The beauty of the mustard flower

in blurt-188398 •  16 days ago  (edited)

IMG20241207124345.jpg

Like every day I am here today to share another new post with you. Mustard flowers actually play the biggest role in beautifying our environment in winter. The beauty of this flower is so much that we are constantly mesmerized by it and this flower not only gives us the opportunity to enjoy the beauty but also a large amount of honey is produced from this flower and that is why most honey is available in Bangladesh at this time. Many of you may have tried this kind of winter mustard flower honey, it is much more delicious to eat.

প্রত্যেক দিনের মত আমি আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি। শীতকালে আসলেই আমাদের পরিবেশটাকে সুন্দর করার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে সরিষা ফুল। এই ফুলের সৌন্দর্য এতটাই বেশি যা দেখে আমরা প্রতিনিয়ত মন্ত্র হয়ে যায় আর এই ফুল যে শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করার মত সুযোগ দেয় তা কিন্তু নয় এই ফুল থেকে প্রচুর পরিমাণে মধু উৎপাদিত হয় আর এজন্য এই সময়ে বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণে মধু পাওয়া যায়। আপনারা হয়তোবা অনেকেই এই ধরনের শীতকালীন সরিষা ফুলের মধু খেয়ে দেখেছেন এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে।

IMG20241207124346.jpg

IMG20241207124347.jpg

IMG20241207124345.jpg

IMG20241207124346.jpg

IMG20241207124347.jpg

This flower brings a different kind of beauty to nature which fascinates everyone who sees it and because of this, when the mustard flower blooms, the visitors start flocking to visit the place. I noticed that compared to other years the production of mustard in our area is relatively less this year. Hope there is still time so all the farmers will start producing mustard.

এই ফুলের কারনে প্রকৃতিতে অন্য রকমের একটা সৌন্দর্য চলে আসে যা দেখা প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়ে যায় আর এর জন্য যখন সরিষা ফুল ফুটতে থাকে তখনই দর্শনার্থীরা সেই জায়গাটিতে ভ্রমণ করার জন্য ভিড়ে জমাতে শুরু করে। আমি লক্ষ্য করে দেখলাম অন্যান্য বছরে তুলনায় এই বছর আমাদের এলাকাতে এ বছর সরিষারের উৎপাদন তুলনামূলকভাবে কম হয়েছে আশা করি এখনও সময় রয়েছে তাই সকল চাষীরাই সরিষা উৎপাদন করতে শুরু করে দিবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  15 days ago  ·  

It was very beautiful. These pictures are also very nice to see.