Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well. Today I am back with another new post. Those of you who read my posts regularly may know that because I am a teacher and a teacher by profession, I always try to share various things about our school with you. Earlier I have shared some posts about our school with you and in the future I will continue to share with you about the various topics of our school. So that you can get a very good idea about the affairs of my school and understand about our school what happens in our school. I will explain to you very simply how we run our school so that you all have a proper idea about it. I have noticed that nowadays our school has gained a good reputation in our area for its various activities and the most important role for this is our regulations. In addition to the rules, we want to make our students proficient in every subject in a very beautiful way and for this reason our school has already been established as a different kind of school to the people of the society. We constantly do things that leave everyone impressed and appreciated. One thing I am here to share with you today is something that I hope will give you a better idea about our school. Will come and you will also understand what kind of activities we do in our school. And how we provide education to students in our school, you can know very well through this post.
One thing I realized very well is that it is important to give importance to some things if the students are to be interested in learning. If the students can be given a little better idea in those subjects and can be given good education, then they will be able to know about those subjects very easily as well as their interest in education will increase a lot. And if only academic subjects are always presented to the students, then at some point it will be seen that their interest in studying is going down a lot and that is why we engage the students in various activities to take away the interest that they need to have in their studies. goes I have noticed very well that these different steps taken by our school have made the students much more interested in education these days. I make the updated news about the various school matters i.e. if one thing can be said it will not be wrong in any way that I have to play the biggest and most important role to legislate and administer the various rules and other laws of the school because I am currently our I am employed as a school director.
Being a director has made it a little easier for me to do these things. I introduced some things in our school that other schools don't have and although Basta was in the past now it is on the way to extinction. We used to notice that different kinds of cultural programs were organized in schools but nowadays this thing is almost non-existent. There was a time when a cultural program was organized on Thursday of every week which was called weekly cultural program but nowadays this thing has gone completely extinct. Since such a beautiful and good thing has gone to extinction, the interest of students towards education has also increased a lot. If every day of the week students read only with books then it is natural that they will not be interested in learning. And to bring back their interest in learning, they should be engaged in some other kind of work so that both their minds and heads are refreshed. And I wholeheartedly believe that this weekly cultural program can solve all other problems of mind and heart of students very easily.
Like every week from this week we organized a cultural program in our school. Another important thing we do is to encourage students. And because of this I think children get more interested in learning. They get more interest not only in education but also in cultural events only because of this initiative taken by us. Every week we invite a respected person from our area to our weekly cultural event. He thoroughly enjoyed our weekly cultural program and at the end of the program he gave various orientation speeches to the students and teachers. We always come and follow directions and do different things according to those directions. Many times it is seen that the senior person gives us some very nice feedback which plays a special role to make our event more beautiful. This week we invited a respected teacher of our upazila city to this event. He is a retired teacher. He is also currently the president of Bangladesh Kinder Garden Association of our district. We will join Bangladesh Kindergarten Association so we invited him to visit our school. He has been visiting our school for many days and the purpose of coming today was not only to join Kindergarten Association but we also showed him our program so that he likes it. I noticed that he was very impressed by the performance of the students of our school in various events and one time I noticed that he happily gave a prize of 1000 taka to a student. The gift was very happy. Do comment and let me know how you feel about this initiative taken by our school. I am not sharing much with you today, as of today, I will appear with you later with a new post.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা আমার পোস্টগুলো যারা নিয়মিত পড়েন তারা জানেন হয়তো বা আমি এই পেশাগত ভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে আমি সবসময় আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি। ইতিপূর্বেও আমি আপনাদের মাঝে কয়েকটা পোস্ট আমাদের স্কুলের বিষয়ে শেয়ার করেছিলাম আর পরবর্তী সময়ে ও আমি আপনাদের মাঝে আমাদের স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করতে থাকবো। যেন আপনারা আমার স্কুলের বিষয়গুলো সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করতে পারেন এবং আমাদের স্কুলের বিষয়ে বুঝতে পারেন আমাদের স্কুলে কি কি হয়। আমরা কিভাবে আমাদের স্কুলটাকে পরিচালনা করি সেই বিষয়গুলো খুব সহজে আমি আপনাদের মাঝে তুলে ধরব যেন এই বিষয়টা সম্পর্কে আপনাদের সকলের সঠিক ধারণা থাকে। আমি লক্ষ্য করে দেখেছি বর্তমান সময়ে আমাদের স্কুলের বিভিন্ন কার্যকলাপ এর জন্য আমাদের এলাকার মধ্যে ভালো একটা সুনাম অর্জন করে ফেলেছে আর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের নিয়মকানুন। নিয়ম কারণের পাশাপাশি আমরা আমাদের ছাত্র-ছাত্রীদেরকে খুবই সুন্দর ভাবে প্রত্যেকটা বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে চাই আর এই জন্যই সমাজের মানুষের কাছে আমাদের স্কুলটা একটা ভিন্ন ধরনের স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমরা প্রতিনিয়ত এমন কিছু কাজ করি যা দেখে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়ে যায় আর আমাদের সেই কাজের প্রশংসা সবসময়ই করতে থাকে।তেমনি একটা বিষয় আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়েছে আশা করি এই বিষয়টা যার নেওয়ার পরে আপনাদের কাছে ও আমাদের স্কুল সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে আর আপনারা ও বুঝতে পারবেন আমাদের স্কুলে আমরা কি ধরনের কার্য কলাপ প্রতিনিয়ত করে থাকি। আর আমাদের স্কুলে ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে শিক্ষা প্রদান করি, সেই ছয়টা ও আপনারা আমাদের এই পোষ্টের মাধ্যমেই খুব ভালোভাবে জানতে পারবেন।
একটা জিনিস খুবই ভালোভাবে উপলব্ধি করে দেখেছি যে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার ক্ষেত্রে যদি একটু আগ্রহিত করে গড়ে তুলতে হয় সেজন্য কিছু বিষয় গুরুত্ব দেওয়া কবি গুরুত্বপূর্ণ। সে বিষয়গুলোতে যদি ছাত্রছাত্রীদেরকে একটু ভালোভাবে ধারণা দেওয়া যায় এবং ভালোভাবে শিক্ষা প্রদান করা যায় তাহলে খুব সহজে তারা সেই বিষয়গুলো সম্পর্কে যেমন ভালোভাবে জানতে পারবে ঠিক তেমনি ভাবে লেখাপড়ার ক্ষেত্রে ও তাদের আগ্রহের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। আর যদি সব সময় শুধুমাত্র লেখাপড়ার বিষয়গুলোই ছাত্রছাত্রীদের মাঝে উপস্থাপন করা হয় তাহলে একটা সময় দেখা যাবে যে তাদের লেখাপড়া করার ক্ষেত্রে আগ্রহ অনেক কমে যাচ্ছে আর এই জন্যই আমরা ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন ধরনের কার্যকলাপ এর সাথে যুক্ত করায় যেন তাদের লেখাপড়ার ক্ষেত্রে যে আগ্রহ থাকা প্রয়োজন সেটা থেকে যায়। আমাদের স্কুলের গ্রহণ করা এই ভিন্ন ধরনের পদক্ষেপগুলোর কারণে বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা লেখাপড়ার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে এই বিষয়টা আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি। স্কুলের বিভিন্ন বিষয়ের আপডেট নিউজগুলো আমি তৈরি করে থাকি অর্থাৎ একটা কথা যদি বলা যায় সেটা কোনোভাবেই ভুল হবে না যে ইস্কুলের বিভিন্ন নিয়ম-কানুন এবং অন্যান্য আইন কানুন ও পরিচালনা করার জন্য আমাকে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় কারণ আমি বর্তমান সময়ে আমাদের এই স্কুলের পরিচালক পদে নিয়োজিত আছি।
পরিচালক হবার কারণে এই কাজগুলো করতে আমার জন্য একটু সহজ হয়েছে। আমি আমাদের স্কুলে এমন কিছু জিনিস চালু করেছি যা অন্যান্য স্কুলগুলোতে নেই আর যদিও বাসতাম অতীতে ছিল এখন সেটা বিলুপ্তের পথে চলে গিয়েছে। আমরা লক্ষ্য করে দেখতাম স্কুলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটা আর নেই বললেই চলে। একটা সময় লক্ষ্য করা যেত প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেটাকে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান বলা হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটা একদমই বিলুপ্তের পথে চলে গিয়েছে। যেহেতু এমন সুন্দর এবং ভালো একটা জিনিস বিলুপ্তের পথে চলে গিয়েছে তাই লেখাপড়ার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহের পরিমাণটাও অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। সপ্তাহের প্রত্যেকটা দিন যদি ছাত্রছাত্রীরা শুধু বই খাতা নিয়েই পড়ে থাকে তাহলে তাদের লেখাপড়ার ক্ষেত্রে আগ্রহ থাকবে না এটাই স্বাভাবিক। আর তাদের লেখাপড়ার আগ্রহ ফিরিয়ে আনার জন্য তাদেরকে একটু অন্য ধরনের কাজের সাথে যুক্ত করাতে হবে যেন তাদের মন এবং মাথা দুটোই ফ্রেশ হয়ে যায়। আর এই সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের মন এবং মনের অন্যান্য সকল সমস্যাগুলো সমাধান করতে পারে খুব সহজেই এই জিনিসটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহ থেকে আমরা আমাদের স্কুলের একটা সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা করে থাকি। আর এই কারণে ছেলেমেয়েরা লেখাপড়ার ক্ষেত্রে আরও বেশি আগ্রহ পায় বলে আমার কাছে মনে হয়। শুধুমাত্র লেখাপড়ার ক্ষেত্রেই নয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে তারা অনেক বেশি আগ্রহ পায় শুধুমাত্র আমাদের এই গ্রহণ করা উদ্যোগের কারণে। আমরা প্রত্যেক সপ্তাহেই আমাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে আমন্ত্রণ জানাই আমাদের এই সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। তিনি আমাদের সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি খুব ভালোভাবে উপভোগ করেন এবং অনুষ্ঠান শেষে তিনি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। আমরা সব সময় এসে দিক নির্দেশনাগুলো অনুসরণ করি এবং সেই দিক নির্দেশনা অনুসারে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় সিনিয়র সেই ব্যক্তি আমাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু মতামত প্রদান করেন যা আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এই সপ্তাহেতে আমাদের উপজেলা শহরের একজন সম্মানিত শিক্ষককে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এছাড়াও তিনি বর্তমান সময়ে আমাদের জেলার বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি। আমরা বাংলাদেশকে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এ যুক্ত হব তাই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের স্কুল পরিদর্শন করার জন্য। তিনি অনেক দিন আমাদের স্কুলে এসেছিল আর এই আজকের আসার উদ্দেশ্য ছিল শুধুমাত্র কিন্ডারগার অ্যাসোসিয়েশনের যুক্ত করার কিন্তু আমরা একই সাথে তাকে আমাদের অনুষ্ঠানটাকেও দেখালাম যেন তার কাছে ভালো লাগে। লক্ষ্য করে দেখলাম আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানের পারদর্শিতা দেখে তিনি অনেক মুগ্ধ হয়েছেন এবং একটা সময় লক্ষ্য করে দেখলাম একজন ছাত্রীকে তিনি খুশি হয়ে এক হাজার টাকা পুরস্কার প্রদান করলেন। উপহার রয়েছে অনেক খুশি হয়ে গেল। আমাদের স্কুলের গ্রহণ করা এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
Nice to see Siraj sir in this discussion meeting thanks brother for sharing such a beautiful post.
Telegram and Whatsapp