Easy English Learning Techniques for Bengalis

in blurt-188398 •  7 days ago 

IMG20240912073318.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am well today I reappeared among you. In order to improve in life, we should all study and when we have to study, we should try to do it very well. And this education can be done best if one can study well from the beginning, that is, one should study well from childhood so that good things can be achieved and good things can be found in the future. In order to achieve these good things, since there are future thoughts, we have to study well from childhood so that we can use those plans well in the future. And keeping this future thought in mind, we should try to master English well from childhood. At present we have noticed that English is the most important language found in the whole world. No matter where we go, English proficiency is a must if we are to survive the competition well. It seems to me that we cannot do anything good if we are not proficient in English. Since I am a teacher by profession, I always try to provide the best education to the students so that they can make their future path better. Currently I am an English and Science teacher and that is why I have taken various initiatives in my school to improve the English skills of the students.

It is very difficult for Bengalis born to get English education but if we try from childhood then we can easily teach them English well. And if students can be taught English well from a young age, then their future path will be more beautiful. I think that this English will be very useful for them when they go to the outside world and want to survive with the competition. We have noticed that English is one of the most important languages in the outside world. It is very important for a person to be able to use English to build his position in any part of the outside world. Those who can speak and write English well will do well in the future and their standing in the outside world is the first to be seen. Although it is our foreign language, we still need to master it well so that it can beautify our future path. For this, I am adopting some methods so that the students of my school and my private can acquire English skills very well and can easily and happily learn this English to make their future better.

IMG_20240912_192850.jpg

Since Bengalis usually do not want to learn English, they have to adopt different strategies to learn English. Since I am a young teacher I have learned various techniques. And since I have studied in different places of Bangladesh, I have easily mastered various techniques to interact with different people and I am trying to apply those things to the students of our school so that they can use those things to make their future path better. . The most important thing for learning English in Bangladesh is to master a large amount of vocabulary. In a word, if they can master the Bengali meaning of English words from childhood, I don't think English will be too difficult for them when they grow up. Since they have slowly learned Bengali as well as English vocabulary from childhood, they are much ahead of other children from childhood. And we all know very well that those who can read the meaning of English very well can read reading very easily. But reading is not difficult for them so they can speak English very easily in addition to reading slowly.

That's why I consider teaching more vocabulary to teach English to my school students very seriously and keep trying. Every day I teach the students of my class different ways of English so that they can memorize them in the future. To make this easier, I write them down in notebooks so that they don't forget them easily and can master them well when they go home. Please let me know in comments how you like this method adopted by me. As of today, I will come to you later with a new post.

My request to the team @offgridlife @saboin @blurtpower @blurtstep @beblurt @shadflyfilms @curationcoconut @primeradue @blurtbooster If you help me I can play an important role in eliminating unemployment and at the same time bring many investors to this platform. Due to which this platform will become more popular among people.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় হাজির হয়ে গেলাম। জীবনে উন্নতি করার জন্য আমাদের সকলের লেখাপড়া করা উচিত আর সেই লেখাপড়াটা যখন করতেই হবে তখন সেটাকে খুবই ভালোভাবে করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই লেখাপড়ার বিষয়টা সব থেকে ভালো করা সম্ভব হয় যদি প্রথম থেকেই ভালোভাবে লেখাপড়া করা যায় অর্থাৎ ছোটবেলা থেকেই ভালোভাবে লেখাপড়া করতে হবে যেন ভবিষ্যতে ভালো কিছু অর্জন করা যায় এবং ভালো কিছু পাওয়া যায়। এই ভালো কিছু অর্জন করার জন্য যেহেতু ভবিষ্যতের চিন্তা রয়েছে তাই আমাদেরকে ছোটবেলা থেকেই ভালোভাবে লেখাপড়া করতে হবে যেন আমরা ভবিষ্যতে সে পরিকল্পনা গুলো ভালোভাবে কাজে লাগিয়ে যেতে পারি। আর এই ভবিষ্যতের চিন্তা কে মাথায় রেখে আমাদের ছোটবেলা থেকেই ইংরেজির উপরে ভালোভাবে দক্ষতা অর্জন করার চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখেছি সারা বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ পাওয়া ভাষার নাম হচ্ছে ইংরেজি। আমাদেরকে যেখানে যেতে হবে না যেন সেখানেই যদি ভালোভাবে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই ইংরেজিতে পারদর্শিতা অর্জন করতে হবে। আমরা যদি ইংরেজিতে ভালোভাবে পারদর্শিতা অর্জন করতে না পারি তাহলে কোনভাবেই ভালো কিছু করা সম্ভব না বলে আমার কাছে মনে হয়। যেহেতু আমি পেশাগতভাবে একজন শিক্ষক তাই সব সময় চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে খুবই ভালোভাবে শিক্ষা প্রদান করতে যেন তারা ভবিষ্যতের পথ চলাটাকে আরো ভালোভাবে সুন্দর করতে পারে। বর্তমান সময়ে আমি ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক আর এই কারণেই আমি আমার স্কুলে ছাত্রছাত্রীদেরকে ভালো করার জন্য ইংরেজিতে পারবে সেটা করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।

বাঙ্গালীদের জন্মের ইংরেজি শিক্ষা লাভ করাটা অনেক কঠিন ব্যাপার তারপরও যদি আমরা ছোটবেলা থেকে চেষ্টা করি তাহলে খুব সহজেই তাদেরকে ভালোভাবে ইংরেজি শেখাতে পারবো। আর ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদেরকে যদি ভালোভাবে ইংরেজি এই শিক্ষা লাভ করানো যায় তাহলে তাদের ভবিষ্যৎ পথ চলাটা আরও সুন্দর হয়ে যাবে বহির্বিশ্বে যখন তারা যাবে এবং প্রতিযোগিতার সাথে টিকে থাকতে চাইবে তখন তাদের এই ইংরেজিটা খুবই ভালোভাবে কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। আমরা লক্ষ্য করে দেখেছি বহির বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ ভাষার মধ্যে অন্যতম হচ্ছে ইংরেজি। একজন মানুষ ইংরেজি ব্যবহার করে বহির্বিশ্বের যে কোন জায়গাতে নিজের অবস্থান গড়ে তুলতে পারে এর জন্য ইংরেজি ভালো করাটা অত্যন্ত জরুরী। যে যত ভালোভাবে ইংরেজি বলতে এবং লিখতে পারবে তারাই ভবিষ্যতে ভালো করবে এবং বহির্বিশ্বে তাদের অবস্থানটাই সবার আগে দেখতে পাওয়া যায়। যদিও এটা আমাদের বিদেশি ভাষা তারপরও আমাদেরকে ভালোভাবে এটার প্রতি দক্ষতা অর্জন করতে হবে যেন এটা দিয়েই ভবিষ্যৎ পথ চলাটাকে সুন্দর করা যায়। এর জন্য আমি কিছু পদ্ধতি অবলম্বন করছি যেন আমার স্কুলের এবং আমার প্রাইভেটে ছাত্রছাত্রীরা খুবই ভালোভাবে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারে আর খুব সহজে আনন্দের সাথে এই ইংরেজি গুলো শিখে নিয়ে নিজেদের ভবিষ্যৎ সুন্দর করতে পারে।

যেহেতু বাঙালিরা সচরাচর ইংরেজি শিক্ষা লাভ করতে চায়না তাই তাদেরকে ইংরেজি শেখার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। যেহেতু আমি একজন ইয়ং শিক্ষক যার কারণে আমি বিভিন্ন ধরনের কৌশল শিখে এসেছিস। আর আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে লেখাপড়া করেছি তাই বিভিন্ন মানুষের সাথে চলাচল করতে করতে বিভিন্ন ধরনের কৌশল খুব সহজে আয়ত্ত করেছি আর সেই বিষয়গুলোই আমি চেষ্টা করছি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে এপ্লাই করতে যেন তারা সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে ভালোভাবে নিজেদের ভবিষ্যতের পথ চলাটাকে সুন্দর করতে পারে। বাংলাদেশের ইংরেজি শিক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বেশি পরিমাণে ভোকাবুলারি আয়ত্ত করা। এক কথায় ইংরেজি শব্দের বাংলা অর্থ কি হবে সেটা যদি তারা ছোটবেলা থেকেই আয়ত্ত করতে পারে তাহলে বড় হবার পরে তাদের কাছে ইংরেজি বিষয়টা খুব একটা কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। যেহেতু তারা ছোটবেলা থেকেই আস্তে আস্তে বাংলার সাথে সাথে ইংরেজির ভোকাবুলারি করা শিখে গেছে তাই তারা ছোটবেলা থেকেই অনেক বেশি এগিয়ে যাচ্ছে অন্যান্য শিশুদের থেকে। আর আমরা সকলেই খুব ভালোভাবে জানি যারা ইংরেজির মিনিং খুব ভালোভাবে পড়তে পারে তারা খুব সহজেই রিডিং পড়তে পারে।কিন্তু তাদের কাছে রিডিং পড়াটা কষ্টের হয় না তাই তারা আস্তে আস্তে রিডিং পড়ার পাশাপাশি মুখেও ইংরেজি বলতে পারে খুব সহজেই।

এজন্য আমি আমার স্কুলের ছাত্র-ছাত্রীদের ইংরেজি শেখানোর জন্য ভকেগুলারি বেশি বেশি শেখানোর বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখছি এবং সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি প্রত্যেকদিন আমার শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে ইংরেজির বিভিন্নভাবে শিখিয়ে দেই যেন তারা সেগুলো ভবিষ্যতে মুখস্ত করে নিতে পারে। এই কাজটা সহজ করার জন্য আমি তাদেরকে সেগুলো খাতাতে লিখেই দেই যেন তারা সেগুলো সহজে ভুলে যেতে না পারে এবং বাড়িতে যাবার পরে সেগুলো ভালোভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারে। আমার গ্রহন করা এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  7 days ago  ·  

If we really practice in this way then English will become very easy for us. Because if we know many words in Bengali, then our inertia of English will be removed very easily.

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp