রাত দুপুরে পিকনিক শুরু করে দেওয়া

in blurt-188398 •  last month 

IMG20241127012907.jpg

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের কাছে পিকনিক করাটা যেন হয়ে গিয়েছে যখন ইচ্ছা হলো তখনই শুরু করে দেওয়া। এইতো কয়েকদিন আগে রাত বারোটার দিকে বাইরে বের হলাম বাইরে বের হওয়ার উদ্দেশ্য ছিল চা খাওয়া। দোকানে যাবার পরেই ছেলেরা বলতে শুরু করলো যে এখন একটা পিকনিক করতে পারলে খুবই ভালো হয়। কিন্তু ভেবে দেখুন রাত বারোটা বাজে এখন পিকনিক করার আয়োজন করাটা কতটা কঠিন বিষয়। তারপরও যখন ইচ্ছা হয়েছে শুরু করে দিলাম।

IMG20241126235226.jpg

IMG20241127012645.jpg

হাতের কাছে আমরা যে সকল সরঞ্জাম পেলাম সেগুলো দিয়েই শুরু করে দিলাম পিকনিকের রান্না। এই রান্নার কাজে আমরা খিচুড়ি এবং ডিম ভাজির ব্যবস্থা করেছিলাম। যেহেতু রাত অনেক বেশি হয়ে গিয়েছিল তাই মাংসের ব্যবস্থা করাটা আমাদের জন্য ছিল অসম্ভব। এজন্যই আমরা মাংসের পরিবর্তে খিচুড়ির সাথে ওই দিনে ডিম ভাজি করে খেয়েছি।

IMG20241127012655.jpg

IMG20241127012752.jpg

গ্রামে বসবাস করলে এই একটা সুবিধা লাভ করা যায়। যখন যা ইচ্ছা হয় তখনই সেটা করার মত সুযোগ থেকেই যায়। যাই হোক রাত দুপুরে পিকনিক করার এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

It could be favorable if u can post English translate for global viewers and readers.
Through it, users like me and others can also interact with you.