I hope you all are well and I am also well. Today I am back with another new post. You all know that I am a teacher and being a teacher, I always share posts with you about the various topics of our school students, today I have appeared to share the same post with you. I have started teaching again and that's why I came to share them with you.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সকলেই জানেন যে আমি একজন শিক্ষক আর শিক্ষক হওয়ার কারণে সব সময় আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করে থাকি আজকেও আমি আপনাদের মাঝে তেমনি পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আবারো পড়ানোর কাজ শুরু করে দিয়েছি আর সেজন্য আমি সেগুলোকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম।
সত্য কথা বলতে ছাত্রছাত্রীদেরকে এভাবে ভালোভাবে পাঠদান দেবার ক্ষেত্রে আমি অনেক বেশি পরিমাণে মজা পায় তাই তো আমি যতটাই পরিশ্রম হোক না কেন তারপরও আমি চেষ্টা চালিয়ে যাই ছাত্রছাত্রীদের জন্য ভালোভাবে নিজের সময়টাকে বিলিয়ে দিতে যেন তারা ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারে এবং ভবিষ্যতের পথ চলার আরো সুন্দর করতে পারে।
To tell you the truth, I have a lot of fun teaching students this way, so no matter how hard I work, I still try to devote my time to the students so that they can learn better and have a better future. .