Like every day today I share another new post with you. I always try to share beautiful posts with you most of the time I try to share natural beauties with you in the form of posts but today I am here to share a different kind of post with you. Today I have appeared to share with you an incident that happened with Abu Rayhan. Those of you who have seen my posts may have seen that Abu Rayhan is a little sick and because of this illness I sometimes took him to the hospital for treatment. I have shared many types of posts on this subject many times, today I am here to share another post on this subject. Last day I shared a post with you about this. But the day after yesterday, when we went to the hospital again to see the doctor, we fell into a confusion. We had never read such a confusion before so we had no idea about this matter and whenever we got an idea with this matter it became very unpleasant. Like other days we all reached the hospital as we know that hospitals require a lot of serials to show baby patients. Deh doesn't want to stand in this serial of yours so we did a little bit and got there so that our serial will end soon and we can show Abu Raihan and come back home soon. But our thinking changed a little that day after relating to the situation. This is the situation that I have come to share with you today.
প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও আরেকটা নতুন পোস্ট শেয়ার। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতে বেশিরভাগ সময় আমি প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করার চেষ্টা করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের মাঝে একটু অন্য ধরনের একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আবু রায়হানকে নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি। আপনারা যারা আমার পোস্টগুলো লক্ষ্য করে দেখেছেন তারা হয়তো বা দেখতে পেরেছেন যে আবু রায়হান কিছুটা অসুস্থ আর এই অসুস্থ হবার কারণে আমি মাঝে মাঝে তাকে দিয়ে হসপিটালে গিয়েছিলাম চিকিৎসা দেবার জন্য। এই বিষয়ে আমি আপনাদের মাঝে অনেকবার অনেক ধরনের পোস্ট শেয়ার করেছিলাম আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়ে আরো একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছে। গত দিনে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম এ বিষয়ে। কিন্তু গত পরশুদিন যখন আমরা আবারো হসপিটালে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম সেখানে পড়ে গিয়েছিলাম একটা বিভ্রান্তির মুখে। এ ধরনের বিভ্রান্তি এর আগে আমরা কোন সময় পড়েছিলাম না তাই এই বিষয়টা সম্পর্কে আমাদের তেমন কোন ধারনা ছিলনা যখনই এই বিষয়টার সাথে ধারণা লাভ করতে পারলাম তখনই বিষয়টা অনেকটাই খারাপ লাগার মত হয়ে গিয়েছিল। অন্যান্য দিনের মতো আমরা সকলের দিকেই হসপিটালে পৌঁছে গিয়েছিলাম কারণ আমরা জানি যে হাসপাতালে শিশুর রোগীদের দেখানোর জন্য অনেক বেশি সিরিয়ালের প্রয়োজন হয়। দেহ তো আপনার এই সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে চাই না তাই আমরা একটু সকল করি সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলাম যেন তাড়াতাড়ি আমাদের সিরিয়ালটা শেষ হয়ে যায় এবং আমরা আবু রায়হানকে দেখিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে পারি। কিন্তু আমাদের চিন্তাধারাটা ঐদিন যেন কিছুটা ভিন্ন হয়ে গেল পরিস্থিতির সাথে সম্পর্কিত হবার পরে। পরিস্থিতিটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করার জন্য মূলত হাজির হয়ে গিয়েছে।
We know that the doctor comes to the hospital around nine o'clock so we reached the hospital around eight o'clock in the morning. Since there is a bit too much cereal, we reached there an hour early to see the doctor so that we can see the doctors straight away and come back home. You all know that your brother is a teacher and being a teacher he spends most of his time busy with school students as it was Thursday so it was a school day so giving more time to us was very difficult for him or going. That's why he took us to all the hospitals so that he can return to this school as soon as we see a doctor. But when we got there we were by no means familiar with what we saw. After going there we noticed that we were sitting there for a long time but there was no smell of the doctor coming. We all reached there at the appointed time but the doctor was not coming and finally we all started to get bored. I looked at the clock and saw that it was eleven o'clock but there was no sign of the doctor coming. We felt very bad after seeing the matter so we wanted to ask different people around so that we can get a proper idea about it. At last I found out that the doctor's uncle had died and that was why he was so late in coming.We know that the doctor comes to the hospital around nine o'clock so we reached the hospital around eight o'clock in the morning. Since there is a bit too much cereal, we reached there an hour early to see the doctor so that we can see the doctors straight away and come back home. You all know that your brother is a teacher and being a teacher he spends most of his time busy with school students as it was Thursday so it was a school day so giving more time to us was very difficult for him or going. That's why he took us to all the hospitals so that he can return to this school as soon as we see a doctor. But when we got there we were by no means familiar with what we saw. After going there we noticed that we were sitting there for a long time but there was no smell of the doctor coming. We all reached there at the appointed time but the doctor was not coming and finally we all started to get bored. I looked at the clock and saw that it was eleven o'clock but there was no sign of the doctor coming. We felt very bad after seeing the matter so we wanted to ask different people around so that we can get a proper idea about it. At last I found out that the doctor's uncle had died and that was why he was so late in coming.
আমরা জানি যে ডাক্তার নয়টার দিকে হসপিটালে চলে আসে তাই আমরা সকাল আটটার দিকেই হসপিটালে পৌঁছে গিয়েছিলাম। যেহেতু একটু বেশি পরিমাণে সিরিয়াল হয় তাই আমরা এক ঘন্টা আগেই সেখানে পৌঁছে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য যেন আমরা সরাসরি তাড়াতাড়ি ডাক্তারদের কে দেখিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারি। আপনারা সকলেই জানেন যে আপনাদের ভাইয়া একজন শিক্ষক আর শিক্ষক হওয়ার কারণে সে বেশিরভাগ সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে ব্যস্ত সময় পার করে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই সেদিন একটা স্কুলের দিন ছিল তাই বেশি সময় দেয়া আমাদের জন্য তার পক্ষে অনেক কষ্টের হয়ে গিয়েছিল বা যাচ্ছিল। এজন্য সে আমাদেরকে সকল সকল হসপিটাল নিয়ে গেল যেন আমাদেরকে ডাক্তার দেখানোর পরে সে তাড়াতাড়ি আবারো এই স্কুলে উপস্থিত হতে পারে। কিন্তু আমরা সেখানে যাবার পরে যা দেখলাম যা দেখলাম সেটার সাথে আমরা কোনভাবেই পরিচিত ছিলাম না। সেখানে যাবার পরে আমরা লক্ষ্য করে দেখলাম দীর্ঘ সময় সেখানে বসে আছি কিন্তু ডাক্তারের আসার কোন নাম গন্ধ নেই।আমরা সকলে সেখানে নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছিলাম কিন্তু ডাক্তার আসছিল না অবশেষে আমরা সকলেই বিরক্ত হতে শুরু করে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে এগারোটা বেজে গিয়েছে কিন্তু ডাক্তার আসার কোন নাম গন্ধ নেই। বিষয়টা দেখে আমাদের কাছে অনেক খারাপ লাগলো তারপরে আমরা আশেপাশে বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাইলাম যেন আমরা সেই বিষয়ে সঠিক ধারণা লাভ করতে পারি। অবশেষে জানতে পারলাম যে ডাক্তারের চাচা মারা গিয়েছে আর এই জন্যই সে আসতে এত বেশি পরিমাণে দেরি করছে।
Since everyone had come to the doctor with little boys and girls and everyone was sick, there was no way they wanted to stand there for long. He somehow didn't want to stand there any longer, caught in the same situation as the others. Having you there made it much easier for me to manage this matter because he was sometimes roaming around with Abu Rayhan outside. And he wasn't giving too much trouble for walking around outside but I noticed that there was only one parent with all the other children present at the hospital and just think how much work a parent has to do with these sick kids. If the little boys and girls are already sick, she does not want to stay in one place and whenever someone comes with her, she has to stand in line and take care of the sick boy or girl. Think about it, this is a difficult task for a mother. In fact it is a much more difficult task as those who have linked to this post or read the situation know that it is a difficult task. I have shared some pictures above with you, if you look carefully at those pictures, you will know and understand how many people were gathered there and how much trouble they all went through. Those who have come are the most peaceful, in fact no one was at peace, yet somewhat settled, from whose homes many people have come.
যেহেতু সকলে ছোট ছেলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে আর সকলেই অসুস্থ তাই তারা কোনভাবেই সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে চাইছিল না। অন্যদের মতো একই অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল সে কোনোভাবে সেখানে আর দাঁড়িয়ে থাকতে চাইছিল না। সেখানে আপনাদের হয়ে থাকার কারণে আমার কাছে এই বিষয়টা ম্যানেজ করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে কারণ সে মাঝে মাঝে আবু রায়হান কে নিয়ে বাইরে যে কোন জায়গায় ঘোরাঘুরি করছিল। আর বাইরে যেকোনো জায়গায় ঘুরাঘুরি করার কারণে সে ততটা বেশি সমস্যা করছিল না কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম হসপিটালে অন্যান্য যে সকল ছেলেমেয়েরা উপস্থিত ছিল তাদের সাথে শুধুমাত্র একজন অভিভাবক এসেছে আর একবার ভেবে দেখুন এই অসুস্থ বাচ্চাদের নিয়ে একজন অভিভাবকের কতটা বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়েছে। এমনিতেই ছোট ছেলে মেয়েরা অসুস্থ হলে সে কোনভাবেই একটা জায়গার স্থির থাকতে চায় না আর তার সাথে যখনই একজন এসেছে সেখানে লাইন দাঁড়াতে হচ্ছে আবার সেই অসুস্থ ছেলে মেয়েকে সামলাতে হচ্ছে তাহলে একবার ভেবে দেখুন এই বিষয়টা কথাটা কঠিন একটা কাজ একটা মায়ের জন্য। আসলে এটা অনেক বেশি কঠিন একটা কাজ যারা এই পোস্টের সাথে যুক্ত হয়েছেন বা পরিস্থিতি পড়েছেন তারা জানেন এটা কথা হলো কঠিন কাজ আমরা যদিও কিছুটা এই পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে মানুষ থাকার কারণে আমাদেরকে এই পরিস্থিতি সম্মান দিতে ততটা বেশি পরিমাণে কষ্ট করতে হয়নি। আপনাদের মাঝে আমি উপরে কয়েকটা ছবি শেয়ার করেছি আপনাকে যদি সেই ছবিগুলো একটু মনোযোগ সহকারে দেখে দেখেন তাহলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে সেখানে কত বেশি মানুষের সমাগম হয়েছিল এবং তারা সকলে কতটা বেশি পরিমাণে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল।দেখলাম এই কাজে যাদের বাড়ি থেকে অনেক জন মানুষ এসেছে তারাই সবথেকে শান্তিতে আছে আসলে কেউই শান্তিতে ছিল না তারপরেও কিছুটা সুস্থিত থাকা গিয়েছে যাদের বাড়ি থেকে অনেকগুলো মানুষ এসেছে।
Dealing with this issue is actually difficult for every person. If you like this topic, you must tell me by commenting, like today, in the next time, you will appear through a new post.