The market is on fire

in blurt-188398 •  18 days ago 

IMG20241202165908.jpg
Like every day today I am here to share another new post with you. Most of the time I have different photography of natural beauty with you, today I am here to share a different kind of post with you. Couldn't share the post because I was a bit busy with you in the last two days. In fact, I was a little sick for the last two days and due to this illness, I could not share the post with you for a few days, so it is very nice to be back with you again. A few days ago I went with your brother and Abu Rayhan to our town for shopping. If you look closely at the present time, you will see that the way the prices of fruits have increased, it is becoming difficult to buy and eat anything. What else can be done when needed, no matter how expensive it is, what is not there is to be eaten. From the present few years we see that the price of every thing is increasing in our area and these prices are increasing so much that it is beyond the reach of the common man. The things that used to be bought and consumed between 100-200 rupees but now it seems to be close to 500 rupees. So think about how common people can buy and eat these kinds of foreign fruits nowadays. Abu Rayhan likes to eat such fruits all the time, so even though it is so expensive, we need to buy some fruits for Abu Rayhan.

প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। বেশিরভাগ সময় আমি আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন ফটোগ্রাফি ধারণ করে থাকে আজকে আমি আপনাদের মাঝে একটু অন্য ধরনের পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। গত দুদিনে আমি আপনাদের মাঝে একটু ব্যস্ত থাকার কারণে পোস্ট শেয়ার করতে পারেনি। আসলে গত দুই একদিন আমি একটু অসুস্থ ছিলাম আর এই অসুস্থতার কারণে আমি আপনাদের মাঝে এই কয়দিন পোস্ট শেয়ার করতে পারেনি তাই হোক পুনরায় আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে। এইতো কয়েকদিন আগে আমি আপনাদের ভাইয়া এবং আবু রায়হানকে নিয়ে আমাদের শহরে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য সেখানে কেনাকাটা করতে যেয়ে তোর রীতিমতো সেই অবস্থা হয়ে গিয়েছিল। বর্তমান সময়ে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে ফলমূলের যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে তাতে কোন কিছু কিনে খাওয়াটাই যেন মুশকিল হয়ে যাচ্ছে। যখন প্রয়োজন তখন আর কি করা যাবে যতই বেশি দাম হোক না কেন তখন সেটা কি নেই খেতে হবে। বর্তমান কয়েক বছর থেকে লক্ষ্য করে দেখি আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে আর এই দামের পরিমাণটা এতটাই বেশি বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের বাইরে চলে যাচ্ছে। যে জিনিসগুলো আগে ১০০-২০০ টাকার মধ্যে কিনে খাওয়া সম্ভব হতো কিন্তু সেটা এখন যেন ৫০০ টাকার কাছাকাছি চলে গিয়েছে। তাহলে ভেবে দেখুন এই ধরনের বিদেশি ফল এখন বর্তমান সময়ে সাধারণ মানুষেরা কিনে কিভাবে খাবে আবু রায়হান প্রতিনিয়ত এ ধরনের ফল খেতে পছন্দ করে তাই এত দাম হয় সত্বেও আমাদেরকে আবু রায়হানের জন্য কয়েকটা ফল কেনার প্রয়োজন হল।

IMG20241202165923.jpg

IMG20241202165921.jpg
A few years ago, the price of such fruits in our area was very low, perhaps 100 taka per kg or 200 taka per kg, but nowadays the price of these fruits has increased to 400 to 500 taka per kg. So think what will happen to the common people if the prices of these things continue to increase to such an extent. You can also notice that the income of the common people has remained the same, but the amount of water on them has decreased, but the way the prices of things are increasing, their survival is becoming a lot of trouble. Now the situation has become such that in order to survive these things have to be bought but the price of these things is so high that maybe after some time people have to sell their kidneys to buy them. Why am I talking about the sale of kidneys? Now it is becoming difficult to buy anything out of their reach. Many of you may know that when the prices of all things start to rise like in the present time, the number of various types of crimes will increase in the society because at this time people are no longer able to use their earned money to meet all the needs and whenever they want to meet all the needs. If they cannot do it properly then they will indulge in misdemeanors and therefore the number of crimes increases greatly in these situations. You may have heard that hilly areas have the highest crime rate, the biggest reason being that the cost of things is higher than the income. Whenever the cost of goods exceeds the income in an environment, that's when the crime rate increases because they have to make ends meet anyway. People are mostly involved in criminal activities to make a living. If we think about the households, then we will see that with the amount of money they do not have to earn, it becomes very difficult for them to run the family and that is why they indulge in various kinds of vices.A few years ago, the price of such fruits in our area was very low, perhaps 100 taka per kg or 200 taka per kg, but nowadays the price of these fruits has increased to 400 to 500 taka per kg. So think what will happen to the common people if the prices of these things continue to increase to such an extent. You can also notice that the income of the common people has remained the same, but the amount of water on them has decreased, but the way the prices of things are increasing, their survival is becoming a lot of trouble. Now the situation has become such that in order to survive these things have to be bought but the price of these things is so high that maybe after some time people have to sell their kidneys to buy them. Why am I talking about the sale of kidneys? Now it is becoming difficult to buy anything out of their reach. Many of you may know that when the prices of all things start to rise like in the present time, the number of various types of crimes will increase in the society because at this time people are no longer able to use their earned money to meet all the needs and whenever they want to meet all the needs. If they cannot do it properly then they will indulge in misdemeanors and therefore the number of crimes increases greatly in these situations. You may have heard that hilly areas have the highest crime rate, the biggest reason being that the cost of things is higher than the income. Whenever the cost of goods exceeds the income in an environment, that's when the crime rate increases because they have to make ends meet anyway. People are mostly involved in criminal activities to make a living. If we think about the households, then we will see that with the amount of money they do not have to earn, it becomes very difficult for them to run the family and that is why they indulge in various kinds of vices.

আজ থেকে কয়েক বছর আগের কথা আমাদের এলাকাতে এই ধরনের ফলের দাম খুবই কম ছিল সম্ভবত ১০০ টাকা কেজি অথবা ২০০ টাকার কেজির মধ্যে ছিল কিন্তু বর্তমান সময়ে এই ফলগুলোর দাম হয়ে গিয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি। তাহলে ভাবে দেখুন এই জিনিসগুলোর দাম যদি এত পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তাহলে সাধারণ মানুষদের অবস্থা কি হয়ে যাবে। আপনারা এই জিনিসটা ও লক্ষ্য করে দেখতে পারেন যে সাধারণ মানুষের উপার্জনের পরিমাণটা কিন্তু আগের মতো রয়ে গিয়েছে বরঞ্চ তাদের উপর জলের পরিমাণটা কমে গিয়েছে কিন্তু জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে তাদের বেঁচে থাকাটাও যেন অনেকটাই কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। এখন অবস্থা এমনটাই হয়ে গিয়েছে যে বেঁচে থাকতে হলে এই জিনিসগুলো ক্রয় করতে হবে কিন্তু এই জিনিসগুলোর দাম এতটাই বেশি যা কেনার জন্য হয়তোবা কিছুদিন পরে মানুষদেরকে কিডনি বিক্রয় করতে হবে। কিডনি বিক্রয়ের কথা কেন বলছি এখন প্রত্যেকটা জিনিসের দামি তাদের ধরাছোঁয়ার বাইরে কোন জিনিস কিনে খাওয়াটাই যেন মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে বর্তমান সময়ের মতো যখন সব জিনিসের দাম বৃদ্ধি পেতে শুরু করবে ঠিক সেই সময়ে সমাজে বিভিন্ন ধরনের অপকর্মের সংখ্যা বৃদ্ধি পাবে কারণ এই সময়টাতে মানুষ তো আর তাদের উপার্জিত অর্থ ব্যবহার করে সকল চাহিদা পূরণ করতে পারছে না আর যখনই তারা সকল চাহিদা পূরণ করতে ঠিকভাবে পারবে না তখনই তারা অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাবে এই জন্য এই সকল পরিস্থিতিতে অপরাধের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যায়। আপনারা হয়তোবা পাহাড়ি অঞ্চলের কথা শুনেছেন সেখানে অপরাধের পরিমাণ সব থেকে বেশি তার সব থেকে বড় কারণ হচ্ছে উপার্জনের থেকে জিনিসের দাম বেশি হওয়া। যখনই একটা পরিবেশে উপার্জনের থেকে জিনিসের দাম বেশি হলে শুরু করে ঠিক সেই সময় এসেই জায়গাতে অপরাধ কর্মকাণ্ডের পরিমাণ বৃদ্ধি পায় কারণ তাদের তো যেভাবেই হোক জীবন ধারণ করে চলতে হবে। আমার জীবন ধারণ করার জন্য মানুষেরা সবথেকে বেশি পরিমাণে অপরাধ কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে থাকে। আমরা বাড়ি-বাড়িদের কথা যদি চিন্তা করে থাকি তাহলে এমনটাই দেখতে পাবো সেখানে যে পরিমাণে উপার্জন করতে হয়নি তা দিয়ে তাদের সংসার চালানোর বিষয়টা অনেকটাই কঠিন হয়ে যায় আর এই জন্যই তারা বিভিন্ন ধরনের অপকর্ম সাথে আপু হয়ে থাকে।

IMG20241202165924.jpg

IMG20241202165923.jpg

IMG20241202165921.jpg

Those of you who are students or the people of the country may have noticed that since the change of government, things that we thought would return to normal levels have started to increase day by day. 15 years ago from today the prices of all these things were at a stable level and during that time people have increased their quantity to such an extent that people have no hand they are always struggling day by day to sustain their life. And because of this, the standard of living of people has become so bad that they are in a puzzle how they will live, how they will live, how they will buy such things and use them for eating and drinking. Not only in the case of fruits but the price of everything has increased so much that it is becoming more and more difficult for the common man to buy and eat. First of all, if you look at the vegetable markets in winter, you will see the situation like catching fire. The prices of vegetables are so high nowadays that people become victims of brotherhood. A few days ago I went to the vegetable market to buy vegetables but after going there I found that the prices were so much higher than what I had seen. As I have never been to vegetable market before and this is the first time I went to buy vegetables this winter and I was horrified to see the price of these things.

আপনারা হয়তোবা যারা ছাত্র রয়েছেন বা দেশের জনগণ দ্বারা লক্ষ্য করে দেখেছেন সরকার পরিবর্তন হবার পর থেকে যে জিনিসগুলোকে আমরা মনে করেছিলাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে সেটার থেকে যেন আরও বেশি দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ থেকে ১৫ বছর আগে এই সকল জিনিসের দাম সবগুলো স্থিতিশীল অবস্থায় ছিল আর সেই সময়টাতে মানুষ তাদের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যেখানে মানুষের হাত নেই তারা সবসময় কষ্টের মধ্যে দিন পর করছে তাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য। আর এই জন্য মানুষেরা জীবন যাত্রার মান ও অনেক খারাপ হয়ে গিয়েছে তারা যেন একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছে কিভাবে তারা জীবন যাপন করবে কিভাবে তারা বেঁচে থাকবে কিভাবে তারা এই ধরনের জিনিসগুলো ক্রয় করবে এবং খাওয়া-দাওয়ার কাজে ব্যবহার করবে। শুধুমাত্র ফলমূলের ক্ষেত্রেই কিন্তু নয় প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা অনেকটাই বেশি কঠিন হয়ে যাচ্ছে। প্রথমে সময় যদি আপনারা শীতকালে সবজির বাজারগুলোতে লক্ষ্য করে তাহলে সেখানে আগুন ধরার মতো অবস্থা দেখতে পাবেন বর্তমান সময়ে সবজির দাম এতটাই বেশি যা দেখে মানুষেরা রীতিমতো ভাইয়ের শিকার হয়ে যায়। আমিতো কয়েকদিন আগে আমি সবজি বাজারে সবজি কেনার জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে যাবার পরে সেখানে দামের পরিমাণ এতটাই বেশি দেখতে পেলাম যা দেখে তো আমি পেয়ে। যেহেতু এর আগে কোন সময় আমি সবজি বাজার করেনি আর এবারই প্রথমবারের মতো এই শীতে সবজি কেনার জন্য গিয়েছিলাম আর তখনই এই জিনিসগুলোর দাম দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম।

IMG20241202165908.jpg

IMG20241202165924.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  16 days ago  ·  

আপনার এই পোস্ট পড়ে আমি অনেক মজা পাইলাম। সুন্দর একটি পোস্ট। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।