introduce myself

in blurt-188398 •  2 days ago 

20241213_165112~2.jpg

I am Mohammad easin Ali. I have completed my diploma in agriculture. I have worked on many sites before. Today is my first post on Blurt. My home is in Jugirgofa village of Gangni upazila of Meherpur district. Our village is a very small village. There is a park in our village. There are many places to see there. A very beautiful environment inside our park. One day I will show you, God willing. Our village is a very sports-loving village. Everyone in our village loves playing football very much. I also love playing football very much. Now is the time for pithapuli in winter. I have many favorite pitha. I forgot to mention one more thing. During winter, a lot of juice is available in our village. Jaggery is made from that juice. Jaggery is very good to eat. Everyone comes from far away and takes jaggery from our village. In winter, if there is jaggery and bread with it, then it is very fun.
The moment of drinking juice from a tree in the fog on a winter morning is very beautiful. It is very common in our village. We like drinking juice like this in the morning. This winter, badminton is played very beautifully in our school grounds. Many boys come there at night to play. And the only way to protect ourselves from the cold is to play badminton at night. I also participate in the game with everyone. It is very nice to play the game. I forgot to mention one thing, I am also practicing homeopathic medicine along with my studies. We meet many different people there every day. If we did not meet, we would not know how many problems and diseases people are immersed in. Actually, life means war. And here, the one who can survive by fighting, that is, be patient, will be successful. To be successful in life, you will have to face many difficult problems, so fear will not work there.
আমি মোহাম্মদ ইয়াসিন আলী। আমি কৃষিতে ডিপ্লোমা সম্পন্ন করেছি। এর আগেও অনেক সাইটে কাজ করেছি। আজ ব্লার্টে আমার প্রথম পোস্ট। আমার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামে। আমাদের গ্রামটি খুবই ছোট একটি গ্রাম। আমাদের গ্রামে একটি পার্ক আছে। সেখানে দেখার মতো অনেক জায়গা আছে। আমাদের পার্কের ভেতরে খুব সুন্দর পরিবেশ। একদিন আমি আপনাদের দেখাবো, ইনশাআল্লাহ। আমাদের গ্রামটি খুবই খেলাধুলাপ্রিয় একটি গ্রাম। আমাদের গ্রামের সবাই ফুটবল খেলতে খুব ভালোবাসে। আমি ফুটবল খেলতেও খুব ভালোবাসি। এখন শীতকালে পিঠাপুলির সময়। আমার অনেক প্রিয় পিঠা আছে। আমি আরও একটি কথা বলতে ভুলে গেছি। শীতকালে আমাদের গ্রামে প্রচুর রস পাওয়া যায়। সেই রস দিয়ে গুড় তৈরি করা হয়। গুড় খেতে খুব সুস্বাদু। সবাই দূর-দূরান্ত থেকে এসে আমাদের গ্রাম থেকে গুড় নিয়ে যায়। শীতকালে, যদি এর সাথে গুড় এবং রুটি থাকে, তাহলে খুব মজা লাগে।
শীতের সকালে কুয়াশার মধ্যে গাছ থেকে রস পান করার মুহূর্তটি খুব সুন্দর। আমাদের গ্রামে এটা খুবই সাধারণ। আমরা সকালে এই ধরণের জুস পান করতে পছন্দ করি। এই শীতে আমাদের স্কুলের মাঠে খুব সুন্দরভাবে ব্যাডমিন্টন খেলা হয়। রাতে অনেক ছেলে সেখানে খেলতে আসে। আর ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করার একমাত্র উপায় হল রাতে ব্যাডমিন্টন খেলা। আমিও সবার সাথে খেলায় অংশগ্রহণ করি। খেলাটি খেলতে খুব ভালো লাগে। একটা কথা বলতে ভুলে গেছি, আমি পড়াশোনার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাও করি। আমরা প্রতিদিন সেখানে অনেক মানুষের সাথে দেখা করি। যদি আমরা দেখা না করতাম, তাহলে আমরা জানতাম না যে মানুষ কত সমস্যা এবং রোগে ডুবে আছে। আসলে জীবন মানে যুদ্ধ। আর এখানে, যে লড়াই করে বেঁচে থাকতে পারে, অর্থাৎ ধৈর্য ধরতে পারে, সে সফল হবে। জীবনে সফল হতে হলে, অনেক কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে, তাই সেখানে ভয় কাজ করবে না।

শীতের সকালে কুয়াশার ভেতরে গাছ থেকে রস পেড়ে খাওয়ার মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর আমাদের গ্রামে খুবই সচরাচর হয়ে থাকে আমাদের বেশ ভালই লাগে সকালে এভাবে রস খাওয়া। এই শীতে আমাদের স্কুল মাঠে অনেক সুন্দর করে ব্যাডমিন্টন খেলা হয় রাত্রে অনেক ছেলে আসে সেখানে খেলার জন্য। আর শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটাই মাধ্যম সেটা হলো রাত্রে ব্যাডমিন্টন খেলা। আমিও সবার সাথে খেলাতে অংশগ্রহণ করি বেশ ভালই লাগে খেলা খেলতে। বলতে ভুলেই গেছিলাম একটা কথা আমি লেখাপড়ার পাশাপাশি একটু হোমিওপ্যাথিক ডাক্তারিও প্র্যাকটিস করছি। সেখানে আমাদের দৈনিক অনেক অনেক রকম মানুষের সাথে আমাদের দেখা হয় দেখা না হলে জানতামই না মানুষ কত রকম সমস্যা কত রকম রোগব্যাধিতে ডুবে আছে। আসলে জীবন মানে যুদ্ধ। আর এখানে যে যুদ্ধ করে টিকে থাকতে পারবে মানে ধৈর্য্য ধারণ করতে পারবে সেই সফল হবে। জীবনে সফল হতে হলে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে সেখানে ভয় পেলে চলবে না।
In our village, there are many beautiful big fish farms inside the park. There are many big ponds there. Many people come to see the pond. There are also many flowers, trees, and many other things. Our house is next to the park. During Eid, there is a lot of crowd. Many people come from far and wide to visit us here. In our village, there is one high school, another primary school, a madrasa, and many institutions in our village. Many students study there. Inside the school, there is a very beautiful big one where football, cricket, badminton, volleyball, and many other types of games are played.
আমাদের গ্রামে পার্কের ভিতর কিন্তু অনেক সুন্দর বড় বড় মাছ চাষ করা হয় সেখানে অনেক বড় পুকুর আছে পুকুর দেখতে অনেকে আসে।আবার আছে অনেক হচ্ছে ফুল গাছ অনেক কিছুই আছে। আমাদের বাসা কিন্তু পার্কের পাশেই। ঈদের সময় অনেক ভিড় হয় অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে আমাদের এখানে ঘুরতে। আমাদের গ্রামে একটা আছে হাই স্কুল আরেকটা আছে প্রাইমারি একটা মাদ্রাসা অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের গ্রামে আছে। অনেক ছাত্র-ছাত্রী সেখানে পড়াশোনা করে। স্কুলের ভিতরে খুব সুন্দর বড় একটি যেখানে ফুটবল খেলা ক্রিকেট খেলা ব্যাডমিন্টন ভলিবল আরো অন্যান্য অনেক ধরনের খেলা হয়ে থাকে।
Our high school was established in 1973. Many people have been managing our school very well from the phone. At first, our school was like a hut with a jump. Then gradually, now our school has a three-story building and many more buildings next to it. In addition to the high school, we have another school, which is the primary school. We have been here for a long time. At that time, our primary school also did not have such a building. We had to build a house under pressure. In this way, many people used to study with great difficulty. All our ancestors studied in this school, then we are doing admissions and what will they study if they come and come.

IMG_20250110_120625_099.jpg
আমাদের এই হাই স্কুল স্থাপিত হয় ১৯৭৩ সালে ফোন থেকে আমাদের এই স্কুলটি খুবই সুন্দরভাবে পরিচালনা করে আসছেন অনেকে প্রথম প্রথম আমাদের স্কুল ছিল একটি ঝাঁপ দিয়ে সেই কুঁড়েঘর করার মতন একটা অবস্থা। তারপর আস্তে আস্তে এখন আমাদের স্কুলে তিন তলা বিল্ডিং আছে পাশে অনেক আরো বিল্ডিং আছে। হাই স্কুলের পাশাপাশি কিন্তু আছে আমাদের আরেকটা স্কুল সেটা হল প্রাইমারি অনেকদিন যাবত এখানে চলে আসছে তখন আমাদের প্রাইমারি স্কুলেও তেমন বিল্ডিং ছিল না যাবে চাপ দিয়ে একটা ঘর বানানো ছিল এভাবেই অনেকে অনেক কষ্ট করে লেখাপড়া করতো আর কি। আমাদের বাপ দাদারা সবাই এই স্কুলে লেখাপড়া করেছে তারপরে ভর্তিতে আমরা করছি আসবে আর কি তারা করবেন লেখাপড়া।

IMG_20250110_120633_216.jpg

IMG_20250110_120814_898.jpg

IMG_20250110_120844_885.jpg
There is a very big banyan tree inside our school. It is very old. There are many mango trees around. There is a mango garden. We love to eat mangoes there since childhood. I will not talk much more today. I am declaring this to be the end. May Allah have mercy on us.
আমাদের স্কুলের ভিতর খুব বড় একটি বটগাছ আছে এটার বয়স অনেকদিন হয়ে গেল আশেপাশে অনেক আমগাছ আছে আমের বাগান আছে আম হয় আর কি সেখানে আম খেতে আমাদের খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই। আজকে আর বেশি কথা বাড়াবো না এই পর্যন্ত এই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 days ago  ·  

Thank you for sharing a very nice post with us.

  ·  2 days ago  ·  

Welcome to Blurt! 🙂

I invite you to take part in our survey to tell us how did you find a blurt:

https://blurt.blog/blurt/@khrom/3syb5c-how-did-you-come-across-blurt-leave-a-reply-and-get-a-strong-upvote-round-2