Preparation of cultural events

in blurt-188398 •  3 months ago 

IMG20240926121121.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well. Today I am back with another new post. Every week I share with you the various cultural programs of our school. You know that we always attach great importance to our cultural events. As we attach importance to cultural events, we always try to make these cultural events more beautiful. By making I mean making our school students participate in this event with better proficiency. Although it takes a lot of work for all of us to do this, we always try to do the best we can. We as teachers always try to educate the students about the various subjects so that they can know the subjects very well and give us all a good performance in the future. They can watch the cultural events and give us different opinions about it. A few days ago I shared a post with you where I showed that Siraj Sir had come to our cultural event. He was very happy to see this cultural program of our school and gave us many guidance suggestions.

IMG20240926121124.jpg

Maybe you all know from my post that we joined Bangladesh Kindergarten Association some time ago. Due to the joining of Bangladesh Kindergarten Association, we have to participate in many new activities and we need different preparations to participate in these activities. Although our preparation regarding culture program is very good then more family preparation should be done because now we have to fight in competition with this association of whole Bangladesh. Since we have to go to the competition, we should prepare more and more if we don't take the material well then we will not be able to achieve success in future. I have noticed that students in our school participate very well in cultural events and their performances impress us and I feel that if we can give them a little more practice then they will do very well. That's why we arranged some preparation after the children's school today where the students can prepare better. I noticed that our school teachers play a very important role in making this preparation so that they can better present their performance in front of people. can

IMG20240926121126.jpg

As it was raining today, the attendance of students in our school was very low. Actually because of the rain students will come to school or how. The time when it started raining was the time to attend school and because of that the students could not attend school very well. Today was half of the number of students present on other days. As our school conducts monthly exams, some students appeared, if there were no exams, I feel that this number of students would not have appeared. All exams were completed within the first four classes. After these exams were over we decided that since the attendance of the students is very less today we can organize any cultural program with the students today. On the one hand, the attendance of students was low, so our class was good, on the other hand, the preparation work of the students was also done a little.

IMG20240926121130.jpg

I have noticed that if the students in our school are taught a little bit better, they can pick it up very easily. At the same time, they can also convey those things to people very well. One thing you will be surprised to know is that every person in our area is fascinated by the way the young students of our school perform in front of people. Our school has been running for almost three years and I have noticed many things during these three years which are really incredible. It is so easy to make students excel in any subject that I would not have realized if I had not joined this school. I joined as the first teacher of this school. Perhaps the day was in 2021 when I was the first teacher of this school. Since I joined the teaching profession, many teachers have come and gone in this school till today I remain in my own position. Since I first joined this school, many good and bad things have happened before my eyes. The way we have been able to progress in these three years is truly a matter of praise for all of us.

IMG20240926121132.jpg

We have organized several big events with the students of our school. And in those programs, we noticed how well the people of our area were impressed by the performance of our students. This year we will organize another big event in the month of November where students of our school will showcase their skills in front of the people of our area. And since it requires some good preparation, we have decided from now on to spend some time preparing every Thursday so that we can give some good gifts to people on that occasion. Since we have been able to give good gifts to people in the last two years, people expect more good things from us. We don't want their hopes to be disappointed in any way, so we have started preparing before the event in November.

IMG20240926121135.jpg

We are constantly trying to improve this event so that we can present it well to people. We will always try our best to present this event more beautifully to people. And this is why we prepare weekly for different topics every week. And I have to work the most in this work. Along with me, Roksana Mem and Asma Mem work hard so that students can learn these subjects well. And as we are constantly trying, we hope that if we can continue to try like this, we will be able to do very well in every subject and we will be able to participate in all competitions and bring good results. Please comment and let me know how you feel about these things in our school. Today, I am not sharing much with you, as of today, I will appear with you next time through a new post.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের মাঝে আমাদের স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়গুলো শেয়ার করে থাকি। আপনারা জানেন যে আমরা সবসময়ই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই গুরুত্ব দিয়ে থাকে। যেহেতু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে থাকি তাই আমরা সবসময় চেষ্টা করি এই সংস্কৃতি অনুষ্ঠানগুলো যেন আরো সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি। তৈরি করা বলতে আমি বোঝাতে চেয়েছি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা যেন আরো ভালোভাবে পারদর্শিতার সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে তেমনটা করা। যদিও এই কাজ করার জন্য আমাদের সকলকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তারপরও আমরা সব সময় চেষ্টা করে নিজেদের যতটা ভালোভাবে সম্ভব ততটাই চেষ্টা করা। আমরা সবসময় শিক্ষকরা চেষ্টা করে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ভালো মত অবগত করতে যেন তারা বিষয়গুলো সম্পর্কে খুবই ভালোভাবে জানতে পারে এবং ভবিষ্যতে ভালো ভালো পারফরমেন্স আমাদের সকলকে উপহার দিতে পারে ‌ আমরা মাঝে মাঝেই আমাদের স্কুলের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাইরে থেকে অনেক অতিথিকে আমন্ত্রণ জানাই যেন তারা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো দেখতে পারে এবং এই বিষয়ে তারা আমাদের বিভিন্ন মতামত দিতে পারে। কিছুদিন আগেই আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছিলাম সিরাজ স্যার এসেছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। তিনি আমাদের স্কুলের এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে অনেক খুশি হয়েছে এবং আমাদেরকে অনেক দিক নির্দেশনামূলক মতামত প্রদান করেছেন।

হয়তোবা আপনারা সকলেই আমার পোস্ট দেখে জানতে পেরেছেন যে কিছুদিন আগে আমরা বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন এর যুক্ত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর যুক্ত হবার কারণে আমাদেরকে অনেক ধরনের নতুন নতুন কার্যক্রম এর অংশগ্রহণ করতে হচ্ছে এবং সেই কার্যক্রম এই অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের বিভিন্ন প্রস্তুতির প্রয়োজন। যদিও সংস্কৃতি অনুষ্ঠানের বিষয়ে আমাদের প্রস্তুতি অনেকটাই ভালো রয়েছে তারপর আরো বেশি পরিবারে প্রস্তুতি গ্রহণ করা উচিত কেননা এখন পুরো বাংলাদেশের এই এসোসিয়েশনের সাথে আমাদেরকে কম্পিটিশনে লড়াই করতে হবে ‌। যেহেতু আমাদেরকে কম্পিটিশনে যেতে হবে তাই বেশি বেশি পরিমাণে প্রস্তুতি গ্রহণ করা উচিত যদি আমরা ভালোভাবে বস্তুতি গ্রহণ না করি তাহলে কোনভাবেই ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারব না। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা অনেক ভালোভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে এবং তাদের পারফরম্যান্স আমাদেরকে দেখিয়ে মুগ্ধ করে দেয় আমরা যদি তাদেরকে একটু ভালোভাবে আরো প্র্যাকটিস করাতে পারে তাহলে যারা খুবই ভালো করবে বলে আমার কাছে মনে হয়। এজন্য আমরা আজকে ছোটদের স্কুল ছুটি হবার পরে কিছুটা প্রস্তুতির ব্যবস্থা করেছিলাম যেখানে ছাত্র-ছাত্রীরা আরো ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে।আমি লক্ষ্য করে দেখেছি আমাদের স্কুলের শিক্ষকেরা এই প্রস্তুতি গ্রহণ করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেন তারা আরো ভালোভাবে নিজেদের পারফরম্যান্স মানুষের সামনে উপস্থাপন করতে পারে।

যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল তাই আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির পরিমাণটা অনেক কম ছিল। আসলে বৃষ্টির কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসবেই বা কিভাবে। যে সময়টাতে বৃষ্টি শুরু হল ঠিক সেই সময়টাই ছিল স্কুলে উপস্থিত হবার সময় আর এজন্য ছাত্রছাত্রীরা খুব একটা ভালোভাবে স্কুলে উপস্থিত হতে পারেনি। অন্যান্য দিনে যে পরিমাণে ছাত্রছাত্রী উপস্থিত হয় আজকে তার অর্ধেক হয়েছিল। যেহেতু আমাদের স্কুলে মান্থলি পরীক্ষা চলছে তাই কিছুটা ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল যদি পরীক্ষা না থাকতো তাহলে এই পরিমাণ ছাত্রছাত্রী ও উপস্থিত হতো না বলে আমার কাছে মনে হয়। প্রথম চার ক্লাসের মধ্যেই সকল পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। এই পরীক্ষাগুলো শেষ হয়ে যাবার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে যেহেতু ছাত্রছাত্রীর উপস্থিতির পরিমাণটা অনেক কম এসেছে তাই আমরা আজকে চাইলেই যে কোন ভাবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি। একদিক থেকে ছাত্রছাত্রী উপস্থিতি কম ছিল তাই আমাদের ক্লাসটিতে ভালো লাগছিল অন্যদিকে ছাত্রছাত্রীদের প্রস্তুতি কাজটা ও কিছুটা হয়ে গেল।

আমি লক্ষ্য করে দেখেছি আমাদের স্কুলে ছাত্রছাত্রীদেরকে যদি একটু ভালোভাবে কোন বিষয়ে শিক্ষা দেওয়া যায় তারা সেটাকে খুব সহজে গ্রহণ করতে পারে। একই সাথে গ্রহণ করার পাশাপাশি তারা সেই বিষয়গুলোকে খুবই ভালোভাবে মানুষের মাঝে ফুটিয়ে তুলতেও পারে। আপনারা একটা বিষয় জেনে অবাক হবেন যে আমাদের স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা মানুষের সামনে যেভাবে তাদের পারফরম্যান্স দেখায় তা দেখে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ রীতিমত মুগ্ধ হয়ে যায়। আমাদের স্কুলের পথ চলা প্রায় তিন বছর অতিক্রম করেছে আর এই তিন বছরের অতিক্রম করা পথ চলাতে আমি অনেক কিছু লক্ষ্য করে দেখেছি যা সত্যি অবিশ্বাস্য। এতটা সহজ ভাবে যে ছাত্রছাত্রীদেরকে যেকোনো বিষয়ে পারদর্শিতা অর্জন করানো সম্ভব হয় সেটা যদি আমি এই স্কুলে যুক্ত না হতাম তাহলে বুঝতেই পারতাম না। এই স্কুলের প্রথম শিক্ষক হিসেবে আমি যুক্ত হয়েছিলাম। সম্ভবত দিনটা ছিল ২০২১ সালে আমি ছিলাম এই স্কুলের প্রথম শিক্ষক। আমার শিক্ষকতা পেশায় যুক্ত হবার পর থেকে অনেক শিক্ষক এই স্কুলে এসেছে আবার চলে গিয়েছে আজ পর্যন্ত আমি আমার সে নিজের অবস্থানে রয়ে গিয়েছে। যেহেতু প্রথম আমি এই স্কুলে যুক্ত হয়েছি তাই অনেক ভালো-মন্দ পথ চলা আমার চোখের সামনেই হয়েছে। এই তিন বছরে আমরা যেভাবে এগোতে পেরেছি সেটা সত্যি আমাদের সকলের জন্য প্রশংসার বিষয়।

আমরা আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে বেশ কয়েকটা বড় বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। আর সেই অনুষ্ঠানগুলোতে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্স দেখে কতটা ভালোভাবে আমাদের এলাকার মানুষজন মুগ্ধ হয়েছে। এ বছর আমরা নভেম্বর মাসে আরো একটা বড় অনুষ্ঠানের আয়োজন করব আর সেই অনুষ্ঠানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের এলাকার সকল মানুষের সামনে তাদের পারদর্শিতার প্রদর্শন দিবে। আর এর জন্য যেহেতু একটু ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার তাই আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক বৃহস্পতিবারে আমরা কিছুটা সময় প্রস্তুতি গ্রহণ করব যেন আমরা সেই অনুষ্ঠানে ভালো কিছু মানুষদের মাঝে উপহার দিতে পারি। যেহেতু গত দুই বছরে আমরা ভালো কিছু উপহার মানুষকে দিতে পেরেছি তাই মানুষেরা আমাদের কাছে আরো অনেক ভালো কিছু আশা করে আছে। আমরা চাইনা তাদের সেই আশা কোনভাবেই নিরাশায় পরিণত হয় তাইতো আমরা নভেম্বর মাসে আয়োজিত অনুষ্ঠান হবার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দিয়েছি।

এই অনুষ্ঠানকে ভালোভাবে রূপ দেবার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমরা সেই অনুষ্ঠানকে ভালোভাবে মানুষের মাঝে উপস্থাপন করতে পারি। আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাব আমাদের সর্বোচ্চ দিয়ে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে মানুষের মাঝে উপস্থাপন করতে। আর এই কারণেই আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয়ে সাপ্তাহিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে। আর এই কাজে সব থেকে বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় আমাকে। আমার সাথে সাথে রোকসানা মেম এবং আসমা মেম ও প্রচুর পরিমাণে পরিশ্রম করে যেন ছাত্রছাত্রীরা এই বিষয়গুলোতে ভালোভাবে শিক্ষা লাভ করতে পারে। আর আমরা যেভাবে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি এভাবে যদি চেষ্টা চালাতে পারে তাহলে প্রত্যেক বিষয়ে খুবই ভালো করতে পারব এবং সকল প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে ভালো ফলাফল বয়ে আনতে পারব। আমাদের স্কুলের এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!