A child's smile

in blurt-188398 •  4 months ago 

IMG20240903063019.jpg

Parents know very well how good it is to spend quality time with their children. Our son Abu Rayhan is slowly growing up and to be honest he is getting very naughty now. Most of the time she is smiling and happy so our family is always happy to see her smiling. This smile on Abu Rayhan's face plays the most important and big role in keeping our whole family happy. The smile on this face of Abu Rayhan makes us forget our hundred sorrows.

সন্তানের সাথে সুন্দর সময় অতিবাহিত করাটা যে কতটা ভালো লাগার বিষয় সেটা যারা বাবা মা হয়েছেন সেটা খুব ভালোভাবেই জানেন। আমাদের সন্তান আবু রায়হান সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর সে সত্য কথা বলতে এখন অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। বেশিরভাগ সময় সে অনেক হাসি খুশি থাকে তাই তো আমাদের পরিবারটা তার এই হাসি খুশি দেখেই সব সময় খুশি থাকে। আমাদের পুরো পরিবারকে হাসিখুশি রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় ভূমিকা পালন করে আবু রায়হানের মুখের এই হাসি। আবু রায়হানের এই মুখের হাসি আমাদের শত দুঃখ-কষ্টকে ভুলিয়ে দেয়।

IMG20240903063001.jpg

I spend most of my days with Abu Rayhan and since then. Since he is with me most of the time, I have a lot of fun with him and we play together. All in all I had a wonderful time with him. Every parent loves to spend quality time with their child.

আবু রায়হান ও হবার পর থেকে আমার দিনের বেশিরভাগ সময় কাটে তার সাথে। যেহেতু বেশিরভাগ সময় সে আমার কাছেই থাকে তাই তাকে নিয়ে আমি অনেক আনন্দ করি মজা করি একসাথে দুজন খেলা করি। সব মিলিয়ে তাকে নিয়ে আমার খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত হয়ে যায়। সন্তানের সাথে সুন্দর সময় অতিবাহিত করতে প্রত্যেকটা মা-বাবার কাছেই অনেক বেশি ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 months ago  ·  

You are very happy with your son Abu Raihan. Also, it was nice to know that you spent most of the day with him.

  ·  4 months ago  ·  

Cute baby