About a year ago today, our first child Abu Rayhan came to our family. Our family has become more beautiful since this and we are always trying different ways to keep our family happy. The biggest source of happiness in our family is the presence of Abu Rayhan and when Abu Rayhan is present in our family, the happiness of all of us increases a lot.
আজ থেকে প্রায় এক বছর আগের কথা আমাদের পরিবারের চলে এসেছিল আমাদের প্রথম সন্তান আবু রায়হান। এ থেকে আমাদের পরিবারটা আরো সুন্দর হয়ে গিয়েছে এবং আমরা সবসময়ই আমাদের পরিবারটাকে হাসিখুশি রাখার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের পরিবারের সবথেকে বড় খুশির কারণ হচ্ছে আবু রায়হানের উপস্থিতি আর আবু রায়হান যখন আমাদের পরিবারে উপস্থিত থাকে তখন আমাদের সকলের আনন্দের পরিমাণটা যেন অনেক বৃদ্ধি পেয়ে যায়।
এই দিনটা সম্পর্কে আমি গত বছরে ফেসবুকে পোস্ট করেছিলাম আর সেই ফটোটা আজকে যখনই আমার চোখের সামনে চলে আসলো তখনই মনে পড়ে গেল যে দেখতে দেখতে আমাদের সন্তানের বয়স এক বছর হয়ে গিয়েছে। এই মুহূর্তটা আসলেই অনেক সুন্দর ছিল আর এই মুহূর্তটা যে কত ভালো লাগার মত ছিল সেটা হয়তোবা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
I posted about this day on Facebook last year and every time I saw that photo today I remembered that our baby has turned one year old. This moment was really beautiful and I can't tell you how good this moment was.