Free Fire competition

in blurt-188398 •  2 days ago  (edited)

Screenshot_2025-02-19-18-17-50-26_998d3425f9e75a0428f0fabdce419960.jpg

I hope you are all well and I am also well. Today I am back with another new post. If we look at our society, we will notice that a game has gained a lot of popularity these days. People now prefer to play games on mobile phones instead of playing physical games. And if we want to look at this list of favorites, then we will definitely find Free Fire. To be honest, even though this game came out five years ago, I was not involved in this game, in a word, I did not want to play it again. I kept myself confined between cricket and football. But since all kinds of cricket and football games have been stopped in our area for the last few days, I have also joined this Free Fire.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা যদি একটু আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখি তাহলে লক্ষ্য করবো বর্তমান সময়ে একটা খেলা খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষ এখন শারীরিক খেলার পরিবর্তে মোবাইলের মাঝে খেলা খেলতে বেশি পছন্দ করে থাকে। আর এই পছন্দের তালিকায় যদি আমরা চোখ দিতে চাই তাহলে অবশ্যই ফ্রী ফায়ার কে পেয়ে যাব। সত্য কথা বলতে এই খেলাটা আজ থেকে পাঁচ বছর আগে আসলেও আমি এই খেলার সাথে যুক্ত ছিলাম না এক কথায় আবার খেলতে ইচ্ছা হত না। আমি ক্রিকেট এবং ফুটবলের মাঝেই নিজেকে আবদ্ধ রেখেছিলাম। কিন্তু গত কয়েকদিন যাবত আমাদের এলাকাতে ক্রিকেট ফুটবল সকল ধরনের খেলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি নিজেও এই ফ্রী ফায়ার এর সাথেই যুক্ত হয়ে গিয়েছি।

Screenshot_2025-02-18-18-30-32-04_998d3425f9e75a0428f0fabdce419960.jpg

এই খেলাটাকে কেন্দ্র করে এখন বিভিন্ন ধরনের কম্পিটিশন আমরা লক্ষ্য করে থাকি। অন্যদের কথা কি বলব আমরা নিজেরা ও কম্পিটিশন শুরু করে দিয়েছি এই ফ্রী ফায়ার থেকে কেন্দ্র করেই। আর এই খেলার চাহিদাটা প্রত্যেকটা মানুষের কাছে এটা আমি আরো ভালোভাবে লক্ষ্য করে দেখেছি। এই খেলা সম্পর্কে অথবা এই খেলা আপনাদের কাছে কেমন লাগে সেই সম্পর্কের যদি কোন মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।

We are now observing various types of competitions centered around this game. What can I say about others, we ourselves have started competitions centered around this Free Fire. And I have observed the demand for this game for every person more closely. If you have any opinions about this game or how you feel about this game, please let me know in the comments.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!