়ালটা কিছুটা ক্ষুধার্ত ছিল সেই সময়টাতে। আমি লক্ষ্য করে দেখলাম ছাত্রীর দেওয়া সেই খাবারগুলো বিড়ালটা খুবই স্বাচ্ছন্দের সাথে খেয়ে নিল। খাবারগুলো খেয়ে ভালোভাবেই খেয়ে নিল তাই ওই ছাত্রী আরো বেশি আগ্রহী হয়ে গেল বিড়ালটা কে নিজের বাড়িতে নিয়ে আসার জন্য।
সব মিলিয়ে আমি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম ছাত্র-ছাত্রীদের তুলনায় বিড়ালটা ও ছিল অনেকটা বেশি পরিমাণে সাহসী। সে খাবারগুলো গ্রহণ করার পরে একটা ছাত্রীর ব্যাগের উপর খুবই সুন্দর ভাবে বসে থাকতে শুরু করল। ব্যাগের উপর বের হলে সুন্দরভাবে বসে থাকার মুহূর্তটা দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগলো তাই তো আমি বেশ কয়েকটা ফটোগ্রাফি ধারণ করলাম আর আপনাদের মাঝে সেই ফটোগ্রাফি গুলো উপরে শেয়ার করেছি যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখতে পাবেন বিড়ালটা কতটা মজার সাথে এই ব্যাগের উপর বসে আছে। সে দেখে যেন মনে করতে পারছে যে এটা তার নিজস্ব একটা বাড়ি আর এই মানুষগুলো যাদের সাথে সে সময় অতিবাহিত করছে তারা তার সকলেরই সাথে পূর্ব থেকেই পরিচিত। আমার শেয়ার করা এই মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
https://x.com/fizzvai/status/1840045440638882019?t=pdeCLUrKoWs_h-nkIhTBsw&s=19