Participate in examination duty

in blurt-188398 •  19 hours ago 

IMG_20241223_183451.jpg

IMG_20241223_183506.jpg

IMG_20241223_183518.jpg

IMG_20241223_183533.jpg

IMG_20241203_122854.jpg

I hope you all are well and I am also well. Today I am back with another new post. Constantly I share new posts with you so that you get inspired by my posts and you like the posts I share. You all may know that I am a teacher by profession, but being a teacher does not mean that he cannot participate in other activities at home. I do the teaching profession in my area so at any time I get the opportunity to participate in various activities of my home. And since I live in a village and was born in a farming family, participating in housework has become more important for me. In fact, I also love to participate in this kind of work, in a word, I always try to keep myself involved in this kind of work. As I live in a village and I am a child of a farming family, it is very nice to associate myself with this kind of agricultural work again. Now the harvest time has come so the farmers are struggling a lot during this time to harvest the new crop. I have noticed that when the farmers take this crop home, clouds accumulate in the sky and due to these clouds, the farmers often face various problems. Although it has not rained so far this year, clouds have accumulated in the sky and it is difficult to tell when the rain will start from these clouds.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করি যেন আপনারা আমার পোস্ট গুলো দেখে অনুপ্রাণিত হন এবং আমার শেয়ার করা পোস্টগুলো আপনাদের কাছে ভালো লাগে। আপনারা সকলেই হয়তোবা জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক, শিক্ষক হলে যে সে বাড়ির অন্যান্য কাজে অংশগ্রহণ করতে পারবে না তা কিন্তু নয়। শিক্ষকতা পেশাটা আমার এলাকাতেই আমি করি তাই যেকোনো সময়ে আমি আমার বাড়ির বিভিন্ন কাজে অংশগ্রহণ করার মত সুযোগ পেয়ে যায়। আর যেহেতু আমি গ্রামে বসবাস করি এবং কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছি তাই বাড়ির কাজে অংশগ্রহণ করাটা আমার জন্য আরো জরুরী একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে আমিও এই ধরনের কাজে নিজেকে অংশগ্রহণ করাতে অনেক ভালোবাসি এক কথায় এই ধরনের কাজে আমিও সব সময় চেষ্টা করে নিজের অংশগ্রহণ রাখতে। যেহেতু আমি গ্রামে বসবাস করি আর আমি কৃষক পরিবারের একজন সন্তান তাই এই ধরনের কৃষি কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে আবারো অনেক বেশি ভালো লাগে। এইতো এখন ফসল ঘরে তোলার সময় চলে এসেছে তাই কৃষকেরা এই সময়টাতে প্রচুর পরিমাণে কষ্ট করছে নতুন ফসল ঘরে তোলার জন্য। আমি লক্ষ্য করে দেখেছি কৃষকের এই ফসল ঘরে তোলার সময়ে আকাশে মেঘ জমা হয় আর এই মেঘের কারণে কৃষকেরা অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়। যদিও এই বছরে এবার এখন পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু আকাশে মেঘ জমা হয়েছে আর এই মেঘ থেকে যে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা বলা মুশকিল।

IMG_20241203_122800.jpg

IMG_20241203_122815.jpg

No one has any hand over this cloud, the creator will start raining from the cloud whenever he wants. And due to this rain, many times I have noticed that the crops of the farmers get wet in water and due to getting wet in water, the farmer faces various types of losses. A farmer produces sun-scorched, rain-soaked crops throughout the year, and when it's time to bring that golden crop home, it's a very bad thing if such a danger comes. This year is also likely to happen so we are making preparations in advance so that we can bring home the crop early. As my father is a farmer and he is a single man so me and my younger brother always help my father to do these farmer tasks. Especially when harvesting crops, I and my younger brother work hard and help father so that father can easily harvest those crops and provide us with food later. A few days ago, I and these members of our family went to the field to collect the new crop, just like this morning we three went to the field to thresh the new crop. Since I have school now in the middle of the week, I called the head teacher first and told her that I have some work today and I will be a little late to school for this work. As our village is at the village level, the Headmaster understood the matter and gave me leave for a few hours just to say it well.

এই মেঘের উপর তো আর কারোর কোন হাত নেই সৃষ্টিকর্তা যখন ইচ্ছা হবে তখনই মেঘ থেকে বৃষ্টি পড়তে শুরু করবে। আর এই বৃষ্টির কারণে অনেক সময় আমি লক্ষ্য করে দেখেছি কৃষকের কষ্টের ফসল পানিতে ভিজে যায় আর পানিতে ভিজে যাবার কারণে কৃষক নানা ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যায়। একজন কৃষক সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে আর সেই সোনালী ফসল যখন ঘরে তোলার সময় আসে তখন যদি এই ধরনের বিপদ চলে আসে তাহলে সেটা সত্যি অনেক খারাপ একটা বিষয় হয়ে যায়। এই বছরেও এমনটাই হবার মতো সম্ভাবনা রয়েছে তাই আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করে নিচ্ছি যেন ফসলটাকে তাড়াতাড়ি ঘরে তুলতে পারি। যেহেতু আমার বাবা একজন কৃষক আর সে একা মানুষ তাই আমি এবং আমার ছোট ভাই সবসময়ই আমার বাবাকে সাহায্য করে কৃষকের এই কাজগুলো করার জন্য। বিশেষ করে ফসল ঘরে তোলার সময় আমি এবং আমার ছোট ভাই প্রচুর পরিমাণে পরিশ্রম করি এবং বাবাকে সাহায্য করি যেন বাবা খুব সহজেই সেই ফসল গুলো ঘরে তুলতে পারে এবং সেই ফসলগুলো দিয়ে পরবর্তী সময়ে আমাদের খাবারের ব্যবস্থা করতে পারে। এইতো কয়েকদিন আগেও আমি এবং আমাদের পরিবারের এই সদস্য গুলো নতুন ফসল ঘরে তোলার জন্য মাঠে গিয়েছিলাম ঠিক তেমনি ভাবে আজকে সকালে ও আমরা তিনজন মাঠে গিয়েছিলাম নতুন ফসল মাড়াই করার জন্য। যেহেতু এখন সপ্তাহের মাঝখানের সময় আমার স্কুল রয়েছে তাই আমি প্রথমেই প্রধান শিক্ষকের কাছে ফোন করে জানিয়ে দিলাম যে আজকে আমার কিছুটা কাজ রয়েছে আর এই কাজের জন্য আমার স্কুলে আসার জন্য একটু দেরি হবে। যেহেতু আমাদের গ্রামটা গ্রাম পর্যায়ে অবস্থিত তাই সকলে বিষয়টা ভালোভাবে বলতে ঠিক তেমনিভাবে প্রধান শিক্ষক বিষয়টা বুঝতে পারল এবং আমাকে কয়েক ঘন্টার জন্য ছুটি প্রদান করল।

IMG_20241203_122829.jpg

IMG_20241203_122841.jpg

We were able to make good use of this leave given by the headmaster and finished the work of harvesting well and finally after finishing the work we came back to school again. Since I have school, I informed my house about this in advance so we left early in the morning to get to work. We left just after Fajr prayer by the time we reached the field for threshing the sun was not visible and there was a lot of darkness all around but we left only because of coming to my school. However, since we left for the field early in the morning, it was only natural that we would finish early tomorrow. We were able to work as planned as we went in the morning so we were able to finish all our work by ten in the morning. As soon as I was able to finish my work by ten in the morning, I left for my school again. And after coming to school I am writing this post among you and trying to share this post among you.

প্রধান শিক্ষকের দেয়া এই ছুটিটাকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারলাম এবং ভালোভাবেই ফসলে মারাই কাজ শেষ করলাম এবং অবশেষে মারাই কাজ শেষ হয়ে যাবার পরে আবারো স্কুলে ফিরে আসলাম। যেহেতু আমার স্কুল রয়েছে তাই আমি আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম আমার বাড়িতে এই বিষয়টা তাই আমরা খুব সকালের দিকে মারাই কাজ করার জন্য চলে গিয়েছিলাম। আমরা ফজরের নামাজের ঠিক পর পরই চলে গিয়েছিলাম আমরা যে সময়টাতে মাড়াই করার জন্য মাঠে পৌঁছে গিয়েছিলাম সেই সময়টাতে সূর্যের কোন দেখা ছিল না এমনকি চারিদিকে প্রচুর পরিমাণে অন্ধকার ছিল তারপরও আমরা চলে গিয়েছিলাম শুধুমাত্র আমার ইস্কুলে আসার কারণে। যাইহোক আমরা সকাল সকাল যেহেতু মাঠে চলে গিয়েছিলাম তাই আমাদের কাল সকাল সকাল শেষ হয়ে যাবে এটাই স্বাভাবিক। আমাদের যেমন পরিকল্পনা ছিল আমরা সেই ভাবে কাজ করতে পেরেছি আমরা যেহেতু সকালে গিয়েছি তাই আমরা সকাল দশটার মধ্যে আমাদের কাজ সব শেষ করতে পেরেছি। সকাল দশটার মধ্যে যখনই কাজ শেষ করতে পারলাম তখনই আমি আবারো আমার স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর স্কুলে আসার পরে আমি আপনাদের মাঝে এই পোস্টটি লিখছি এবং আপনাদের মাঝেই এই পোস্ট শেয়ার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

IMG_20241203_122919.jpg

IMG_20241203_122949.jpg

আমি লক্ষ্য করে দেখেছি কিছু মানুষ রয়েছে যারা শিক্ষিত হয়ে যাবার পরে এই ধরনের কাজের সাথে নিজেকে আর কোনোভাবেই অংশগ্রহণ করাতে চায় না কিন্তু আমি শিক্ষিত হবার পরেও এ ধরনের কাজের সাথে সবসময় নিজেকে অংশ গ্রহণ করাই কারণ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু আমি গ্রামের ছেলে তাই এই ধরনের কাজগুলো আমার কাছে খুব একটা পরিশ্রমেরম মনে হয় না আমি সব সময় এমন কাজ করতে চাই। আসলে এই ধরনের কাজগুলো অনেকটাই পরিশ্রমের হয়ে থাকে কেননা এখানে প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম করার প্রয়োজন হয়। এইজন্য এই কাজটাকে সকলেই অনেক কঠিন মনে করে আবার অনেকেই মনে করে যে শিক্ষিত মানুষেরা যখন এই কাজ করছে তখন সে লেখাপড়া করে সারা জীবন কি করল কিন্তু তাদের একটু ভালোভাবে বুঝা উচিত যে লেখাপড়া করে যদি মানুষ এই ধরনের কৃষি কাজের সাথে অংশগ্রহণ নিজেরাই করে তাহলে দেখা যাবে যে তারা অনেক উন্নত পদ্ধতি ব্যবহার করে কৃষিকাজের উন্নতি করতে পারবে। এইজন্য আমি মনে করি যে কৃষকের এই কাজগুলোতে যদি শিক্ষিত মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পায় তাহলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাবার সাথে সাথে মানুষের পরিশ্রমের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এইজন্য আমি সব সময় চেষ্টা করি আমার শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে কৃষিকাজে অংশগ্রহণ করাতে কেননা আমি এই বিষয়ে অনেক লেখাপড়া করেছি একই সাথে এই বিষয়ে আমার অনেক ধারণা রয়েছে সব মিলিয়ে যদি আমি আমার সেই ধারণা এবং লেখাপড়াটাকে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই এখানে একটা ভালো ফলাফল আশা করা সম্ভব হবে। এজন্যই আমি সব সময় নিজেকে কৃষকের সাথে সম্পর্কিত করি আর কিসে কাজে নিজের অংশগ্রহণ নিশ্চিত করে। যেহেতু আমি গ্রামের ছেলে তাই এই ধরনের কাজ করাটা আমার কাছে খুব একটা কঠিন বলে মনে হয় না। বাবার কাছে সাহায্য করার এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অতি এই ধরনের কাজে নিজেদের অংশগ্রহণ করান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

I have noticed that there are some people who after getting educated do not want to involve themselves in such work in any way but even after I am educated I always involve myself in such work because it is very interesting to me and as I am a village boy. So these kind of jobs don't seem very hard work to me I always want to do such jobs. In fact, these types of jobs are very laborious as they require a lot of physical exertion. That's why everyone thinks this work is very difficult and many people think that when the educated people are doing this work they have studied what they have done all their life but they should understand a little better that by studying if people participate in this kind of agricultural work themselves then it will be seen that They will be able to improve agriculture by using more advanced methods. That is why I think that if the participation of educated people in these works of the farmer increases, then the production of crops will increase and the amount of human labor will decrease a lot as the use of advanced technology increases. That's why I always try to use my educational qualification to participate in agriculture because I have studied a lot in this subject and at the same time I have many ideas about this subject. will be That is why I always associate myself with the farmer and ensure my participation in the work. As I am a village boy, I do not find it very difficult to do such work. Please comment and let me know how you feel about helping your father. Don't forget to let me know if you participate in such activities yourself. I am not sharing much with you today, as of today, I will appear with you later with a new post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!