1000 blurt Power Up

in blurt-188398 •  4 months ago 

Blue Yellow Futuristic Virtual Technology Blog Banner_20240907_211746_0000.png

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh

I hope you all are well and I am also well. Today I appear among you with another new post. Today I have come to you with a very important post. Those who want to survive in this platform for long term always try to improve their capabilities. Because the better their capacity can be increased, the better it will be possible to survive on this platform. You may notice that many people have a lot of power in their accounts and they are doing very well here. And those who don't have power in their account always think that if I had so much power in my account, maybe it would be better for me. But if you only think in your mind, you will not be able to continue your work. Therefore, the most important thing is to increase one's capacity more and more, i.e. to power up. I have noticed that there are people working on this platform who are always thinking about selling as much as possible without increasing their power. One thing I believe very well is that people who sell and eat what they earn now instead of doing it, will suffer great regret at some point in the future. Because when its price will increase and then they will not be able to buy it and that's why they will always think that bro what did I do if I could have kept my previous earnings then I would have become a big man today.

If you don't want to be a victim of such regrets, then always try to use the wisdom that I will tell you today. First convert the amount you earn into power so that you can't easily sell it even if you want to. And buy as much as you can every week and convert it into power here. As you accumulate this small amount today, you will soon see it turn into a big number. Then seeing the power of your account, you will not believe yourself how you became the owner of so much power. In fact, this happens all the time, that's why we read a story when we were children about small grains of sand forming continents on the ocean floor. These small amounts saved today will turn into big numbers in the future. And when such a large number comes in front of you, I believe it will do a lot of good in your mind.

That's all, let's try to show you a little better how to increase the margin. If you read this post of mine carefully, you will learn very well how to increase power. And by increasing the power in this way, you will become the owner of a much bigger power one day.

বাঙ্গালীদের জন্য

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে মনে হয় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। যারা এই প্লাটফর্মে দীর্ঘ মেয়াদীভাবে টিকে থাকতে চায় তারা সব সময় চেষ্টা করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। কেননা নিজেদের সক্ষমতা যতটা ভালোভাবে বৃদ্ধিকরা যাবে এই প্লাটফর্মে ততটাই ভালোভাবে টিকে থাকা সম্ভব হবে। আপনারা হয়তোবা লক্ষ্য করে দেখবেন অনেকের একাউন্টে অনেক বেশি পাওয়ার রয়েছে তারা এখানে খুবই ভালোভাবে টিকে আছে। আর যাদের একাউন্টে পাওয়ার নেই তারা সবসময়ই চিন্তা করে যদি আমার একাউন্টে এত বেশি পাওয়ার হতো তাহলে হয়তোবা আমার জন্য অনেক বেশি ভালো হতো। কিন্তু শুধুমাত্র মনে মনে চিন্তা করলে তো আর হবে না নিজের কাজও চালিয়ে যেতে হবে। এজন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি বেশি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করা অর্থাৎ পাওয়ার আপ করা। আমি লক্ষ্য করে দেখেছি এই প্লাটফর্মে এমন কিছু ব্যক্তি কাজ করে যারা সব সময় চিন্তা করে নিজের পাওয়ার না বৃদ্ধি করে যতটা বেশি পরিমাণে সম্ভব বিক্রয় করে খেয়ে ফেলার জন্য। আমি একটা জিনিস খুব ভালোভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে এখন যে সকল ব্যক্তি করার পরিবর্তে নিজেরা যে উপার্জন করছে সেটা বিক্রি করে খেয়ে ফেলছে খারাপ ভবিষ্যতে একটা সময় খুবই বড় আফসোস এর শিকার হবে। কারণ যখন এটার দাম বৃদ্ধি পেয়ে যাবে আর তখন তারা এটা কিনতে পারবে না আর এজন্য তারা সবসময় ভাবতে থাকবে যে ভাই আমি এটা কি করলাম যদি আমার আগের উপার্জন গুলো রেখে দিতে পারতাম তাহলে আজকে হয়তো বা নিজেই বড়লোক হয়ে যেতাম।

যদি এমন আফসোসের শিকার হতে আপনি না চান তাহলে আমি যে বুদ্ধিটা আপনাদের আজকে বলে দেবো সেটা সব সময় কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রথমত আপনি যে পরিমাণে উপার্জন করছেন সেটাকে পাওয়ারে রূপান্তরিত করুন যেন আপনি চাইলেও সেটা সহজে বিক্রয় করতে না পারেন। আর প্রত্যেক সপ্তাহে যতটা পারা যায় ততটা কিনে আনুন আর এখানে পাওয়ারের রূপান্তরিত করুন। আজকের এই অল্প অল্প পরিমাণ জমা করতে করতে একটা সময় দেখবেন বৃহৎ একটা সংখ্যায় রূপান্তরিত হয়েছে। তখন আপনার একাউন্টের পাওয়ার দেখে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আপনি কিভাবে এত বেশি পাওয়ারের মালিক হয়ে গেলেন। আসলে এটাই সব সময় হয়ে থাকে এজন্যই তো আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। আজকের জমানো এই ছোট ছোট পরিমাণই হয়ে যাবে ভবিষ্যতের বড় সংখ্যা। আর যখন এমন একটা বড় সংখ্যা আপনাদের সামনে চলে আসবে তখন আপনাদের মনের মাঝে খুবই ভালো লাগা কাজ করবে এটা আমি বিশ্বাস করি।

অনেক কথা হল চলুন কিভাবে পাড় বৃদ্ধি করতে হয় সেটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আপনারা যদি আমার এই পোস্টটি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিভাবে পাওয়ার বৃদ্ধি করতে হয় সেটা খুব ভালোভাবেই শিখে যাবেন। আর এইভাবে পাওয়ার বৃদ্ধি করে আপনারা ও একদিন অনেক বড় পাওয়ার এর মালিক হয়ে যাবেন।

My account before power up:

Screenshot_2024-09-20-16-31-52-68_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

I will share all the screenshots with you so that you can get a better idea about it. First I shared with you a screenshot where I showed you how much I had in my account before the power increase. Before power increase my power had 11543 blurt and account had 1304 blurt. From here I convert to 1000 blurt power.

বাঙ্গালীদের জন্য

আমি আপনাদের মাঝে সবগুলো স্ক্রিনশট শেয়ার করব যেন আপনারা এই বিষয়ে খুবই ভালোভাবে ধারণা লাভ করতে পারেন। প্রথমেই আমি আপনাদের মাঝে একটা স্ক্রিনশট শেয়ার করেছি যেখানে আমি আপনাদেরকে দেখেছি পাওয়ার বৃদ্ধি করার আগে আমার একাউন্টে কত ছিল। পাওয়ার বৃদ্ধি করার আগে আমার পাওয়ারে ছিল ১১৫৩ blurt আর একাউন্টে ছিল ১৩০৪ blurt । এখান থেকে আমি ১০০০ blurt পাওয়ারের রুপান্তরিত করব।

Time to power up:

Screenshot_2024-09-20-16-32-09-48_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-09-20-16-32-14-09_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Next I converted the power to 1000 blurt. I have tried to show you how to convert power very well if you can follow these steps that I have shown you will be able to do it very easily. And to do this you must use Active Key. If you use Active Key then you can do this in no time without any hassle.

বাঙ্গালীদের জন্য

এরপরে আমি ১০০০ blurt এ পাওয়ারে রূপান্তরিত করলাম। কিভাবে পাওয়ারে রূপান্তরিত করতে হয় সেটা আমি খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি আপনারা আমার দেখানো এই ধাপগুলো অবলম্বন করতে পারেন তাহলে খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারবেন। আর এই কাজটা করার জন্য আপনার অবশ্যই একটিভ কি ব্যবহার করতে হবে। যদি আপনি একটিভ কি ব্যবহার করেন তাহলে কোন ধরনের ঝামেলা ছাড়াই আপনারা এই কাজটি অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন।

My account after power up

Screenshot_2024-09-20-16-32-54-34_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

And with that I converted 1000 blurt to power. After converting to 1000 blurt power my account power is 12543 blurt. I have taken the target to complete one lakh power by this year anyway. I don't think it will be too difficult for me to increase this one lakh power if I keep increasing power like this.

Increasing power is very important for everyone. Because at this time the price of this thing is very low and if it can be bought and kept at this low price then it seems to me that it will be very useful in the future. There will come a time when its price will exceed one dollar, just think how much our earnings will increase. And if the amount of money you are investing here today goes to one dollar, then think about how much your investment money will increase. All in all, if we can increase our power in this way, we will benefit ourselves. We can survive on this platform for a long time and very well and as we increase our power, our earnings will also increase a lot.

বাঙ্গালীদের জন্য

আর এরই মধ্য দিয়েই আমি 1000 blurt কে পাওয়ারে রুপান্তরিত করে ফেললাম। ১০০০ blurt পাওয়ারে রূপান্তরিত করার পরে আমার একাউন্টে পাওয়ার হলো ১২৫৪৩ blurt। আমি টার্গেট গ্রহণ করেছি এই বছরের মধ্যে যেকোন ভাবে এক লাখ পাওয়ার পূর্ণ করব। যদি আমি প্রতিনিয়ত পাওয়ার এভাবে বৃদ্ধি করতে থাকি তাহলে এই এক লাখ পাওয়ার বৃদ্ধি করা আমার কাছে খুব একটা কঠিন হবে বলে মনে করি না।

পাওয়ার বৃদ্ধি করাটা প্রত্যেকটা মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এই সময়ে এই জিনিসের দাম অনেক কম রয়েছে আর এই কম দামে যদি কিনে রেখে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে অনেক কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। একটা সময় আসবে যখন এটার দাম এক ডলার অতিক্রম করে যাবে তখন একবার ভেবে দেখুন কত বেশি পরিমাণে উপার্জন বৃদ্ধি পেয়ে যাবে আমাদের। আর আজকে আপনি যে পরিমাণে টাকা এখানে ইনভেস্ট করছেন যদি এক ডলারে চলে যায় তাহলে আপনার সেই ইনভেস্টের টাকা কত গুণ বেশি হয়ে যাবে সেটাও একবার চিন্তা করে দেখুন। সব মিলিয়ে আমরা যদি এভাবেই পাওয়ার বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের নিজেদের জন্যই উপকার হবে। আমরা এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে এবং খুবই সুন্দর ভাবে টিকে থাকতে পারবো আর পাওয়ার বৃদ্ধি করার সাথে সাথে আমাদের উপার্জনের পরিমাণটাও অনেক বৃদ্ধি পেয়ে যাবে।



Equation of power up:
DescriptionBlurt
Before power up blurt power11543
Amount of power up1000
After power up blurt power12543
Target100000
Remained87457


Join Our Community blurt space

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

This was a great post my friend!✅💰🚀

  ·  4 months ago  ·  

Thank you so much for joining our community.

  ·  4 months ago  ·  

wow great A very nice post shared. But powering up is very important for all of us.

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp