Very beautiful photography of Radish flower

in blurt-188398 •  10 hours ago  (edited)

IMG20250120174432.jpg

প্রত্যেকদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই তো আমি সবসময়ই প্রকৃতির মাঝে হারিয়ে যাই আর সেখান থেকেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকেও আমি আপনাদের মাঝে তেমনই কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছে যদি আপনারা আমার শেয়ার করা এই ফটোগ্রাফি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই ফটোগ্রাফি গুলো কতটা ভালো লাগার মত ফটোগ্রাফি। সত্য কথা বলতে এই ফুলের সৌন্দর্য উপভোগ করা প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব হয় না তাইতো কেউ চাইলেই এমন সুন্দর ফুলের ফটোগ্রাফি উপভোগ করতে পারেনা আর এই ফুলের নাম তো অনেকেই হয়তো বা জানে না। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি আমি এখন যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এটা আসলে মূলার ফুলের ফটোগ্রাফি। এটাকে আমরা সকলেই সবজি হিসেবে খেয়ে থাকি কিন্তু এই জিনিসের যে এত সুন্দর ফুল হয় সেটা আমাদের অনেকেরই জানা নেই।

Like every day, today I am here to share another new post with you. I love to spend time in nature, so I always get lost in nature and capture beautiful photography from there to share with you. Today I have appeared to share some such photographs with you. If you have seen these photographs shared by me, then you will understand how lovely these photographs are. To tell the truth, it is not possible for every person to enjoy the beauty of this flower, so no one can enjoy the photography of such a beautiful flower and many people may not even know the name of this flower. But for your sake I tell you that the flower photography that I have shared now is actually a radish flower photography. We all eat it as a vegetable but not many of us know that this thing has such beautiful flowers.

IMG20250120174433.jpg

IMG20250120174434.jpg

IMG20250120174436.jpg

যেহেতু আমি গ্রাম অঞ্চলে বসবাস করি আর এইসব যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে খুব ভালোভাবে উৎপাদন করা হয় তাই এই জিনিসটা সম্পর্কে আমি আগে থেকেই অবগত ছিলাম। যেহেতু আগে থেকে আমি এই বিষয়ে অবগত ছিলাম তাই এই জিনিসটার ফটোগ্রাফি ধারণ করাটা আমার জন্য খুব একটা কঠিন বিষয় হয়নি কারণ বাড়ির আশেপাশেই প্রচুর পরিমাণে সবজি বাগান রয়েছে আমি সেই বাগান থেকেই এই ফটোগ্রাফি ধারণ করেছি আর এখন আপনাদের মাঝে শেয়ার করলাম।

As I live in rural area and these things are produced very well in our rural area so I was already aware about this thing. Since I was aware of this beforehand, it was not too difficult for me to capture the photograph of this thing as there are a lot of vegetable gardens around the house.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!