Photography of the beauty of the sky

in blurt-188398 •  4 days ago 

IMG20241130105524.jpg

I hope you all are well and I am also well. Today I am back with another new post. Every day I share with you new posts, mostly I share with you different things that I have collected from nature. Also I share posts about various subjects of our school with you so that you can get a proper idea about the subjects of my school. Today I am here to share with you some very beautiful photographs captured from the natural environment. I hope you will be impressed by these photographs that I have shared. Since today is a Saturday holiday, I spent the whole day at home and it is not a holiday that is spent comfortably at home. I have noticed that the amount of work on holidays is much higher than on other new days. The amount of work is so high that there is no way to get some rest throughout the day. Today was the same for me even though it was a day off, there was a lot of work pressure and I couldn't take any time to relax due to this work pressure. Most of my time today is spent in the paddy fields of our village. In fact now is the harvest time and the farmers work a lot while bringing this crop home. As I live in a village and am a son of a farmer family, I also have to be closely related to the farmer's work. Today on holiday we had threshing work going on so most of the time I had to cross the field.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেকদিন আমি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করে থাকি বেশিরভাগ সময় আমি প্রকৃতি থেকে ধারণ করা বিভিন্ন জিনিস আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এছাড়াও আমি আপনাদের মাঝে আমাদের স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করি যেন আমার স্কুলের বিষয়গুলো সম্পর্কে আপনারা সঠিকভাবে ধারণা লাভ করতে পারেন। আজকে আমি আপনাদের মাঝে প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়েছি আশা করি আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে আপনারা রীতিমত মুগ্ধ হয়ে যাবেন। আজকে শনিবার ছুটির দিন হবার কারণে সারাদিন বাড়িতেই কাটিয়েছি আর বাড়িতে কাটালে যে ছুটির দিনে আরামে কাটানো হয় তা কিন্তু নয়। আমি লক্ষ্য করে দেখেছি ছুটির দিনে কাজের পরিমাণটা অন্য নতুন দিনের তুলনায় অনেক বেশি থাকে। কাজের পরিমাণটা এতটাই বেশি থাকে যে সারাদিন একটু বিশ্রাম নেবার মত কোন উপায় থাকে না। আজকে আমার অবস্থা ঠিক তেমনি হয়েছিল সারাদিন ছুটির দিন থাকলেও প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল আর এই কাজের চাপের কারণে বিশ্রাম নেওয়ার মতো কোনো সময় আজকে আমি করতে পারিনি। বেশিরভাগ সময় আমাকে আজকে আমাদের গ্রামের ধান ক্ষেতে কাটানো লেগেছে। আসলে এখন ফসল ঘরে তোলার সময় আর এই ফসল ঘরে তোলার সময় কৃষকেরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে। যেহেতু আমি গ্রামে বসবাস করি এবং আমি একজন কৃষক ফ্যামিলির ছেলে তাই কৃষকের কাজের সাথে আমাকেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত থাকতে হয়। আজকে ছুটির দিনে আমাদের ধান মাড়াই করার কাজ চলছিল তাই বেশিরভাগ সময় আমাকে মাঠেই অতিক্রম করতে হয়েছে।

IMG20241130105526.jpg

IMG20241130105531.jpg

IMG20241130105530.jpg

Since I was staying under the open sky all day, the beauties of the sky were visible to me from time to time. Today, after a long time, I got a chance to enjoy the beauty of the sky very well. That's why I took a few photos while watching the beauty of the sky so that I can post them and share them with you later and you can also be impressed by those photos. If you look carefully, you can easily enjoy the beautiful views of the sky. It's hard to imagine that such a sight can be seen in winter because such sightings are only supposed to be seen in autumn. When the white clouds are floating in the autumn sky, there is an opportunity to enjoy such beautiful scenes. But due to climate change, we do not know in any way when any kind of seasonal features are being observed in our country. If we look at part of the day it will seem like it is summer time and if we look at the sky for part of the day then it may seem like it is autumn time and right at night the real feature will be seen in winter time. Only at night the temperature now drops slightly and the rest of the day has the same temperature as during the hot days. During the day no one can tell whether it is winter or summer.

যেহেতু সারাদিন খোলা আকাশের নিচে অবস্থান করছিলাম তাই আকাশের সৌন্দর্যগুলোর মাঝে মাঝে আমার চোখে পড়ছিল। আজকে অনেকদিন পরে আকাশের সৌন্দর্য গুলো খুব ভালোভাবে উপভোগ করার মত সুযোগ পেয়ে গিয়েছিলাম। সেজন্যই তো আমি আকাশের সৌন্দর্যের গুলো দেখার বসে বসে কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে রেখেছিলাম যেন আমি পরবর্তী সময়ে আপনাদের মাঝে সেগুলোকে পোস্ট করে শেয়ার করতে পারি এবং আপনারা সেই ফটোগ্রাফি গুলো দেখে নিজেরাও মুগ্ধ হতে পারেন। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে আপনারা খুব সহজে আকাশের সেই সুন্দর দৃশ্য গুলো উপভোগ করতে পারবেন। এই ধরনের দৃশ্য শীতকালে দেখতে পাওয়া যাবে এটা আসলে ভাবতে পারাটাই কষ্টের বিষয় কেননা এই ধরনের দৃশ্যগুলো শুধুমাত্র শরৎকালে দেখতে পাওয়া যাওয়ার কথা। শরতের আকাশে যখন সাদা মেঘ গুলোর মত ভেসে বেড়াই ঠিক সেই মুহূর্তে এমন সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার মত সুযোগ হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন হবার কারণে বর্তমান সময়ে আমাদের দেশে কখন কোন ধরনের ঋতুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে সেটা আমরা কোনভাবেই বুঝতে পারিনা যদিও এখন বর্তমানে আমাদের দেশের শীতকাল বিরাজমান কিন্তু শীতকালের এই সময়টাতে আমরা অন্যান্য ঋতুর মতো বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছি। দিনের কিছুটা সময়ের লক্ষ্য করলে মনে হবে যে এটা হচ্ছে গরমের সময় আবার দিনের কিছু অংশ যদি আমরা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে হয়তো মনে হবে যে এটা শরতের সময় আর ঠিক রাতের বেলায় দেখা যাবে আসল বৈশিষ্ট্য শীতের সময়। শুধুমাত্র রাতের দিকে এখন তাপমাত্রা কিছুটা কমে যায় আর দিনের অন্যান্য সময়ে একই ধরনের তাপমাত্রা থাকে যেমনটা থাকে গরমের দিনগুলোতে। দিনের বেলা কোন মানুষ বুঝতেই পারবে না যে এখন শীতকাল চলছে নাকি গ্রীষ্মকাল।

IMG20241130105534.jpg

IMG20241130111141.jpg

IMG20241130111145.jpg

IMG20241130111150.jpg

Due to the variation of seasons, we can enjoy different types of beauty in these seasons regardless of what is prevailing in the present time. In one word, the seasons of this period have been fought over. It is difficult to know when any type of weather will be observed. Again, at some time today, I saw a black cloud in the sky, which many people may think is a cloud in the rainy season. The sky was covered with so many dark clouds that it was impossible to tell whether it was a winter sky or a monsoon sky. However today as I was enjoying the beauties of the sky I felt very good. Since we were seeing autumn things in winter I liked it better. As I was enjoying these beauties in the sky, I thought of sharing these things with you in the form of a post so that you too can enjoy the beauty of my eyes. One of the great things about photography nowadays is that we can capture anything on camera at any point in time and have the opportunity to view that captured thing at other times. Before cameras were invented in the world, there was a time to capture a scene. For this, drawing was done and that drawing was very time consuming. Currently, as a result of the development of technology, the camera has been invented and due to the invention of this camera, we can keep the photograph of any time very easily and we can make that photograph an opportunity to see at a later time. In the past, big cameras were used to take pictures but now it is possible to capture beautiful photography with small mobile phones.

ঋতু বৈচিত্রের কারণে বর্তমান সময়ে যেহেতু বিরাজমান হোক না কেন আমরা বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারছি এই ঋতুগুলোতে। এক কথায় যদি বলতে যাই তাহলে এই সময়ের ঋতুগুলো যেন হ য ব র লড়িত হয়ে গিয়েছে। কখন কোন ধরনের আবহাওয়া লক্ষ্য করা যাবে সেটা বুঝে ওঠা মুশকিল। আবার আজকের দিনের কিছু একটা সময় আকাশে কালো মেঘ দেখতে পেলাম যা দেখে হয়তো বা অনেকেই মনে করতে পারে যে এটা বর্ষাকালের আকাশের মেঘ। আকাশে এতটাই বেশি পরিমাণে কালো মেঘ ঢেকে গিয়েছিল যা দেখে বোঝার উপায় নাই যে এটা শীতকালের আকাশ নাকি বর্ষাকালের আকাশ। যাইহোক আজকে যখন আমি আকাশের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। যেহেতু শরৎকালের জিনিস আমরা শীতকালে দেখতে পাচ্ছিলাম এই জন্য আরো বেশি ভালো লাগছিল আমার কাছে। যখন আমি আকাশের এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম তখনই আমি চিন্তা করেছিলাম এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করব যেন আপনারাও আমার চোখের দেখার সৌন্দর্যগুলো আপনারাও উপভোগ করতে পারেন। বর্তমান সময়ে ফটোগ্রাফির মাধ্যমে খুবই ভালো একটা বিষয় হয়েছে আমরা যেকোনো সময় যেকোনো জিনিস ক্যামেরা বন্দি করে রাখতে পারি আর সেই ক্যামেরা বন্দী করে রাখা জিনিস অন্যান্য সময়ে দেখার মত সুযোগ করে নিতে পারি।যে সময়ে পৃথিবীতে ক্যামেরা আবিষ্কার হয়েছিল না সেই সময়ে একটা নির্দিষ্ট সময় দৃশ্য ধারণ করার জন্য চিত্র অংকন করা হতো আর সেই চিত্র অঙ্কন করাটাও ছিল অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে ক্যামেরার আবিষ্কার হয়েছে আর এই ক্যামেরার আবিষ্কার হবার কারণে আমরা যেকোনো সময়ের আলোকচিত্রটাকে খুব সহজেই ধারণ করে রাখতে পারি আর সে আলোকচিত্র আমরা পরবর্তী সময়ে দেখার মত সুযোগ করে তুলতে পারি। অতীতে ছবি তোলার জন্য বড় বড় ক্যামেরা ব্যবহার করা হতো কিন্তু এখন ছোট্ট মোবাইলের মাধ্যমে অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করা সম্ভব হয়।

IMG20241130105524.jpg

IMG20241130105526.jpg

IMG20241130105530.jpg

IMG20241130105531.jpg

IMG20241130105533.jpg

IMG20241130111141.jpg

IMG20241130111145.jpg

IMG20241130111150.jpg

IMG20241130111153.jpg

IMG20241130111158.jpg

প্রযুক্তির উন্নয়ন যতই হোক না কেন আমাদের সকলকে উদ্যোগ নিয়ে জলবায়ু পরিবর্তন এর ধারাকে বন্ধ করতে হবে আমাদের জন্য এখানে বসবাস করাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের এই ধারাকে বন্ধ করার জন্য আমাদেরকে সব থেকে বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বৃক্ষরোপণ। আমরা যদি বেশি পরিমাণে বৃক্ষরোপণ করতে পারি তাহলে জলবায়ু পরিবর্তনের এই ধারাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বর্তমান সময়ের আমরা যদি লক্ষ্য করে দেখে বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছে আর এই কারণেই জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং ঋতু বৈচিত্রের অবস্থান থেকে সরে এসে পরিবেশ এখন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে যা কোনভাবেই মানুষ বা অন্যান্য জীবজন্তুর জন্য মঙ্গলবার হতে পারে না। আমার শেয়ার করা আজকের এই আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

No matter how much technology advances, we all have to take action to stop the trend of climate change making it much harder for us to live here. Planting trees is the single most important thing we can do to stop this trend of climate change. If we can plant more trees, this trend of climate change can be controlled. If we notice in the present time, a lot of trees are being cut down in different countries and due to this the climate is changing and the environment is changing from the position of seasonal variations which cannot be Tuesday for humans or other animals in any way. Please let me know how you like the photographs of the beauty of the sky that I have shared today. Like today, I will appear among you later with a new post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!