Eating big fish is different fun

in blurt-188398 •  last month 

IMG20220211124428_01.jpg

Like every day, today I am here to share a post with you, I believe that if you look at this post carefully, you will like it very much. A few days ago my majo uncle collected a big fish from the pond and whenever he brought that fish home then all the children in the house started to lose themselves in happiness. In fact, such a big fish is not often seen and when it is seen, its price is very high and for this reason, the common people of the village do not get much opportunity to eat these fish, but again the village people have the most opportunity to have this type of fish. get Maybe you are a bit confused after listening to me. I said once that food does not get a chance and I am saying it another time. First of all I told you that village people don't get this kind of fish food opportunity because most of the time village people are economically weaker than city people and for this reason they can't buy and eat such big size fish from the market. In another place I have said that the biggest reason why the village people eat more of this type of fish is that the village people can grow such large fish in the ponds around their houses if they want, and since they can cultivate such fish in the ponds next to their houses. So they can eat them if they want instead of selling them in the market. But I have noticed one big thing that most of the time people sell big fish in the market because they can make a lot of money by selling these big fish.

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আমার এই পোস্টটি যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখে তাহলে আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে সেই জিনিসটা আমি বিশ্বাস করি। এইতো কিছুদিন আগের কথা আমার মেজো চাচা পুকুর থেকে একটা বড় মাছ সংগ্রহ করা হয়েছিল আর সেই মাছ যখনই বাড়িতে নিয়ে আসে তাহলে তখন আমি বাড়ির সকল ছেলেমেয়েরা ছিল তারা খুশিতে আত্মহারা হয়ে যেতে শুরু করল। আসলে সচরাচর এত বড় মাছ দেখতে পাওয়া যায় না আর যখন সেটা দেখতে পাওয়া যায় সেটার দামের পরিমাণ হয় অনেক বেশি আর এই কারণটাই জন্য গ্রামের সাধারণ মানুষেরা এই মাছগুলো খাবার মত খুব একটা সুযোগ পায় না কিন্তু আবার গ্রামের মানুষেরা এই ধরনের মাছ থাকার জন্য সব থেকে বেশি সুযোগ পাই। আমার কথা শুনে হয়তো বা আপনারা একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন আমি একবার বললাম যে খাবার সুযোগ পায় না আবার অন্য বার বলছি। প্রথমে আমি আপনাদের মাঝে বলেছি যে গ্রামের মানুষেরা এই ধরনের মাছ খাবার সুযোগ পায় না কারণ গ্রামের মানুষেরা বেশিরভাগ সময়ে অর্থনৈতিকভাবে শহরের মানুষের থেকে কিছুটা দুর্বল হয়ে থাকে আর এই কারণটার জন্য তারা চাইলেই এমন বড় আকৃতির মাছ বাজার থেকে কিনে খেতে পারে না। আবার অন্য জায়গায় আমি বলেছি যে গ্রামের মানুষেরাই এই ধরনের মাছ বেশি খায় তার সব থেকে বড় আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে গ্রামের মানুষেরা চাইলে তাদের বাড়ির আশেপাশে থাকা পুকুরে এই ধরনের বড় মাছ চাষ করতে পারে আর তারা যেহেতু এই ধরনের মাছ নিজের বাড়ির পাশে থাকা পুকুরে চাষ করতে তাই তারা চাইলে সেগুলোকে খেতে পারে বাজারে বিক্রয় করার পরিবর্তে। কিন্তু আমি একটা বিশাল লক্ষ্য করে দেখেছি মানুষেরা বেশিরভাগ সময় বড় মাছগুলোকে বাজারে বিক্রয় করে দেয় কেননা এই বড় মাছগুলো বিক্রয় করে অনেক বেশি অর্থ উপার্জন করা যায়।

IMG20220211124421_01.jpg

IMG20220211124444_01.jpg

But I have noticed one more thing that if the people of the village get the pleasure of this big fish, then they will not sell these fish in the market, they will always bring such big fish for their family because they are very delicious to eat. Deh I live in village area and I have my own pond so anytime I want I can collect big fishes from our pond and buy those fishes and use them for my house instead of food. In fact, buying fish for your family is very difficult because of the increase in the price of fish, if you buy a few kilos of fish, your pocket money will be exhausted. Therefore, the best thing is to grow fish in your own pond. If so, that's great. By doing this, it is possible to meet the needs of one's family as well as it is possible to earn a lot of money by selling this fish. Maybe if you look carefully at the posts that I share, you will know that from time to time I share with you different methods of fish farming in the big ponds of our village because there are so many ponds in our village and so many fish are produced. It is not produced elsewhere in the district. If we can say in one word it can be said that most of the quantity of fish produced in our village can be distributed to other parts of the country after meeting our own needs and due to this the needs of the people of the country are easily met. At the same time, when the people of our village are constantly selling fish to outsiders in this way, the people of our village are also getting a lot of prosperity economically. Due to fish farming, the condition of our area has improved so much that you would not believe that we live in a village.But I have noticed one more thing that if the people of the village get the pleasure of this big fish, then they will not sell these fish in the market, they will always bring such big fish for their family because they are very delicious to eat. Deh I live in village area and I have my own pond so anytime I want I can collect big fishes from our pond and buy those fishes and use them for my house instead of food. In fact, buying fish for your family is very difficult because of the increase in the price of fish, if you buy a few kilos of fish, your pocket money will be exhausted. Therefore, the best thing is to grow fish in your own pond. If so, that's great. By doing this, it is possible to meet the needs of one's family as well as it is possible to earn a lot of money by selling this fish. Maybe if you look carefully at the posts that I share, you will know that from time to time I share with you different methods of fish farming in the big ponds of our village because there are so many ponds in our village and so many fish are produced. It is not produced elsewhere in the district. If we can say in one word it can be said that most of the quantity of fish produced in our village can be distributed to other parts of the country after meeting our own needs and due to this the needs of the people of the country are easily met. At the same time, when the people of our village are constantly selling fish to outsiders in this way, the people of our village are also getting a lot of prosperity economically. Due to fish farming, the condition of our area has improved so much that you would not believe that we live in a village.

কিন্তু আমি আর একটা বিষয় লক্ষ্য করে দেখেছি গ্রামের মানুষ যদি একবার এই বড় মাছের মজা পেয়ে যায় তাহলে সে কোনভাবেই আর এই মাছগুলোকে বাজারে বিক্রয় করবে না তারা অবশ্যই এমন বড় বাস প্রতিনিয়ত নিজের পরিবারের জন্যই নিয়ে আসবে কেন এগুলো খেতে অনেক বেশি পরিমাণে সুস্বাদু হয়ে থাকে। দেহ তো আমি গ্রাম অঞ্চলে বসবাস করি আর আমার নিজের একটা পুকুর রয়েছে তাই আমি চাইলে যেকোনো সময় আমাদের পুকুর থেকে বড় বড় মাছ সংগ্রহ করতে পারি এবং সেই মাছগুলো কিনে খাবার পরিবর্তে নিজের বাড়ির জন্য ব্যবহার করতে পারি। আসলে নিজের পরিবারের জন্য মাছ ক্রয় করার বিষয়টা অনেক কষ্টের কারণে মাছের যে পরিমাণের দাম বৃদ্ধি পেয়েছে তাতে কয়েক কেজি মাছ কিনলে পকেটের টাকা শেষ হয়ে যাবে এজন্য সব থেকে উত্তম বিষয় হচ্ছে নিজের পুকুরে মাছ উৎপাদন করা যদি এভাবে মাস উৎপাদন করা যায় এবং নিজের বাড়ির আশেপাশে যদি পুকুরটা হয় তাহলে খুবই ভালো হয়। এতে করে যেমন নিজের পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব হয় ঠিক তেমনি ভাবে এই মাছ বিক্রয় করে ও বেশ কিছু অর্থ উপার্জন করা সম্ভব হয়। আমি যে পোস্টগুলো শেয়ার করি সেখানে হয়তোবা আপনারা যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে জানতে পারবেন যে আমি বিভিন্ন সময় আমাদের গ্রামের বড় বড় পুকুরের মাছ চাষের বিভিন্ন পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করে থাকি কেননা আমাদের গ্রামে এত বেশি পুকুর রয়েছে আর এত বেশি মাছ উৎপাদন করা হয় তা হয়তোবা আমাদের জেলার অন্য কোথাও উৎপাদন করা হয় না। এক কথায় যদি আমরা বলতে পারি তাহলে বলা যেতে পারে এমনটাই যে আমাদের গ্রামে এখন যে পরিমাণে মাছের উৎপাদন হয় তার বেশিরভাগ আমরা নিজেদের চাহিদা পূরণ করার পরে দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে দিতে পারি আর এর কারণে দেশের মানুষের চাহিদা খুব সহজেই পূরণ হয়। একই সাথে আমাদের গ্রামের মানুষেরা যখন প্রতিনিয়ত এভাবে মাছ বিক্রয় করছে বাইরের মানুষের কাছে ঠিক সেই সময়ে আমাদের গ্রামের মানুষ অর্থনৈতিকভাবেও অনেকটাই স্বচ্ছলতা লাভ করছে। মাছ চাষ করার ফলে বর্তমানে সময় আমাদের এলাকার অবস্থা এতটাই উন্নত হয়েছে যা দেখে আপনারা কোন ভাবেই বিশ্বাস করতে পারবেন না যে আমরা গ্রামে বাস করি।

IMG20220211124447_01.jpg

A few years ago, your brother and some friends came from Chapainawabganj and after they came, they saw the condition of our village and asked whether it is actually a village or a city. Your brother wanted to know about it from them and they said if we look at our village not a single paved house can be seen but here every house is thatched roof and the bad condition of the roads in our area is not noticeable here the improvement of the roads. He may be in a city. In fact, what they said is not very wrong because people who come to our area from outside for sightseeing or for any purpose cannot believe that our area is a rural area because everything is so developed here that we can tell very easily. That it is a mm Singapore means that Singapore has developed in a very short period of time just like our area has developed so much only because of this fish farming.

এইতো কয়েক বছর আগে আপনাদের ভাই আর কয়েকজন বন্ধু চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছিল আর তারা আসার পরে আমাদের গ্রামের অবস্থা দেখে বলেছিল যে আসলে এটা কি গ্রাম নাকি একটি শহর। আপনাদের ভাইয়া বিষয়টা জানতে চেয়েছিল তাদের কাছ থেকে তারা বলেছিল আমাদের গ্রামের দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানে একটাও পাকা বাড়ির লক্ষ্য করা যায় না কিন্তু এখানে প্রত্যেকটা বাড়ির ছাদের বাড়ি আবার আমাদের এলাকাতে যে পরিমাণে রাস্তাঘাটের খারাপ অবস্থা তা এখানে কোনভাবে লক্ষ্য করা যাচ্ছে না এখানে রাস্তাঘাটের যে উন্নতি তার একটা শহরেই হতে পারে। আসলে তারা যে কথাটা বলেছিল সে কথাগুলো খুব একটা ভুল কথা নয় কেননা আমাদেরকে এলাকাতে যে সকল মানুষ বাইরে থেকে ঘোরার জন্য বা কোন কাজে আসে তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারেনা যে আমাদের এলাকাটা একটা গ্রাম্য এলাকার কেননা এখানে সবকিছুর এতটাই উন্নত হয়েছে যা দেখে আমরা খুব সহজেই বলতে পারি যে এটা একটা মিমি সিঙ্গাপুর অর্থাৎ সিঙ্গাপুর যেভাবে উন্নত হয়েছে খুব অল্প সময়ের মধ্যে ঠিক তেমনিভাবে আমাদের এলাকার এমনই উন্নতি হয়েছে শুধুমাত্র এই মাছ চাষের কারণে।

IMG20220211124411_01.jpg

All in all, people from other areas cannot believe that an area which was a poor area even before the world has developed so much in such a short period of time. And because of this type of fish, the reputation of our area has spread throughout the country. Please tell me how you feel about this issue of fish farming by commenting. Today I am not sharing much with you. Like today, I will try to come up with a post in the future.

সব মিলিয়ে মাছ চাষের কারণে আমাদের এলাকা যতটা উন্নত হয়েছে সেটা দেখে অন্যান্য এলাকার মানুষ বিশ্বাসই করতে পারে না যে একটা এলাকায় যেটা গরিব এলাকা ছিল পৃথিবীর আগেও সেটা এত কম সময়ের মধ্যে এত বেশি উন্নত হতে পেরেছে। আর এই ধরনের মাছের কারণেই বর্তমান সময়ে আমাদের এলাকার সুনাম ছড়িয়ে গিয়েছে সারাদেশে। মাছ চাষের এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমি আপনাদের মাঝে খুব একটা বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!