Efforts to improve the quality of education

in blurt-188398 •  3 days ago  (edited)

IMG_20250219_073721.jpg

Hello everyone, I am fine too. Today I am back with another new post. I always take various initiatives to ensure good results for the students in our school. In fact, due to taking such initiatives, I have achieved great success this time and due to this success, many students have started encouraging me to study. And for this, I feel like I have to work a little harder because I think if I can pay it off like this from then on, they will be able to achieve very good results in the future.

আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্টে হাজির হয়ে গেলাম। আমি সব সময় আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের ভালো ফলাফল পালনের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি আসলে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার ফলে এবার আমি অনেক বড় সাফল্য পেয়েছি আর এ সাফল্যের কারণে অনেক বেশি ছাত্রছাত্রী আমার কাছে লেখাপড়া শেখার জন্য উৎসাহ প্রদান করতে শুরু করেছে। আর এই জন্য আমাকে একটু বেশি পরিমাণে পরিশ্রম করে মনে হচ্ছে কারণ ভাববো যদি তারপর থেকেই এভাবে পরিশোধ করতে পার তাহলে তারা ভবিষ্যতে খুবই ভালো ফলাফল করতে পারবে।

IMG_20250219_074334.jpg

IMG_20250219_074439.jpg

এভাবে লেখাপড়া করা দরকার হলে সকলেই ভালো ফলাফল করতে পেরেছে এই বছরই আমাদের স্কুল থেকে ১৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় থেকে বৃত্তি পেয়েছে। একজন ছাত্র-ছাত্রী আমাদের স্কুল থেকে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করতে পেরেছে আর এর জন্ম আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি হয়ে যাচ্ছে আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে।

If it is necessary to study in this way, everyone has been able to achieve good results. This year, 14 students from our school have received scholarships in the examination. One student from our school has secured third place in the whole of Bangladesh and due to this, the interest in enrolling students in our school has increased a lot.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!