I hope you are all well and I am well too. Today I have come to you again with another new post. You all know that I am a teacher by profession and being a teacher, I always come to you to share posts about various topics of our school. Today, I have come to you to share such a new post. Today, February 21st is International Mother Language Day and every educational institution has taken up various activities around this International Mother Language Day. Since every educational institution has taken up various activities, we ourselves also organize a very beautiful program every year. We always post the videos of our activities on our school's YouTube and Facebook. And you will find those videos at the end of this post. Not only the video of today's activity that I am sharing with you, but if you also pay close attention to my posts every day, you will also get various videos of our school because I always try to share the activities of our school in my posts.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সকলে জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে সব সময়ই আমি আপনাদের মাঝে আমাদের স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে যায়। আজকে ও আমি আপনাদের মাঝে এমনই একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। যেহেতু প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে তাই আমরা নিজেরা ও খুবই সুন্দর একটা কার্যক্রমের আয়োজন করে থাকি প্রত্যেক বছরে। আমাদের এই কার্যক্রমের ভিডিও গুলো আমরা প্রত্যেক সময় আমাদের স্কুলের ইউটিউব এবং ফেসবুকে দিয়ে থাকি। আর সেই ভিডিও গুলো আপনারা আমার এই পোস্টের শেষের দিকেই পেয়ে যাবেন। শুধুমাত্র যে আজকের কার্যক্রমের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি তা কিন্তু নয় আপনারাও প্রত্যেকদিন যদি আমার পোস্টগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আমাদের স্কুলের বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন কেননা আমাদের স্কুলের কার্যক্রম গুলো সব সময়ই আমি আমার পোষ্টের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি।
Every year we give a very beautiful rally on February 21st. To maintain the continuity every week, this year too we took up the same type of activity and for this the students of our school arrived at our school very early in the morning. The interest of the young children in this work can be seen and due to this interest it is possible to decorate this railway beautifully for all of us. People of all countries take up various types of activities on this day, especially educational institutions take up very beautiful activities. Except for Pelli, we take up various types of activities every year but this year due to it being a Friday we could not take up many activities.
আমরা প্রত্যেক বছরে ২১ শে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে খুবই সুন্দর একটা রেলি উপহার দিয়ে থাকি। সেই প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই বছরেও আমরা একই ধরনের কার্যক্রম গ্রহণ করেছিলাম আর এজন্য আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা খুব সকালের দিকেই আমাদের স্কুলে উপস্থিত হয়ে গিয়েছিল। এই কাজের ক্ষেত্রে ছোট ছেলেমেয়েদের অনেক আগ্রহের পরিমাণ লক্ষ্য করা যায় আর এই আগ্রহের কারণে এই রেল টাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা সম্ভব হয় আমাদের সকলের জন্য। এই দিনটাকে কেন্দ্র করে সকল দেশের মানুষেরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুবই সুন্দর সুন্দর কার্যক্রম গ্রহণ করে থাকে। পেলি ব্যতীত আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকি প্রত্যেক বছরে কিন্তু এই বছরের শুক্রবার হবার কারণে আমরা বেশি কার্যক্রম গ্রহণ করতে পারিনি।
If you follow our school activities closely, you will see that our school activities are very different from all other educational institutions because we always try to present our school in a different way to the people. And I have observed this very well, we can see very well from our school's social media that people like these different types of activities very much.
আপনারা যদি আমাদের স্কুলের কার্যক্রম গুলো একটু ভালোভাবে ফলো করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের স্কুলের কার্যক্রম অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই ভিন্ন কেননা আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্কুলটাকে ভিন্ন ভাবে মানুষের মাঝে উপস্থাপন করতে। আর এই বিষয়টা আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি আমাদের এই ভিন্ন ধরনের কার্যক্রম গুলো মানুষের খুবই বেশি পরিমাণে পছন্দ করে থাকে তা আমরা আমাদের স্কুলের সোশ্যাল মিডিয়া থেকেই খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি।
একুশে ফেব্রুয়ারি সম্পর্কে আপনাদের যদি কোন মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এই জিনিসটা ও আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এলাকাতে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কেমন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আজকের আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।
If you have any opinion about Ekushey February, please let me know in the comments. Don't forget to let me know what kind of initiatives were taken in your area around Ekushey February. Today I am not sharing much with you, like today, I will appear with you next time through a new post.