Random Photography Album

in blurt-188398 •  last month 

IMG20220823125858.jpg

Like every day, today I have appeared to share a new post with you. I hope that if you look at this shared post of mine carefully, you will see some beautiful flower photography in my post and you will be really impressed by these flower photography. I think it will be. As I like to imagine photography of various things, sometimes I imagine beautiful photography and try to share it with you. Even today, the photographs that I have come to share with you are very beautiful and you will also be impressed by them. I think so. I have appeared today to share different types of photography with you and the photographs that have appeared to share are all flower photography. A few days ago I went to a nursery with your brother. In fact, the main purpose of my visit to the nursery was to buy plants from there and buy those plants and plant them at home. I like to plant different types of plants, so sometimes I take your brother. I want to travel to the nursery to get beautiful flower seedlings from there and plant them at home. Planting has become an addiction for me because I understand the importance of trees very well and those who understand the importance of trees very well focus on planting a large number of trees. Since the amount of space in my house is very limited, I mostly focus on planting flowers instead of fruit trees or other plants.

প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আশা করি আমার এই শেয়ার করা পোস্টটি যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার পোষ্টের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন আর এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনারা রীতিমত মুগ্ধ হয়ে যাবেন এটা আমার মনে হয়। যেহেতু আমার বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি ধারণা করতে খুবই ভালো লাগে এজন্য মাঝে মাঝেই আমি সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণা করি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আজকেও আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছে সেগুলো অনেক সুন্দর হয়েছে আর এগুলো দেখে আপনারাও রীতিমত মুগ্ধ হয়ে যাবেন বলে আমার কাছে মনে হয়। আমি আজকে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়েছি আর যে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য হাজির হয়েছে সেগুলো সবই হচ্ছে ফুলের ফটোগ্রাফি। কিছুদিন আগে আমি আপনাদের ভাইয়াকে সাথে করে একটা নার্সারি ভ্রমণ করতে গিয়েছিলাম আসলে আমার নার্সারি ভ্রমণ করতে যাবার প্রধান উদ্দেশ্য ছিল সেখান থেকে গাছ ক্রয় করা আর সেই গাছগুলো কিনে এনে বাড়িতে রোপন করা।বিভিন্ন ধরনের গাছ লাগাতে আমার কাছে খুবই ভালো লাগে এজন্য মাঝে মাঝেই আমি আপনাদের ভাইয়াকে নিয়ে নার্সারিতে ভ্রমণ করতে চাই যেন সেখান থেকে সুন্দর সুন্দর ফুলের চারা এনে বাড়িতে রোপন করতে পারি। এই গাছ লাগানোর বিষয়টা আমার কাছে অনেকটাই নেশার মত হয়ে গিয়েছে কারণ গাছের গুরুত্ব আমি খুব ভালোভাবেই বুঝি আর যারা গাছের গুরুত্ব খুব ভালোভাবে বোঝে তারা প্রচুর পরিমাণে গাছ লাগানোর ক্ষেত্রে মনোযোগী হয়। যেহেতু আমার বাড়িতে জায়গার পরিমাণটা অনেকটাই কম রয়েছে তাই আমি বেশিরভাগ সময় ফলের গাছ বা অন্যান্য গাছ বাদ রেখে ফুলের গাছ লাগানোর ক্ষেত্রেই গুরুত্ব দিয়ে থাকি।

IMG20220823130009.jpg

After entering the nursery, first I was fascinated by a flower, although I didn't know the name of this flower, then I asked the nursery staff to know the name of the flower and found out that this flower is called Jarul flower. The beauty of this flower is so beautiful that everyone will be mesmerized by it I think. This flowering plant looks a lot like a jam plant. Since the leaves of this tree look very similar to the jam tree, it is natural that a person can make a mistake by looking at it. If this tree does not bloom then many people will think it is a jam tree but those who know a little better will understand that it is not actually a jam tree it is a jarul flower tree.

নার্সারির মধ্যে প্রবেশ করার পরে প্রথমেই আমি একটা ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম এই ফুলটার নাম যদিও আমার কাছে জানা ছিল না পরে আমি নার্সারি কর্মীর কাছ থেকে ফুলটির নাম জানতে চাইলাম এবং জানতে পারলাম যে এই ফুলটির নাম হচ্ছে জারুল ফুল। এই ফুলের সৌন্দর্য এতটাই সুন্দর যা দেখে সকলের মুগ্ধ হয়ে যাবে এটা আমার মনে হয়। এই ফুলের গাছ দেখতে অনেকটাই জাম গাছের মত। যেহেতু এই গাছের পাতাগুলো দেখতে অনেকটাই জাম গাছের মতো তাই এটা দেখে যে কোন মানুষ ভুল করতে পারে এটাই স্বাভাবিক। যদি এই গাছে ফুল না ফুটে তাহলে অনেকেই এটাকে দেখে মনে করবে যে এটা জাম গাছ কিন্তু যারা একটু ভালোভাবে চেনে এবং জানে তারা বুঝতেই পারবে যে এটা আসলে জাম গাছ নয় এটা হচ্ছে একটি জারুল ফুলের গাছ।

IMG20220823130415.jpg

IMG20220823125721.jpg

The importance of trees is much better because trees are a very useful thing. We all know very well how much trees benefit us. We constantly take oxygen from trees and through that oxygen we live. Not only does space help us with oxygen, but we also get help from plants in many other ways. Trees constantly absorb carbon dioxide from the environment and by absorbing that carbon dioxide, they can improve the environment. Since the number of trees is decreasing day by day and due to this the amount of carbon dioxide in the environment is increasing and whenever the amount of carbon dioxide is increasing in the environment the climate is changing and with the change of climate we have noticed various problems in our world especially Due to climate change we see the environment warming more and more. We all know very well that carbon dioxide produces a lot of heat and due to this heat the temperature in the environment increases. At that stage the temperature is now constantly increasing. That is why it is our duty to constantly plant more trees to maintain the balance of our environment but if we cut down trees but do not plant trees then we will not be able to maintain the balance of our environment in any way in a country where at least 25 percent forest cover is required at present. It is not even possible if there is 15 percent in our country at the time. And since the number of sisters has decreased so much and that is why our country is facing so many problems at present, we have only one way to deal with this problem and that is to plant more trees and by planting trees we can make our environment beautiful again.The importance of trees is much better because trees are a very useful thing. We all know very well how much trees benefit us. We constantly take oxygen from trees and through that oxygen we live. Not only does space help us with oxygen, but we also get help from plants in many other ways. Trees constantly absorb carbon dioxide from the environment and by absorbing that carbon dioxide, they can improve the environment. Since the number of trees is decreasing day by day and due to this the amount of carbon dioxide in the environment is increasing and whenever the amount of carbon dioxide is increasing in the environment the climate is changing and with the change of climate we have noticed various problems in our world especially Due to climate change we see the environment warming more and more. We all know very well that carbon dioxide produces a lot of heat and due to this heat the temperature in the environment increases. At that stage the temperature is now constantly increasing. That is why it is our duty to constantly plant more trees to maintain the balance of our environment but if we cut down trees but do not plant trees then we will not be able to maintain the balance of our environment in any way in a country where at least 25 percent forest cover is required at present. It is not even possible if there is 15 percent in our country at the time. And since the number of sisters has decreased so much and that is why our country is facing so many problems at present, we have only one way to deal with this problem and that is to plant more trees and by planting trees we can make our environment beautiful again.

গাছের গুরুত্ব অনেক বেশি ভালোভাবে দিয়ে থাকি কারণ গাছ খুবই উপকারী একটা জিনিস আমরা সকলেই খুব ভালোভাবে জানি যে গাছ আমাদের কতটা বেশি পরিমাণে উপকার করতে থাকে আমরা প্রতিনিয়ত গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি আর সেই অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকি। শুধুমাত্র জায়গা আছে আমাদেরকে অক্সিজেন দিয়ে সাহায্য করে তা কিন্তু নয় আমরা আরো অনেক কাজে গাছের থেকে সাহায্য পেয়ে থাকি গাছ প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে শোষণ করে এবং সেই কার্বন ডাই অক্সাইড শোষণ করার মাধ্যমে পরিবেশটাকে সুন্দর করতে পারে। যেহেতু বর্তমান সময়ে গাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে আর এই জন্যই পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর যখনই কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ পরিবেশের বৃদ্ধি পেয়ে যাচ্ছে তখনি জলবায়ু পরিবর্তন হচ্ছে আর জলবায়ু পরিবর্তন হবার সাথে সাথে আমাদের পৃথিবীতে নানা ধরনের সমস্যার লক্ষ্য করতে পেরেছে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা পরিবেশটাকে বেশি পরিমাণে গরম হতে দেখতে পাই। আমরা সকলেই খুব ভালোভাবে জানি যে কার্বন ডাই-অক্সাইড প্রচুর পরিমাণে গরম আর এই গরমের কারণে পরিবেশে তাপমাত্রা দ্বীনের বৃদ্ধি পেতে থাকে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব বর্তমান সময়ে আমাদের দেশের বা পুরো পৃথিবীতে তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়ে গিয়েছে যেখানে কিছুদিন আগেও তাপমাত্রা সহনশীল পর্যায়ে ছিল সে তাপমাত্রা এখন প্রতিনিয়ত অনেক বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের সকলের ওসির প্রতিনিয়ত আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য বেশি পরিমাণে গাছ লাগানো কিন্তু আমরা যদি গাছ কেটে ফেলি কিন্তু গাছ না লাগায় তাহলে আমরা কোনভাবেই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো না একটি দেশে যেখানে সর্বনিম্ন হলেও ২৫ পার্সেন্ট এর উপরে বনভূমি থাকা প্রয়োজন সেই জায়গাটাতে বর্তমান সময়ে আমাদের দেশে ১৫ পার্সেন্ট আছে কিনা তারও সম্ভব না। আর যেহেতু বোনের পরিমাণ এতটাই কমে গিয়েছে আর এই জন্যই আমাদের দেশের বর্তমান সময়ে অনেক বেশি সমস্যা দেখা যাচ্ছে এই সমস্যার মোকাবেলা করার জন্য আমাদের একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে বেশি পরিমাণে গাছ লাগানো আর গাছ লাগানোর মাধ্যমে আমরা পারি আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে আবারও সাজিয়ে তুলতে।

IMG20220823130132.jpg

সবশেষে আমি আপনাদের মেসেজ যে ফটোগ্রাফিটা শেয়ার করেছি এই ফুলটার নাম হয়তো বা অনেকেই জানে না কেননা এই ফুল গাছটা দেখতে অনেকটাই গাছের মতো অনেকেই ভুল করে এটাকে দীর্ঘজী ও বলতে পারে কিন্তু আসলে এটা কোন কাজ নয় এটা হচ্ছে একটা ফুলের গাছ এই ফুলটির নাম হচ্ছে স্থলপদ্ম। আমি লক্ষ্য করে দেখেছি এই গাছে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এইজন্য এই গাছটা সকলেই বাড়িতে লাগানোর চেষ্টা করে আর এই গাছটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে দেয় তার ফুলের মাধ্যমে। আজকের আমি আপনাদের মাঝে খুব একটা বেশি বেশি শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির কোন একটা পোস্টের মধ্য দিয়ে।

Finally, the photograph that I shared in your message may not know the name of this flower, because this flower looks like a tree, many people mistakenly call it a long tree, but actually it is not a flower, the name of this flower is Sthalapadma. I have noticed that this tree constantly blooms in abundance, that's why everyone tries to plant this tree at home and this tree enhances the beauty of the house through its flowers. Today I am not sharing too much with you like today until now through a post that appears with you next time.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

A very beautiful post about flower photography has been presented to us. I like the flower too. We also have many flower gardens here. Thank you very much. For presenting such a beautiful photography post.