Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well. Today I am back with another new post. I never thought I would be able to share such a post with you today. This is what I have come to share with you. Actually thought of posting today evening but suddenly had to talk to Suman sir so I left to talk to him. I left home around 8:30 that evening and it was 12:00 by the time I got home. So imagine when I did not realize that more than three hours had passed while talking. Anyway a lot of time has passed so I thought I would go home and share a post with you all after getting home since no post was shared today. I was coming home while thinking such thoughts, suddenly on the way home I saw water coming out in a place. In fact, it was a water drain and water has started coming out of that drain continuously since the rain. As I was coming at night, I suddenly saw a small mobile light shining there, and there were a lot of fish floating there. Since fishing is like an addiction, I wish I could catch these fish now, which would be great. I came home while thinking like this. After coming home, I noticed that there is a net in the house with which the fish can be caught very easily. After that, when I saw it, I did not delay and immediately took the net and went to the side of the drain. And since it was already 12 o'clock in the night, there were no people there and I was alone there. So imagine how addictive fishing is so late at night and I went out there to fish.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে যে এমন একটা পোস্ট শেয়ার করতে পারব সেটা আমি ভাবতে পেরেছিলাম না। এইতো কিছুক্ষণ আগের ঘটনায় আমি এখন আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আসলে আজকে সন্ধ্যায় পোস্ট করব চিন্তা করেছিলাম কিন্তু হঠাৎ সুমন স্যারের সাথে কিছু কথা বলার ছিল তাই আমি চলে গেলাম তার সাথে কথা বলার জন্য। আমি সেই সন্ধ্যা সাড়ে আটটার দিকে বাড়ি থেকে বের হয়েছি আর বাড়িতে আসতে আসতে রাত বারোটা বেজে গেল। তাহলে ভাবুন কথা বলতে বলতে কখন যে তিন ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক অনেক সময় ব্যয় হয়ে গিয়েছে তাই আমি চিন্তা করেছিলাম যে বাড়িতে যাব এবং বাড়িতে যাবার পরেই আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করবে যেহেতু আজকে কোন পোস্ট শেয়ার করা হয়নি। এমন চিন্তা ভাবনা করতে করতে বাড়ি আসছিলাম হঠাৎ বাড়িতে আসার পথে দেখতে পেলাম একটা জায়গাতে পানি বের হচ্ছে। আসলে সেটা ছিল একটা পানির ড্রেন আর সেই ড্রেন দিয়ে প্রতিনিয়ত পানি বের হতে শুরু করে দিয়েছে সেই বৃষ্টির পর থেকেই।রাতের বেলায় যেহেতু আসছিলাম হঠাৎ করে সেখানে একটু মোবাইলের লাইট মারতে দেখতে পেলাম সেখানে প্রচুর পরিমাণে মাছ ভেসে আছে। যেহেতু মাছ ধরার কাজটা একটা নেশার ব্যাপারের মত তাই আমারও ইচ্ছা হল যে আমি যদি এখন এই মাছগুলো ধরতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। এমন চিন্তা ভাবনা করতে করতে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরেই আমি লক্ষ্য করলাম যে বাড়ি একটা জাল রয়েছে যে জাল দিয়ে খুব সহজেই মাছগুলো ধরা সম্ভব হবে। এরপরে আমি সেটা দেখতে পেলে আর দেরি করলাম না তখনই সেই জাল নিয়ে চলে গেলাম ড্রেনের পাশে। আর যেহেতু এখন রাত বারোটা বেজে গিয়েছে তাই সেখানে কোন মানুষের আনাগোনা ছিল না আমি একাই ছিলাম সেখানে। তাহলে ভাবুন মাছ ধরার কাজটা কতটা নেশার কাজ এত রাত হয়ে গিয়েছে আর আমি সেখানে চলে গিয়েছে মাছ ধরার জন্য।
So fishing came to my mind so regardless of day or night I went there and caught some fish. After bringing the fish home, I noticed a half dozen that with the month there was a lot of molting, so they had to be cleaned well or they would all go to waste. That's why I first put all the fish in a container and after putting the fish I put some water in it so that the fish can be easily separated from the mud. And to separate the fishes from the mud, I started stirring them with my hands to make this work more easy. If you look closely at the picture above, you will see how many small fish there are and there is a lot of mud. As these are small fish they will die in a very short time so I thought that if I leave these fish like this now they will spoil in a short time and I will not be able to use them later. So I thought no matter how long the night. Why do I have to clean them now otherwise if I want to do it in the morning then all the fish will get spoiled and all the food will be unusable. That's why I started to clean the fish even though it was a bit more difficult at night.So fishing came to my mind so regardless of day or night I went there and caught some fish. After bringing the fish home, I noticed a half dozen that with the month there was a lot of molting, so they had to be cleaned well or they would all go to waste. That's why I first put all the fish in a container and after putting the fish I put some water in it so that the fish can be easily separated from the mud. And to separate the fishes from the mud, I started stirring them with my hands to make this work more easy. If you look closely at the picture above, you will see how many small fish there are and there is a lot of mud. As these are small fish they will die in a very short time so I thought that if I leave these fish like this now they will spoil in a short time and I will not be able to use them later. So I thought no matter how long the night. Why do I have to clean them now otherwise if I want to do it in the morning then all the fish will get spoiled and all the food will be unusable. That's why I started to clean the fish even though it was a bit more difficult at night.
এইতো মাছ ধরার কথা মাথায় চলে এসেছে তাই রাত কিংবা দিন সেটা চিন্তা না করে আমি সেখানে চলে গেলাম এবং কিছু মাছ ধরে নিয়ে আসলাম। মাছ বাড়িতে নিয়ে আসার পরে আমি দেড় লক্ষ করে দেখলাম যে মাসের সাথে সেখানে প্রচুর পরিমাণে কাঁদা ও এসেছে তাই সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে না হলে তো এগুলো সবই নষ্ট হয়ে যাবে। এজন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে সকল মাছ ঢেলে দিলাম এবং মাছ ঢেলে দেবার পরে আমি সেখানে কিছুটা পানি দিয়ে দিলাম যেন মাছগুলো কাদা থেকে খুব সহজেই আলাদা হয়ে যেতে পারে। আর সেই মাছগুলোকে কাদা থেকে আলাদা করার জন্য অনেক কিছুটা হাত দিয়ে ঘোলাতে শুরু করলাম যেন এই কাজটা আরো বেশি পরিমাণে সহজ হয়ে যায়। আপনারা একটু যদি ভালোভাবে উপরের ছবিটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সেখানে কত বেশি পরিমাণে ছোট ছোট মাছ রয়েছে আর প্রচুর পরিমাণে কাদা রয়েছে। যেহেতু এগুলো ছোট মাছ তাই খুব কম সময়ের মধ্যেই মারা যাবে তাই আমি চিন্তা করে দেখলাম যে এখন যদি এই মাছগুলো এভাবেই রেখে দেই তাহলে অল্প কিছু সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে সেই মাছগুলো আর কোনোভাবেই আমি পরবর্তী সময়ে ব্যবহার করতে পারবোনা।জন্য আমি চিন্তা করলাম রাত যতই হোক না কেন এখনই আমাকে এগুলো পরিষ্কার করতে হবে অন্যথায় সকালে যদি করতে চায় তাহলে সকল মাছ পৌঁছে নষ্ট হয়ে যাবে সবগুলোই খাবার অনুপযোগী হয়ে যাবে। এজন্য আমি রাত যতই হোক না কেন একটু বেশি পরিমাণে কষ্ট হলেও মাছগুলোকে পরিষ্কার করতে শুরু করলাম।
Although I have taken great pains to clean the fish well, I do not want them to spoil in any way, as I have taken so much pains to catch them. That's why I spent a long time getting these fish out of the pot well. You can see how small the size of the fish is and because these fish are so small, they would have been lost to search in no time. That's why without thinking about my pain I started to separate all the fish from the pot slowly to protect them. And I had to spend a lot of time in this separation, probably 10 to 15 minutes to separate these fishes. Although it was a little difficult, I did this work because I could not call my mother at night and ask her to do this work, so I had to do the work myself. With some difficulty I separated all the fishes and kept them in a separate container. I was very happy to see the fishes on separate pages because I suddenly caught this fish during the night and no one in my house knows that I have caught it. When they see this month at home in the morning they will already be surprised. They will be wondering where I came up with this month all of a sudden. It feels good to me to think about it because suddenly the fish has been brought home and the people of the house could not be aware of it until now. Think about this matter and see how funny it is that fish has been brought for the house but the people of the house did not know until now that in the morning they will suddenly see it and will be surprised.
যদিও মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করার জন্য আমাকে অনেক পরিমাণে কষ্ট করতে হয়েছে তারপরও আমি যেহেতু এগুলো এত কষ্ট করে ধরে নিয়ে আসলাম তাই আমি চাইবো না কোনভাবেই এগুলো নষ্ট হয়ে যাক। এজন্য আমি দীর্ঘ সময় ব্যয় করলাম এই মাছগুলোকে ভালোভাবে পাত্র থেকে তুলে নেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোর আকৃতি কতটা ছোট আর এই মাছগুলোর আকৃতি এতটা ছোট হওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই খোঁজে নষ্ট হয়ে যেত। এজন্য আমার কষ্টের কথা চিন্তা না করে মাছগুলোকে রক্ষা করার জন্য সবগুলো আস্তে আস্তে পাত্র থেকে আলাদা করতে শুরু করলাম। আর এই আলাদা করার কাজে আমাকে বেশ কিছু সময় ব্যয় করতে হয়েছে সম্ভবত ১০ থেকে ১৫ মিনিট ব্যয় করতে হয়েছে এই মাছগুলোকে আলাদা করার জন্য। একটু কষ্ট হলেও আমি এই কাজটা করেই ফেললাম কেননা এই রাতের বেলায় মাকে ডেকে তো আর এই কাজটা করতে বলা যায় না তাই আমাকে নিজেই নিজের মতো দায়িত্ব পালন করতে হল। একটু কষ্ট করেই সকল মাছগুলোকে আলাদা করে ফেললাম এবং একটা আলাদা পাত্রে রেখে দিলাম। আলাদা পাতায় রাখার সময় মাছগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল কেননা এই রাতের বেলায় হঠাৎ করে আমি এই মাছ ধরতে পেরেছি আর এই মাঝে আমি ধরে এনেছি সেটা আমার বাড়ির কোন মানুষ জানে না।যখনই তারা সকালের দিকে এই মাস বাড়িতে দেখতে পাবে তাড়াতাড়ি ইতিমধ্যে অবাক হয়ে যাবে তারা চিন্তা করতে থাকবে যে আমি হঠাৎ করে এই মাস কোথা থেকে নিয়ে আসলাম। বিষয়টা আমার কাছে ভাবতেই যেন কেমন একটা ভালো লাগছে কেননা হঠাৎ করে মাছ ধরে নিয়ে এসেছে বাড়ির জন্য আর বাড়ির মানুষ বিষয়টা সম্পর্কে এখন পর্যন্ত অবগতই হতে পারেনি। এই বিষয়টা আপনারা একটু চিন্তা করে দেখুন কেমন মজার মত বিষয় যে বাড়ির জন্য মাছ ধরে নিয়ে আসা হয়েছে কিন্তু বাড়ির মানুষ এখন পর্যন্ত জানতে পারেনি সকালে হঠাৎ করে তারা দেখতে পাবে আর রীতিমতো অবাক হয়ে যাবে।
Anyway, I was suddenly able to do such a thing at night, so I felt like I was doing something good. I keep thinking how happy the people at home will be when they see this work in the morning. And since this month is rich in nutrients, we should all eat more of this fish. Especially for those who have some eye problems, doctors advise them to eat more and more of this type of fish. This fish is beneficial only for eye problems but not in other areas, this month has many benefits, so doctors always advise to keep this fish in the food list. Please let me know in the comments what you think of this sudden fishing at night. Since it is late today, I am not sharing much with you today. As of today, I will come to you later with a new post. Until then I wish you all stay healthy and well.
যাই হোক হঠাৎ করে রাতের বেলায় এমন একটা কাজ করতে পেরেছি তাই আমার নিজের কাছেই যেন কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। আমি বারবার চিন্তা করছি সকালে যখন বাড়ির মানুষেরা এই কাজটা দেখতে পাবে তখন তারা কতটা খুশি হয়ে যাবে। আর যেহেতু এই মাসে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তাই আমাদের সকলেরই এই মাছ বেশি পরিমাণে খাওয়া উচিত। বিশেষ করে যাদের চোখে কিছুটা সমস্যা রয়েছে ডাক্তারেরা তাদেরকে এই ধরনের মাছ খাবার জন্য বেশি বেশি পরিমাণে পরামর্শ প্রদান করে থাকেন। মাত্র চোখের সমস্যার জন্যই যে এই মাছ উপকারিতা কিন্তু নয় অন্যান্য ক্ষেত্রেও এই মাসের উপকারিতা রয়েছে প্রচুর গুণে তাই এই মাছটাকে ডাক্তারেরা সবসময় খাবারের তালিকায় রাখার জন্য পরামর্শ প্রদান করে থাকে। রাতের বেলায় হঠাৎ করে মাছ ধরার এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আজকে অনেক রাত হয়ে গিয়েছে তাই আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনাই করি।
https://x.com/fizzvai/status/1844445855358837230?t=B13Z-UgUI5uf7Qc2T6yRHQ&s=19