Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well today I am here again with another post. Ever since we launched this community we have noticed that our community growth is much better than other communities. If this continues then we can occupy a very good position in this platform. Although we have not been on this path for a month yet, the way we are progressing is truly commendable. Those who are connected with this platform may have noticed very well that since the launch of the community, we have been appearing in our community with various new activities. Hopefully in the future we will introduce many more cool features that will be great for our community users. In a word, we are introducing this platform to new people so that the acceptance of this platform increases day by day. If we can constantly attract people around us to this platform then this platform will increase in number of members and at the same time the users here will do very well whenever its number of members increases. Sad but true, I have noticed that users who are not active in the community are ruining the platform by posting copyrights most of the time. We will take some measures in the future to prevent those people from ruining this platform by posting copyrights. We have many thoughts in our mind how to use this platform well and how people can earn right amount from this platform. Although it will take us some time but we want to do something to transform this platform into a well organized platform like other platforms.
Now let's come to the context of today's post. You all know that I am a teacher by profession and being a teacher, I regularly share my school activities with you. I will share with you the initiatives taken by our school on a regular basis so that you can easily get a very good idea about our school and know through my post how our school is run. Since our school is a Kindergarten school, we have not been associated with any Kindergarten school so far. But after coming to the end of this year we decided ourselves that we will join the Kindergarten Association so that we can take advantage of various opportunities from there. About a week ago we applied to join Kindergarten Association and also got our application accepted. Because of this we have launched some new activities which are why we are having a very busy time in the last few days. And those are the moments that I am sharing with you in the form of a post these few days. I hope to be able to share those things with you in the form of a post for a few more days. If you read my posts carefully, you will get a very good idea about the issues and know what new activities we have taken for the betterment of our school students.
Not only us but also the students of our school have started working hard since joining this Kindergarten Association. Since we are newly joined this year we are getting involved in many new activities as we didn't have a good idea about these things before. First of all, we have to participate in the scholarship exam and we have made arrangements for coaching the students to participate in this scholarship exam in our school. Although we have not made arrangements to take extra money for coaching students this year, we are providing free services for the improvement of students this year. If we can accept good results in this scholarship exam and show good results to people then in future the number of students in our school will increase a lot and at that time we will be able to engage them well in various activities of our school. I think even the way we go to parents for admissions in other years will stop. Since our school participation is in a new place, this is a bit difficult for us but we are trying our best. Due to the addition of this new association, members of the association will visit our school within a few days to visit the school. We thought that all the people who come to visit our school including the officers of this association can enjoy some very nice performances from the students of our school so we have come up with a different plan for the last few days. The first of these different plans is I have accepted the plan that is a little improvement in the field of cultural events.
We have always given cultural programs a little priority over our school subjects because we know that students can easily achieve better things if we can make them like themselves and simply teach performance in front of everyone. And we have taken some new initiatives so that the people of this association will be inspired when they come to school and watch these episodes of cultural programs. Today we conducted a selection round among the participants in various cultural events of the school and through that selection round we selected some students who will present their skills in front of the officers present. That is why we have made arrangements to select students and practice them separately.
However, if we can develop the students of our school to excel in all subjects like this, then we may be able to take a good position in this Kindergarten Association very easily. That is why all the students and teachers of our school have to work hard for the first few years and if we can do that then I don't think it will be too difficult for us. And I believe that I can do this work well with the students of our school because I have noticed that the students of our school are much more efficient and much ahead of the students of other schools. If they are given a little better understanding of any subject, they can give us a very good presentation about that subject. And I have also noticed that if we try to teach our school students naturally, they can master it very easily. That's why I believe that we can definitely reach a very good position with these students of our school. Please let me know by commenting how you feel about this new challenge to be accepted by the students of our school. Like today, I will appear among you later with a new post.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের এই কমিউনিটি চালু করার পর থেকে আমরা লক্ষ্য করে দেখছি আমাদের কমিউনিটির গ্রোথ অন্যান্য কমিউনিটি থেকে অনেক ভালো। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা এই প্লাটফর্মে খুবই ভালো একটা অবস্থান দখল করে নিতে পারব। যদিও এখনো আমাদের এই পথ চলাটা এক মাসের মত হয়নি তারপরও আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত আছেন তারা হয়তো বা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছেন কমিউনিটি চালু হবার পর থেকেই আমরা আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের নতুন নতুন কার্যক্রম নিয়ে হাজির হয়ে যাচ্ছি। আশা করি পরবর্তী সময়ে আমরা আরো অনেক সুন্দর সুন্দর কার্যক্রম চালু করব যা আমাদের কমিউনিটির ইউজারদের জন্য খুবই ভালো হবে। এক কথায় আমরা এই প্লাটফর্মটাকে নতুন নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেন এই প্লাটফর্মের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পেয়ে যায়। যদি আমরা এভাবেই প্রতিনিয়ত নিজেদের আশেপাশে থাকা মানুষদেরকে এই প্লাটফর্মের উপর আকৃষ্ট করতে পারি তাহলে এই প্লাটফর্মের সদস্য সংখ্যাক্রমে বৃদ্ধি পাবে একই সাথে যখনই এটার সদস্য সংখ্যাক্রমে বৃদ্ধি পাবে তখন এখানকার ইউজাররা খুবই ভালোভাবে কাজ করবে। দুঃখের বিষয় হলেও সত্য আমি লক্ষ্য করে দেখেছি যে সকল ইউজার কমিউনিটিতে কাজ করে না তারা বেশিরভাগ সময় কপিরাইট পোস্ট করে এ প্লাটফর্মটাকে নষ্ট করে ফেলছে। আমরা ভবিষ্যতে এমন কিছু উদ্যোগ গ্রহণ করব যেন সেই সকল ব্যক্তি কপিরাইট পোস্ট করে এই প্লাটফর্ম টাকে নষ্ট করতে না পারে। আমাদের মাথায় অনেক চিন্তাভাবনা রয়েছে কিভাবে ভালোভাবে এই প্লাটফর্মটাকে কাজ ব্যবহার করা যায় এবং এই প্লাটফর্ম থেকে মানুষ কিভাবে সঠিক পরিমাণে উপার্জন করতে পারে। যদিও আমাদের কিছুটা সময় লাগবে কিন্তু আমরা এমন কিছুই করে দেখাতে চাই যেন এই প্লাটফর্মটাকে অন্যান্য প্ল্যাটফর্মের মতোই সুন্দরভাবে সাজানো গুছানো একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করা যায়।
এবার আসা যাক আজকের পোষ্টের প্রসঙ্গে। তোমরা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে আমি আমার স্কুলের বিভিন্ন কার্যক্রম আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। আমি আপনাদের মাঝে আমাদের স্কুলের প্রতিনিয়ত গ্রহণ করা উদ্যোগগুলো শেয়ার করবো যেন আপনারা খুব সহজে আমাদের স্কুল সম্পর্কে খুবই ভালো ধারণা লাভ করতে পারেন এবং আমার এই পোষ্টের মাধ্যমে জানতে পারেন যে আমাদের স্কুলটা কিভাবে পরিচালিত হয়। যেহেতু আমাদের এই স্কুলটা একটা কিন্ডারগার্ডেন স্কুল তাই আমরা এতদিন কোন কিন্ডারগার্ডেন স্কুলের সাথে যুক্ত ছিলাম না। কিন্তু এই বছরের শেষের দিকে আসার পরে আমরা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমরা ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত হব যেন আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি। এইতো সপ্তাহখানেক আগের কথা আমরা কিন্ডারগার্ডের অ্যাসোসিয়েশন এ যুক্ত হবার জন্য অ্যাপ্লিকেশন করেছি এবং একই সাথে আমাদের অ্যাপ্লিকেশন টা গ্রহণযোগ্য তাও পেয়েছে। এই কারণে আমরা আরো কিছু নতুন নতুন কার্যক্রম চালু করেছে যে কারণে আমরা শেষ কয়েকদিন যাবত খুবই ব্যস্ত সময় পার করছি। আর সেই মুহূর্তগুলোই আমি আপনাদের মাঝে এই কয়দিন পোস্ট আকারে শেয়ার করছি আশা করি আরও কয়েকদিন আপনাদের মাঝে সেই বিষয়গুলো পোস্ট আকারে শেয়ার করতে পারব। যদি আপনারা আমার সেই পোস্টগুলো একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বিষয়গুলো সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করতে পারবেন এবং জানতে পারবেন যে আমরা নতুন নতুন কি কি ধরনের কার্যক্রম গ্রহণ করেছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য।
শুধুমাত্র আমরা নয় আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা ও এই কিন্ডারগার্ডেনে এসোসিয়েশন এ যুক্ত হবার পর থেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে শুরু করে দিয়েছে। যেহেতু এবছর নতুনভাবে যুক্ত হয়েছি তাই আমরা অনেক নতুন নতুন কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে কেননা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পূর্বে খুব একটা ভালো ধারণা ছিল না। প্রথমত আমাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য ছাত্রছাত্রীদেরকে কোচিং করানোর ব্যবস্থা ও করে ফেলেছি আমাদের স্কুলেই। যদিও এই বছরে ছাত্র-ছাত্রীদের কোচিং করানোর জন্য এক্সট্রা কোন টাকা পয়সা নেবার ব্যবস্থা আমরা রাখিনি আমরা এবছর ছাত্রছাত্রীদের উন্নতির জন্য ফ্রি সার্ভিস দিচ্ছে। যদি আমরা এই বৃত্তি পরীক্ষাতে ভালো ফলাফল গ্রহণ করতে পারি এবং ভালো ভালো ফল মানুষদেরকে দেখাতে পারি তাহলে ভবিষ্যৎ সময়ে আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যাবে আর সেই সময়টাতে আমরা আমাদের স্কুলের বিভিন্ন কার্যক্রমের সাথে তাদেরকে ভালোভাবে যুক্ত করাতে পারবো। এমনকি অন্যান্য বছর আমরা যেভাবে ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য অভিভাবকদের কাছে যাই সেটাও বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। যেহেতু আমাদের স্কুলের অংশগ্রহণ নতুন একটা জায়গাতে হয়েছে তাই এই বিষয়টা আমাদের জন্য একটু কষ্টের হয়ে যাচ্ছে তারপরও আমরা যতটা ভালোভাবে সম্ভব ততটাই চেষ্টা করছি। নতুন এই এসোসিয়েশনের যুক্ত হবার কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা আমাদের স্কুলে কয়েকদিনের মধ্যেই উপস্থিত হবে স্কুল পরিদর্শন করার। আমরা চিন্তা করেছি যে সকল ব্যক্তি এই অ্যাসোসিয়েশন এর অফিসার গন আমাদের স্কুল পরিদর্শনে আসবে তারা যেন আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে খুবই সুন্দর কিছু প্রদর্শন উপভোগ করতে পারে তাই আমরা গত কয়েকদিন যাবত একটু ভিন্ন ধরনের পরিকল্পনা মাথায় নিয়েছি।বিভিন্ন ধরনের এই পরিকল্পনার মধ্যে প্রথম যে পরিকল্পনা টা গ্রহণ করেছি সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে একটু উন্নতি।
আমরা সবসময়ই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে আমাদের স্কুলের বিভিন্ন বিষয়ের থেকে একটু প্রাধান্য দিয়ে থাকি কেননা আমরা জানি যে ছাত্রছাত্রীদেরকে যদি আমরা তাদের নিজেদের মতো গড়ে তুলতে পারি এবং সকলের সামনে সহজভাবে পারফরম্যান্স পড়ানোর মতো করে গড়ে তুলতে পারি তাহলে তারা খুব সহজেই ভালো কিছু অর্জন করতে পারবে। আর এই এসোসিয়েশনের ব্যক্তিরা যখন স্কুলে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বগুলো দেখবে তখন তারা যেন অনুপ্রাণিত হয় তাই আমরা নতুন ধরনের কিছু উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আজকে স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে একটা বাছাই পর্ব করেছিলাম আর সেই বাছাই পর্বের মাধ্যমে আমরা কিছু ছাত্র-ছাত্রীদেরকে নির্ধারণ করেছি যারা উপস্থিত হওয়া অফিসারদের সামনে তাদের দক্ষতার পরিচয় প্রদান করবে। এজন্য আমরা ছাত্রছাত্রীদেরকে বাছাই করে নিয়ে আলাদা ভাবে প্র্যাকটিস করার মত ব্যবস্থা ও করে দিয়েছি।
যাই হোক আমরা যদি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে সব বিষয়ে এভাবে পারদর্শিতা উপরে গড়ে তুলতে পারি তাহলে আমরা হয়তোবা এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর মধ্যে একটা ভালো অবস্থান খুব সহজেই করে নিতে পারব। এজন্য আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদেরকে প্রথম কয়েক বছর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আর যদি আমরা এটা করতে পারি তাহলে এই কাজটা আমাদের জন্য খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। আর এই কাজটা আমি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে ভালোভাবে করাতে পারবো বলে আমি বিশ্বাস করি কারণ আমি লক্ষ্য করে দেখেছি অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা অনেক বেশি দক্ষ অনেক বেশি এগিয়ে আছে। যে কোন বিষয়ে যদি তাদেরকে একটু ভালোভাবে ধারণা দেওয়া যায় তাহলে তারা সেই বিষয়টা সম্পর্কে খুবই ভালো উপস্থাপন আমাদেরকে দেখাতে পারে। আর এটাও আমি লক্ষ্য করে দেখেছি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে যদি আমরা স্বাভাবিকভাবে কোন একটা জিনিস শেখানোর চেষ্টা করে তারা খুব সহজেই সেটাকে আয়ত্ত করে নিতে পারে। এজন্যই আমার বিশ্বাস আছে আমাদের স্কুলের এই ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আমরা খুবই ভালো একটা অবস্থানে অবশ্যই পৌঁছে যেতে পারবো।আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে গ্রহণ করা নতুন ধরনের এই চ্যালেঞ্জটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
https://x.com/fizzvai/status/1840433685495202237?t=Cv1hIbApffE4Yd4LEcHYvQ&s=19