I hope you all are well and I am also well. Today I am back with another new post. I love to capture photography of different things so today I am here to share with you some beautiful flower photography that flowers are not commonly seen. Actually these flowers are around our environment but we cannot see them well even if we want to. The biggest reason for not being able to see these flowers well is the shape of these flowers. The shape of these flowers is very small and because of this it becomes difficult for all of us to see these flowers.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন জিনিসের ফটোগ্রাফির ধারণ করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই তো আজকে আমি আপনাদের মাঝে এমনই কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম যে ফুলগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না। আসলে এই ফুলগুলো আমাদের পরিবেশের আশে পাশে থাকলেও আমরা চাইলেও এগুলো ভালোভাবে দেখতে পারি না। এই ফুলগুলো ভালোভাবে দেখতে না পারার সব থেকে বড় কারণ হচ্ছে এই ফুলগুলোর আকৃতি। এই ফুলগুলোর আকৃতি অনেক ছোট হয়ে থাকে আর এই কারণে এই ফুল গুলো দেখতে পারাটা আমাদের সকলের জন্যই মুশকিল হয়ে যায়।
এই ফুলগুলো এতটাই ছোট হয়ে থাকে যে যার কারণে আমরা আমরা এগুলো দেখতে পাই না আজকে হঠাৎ যখন আমি আমাদের পুকুরে মাছের খাবার দিতে গিয়েছিলাম ঠিক সেই সময় এই ফুল গুলো দেখতে পেলাম আর তখনই আমি চিন্তা করলাম যে এই ফুলের ফটোগ্রাফি ধারণ করা যেতে পারে আর এই ফুল এর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা যেতে পারে তাইতো আমি আজকে আমি এই ফুলের ফটোগ্রাফি দিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
These flowers are so small that we don't see them today suddenly when I went to feed the fish in our pond I saw these flowers and that's when I thought that this flower can be photographed and this flower is Photography can be shared with you, so today I came to you with this flower photography. Please let me know how you like these flower photographs that I have shared by commenting.