I hope you all are well and I am also well today I am here again with another new post. Earlier I shared with you many posts where I told you that we are taking various activities to create a beautiful winter flower garden in the school. I have already shared our activities with you several times in the form of posts. You must have seen the posts and got to know how we continue to work to create such a beautiful garden. To create such a beautiful winter flower garden, we need a lot of work and at the same time we need a lot of money for this work. Still, we thought that this time we have to create a beautiful winter flower garden at any cost and with that thought in mind, we are constantly working on creating a beautiful flower garden. And even though we work a lot in this work, we don't take that work very seriously because whenever we can make a beautiful flower garden, a different kind of pleasure will work in our mind and that time is very important for us.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগে আমি আপনাদের মাঝে অনেকগুলো পোস্ট শেয়ার করেছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা স্কুলের সুন্দর একটা শীতকালীন ফুলের বাগান তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছি। আমাদের সে কার্যক্রম গুলো ইতিমধ্যে আমি আপনাদের মাঝে পোস্ট আকারে বেশ কয়েকবার শেয়ার করেছি আপনারা অবশ্যই পোস্টগুলো দেখেছেন এবং জানতে পেরেছেন কিভাবে আমরা এই ধরনের সুন্দর একটা বাগান তৈরি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এরকম সুন্দর একটা শীতকালীন ফুলের বাগান তৈরি করার জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে এবং একই সাথে এই কাজের জন্য আমাদের অনেক বেশি অর্থেরও প্রয়োজন হবে। তারপরও আমরা চিন্তা করেছি এবার যে কোনভাবেই হোক না কেন একটা সুন্দর করে শীতকালীন ফুলের বাগান তৈরি করতে হবে আর সেই চিন্তাকে মাথায় রেখেই আমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফুলের বাগান তৈরি করার কাজে লেগে পড়েছি। আর এই কাজে আমাদের অনেক বেশি পরিশ্রম হলেও আমরা সেই পরিশ্রমটাকে খুব একটা গুরুত্ব সহকারে দেখছি না কেননা আমরা যখনই সুন্দর একটা ফুলের বাগান তৈরি করতে পারব তখনই আমাদের মনের মাঝে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আর সেই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Yesterday I shared a post with you where I said that we are nearing the end of our garden building activities. We have come to the last stage so that we can make the garden beautiful and for this we used organic fertilizers in our flower garden yesterday. One of the biggest reasons to use organic fertilizers is to increase the growth of flowering plants. Those who have studied agriculture know very well that this is a very important thing that when used, the growth of the plant is much higher than using other things. Nowadays we see the use of chemical fertilizers more and due to this the use of organic fertilizers has reduced a lot but those who are really well aware of this matter know the importance of organic fertilizers and because they all know this very well, chemical fertilizers are used. Farmers are advised to use organic fertilizers instead of fertilizers. But if we look at the present time, we will see that we have to wait for a long time to prepare organic fertilizers and at the same time we have to collect many materials, but the farmers do not have to take much trouble to use or prepare chemical fertilizers. Since farmers can buy chemical fertilizers from the market and use them for farming, they use chemical fertilizers to get rid of the trouble of making organic fertilizers, but they don't know how harmful it is to use such chemical fertilizers. If we look closely at the present time, we can see that farmers are increasing the use of chemical fertilizers by 3 days, and because of this, the fertility of the land is greatly lost, and whenever the fertility of the land is slowly lost, it is very difficult to produce good crops from such land. One is not possible. Although various types of hybrid crops are being produced at present, I feel that these hybrid crops would have been better produced if organic fertilizers were used instead of chemical fertilizers.
কালকে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বাগান তৈরি করার জন্য আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছিলাম যেন আমরা সেই বাগানটাকে সুন্দরভাবে তৈরি করতে পারি আর এই জন্য আমরা গতদিনে আমাদের এই ফুলের বাগানে জৈব সার ব্যবহার করেছি। জৈব সার ব্যবহার করা সব থেকে বড় কারণ হচ্ছে ফুলের গাছের গ্রোথ বৃদ্ধি করা। যারা কৃষি বিষয়ে পড়াশোনা করেছেন তারা হয়তো বা খুব ভালোভাবেই জানেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যা ব্যবহার করলে কাছের বৃদ্ধি অন্যান্য জিনিস ব্যবহার করা থেকে অনেক বেশি হয়ে যায়। বর্তমান সময়ে আমরা রাসায়নিক সারের ব্যবহার সব থেকে বেশি পরিমাণে দেখতে পাই আর এই কারণে জৈব সারের ব্যবহার এখন অনেকটাই কমে গিয়েছে কিন্তু যারা প্রকৃতপক্ষে এ বিষয়টা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখে তারা সকলেই জানেন যে জৈব সারের গুরুত্ব কতটা বেশি আর তারা সকলেই এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানার কারণে রাসায়নিক সারের পরিবর্তে কৃষকদেরকে জৈব সার ব্যবহার করার পরামর্শ প্রদান করে থাকেন। কিন্তু বর্তমান সময়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জৈব সার তৈরি করার জন্য দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হয় এবং একই সাথে অনেকগুলো উপকরণ সংগ্রহ করে রাখতে হয় কিন্তু রাসায়নিক সার ব্যবহার বা তৈরি করার জন্য তেমন কোন কষ্ট করতে হয় না কৃষকদের। যেহেতু রাসায়নিক সার কৃষকেরা চাইলে বাজার থেকে কিনে আনতে পারে এবং চাষাবাদের কাজে ব্যবহার করতে পারে তাই তারা জৈব সার তৈরি করার এই ঝামেলা থেকে মুক্ত হবার জন্য রাসায়নিক সারের ব্যবহার করে থাকে কিন্তু তারা জানে না যে এই ধরনের রাসায়নিক সারের ব্যবহার করাটা কতটা ক্ষতিকর একটা বিষয়। বর্তমান সময়ের দিকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কৃষকেরা রাসায়নিক সারের ব্যবহার 3 দিন বৃদ্ধি করছে আর এই জন্যই জমির উর্বরতা শক্তি অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে আর যখনই জমির উর্বরতা শক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তখনই এই ধরনের জমি থেকে ভালো ফসল উৎপাদন করা খুব একটা সম্ভব হচ্ছে না। যদিও বর্তমান সময়ে বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল উৎপাদন হচ্ছে তারপরও আমার কাছে মনে হয় এই হাইব্রিড ফসল আরো ভালো উৎপাদন হতো যদি এখানে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা হতো।
Since the planting area has been decided, we decided to visit the nursery because every time we visit the nursery we will know what kind of new plants have arrived. And the winter flowering seedlings are available a little late in winter so I went to the nursery this morning just to tour to get a good idea from there. Before going to the nursery, I had no decision to buy seedlings because I don't think much. I didn't go to the nursery. I went there to see if the seedlings of winter flowering plants have arrived. If they have, I will buy them to plant in our school garden. But after going there, I saw that the flower plants had already arrived and many of them had started to be sold. I'm so glad to see that we've already been able to make room for our winter flower garden and in the meantime we'll be able to plant trees to spruce up our school flower garden as soon as those who have moved in to nursery. Later I went round and looked at all the flowering plants in the nursery and I was very happy to see them because I had a good feeling that we would soon take them out of flower to plant in the school garden. That's why I personally liked the subject very much and felt happy in my heart.
যেহেতু ফুল গাছ লাগানোর জন্য জায়গা নির্ধারণ করা হয়ে গিয়েছে তাই আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম যে নার্সারি ভ্রমণ করতে যেতে হবে কেননা আমরা যখনই নার্সারিতে যাব তখনই জানতে পারবো যে সেখানে নতুন কোন ধরনের চারা এসেছে। আর শীতকালীন ফুলের চারাটা একটু শীতের শেষের দিকটাতে পাওয়া যায় তাই সেখান থেকে সঠিক ধারণা নিবার জন্য আমি আজকে সকালে নার্সারিতে গিয়েছিলাম শুধুমাত্র ভ্রমণ করার জন্য। নার্সারিতে যাবার আগে আমার গাছে চারা কেনার কোন সিদ্ধান্ত ছিল না কারণ আমি তো তেমন কোন চিন্তা ভাবনা করি নার্সারিতে যায়নি আমি সেখানে গিয়েছিলাম নার্সারিতে দেখতে শীতকালীন ফুল গাছের চারা গুলো এসেছে কিনা যদি এসে থাকে তাহলে সেগুলো কিনে আনব আমাদের স্কুলের বাগানের লাগানোর জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলাম ইতিমধ্যেই ফুল গাছের চারা চলে এসেছে আর অনেক ছাড়া বিক্রয় হতেও শুরু করে দিয়েছে। বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কেন না আমরা ইতিমধ্যেই আমাদের শীতকালে ফুলের বাগান তৈরি করার জন্য জায়গা তৈরি করতে সক্ষম হয়েছি আর এর মধ্যেই যখন যারা নার্সারিতে চলে এসেছে তখন আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্কুলের ফুলের বাগানটা খেয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য গাছ লাগাতে পারব।সেখানে যাবার পরে আমি নার্সারির সবগুলো ফুলের গাছ ঘুরে ঘুরে দেখতে থাকলাম এবং সেগুলো দেখতে পেলে আমার কাছে খুবই ভালো লাগছিল কেননা আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল যে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে ফুলে ছাড়া নিয়ে যাব স্কুলের বাগানে লাগানোর জন্য। এই জন্যই ব্যক্তিগত ভাবে আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছিল এবং মনের মাঝে খুশি অনুভূত হচ্ছিল।
A trip to a nursery gives a different feel to the mind as one can get to know different types of plants and also buy a variety of plants. Every time I visit the nursery I see new plants and I get inspired by those plants and from that inspiration try to plant them in my home or school garden. Since I spend most of my time in school, I always want to make a beautiful flower garden in school and I always do this constantly. To be honest gardening is something that I like very much in one word it has become like a hobby for me. All those who love trees love to garden and take care of trees.
নার্সারিতে ভ্রমণ করতে গেলে মনের মাঝে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে কারণ সেখানে ভ্রমন করতে গেলেই বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচিত হওয়া চাই এবং একই সাথে অনেক ধরনের গাছ কিনতেও পারা যায়। আমি যখনই নার্সারি ভ্রমন করতে যাই তখনই নতুন নতুন গাছ দেখি এবং সেই গাছগুলো দেখে আমি অনুপ্রাণিত হই আর সেই অনুপ্রেরণা থেকেই গাছগুলো লাগানোর চেষ্টা করে নিজের বাড়িতে অথবা স্কুলের বাগানে। যেহেতু বেশিরভাগ সময় আমি স্কুলে কাটাই তাই স্কুলে সুন্দর একটা ফুলের বাগান তৈরি করা আমার সব সময় ইচ্ছা আর আমি সবসময় এই কাজটা প্রতিনিয়তই করে থাকি। সত্য কথা বলতে বাগান করার বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগার একটা মত এক কথায় যদি বলা যায় এটা আমার কাছে একটা শখের মতো হয়ে গিয়েছে। যারা গাছকে ভালবাসে তারা সকলেই বাগান করতে পছন্দ করে আর গাছের যত্ন নিতে ও তারা অনেক বেশি পছন্দ করে থাকে।
যদিও আমার আজকে কাজ কেনার মত কোন ইচ্ছা ছিল না তারপরও যখনই আমি নার্সারিতে ভ্রমণ করতে গেলাম তখনই সেখান থেকে গাছগুলো দেখে নিজের মনের মাঝে গাছ কেনার অনুভূতি জেগে উঠলো। আর যেহেতু মনের মাঝে গাছ লাগানোর অনুভূতি জেগে উঠেছে তাই গাছ না কিনলে আর ভালো লাগছিল না তাই অবশেষে কয়েকটা ফুলের চারা কিনে নিয়ে আসলাম। আর ফুলের চারা কেনার আরো একটা উদ্দেশ্য মনের মাঝে তখন বাসা বাঁধলো যে এই গাছগুলো যদি আমি এখন স্কুলের বাগানে নিয়ে যেয়ে লাগিয়ে দেয় তাহলে ছাত্র-ছাত্রীরা অনেক বেশি উৎসাহিত হবে এবং তারাও চাইবে খুব তাড়াতাড়ি যেন আমি এমন একটা ফুলের বাগান তৈরি করতে পারি। যেমন চিন্তা করে গাছ কিনে এনেছিলাম ঠিক তেমনটাই হলো আমার সাথে আমি যখনই নার্সারি থেকে ফুলের চারা কিনে স্কুলে উপস্থিত হলাম তখনই দেখতে পেলাম ছাত্রছাত্রীরা আমাকে দৌড়ে এসে ঘিরে ধরল। তারা আমার কাছ থেকে দেখার চেষ্টা করলো আমি কি কি প্রজাতির ফুলের গাছ নিয়ে এসেছে। যেহেতু আমার সাথে ছাত্রছাত্রীরা সবসময়ই ঘনিষ্ঠভাবে থাকে তাই তারা আমার কাছে আসার ক্ষেত্রে কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্ব করল না তারা খুব সহজে দৌড়ে চলে আসলো আমার কাছে কাজগুলো দেখার জন্য আমিও তাদেরকে গাছগুলো দেখালাম এবং আমি লক্ষ্য করে দেখলাম গাছগুলো দেখার পরে তারা অত্যন্ত খুশি হয়ে গিয়েছে।তাদের খুশি হবার আরো একটা বড় কারণ হচ্ছে যে গাছগুলো আমি নিয়ে এসেছি সেই গাছের বেশিরভাগ গাছেই ফুল ফুটেছে আর সেই ফুলগুলোও ছিল অনেক সুন্দর সুন্দর। স্কুলের বাগানে ফুল গাছ লাগানোর এ বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।
Although I had no desire to buy the work today, every time I visited the nursery, the plants from there made me feel like buying plants. And since the feeling of planting trees has arisen in my mind, I didn't feel good without buying trees, so I finally bought some flower seedlings. And another purpose of buying flower seedlings came to my mind that if I take these plants to the school garden and plant them, the students will be much more encouraged and they will also want me to make such a flower garden very soon. Just as I had thought and bought a tree, it happened to me whenever I arrived at school after buying flower seedlings from the nursery, I saw the students running and surrounding me. They tried to see from me what species of flowering plant I had brought. As the students are always close to me, they did not hesitate to come to me, they easily ran to me to see the works. I also showed them the plants and I noticed that they were very happy after seeing the plants. One big reason is that most of the plants I brought in were in bloom and the flowers were beautiful. You must tell me in the comments what you think of these things about planting flowers in the school garden. Like today, I will appear among you later with a new post.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.