Buying books to increase knowledge

in blurt-188398 •  3 months ago 

IMG20220304202942_01.jpg

Like every other day, I have appeared among you with a post. I hope that if you read this post carefully, then you will like this post very much. Books are a very important thing for every human being because we can get education and knowledge from 8th place like we can't from any other place. That's why there is a saying in Bengal that no one becomes a fakir by buying books, that is, no matter how much money is spent on books, it never goes in vain. Various wise thinkers have said that no person becomes mad by reading books or no person becomes a fakir by buying books, they are always profitable. That's why we should all read more books and buy and collect them. Whenever we want to buy and collect our own books, we can notice that we will increase our interest in reading books. can acquire the kind of knowledge that I think is very important for living our lives.

প্রত্যেক দিনের মতো আর কেউ আমি আপনাদের মাঝে একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার এই পোস্টটি যদি আপনারা একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে এই পোস্ট আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বই প্রত্যেকটি মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেননা এইট থেকে আমরা যেভাবে শিক্ষা অর্জন করতে পারি এবং জ্ঞান লাভ করতে পারি অন্য যে কোন জায়গা থেকে তা আমরা পারি না। এজন্য বাংলাতে একটা কথা আছে বই কিনে কেউ ফকির হয় না অর্থাৎ বই কিনে যতই অর্থ ব্যয় করা হোক না কেন সেটা কোন সময় বৃথা যায় না। বিভিন্ন জ্ঞানী মনীষীরা বলেছে বই পড়ে কোন মানুষ পাগল কিংবা বই কিনে কোন মানুষ ফকির হয় না তারা সব সময়ই লাভবান। এইজন্য আমাদের সকলেরই উচিত বেশি পরিমাণে বই পড়া এবং বই কিনে নিজের কাছে সংগ্রহ করা। যখনই নিজের বই কিনা এবং সংগ্রহ করার ইচ্ছা হয়ে যাবে তখন থেকেই আমরা লক্ষ্য করতে পারবো যে আমরা বই পড়ার প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ বাড়িতে যদি প্রচুর পরিমাণে বই থাকে তাহলে সেই বই আমাদের পড়তে ইচ্ছা হবে আর যখনই আমরা বইগুলো পড়ব তখনই আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারবে যেটা আমাদের জীবনযাপন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

IMG20220304202806.jpg

IMG20220304202806.jpg

A few days ago I went to a store to buy books and there I saw so many books that I was really impressed when I saw the books. I always try to buy books as best as I can, even though it costs me a lot of money every month, I still try to buy books considering this news as futile because I know that we can gain knowledge from books as we can from any other place. Because I can't buy books, I think of it as a task. I like two things very much one is buying a book and the other is buying a tree. If you can make a habit of buying these two things then I believe that these two things will definitely benefit you today or tomorrow or the day after tomorrow. In short, I believe you will benefit from these two things at the end of the day and that's why I keep buying these two things. I keep buying so many books that nowadays my house is like a bookstore and I have a habit of buying and planting so many plants that I have easily created a small tree garden in my house. These things would not have been possible for me. If I didn't like these subjects i.e. if I didn't have hobby in these two subjects then there is no way I would be able to do such work, therefore in doing this kind of work it is very necessary to have love for work. I think it will not be possible. Not only this work, but if there is love for work, it can be done very well seriously, and if there is no love for work, no matter how good the work is, it will not be possible for us to do it. I believe it is very important to have love for work which will help us to make our future path more beautiful.A few days ago I went to a store to buy books and there I saw so many books that I was really impressed when I saw the books. I always try to buy books as best as I can, even though it costs me a lot of money every month, I still try to buy books considering this news as futile because I know that we can gain knowledge from books as we can from any other place. Because I can't buy books, I think of it as a task. I like two things very much one is buying a book and the other is buying a tree. If you can make a habit of buying these two things then I believe that these two things will definitely benefit you today or tomorrow or the day after tomorrow. In short, I believe you will benefit from these two things at the end of the day and that's why I keep buying these two things. I keep buying so many books that nowadays my house is like a bookstore and I have a habit of buying and planting so many plants that I have easily created a small tree garden in my house. These things would not have been possible for me. If I didn't like these subjects i.e. if I didn't have hobby in these two subjects then there is no way I would be able to do such work, therefore in doing this kind of work it is very necessary to have love for work. I think it will not be possible. Not only this work, but if there is love for work, it can be done very well seriously, and if there is no love for work, no matter how good the work is, it will not be possible for us to do it. I believe it is very important to have love for work which will help us to make our future path more beautiful.

এইতো কিছুদিন আগের কথা আমি গিয়েছিলাম একটা দোকানে বই কেনার জন্য সেখানে আমি এত বেশি পরিমাণে বই দেখতে পেলাম যা দেখে রীতিমতন মুগ্ধ হয়ে গেলে আসলে বই দেখে আমার কাছে খুবই ভালো লাগে। সব সময় চেষ্টা করি যতটা ভালোভাবে সম্ভব বই কেনার এজন্যই আমার যদিও প্রত্যেক মাসে অনেক বেশি টাকা খরচ হয়ে যায় তারপরও আমি চেষ্টা করি এই খবরটাকে বৃথা মনে করে বই ক্রয় করতে কারণ আমি জানি বই থেকে আমরা যেভাবে জ্ঞান অর্জন করতে পারব অন্য যে কোন জায়গা থেকে আমরা সেটা পারবো না এর জন্য বই কেনা ডাকে আমি খুলে ফেলল একটা কাজ বলে মনে করে থাকি। আমি দুইটা জিনিস খুবই পছন্দ করি সেটা হচ্ছে একটি বই কেনা অন্যটি হচ্ছে গাছ কেনা। যদি আপনারা এই দুইটা জিনিস কেনার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে কোন সময় ঠকবেন না বলে আমার বিশ্বাস হয় এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে আজকে না হোক কালকে কালকে না হোক পরশুদিন অবশ্যই উপকৃত করবে। এক কথায় দিনশেষে এই দুইটা জিনিস থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এটা আমার বিশ্বাস আর এই জন্যই আমি প্রতিনিয়ত এই দুইটা জিনিস ক্রয় করে থাকি। আমি এতটাই বেশি বই ক্রয় করতে থাকি যার কারণে বর্তমান সময়ে আমার বাড়িতে একটা বইয়ের দোকানের মতোই হয়ে গিয়েছে আর আমার এতটাই বেশি গাছ কেনা এবং গাছ লাগানোর অভ্যাস রয়েছে তাতে আমার বাড়িতে একটা ছোটখাটো গাছের বাগান তৈরি করে ফেলেছি খুব সহজেই।এই জিনিসগুলো আমার কাছে সম্ভব হতো না যদি এই বিষয়গুলো আমার ভালো না লাগতো অর্থাৎ এই বিষয় দুইটাতে যদি আমার শখ না থাকতো তাহলে কোন ভাবেই আমি এমন কাজ করতে পারতাম না এই জন্য এই ধরনের কাজ করার ক্ষেত্রে অবশ্যই কাজের প্রতি ভালোবাসা থাকা অত্যন্ত প্রয়োজন যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে তাহলে কোন হলেই সেই কাজটা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। শুধুমাত্র এই কাজ নয় যে কোন কাজের ক্ষেত্রে যদি কাজের প্রতি ভালোবাসা থাকে তাহলে সেটাকে খুবই ভালোভাবে গুরুত্বসহকারে সম্পন্ন করা সম্ভব হয় আর যদি কাজের প্রতি ভালোবাসা ঠিক হবে না থাকে তাহলে যতই ভালো কাজ হোক না কেন সেই কাজটা করা কোনভাবেই আমাদের পক্ষে সম্ভব হবে না বলে আমার কাছে মনে হয় এই জন্য কাজের প্রতি ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরি যা আমাদের ভবিষ্যতের পথ চলাটাকে আরো সুন্দর করতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।

IMG20220304201911.jpg

I went to a very big library to buy books because if you go to a big library you can get many types of books and there you can get books as per demand in very low price that's why I basically went to big library instead of small library. There were so many books that I was really impressed to see that I would not be impressed because it is so nice to have so many books together in such a beautiful environment. Anyway, when I saw the book there, I was able to buy the book I wanted.

আমি বই কেনার জন্য অনেক বড় একটা লাইব্রেরীতে গিয়েছিলাম কেননা বড় লাইব্রেরীতে গেলে অনেক ধরনের বই পাওয়া যায় আর সেখানে চাহিদা মত বই পাওয়া যায় খুবই অল্প দামের মধ্যে এই জন্যই আমি মূলত ছোট লাইব্রেরীর পরিবর্তে বড় লাইব্রেরীতে গিয়েছিলাম। সেখানে এত বেশি পরিমাণে বই ছিল যা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলাম আসলে মুগ্ধ হয়ে যাবোই না কেন এতটা সুন্দর একটা পরিবেশের মধ্যে যদি এত বেশি পরিমাণে বই একত্রিতভাবে পাওয়া যায় তাহলে সেটা খুবই ভালো লাগার মত। যাই হোক সেখানে বই আমি যখন দেখতে পেয়েছি আমার ইচ্ছামত বই কিনতে পেরেছি।

IMG20220304201911.jpg

In terms of buying books, you must tell me how you feel about this matter by commenting today and I am not sharing much with you until today, but I will appear with you later through a new post. Until then, I wish everyone to be well and healthy.

বই কেনার ক্ষেত্রে আমার এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!