Friends of my blurt space Community
I'm @fatema01 from Bangladesh
Like every day, today I am here to share a post with you, I hope you will like this post. Every day I try to bring something new in my posts so that you always like my posts. The most important thing that I give introduction to the likes of the post is the photography in the post. I've noticed that the better the photography in the post, the better the post looks. And even if your writing is a little less in the post, still the beauty of that post is increased through photography, but if a lot of photography is not good, then I think that post is not desirable to people in any way. That's why I always try to share the photographs that I want to share with you in the post so that they are captured very nicely and the photographs that I am sharing with you can be understood that there is a need for photography. If a photograph is to be meaningful, the photograph must be captured in such a way that the meaning it is actually trying to convey is best understood from the photo, otherwise, no matter how well the photography is conceived, I think it actually contradicts itself. Today I have come to you with an important post through which I have come today to introduce you to different types of plants. It is very difficult to find a person who does not love in the world because we all like and take care of different types of plants so that those things can grow very well.
প্রত্যেকদিনের মত আজকে ও আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি আশা করি আমার এই পোস্ট দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রতিদিনই আমি চেষ্টা করি আমার পোষ্টের মাঝে নতুন নতুন নিয়ে আসতে যেন আমার পোস্টগুলো প্রতিনিয়তই আপনাদের কাছে ভালো লাগে। পোস্ট ভালো লাগার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটাকে আমি ভূমিকা দিয়ে থাকি সেটা হচ্ছে পোস্ট এর মধ্যকার ফটোগ্রাফি গুলো। আমি লক্ষ্য করে দেখেছি পোষ্টের মধ্যকার ফটোগ্রাফি যতটা সুন্দর হবে পোস্ট দেখতে ততটা সুন্দর লাগবে। আর পোষ্টের মধ্যে তোর লেখা যতই কিছুটা কম ও হয়ে থাকে তারপরও ফটোগ্রাফির মাধ্যমে সেই পোস্টের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায় কিন্তু প্রচুর ফটোগ্রাফি যদি ভালো না হয় তাহলে সেই পোস্ট কোনভাবেই মানুষের কাছে পছন্দনীয় হয় না বলে আমি মনে করি। এজন্য আমি সব সময় চেষ্টা করি আমি চেয়ে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে পোস্ট এর মধ্যে শেয়ার করব সেগুলো যেন খুবই সুন্দরভাবে ধারণ করা হয় এবং যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করছি সেই ফটোগ্রাফির প্রয়োজন আছে বুঝতে পারা যায়। যদি কোন ফটোগ্রাফি অর্থপূর্ণ হয়ে থাকে সেই ফটোগ্রাফিটা এমন ভাবে ধারণ করতে হবে যেন সেই প্রকৃতপক্ষে যে অর্থ বোঝানোর চেষ্টা করছে ফটো থেকে সেটা খুব ভালোভাবে ধারণা লাভ করা যায় অন্যথায় যত ভালোভাবেই ফটোগ্রাফি ধারণা করা যাক না কেন সেটা প্রকৃতপক্ষে বিরোধিতা হয়ে যাবে বলে আমি মনে করি। আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি যে পোস্টের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচিত করার জন্য হাজির হয়েছি। ভালোবাসা না এমন মানুষ হয়তো বা পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই কষ্টের এজন্য আমরা সকলে পছন্দ করি আর গাছের বিভিন্ন ধরনের যত্ন করে থাকি যেন সেই কাজগুলো খুবই ভালোভাবে বেড়ে উঠতে পারে।
We should love every human being because we get something precious from the tree. We get some things from plants which even a millionaire can't buy and if it is available and even then it's such a thing it can't be used well and it's not possible to be healthy by using it. This oxygen we have noticed is available in different hospitals or other places but the oxygen we get from nature surpasses all other oxygen because it is very important and beautifully produced from this plant. And the oxygen that we get naturally does not mean any kind of adulteration or other contaminant that is why it plays a very important role in sustaining our life. The oxygen that we see in the eye hospital or other places uses different types of medicine which is very harmful for all of us. That's why I think it's very important to love trees and plant more trees. It is very important to have a third of the size of a country with trees, then it will be seen that the people of the country are not lacking in oxygen and the balance of the environment is correct. But at present, we see the opposite as the number of trees is decreasing as the population of a country increases. Think for a moment if jobs are cut like this and population continues to grow then how we will consume oxygen one day we will start dying due to lack of oxygen.
আমাদের প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসা উচিত কেননা গাছের কাছ থেকে আমরা অমূল্য কিছু জিনিস পেয়ে থাকি। আমরা গাছের কাছে এমনই কিছু জিনিস পেয়ে থাকি যা কোটিপতি টাকা মোরেও কিনতে পাওয়া যায় না আর যদি সেটা কিনতে পাওয়া যায় ও তারপরও সেটা এমনই একটা জিনিস সেটা ভালোভাবে ব্যবহার করা যায় না এমনকি সেটা ব্যবহার করে ঠিকভাবে সুস্থ থাকা ও সম্ভব হয় না। এই অক্সিজেন আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন হাসপাতাল বা অন্যান্য জায়গাতে পাওয়া যায় কিন্তু প্রকৃতি থেকে যে অক্সিজেন আমরা পেয়ে থাকি তার কাছে অন্য সকল অক্সিজেন আর মেনে যায় কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে তৈরি হয় এই গাছ থেকে। আর প্রাকৃতিকভাবে আমরা যে অক্সিজেন পেয়ে থাকি সেটার মধ্যে কোন ধরনের ভেজাল বা অন্যান্য দূষিত বোঝাতে থাকে না এজন্য এটা আমাদের জীবন ধারণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আই হসপিটাল না অন্যান্য জায়গাতে আমরা যে অক্সিজেন দেখে থাকি সেটার মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করা হয় যেটা আমাদের সকলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এজন্য গাছকে ভালোবাসা এবং বেশি বেশি করে বৃক্ষরোপণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটি দেশের আয়তনের এক তৃতীয়াংশ গাছ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাবে যে দেশের মানুষের অক্সিজেনের ঘাটতি হচ্ছে না আর পরিবেশের ভারসাম্য ও ঠিক থাকছে।কিন্তু বর্তমান সময়ে আমরা এর উল্টো দেখতে পাই একটা দেশকে জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে গাছের সংখ্যা ততটাই যেন কমে যাচ্ছে। একবার ভেবে দেখুন এভাবে যদি কাজ কেটে ফেলা হয় এবং জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে একটা সময় আমরা কিভাবে অক্সিজেন গ্রহণ করব আমরা তো একদিন অক্সিজেনের অভাবে মারা যেতে শুরু করে দেব।
To be honest I am a tree lover so always try to maintain the balance of the environment by planting different types of trees. Even though I don't have much space to plant trees at home, I try to plant some plants that will take up less space and play a role in balancing the environment. In fact, the more buses there are, the more oxygen will be available around the house, and how important oxygen is to humans, and I don't need to explain to you all. You all know very well how important oxygen is to all of us. At present, if we look at every country, we will see that as the population is increasing, the number of trees is decreasing day by day. If you look at each country, you will see that there are different types of structures to build, including human habitations. We all know how harmful this thing is to all of us, yet we are constantly harming ourselves.
সত্য কথা বলতে আমি একজন গাছ প্রেমে মানুষ তাই সবসময়ই চেষ্টা করে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে। যদিও আমার বাড়িতে গাছ লাগানোর মতো তেমন কোন জায়গা নেই তারপরও আমি চেষ্টা করি এমন কিছু গাছ লাগাতে যেন সেই কাজগুলো জায়গা কম নিবে এবং পরিবেশের ভারসাম্য করে ভূমিকা পালন করবে। আসলে আমি বাস যত বেশি থাকবে বাড়ির আশেপাশে তত বেশি অক্সিজেন পাওয়া যাবে আর মানুষের জন্য অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা আপনাদেরকে বলে বোঝানোর প্রয়োজন হবে না আপনারা সকলেই খুব ভালোভাবে যাবেন অক্সিজেনের গুরুত্ব আমাদের সকলের জন্য কতটা বেশি। বর্তমান সময়ে আমরা যদি প্রত্যেকটা দেশের দিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো সেখানে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তার উল্টোদিকে গাছের সংখ্যা দিন দিন কমতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা দেশেই লক্ষ্য করলে দেখা যাবে যে মানুষের আবাসস্থলসহ বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করার জন্য। এই জিনিসটা আমাদের সকলের জন্য কতটা ক্ষতিকর সেই জিনিস বিষয়টা আমরা সকলেই জানি তারপরও আমরা প্রতিনিয়ত নিজেদের ক্ষতি করে ফেলছি।
Since we have self-interested intelligence, we all should use this intelligence to plant more and more trees for our own good. Thus, if we continue to cut down the trees, one day we will see that the amount of carbon dioxide in the world has increased and whenever the amount of oxide increases, it will become impossible to sustain life for humans and other animals. However, if we look at the present time, we will see how much the amount of carbon dioxide has increased in the world and because of this the world has started warming slowly. If we take a closer look at the Himalayas or other places like Antarctica, we can see that there was a lot of ice in the past, but in the present, the amount of carbon dioxide has increased, and because of that, the world has warmed, if the amount of ice that was in the Himalayas is melting with a tick. has started You just say ice is turning into water so the sea level is rising day by day. You may all know that carbon-dioxide is a hot thing. Another thing we can very well notice is that the temperature in our country or around the world is now many times higher than what it was in the past. I have come to know by studying various books that in the past the average temperature of Bangladesh used to be 15 to 20 degrees Celsius and now it stands between 30 and 35 degrees Celsius. So think about where the temperature has gone. That is why the amount of rainfall is very less and the amount of heat can be observed much more. If the amount of heat continues to increase in this way, then at some point in our country and Saudi Arabia, the temperature will start falling to 70 degrees Celsius. Think again how hard it would be for us and our children if we had to live at 70°c. That's why I request everyone like me to plant different types of trees in different places around the house so that we all can keep the balance of the environment in a stable state.
যেহেতু আমাদের হিতাহিত বুদ্ধি রয়েছে তাই আমাদের সকলেরই উচিত আমাদের এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে নিজেদের ভালোর জন্য বেশি বেশি করে বৃক্ষরোপন করা। এইভাবে যদি আমরা গাছ কেটে ফেলতে থাকি তাহলে একটা সময় দেখা যাবে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের সংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছে আর যখনই কাজ করলে অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে তখন মানুষের সহ অন্যান্য প্রাণীর জন্য জীবন ধারণ করাটা হয়ে যাবে। যদিও বর্তমান সময়ের দিকেই লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে কার্বন-ডাই-অক্সাইডের সংখ্যা পৃথিবীতে কতটা বৃদ্ধি পেয়ে গিয়েছে আর এজন্য পৃথিবী আস্তে আস্তে গরম হতে শুরু করে দিয়েছে। আমরা হিমালয় বা অন্যান্য জায়গা যেমন এন্টারটিকার ক্ষেত্রে যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি তাহলে সেখানে অতীতের প্রচুর পরিমাণে বরফ লক্ষ্য করা যেতে কিন্তু বর্তমান সময়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর সেটার কারণে পৃথিবী গরম হয়ে গিয়েছে হলে একটা টিক্কা সহ হিমালয়ে যে পরিমাণে বরফ ছিল সেটা গলতে শুরু করে দিয়েছে। তুমি শুধু বরফ বলে পানিতে পরিণত হচ্ছে তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনারা হয়তোবা সকলেই জানেন যে কার্বন-ডাই-অক্সাইড কতটা গরম একটা জিনিস।আমরা আর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি যে আমাদের দেশে বা সারা বিশ্বে অতীতে তাপমাত্রা যতটা থাকতো এখন তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। আমি বিভিন্ন বইয়ের লেখাপড়া করার মাধ্যমে জানতে পেরেছি অতীতে বাংলাদেশের গড় তাপমাত্রা থাকতো ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস আর এখন সেটা দাঁড়িয়ে আছে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। তাহলে ভাবুন তাপমাত্রা কোথা থেকে কোথায় চলে গিয়েছে। এজন্যই তো এখন বর্তমান সময়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম দেখতে পাওয়া যায় আর গরমের পরিমাণ অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এভাবে যদি গরমের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তাহলে একটা সময় আমাদের দেশে ও সৌদি আরবের মতো 70 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পড়তে শুরু করে দিবে। আরেকবার ভেবে দেখুন যদি 70° c তাপমাত্রাতে জীবন ধারণ করতে হয় তাহলে কতটা কষ্ট হবে আমাদের এবং আমাদের সন্তানদের জন্য। এজন্য আমি সকলকে অনুরোধ করবো আমার মত বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করতে যেন পরিবেশের ভারসাম্য আমরা সকলে মিলে ঠিকভাবে স্থিতিশীল অবস্থাতে রাখতে পারি।
You have presented the importance of tree planting very nicely in your post. Through your post we also got a good idea of what kind of problems we face if we cut down the extra trees without planting with you.
As I really like your post and it is a very important topic for all of us, I will personally request blurt team to promote your post.
Thank you for writing a very nice post about leafy trees.