A few years ago we took your brothers school students for a tour to Shilaydah Kuthibari and we had a wonderful time there. After seeing Kuthibari we moved to Rabindranath Tagore's residence only to visit Rabindranagar Tagore's residence. After approaching the residence, I saw that a very beautiful Rabindra museum has been set up to show the visitors. The museum has many items used by Rabindranath Tagore as well as many photographs and drawings of Rabindranath.
আজ থেকে কয়েক বছর আগের কথা আমরা আপনাদের ভাইয়াদের স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে করে নিয়ে ঘুরতে গিয়েছিলাম শিলায়দহ কুঠিবাড়িতে আর সেখানে যাবার পরে আমরা অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করেছিলাম। কুঠিবাড়ি দেখা শেষ হয়ে যাবার পরে আমরা চলে এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে সেখানে এসেছিলাম শুধুমাত্র রবীন্দ্রনগর ঠাকুরের বাসভবন দেখার জন্য। বাসভবনের কাছে আসার পরে দেখতে পেলাম সেখানে খুবই সুন্দর একটা রবীন্দ্র জাদুঘর স্থাপন করা হয়েছে দর্শনার্থীদের দেখানোর জন্য। জাদুঘরের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা অনেক ধরনের জিনিসপত্র ছিল একই সাথে রবীন্দ্রনাথের অনেক ছবি ও অংকন করা ছিল।
I liked seeing the pictures of Rabindranath Tagore so I captured those pictures through photography and started sharing them with you today. From now on, I will share those photographs of Rabindranath Tagore with you, you can see them very easily. And that moment was really nice.
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আমি সেই ছবিগুলো ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে এনেছিলাম আর সেগুলোই আজকে থেকে শুরু করলাম আপনাদের মাঝে শেয়ার করতে। এখন থেকে প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করবো আপনারা খুব সহজেই সেগুলো দেখতে পারবেন। আর সেই মুহূর্তটা আসলেই অনেক ভালো লাগার মত ছিল।